![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বিষণ্ণ চোখের দৃষ্টি
ঘোলাটে হয়ে এলে ---
শহর যেন অলস দূপুরের
মতই শুনসান ।
এমনিই কোন দিনে - দূরেই থেকো, থাক
কোন সাজানো বাগানে একমাত্র টকটকে
লাল গোলাপ হয়ে ।।
তোমার রূপ, গন্ধ, সহচার্যে বুঁদ হয়ে
থাকুক সবাই, তাতে যদি
মদিরার তেঁতো স্বাদটা একটু বেশিই
মধুর হয়ে ওঠে, আহ!
আমিতো এখন অনেক দূরে,
এই দ্যর্থহীন দূরত্বই তো প্রেমের টান --
যে প্রেম কোনদিনই ছিল না, তোমার
এমন ভালোবাসার ভাবনায় বিভোর আমি, আহ !
এমনিই ব্যর্থ শীতল প্রেমের
বরফে ঢেলে ঢেলে চুমুক দিয়ে
পরিশ্রান্ত সন্ধ্যার
জোনাকি জ্বলে আমার ।।
চাই না তোমাকে, চাই
তোমার নাইভ ছলনাকে, আর
কয়েক ফোঁটা মায়া কান্না
বিটলবণের মত আমার নিচু
কিন্তু মোটা ভারী গ্লাসের চূড়ায় ছড়িয়ে
যেভাবে একটু একটু করে উপভোগ করব , ওফ !
করুণা তোমার প্রেমিককে!
২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা।
"পরিশ্রান্ত সন্ধ্যার জোনাকি জ্বলে আমার" - ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: মোটামোটি।