![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব মানুষ এর একটা ইচ্ছা মনের মধ্যে থাকে যে সে হারিয়ে যাবে অনেক দূরে।
আমার ও খুব হারিয়ে যেতে ইচ্ছা করে। কোন এক মঠো পথ.....বনের মাঝ দিয়ে এক দৌড়ে নদীর পাড় এ এসে মুগ্ধ নয়নে নদীর উত্তাল ঢেউ দেখবো।
আকাশের বুকে ঘন মেঘ এর ঘনঘটা.....
আর তখন চোখটা বন্ধ করে ডাকবো .......... তুমি এসো.....তুমি এসো.....তুমি এসো.....
আর কত দিন তোমার অপেক্ষাই আমি থাকবো.......
তবে কি পাবোনা এ জীবনে তোমার দেখা!!!!
আমি যে তোমার পথ পানে চেয়ে আছে সখা.......
.......... তুমি এসো.....তুমি এসো.....তুমি এসো.....
সময় গড়িয়ে যাই.....বয়স তার সাথে সমান তালে বেড়ে চলেছে.....
তোমা্য় নিয়ে কতো সতো স্বপ্ন আমার ....। তবে কি সেই তিলে তিলে গড়া সব.... স্বপ্ন আমার...... স্বপ্ন ই থেকে রবে......।
.......... তুমি এসো.....তুমি এসো.....তুমি এসো.....
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০২
বৃষ্টি বিলাসী বলেছেন: ধন্যবাদ। কিন্তু এটা আমার মন এর ই কথা। আমি সত্যি তার অপেক্ষায় আছি।
২| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে, পুরো কবিতাটায় এক সকরুন সুর বাজছে যেন, ............ফিরে আসুক প্রিয়জন..................
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৩
বৃষ্টি বিলাসী বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো