নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোবেল হোসেন সাজিদ।

স্বপ্ন দেখতে ভালবাসি, দেশ কে নিয়ে নিজেকে নিয়ে..... ছোট বেলা থেকে শুনে আসছি বড় স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যায় না.....তাই দেশ কে নিয়ে নিজেকে নিয়ে বড় স্বপ্ন দেখি.... স্বপ্ন দেখি বাংলাদেশ ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ইউরপের প্রতিটি দেশ কে ছাড়িয়ে যাবে।

নোবেল হোসেন সাজিদ। › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন :

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

এক বড় ভাইয়ের অফিসে গেলাম দেখা করতে, ভিতরে মিটিং চলছে বিধায় ওয়েটিং রুম এ বসে ওয়েট করছি তার জন্য। দুপুরের খাবার টা বেশি হয়ে গেছে বিধায় বসে ওয়েট করতে করতে হালকা একটা ঘুম পেয়ে গেল। যদিও বসে ঘুমানোর তেমন একটা বদ অভ্যেস নেই।

এই সল্প সময়ের সল্প ঘুমের মধ্যেই এক স্বপ্নের উদয় ঘটলো। দেখলাম, আমার পছন্দের বিখ্যাত মডেল আমাকে এসে বলছে সে আমাকে পছন্দ করে :) আমি তো পুরা এ টাস্কি খেয়ে গেলাম :P তবে আরও বেশি তাজ্জব হলাম যখন অবচেতন মন সচেতন ভাবে ই তাকে না করে দিয়ে বলে দিল আমি আমার রাজকন্যা পেয়ে গেছি :D তোমার ছবি তে আর like , comment , share দিবো না :D

পরক্ষনেই মোবাইলের রিং টোনে সাধের ঘুম টা ভেঙ্গে গেল :((



*** রাজকন্যা কেনো যে বুঝে না, সচেতন এবং অবচেতন মন দুটোই তাকে চায় প্রবল ভাবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: lol

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.