![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো'' ওরা আমারে কুত্তা কয় ?অনেক দিন এই কথা শুনে আসছিল ববির মা ''সেই দিন ও একই কথা মাগো ওরা আমারে কুত্তা কয় এই বলে কান্না কাটি শুরু রোজ রোজ আর শুনতে ভালো লাগছিল না ।আজ ববির মা '' রেগে মেগে হন হন করে বের হলো সামনে গিয়ে ববির কানে কানে বলল তুই ওদের কে বলিস তুই রাজাকার ! তুই রাজাকার !ববি মায়ের কথা টা ওদের কে বলতে শুরু করলো তুই রাজাকার ! তুই রাজাকার !
কিছুক্ষণ পরে যা হলো দু' এক মিনিটের মধ্যে একটা পটকা বোম ব্লাস্ট হলো ববির মা তো দৌড়ে এলো ববির কাছে ।খাইছে রে রাজাকারের বাচ্চা গুলি বোম মারছে ?এসে দেখে ববি একটা গেইম খেলছে আর কেউ নেই ববির পাশে |এই কথা গুলি রেকর্ড করা গেইম হেরে গেলে বোম ব্লাস্ট হয় ,আমরা এখন ডিজিটেল যুগে বসবাস করছি গেইমে যদি সব দেখতে পারি বাস্তবে তো আরো বেশি কিছু হর হামেশা হচ্চ্ছে ,এই খেলা টা ববির মা জানত না ওনি ভাবছিল ববির বন্ধু রা কুত্তা বলতো ! ডিজিটেল যুগের ববি বয়স ৭ কমপিওটার চালাতে জানে যা ববির মা জানে না ,সে থাকে তার সংসার নিয়ে এই হলো যুগের পরিবর্তন আমার একদিন মরে যাবো ববির ছেলে মেয়েরা কি দেখবে ?আমাদের ও জানা নেই তখন কোন ডিজিটেল পৃথিবী হবে ববি দেখতে পাবে কি ? তার ছেলে মেয়েরা ও কি এই কথা বলবে মাগো ওরা আমায় কুত্তা বলে না কি ববির মায়ের কথা তুই রাজাকার 'আমার জানা নেই |
©somewhere in net ltd.