নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোবেল হোসেন সাজিদ।

স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।

নোবেল হোসেন সাজিদ। › বিস্তারিত পোস্টঃ

কাক্কুর মতিগতি

০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

এরশাদ কাক্কুর মতিগতি তো কিছু ই বুজবার পারতাছি না। কখন যে কি থেকে কি কইরা বসে তার নাই ঠিক।কাক্কুরে কইবার চাই …… ও কাক্কু আপ্নে দুই আন্টির কারো লগে না গিয়া নিজে খারায়া যান। একদম সোজা খাম্বার মত।আর না হইলে কয়দিন আগে যা করবার চাইছিলেন সেটা ই করেন। নিজে ই নিজেরে ঘেচাং কইরা দেন । তাও অন্তত কমেডি করা বন্ধ করেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

ইজীটক বলেছেন: "দুই আন্টির কারো লগে না গিয়া নিজে খারায়া যান। একদম সোজা খাম্বার মত।" আমরা আছি আপনার লগে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: My কাক্কু is real play boy হেই ২টার লগে T20 play করতাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.