![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিলন
চলেই যদি যাবে, তবে চল কখনোও স্বপ্নে মিলি?
চলেই যদি যাবে, তবে চল কখনোও স্বপ্নে মিলি-
যেমন করে শুকনো ফুল বইয়ের ভাজে মেলে।
খুঁজে দেখতে পারো সর্বস্বান্তের মাঝে বিশ্বস্ততার চেরাগ,
খুঁজে দেখতে পারো সর্বস্বান্তের...
এই বিষণ্ণ চোখের দৃষ্টি
ঘোলাটে হয়ে এলে ---
শহর যেন অলস দূপুরের
মতই শুনসান ।
এমনিই কোন দিনে - দূরেই থেকো, থাক
কোন সাজানো বাগানে একমাত্র টকটকে
লাল গোলাপ হয়ে ।।...
ওয়াকত (সময়)
লেখক - জাভেদ আখতার
শ্রেণী - নাজম (نظم)
এই সময়টা কি?
এটা আসলেই কি, যেটা সর্বদা বয়ে চলেছে?
যখন এটা বইত না,
তখন কোথায় ছিল?
কোথাও তো ছিল
বয়ে গেছে,...
বহুদুর থেকে এসেছি
একটু সময় তো যেতে দাও,
একটু ভেবেও দেখতো -
হারাবার আগেই যদি হারিয়ে যাই?
বোঝার আগে অবুঝ থাকাই কি ভালো নয়?
রঙ্গীন পাখা মেলে
ভোর হতে গোধূলির অবসাদে
ক্লান্ত প্রজাপতি খুঁজে বেড়ায়...
এক থেকে শুন্য আমি,
খুঁজে বেড়াই দিন রাত্রি,
ধরা দেয় না শুন্য আমায়,...
সেখানে কিছু বৃষ্টি ছিল,
ছিল কয়েকটা গন্তব্যহীন রাস্তা,
আর ছিলাম আমি,...
কোন এক কুয়াশাভেজা সন্ধ্যায়
হয়তো আবার দেখা হবে,
ল্যাম্পপোস্টের মৃদু আলোয় হেঁটে হেঁটে...
©somewhere in net ltd.