![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
নাসিরুদ্দিন হোজ্জার বাড়িতে তাঁর কিছু বন্ধু এসেছেন। অতিথিদের তরমুজ দিয়ে আপ্যায়ন করলেন হোজ্জা। বন্ধুদের সঙ্গে খেতে বসলেন হোজ্জা নিজেও।
হোজ্জার পাশেই বসেছিলেন তাঁর এক দুষ্টু বন্ধু। তরমুজ খেয়ে খেয়ে বন্ধুটি হোজ্জার সামনে তরমুজের খোসা রাখছিলেন। খাওয়া শেষে দেখা গেল, হোজ্জার সামনে তরমুজের খোসার স্তূপ।
দুষ্টু বন্ধুটি অন্যদের বললেন, ‘দেখেছেন কাণ্ড? হোজ্জা কেমন পেটুক? তার সামনে তরমুজের খোসার স্তূপ হয়ে গেছে’!
হোজ্জা হেসে বললেন, ‘আর আমার বন্ধুটির সামনে দেখছি একটা খোসাও নেই! উনি খোসাশুদ্ধ খেয়েছেন! এখন আপনারাই বলুন, কে বেশি পেটুক!’
২।বাবাদের নিয়ে কয়েকটি কৌতুক
—ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে
—পিতাদের এত ঘুমানোর কী প্রয়োজন?
বাবা: স্কুলে তোমার কেমন চলছে, খোকা? লেখাপড়া কেমন হচ্ছে?
ছেলে: আচ্ছা বাবা, মাঝেমধ্যেই তুমি এ কথা জিজ্ঞেস করো কেন? আমি কি কখনো জিজ্ঞেস করি, অফিস তোমার কেমন হচ্ছে?
প্রতিদিনের মতো রহমান সাহেব তাঁর মেয়েকে ঘুম পাড়াচ্ছেন। মেয়ের ঘুম আসছে না দেখে রহমান সাহেব মেয়েকে রূপকথার গল্প শোনাচ্ছিলেন। এক ঘণ্টা পরে ঘরে শুধু মৃদু স্বরে গল্পের আওয়াজ পাওয়া গেল। দুই ঘণ্টা পরে নীরবতা। মিসেস রহমান এসে ফিসফিস করে জানতে চাইলেন, ‘ঘুমিয়ে পড়েছ?’
‘হ্যাঁ, মা, বাবা ঘুমিয়ে পড়েছে,’ মেয়ে উত্তর দিল।
বাবা তার ছোট সন্তানকে: আমার লক্ষ্মী বাবা! সোনা বাবা!!
পিচ্চি: আমি তোমার বাবা হব কী করে? আমি তো বিয়েই করিনি, তাই না, মা?
পুণ্যার্থী: আজ দানবাক্সে কত রাখব, বাবা?
ভন্ডবাবা: দুটো পয়সা বেশি দিয়ে যাস। জিনিসপত্রের যা দাম! তোরও যাতে লস না হয় সেটা দেখছি। তোর জন্য আজ বাড়তি এক কোটি টাকা চেয়ে প্রার্থনা করছি।
রোগী: সকাল থেকে এসে বসে আছি। ব্লাড ক্যানসার নিয়ে এতক্ষণ কি বসা যায়? বাবারে কও না দুইটা ঝাড়ফুঁক দিয়া আমারে ভালা কইরা দিতে। ট্যাকা-পয়সা কম দিমু না।
ওঝাবাবার সহকারী: বললাম তো আজকে সম্ভব না। ওনার পেটের পীড়া হইছে। দৌড়ের ওপর আছেন। একটু পরে ডাক্তারের কাছে যাইতে হইব। যান, দুই দিন পরে আসেন।
৩।
দুইটা বালক একদিন খেলতে খেলতে সাগর পাড়ে চলে এল। সেখানে তারা দেখতে পেল স্বল্পবসনা মেয়েরা রৌদ্রস্নানরত। হঠাত একটা বালক পিছন দিকে দৌড়ে পালাতে লাগল। অন্য বালকটি বুঝতে পারল না তার কি হয়েছে এবং কেন এভাবে দৌড়ে পালাচ্ছে। সে তার পিছন পিছন আরো জোরে দৌড়ে এসে তাকে ধরে ফেলল।
- কিরে, এভাবে দৌড়ে পালাচ্ছিস কেন?
- মা বলেছিল আমি যখন নগ্ন মেয়ে দেখব, তখন জমে পাথর হয়ে যাব।
- আরে তোর মা তোকে ভয় দেখিয়েছে।
- নারে, মেয়েদের দেখা মাত্রই একটা জায়গায় শক্ত হতে শুরু করছিল।
২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: হাসি পেলো..পাথর হয়ে যাচ্ছি!!!
৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল। অনেক মজা পেলাম
৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
আহলান বলেছেন: শেষেরটা বাদে সব গুলো আন কমন পড়ছে ...
৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
শায়েরী বলেছেন:
৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
মাক্স বলেছেন:
৭| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
গোবর গণেশ বলেছেন: শেষেরটা জটিল
৮| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
রানার ব্লগ বলেছেন:
:-& :-&
৯| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
ক্ষুদ্র খাদেম বলেছেন: :!>
১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮
ভ্রমন কারী বলেছেন: প্রথম এবং শেষেরটা বেশী ভালো লাগছে।
১১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৮
ড. জেকিল বলেছেন: একটা ভূল হয়ে গেছে ......... আপনি একটু হাসতে বলেছেন কিন্তু আমি তো বেশি হেসে ফেলেছি
১২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: হাসি পেলো না ।