![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু স্বপ্ন এনে দিতে কি পারো?
দিনের শুরুর সবুজ ঘাসের
চুড়ায় শিশির দানার মত
নতুন কিছু স্বপ্ন দেখতে চাই ।।
কিছু এলোমেলো আবেগ দিতে কি পারো?
আমি নেই কোন লেনাদেনায়,
হাত পেতেছি শুধু কিছু আবেগের আশায় ।।
কিছু আশার আলো কি দিতে পারো?
হোক না তা পরাবাস্তব,
বানোয়াট আর ঘড় ছাড়া পাখির মত,
তিমির অন্ধকারে একটু আলো চাই
হোক না তা পথহারা জোনাকির মত ।।
দিতে কি পারো কিছু বিবাগী সময়?
খরস্রোতা নদীর মত
বাধভাঙ্গা কিছু বিবাগী সময় চাই,
জোছোনাস্নাত শুহুরে রাস্তায়
বিবাগী পথিকের মত হেটে যাব অজানায় ।।
©somewhere in net ltd.