![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপ্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন। www.somewhereinblog.net এ আমি আপনাদের নতুন বন্ধু। আমি নবনয়ন। এটি আমার ছদ্মনাম। এই সাইটে অনেকেই আছেন যাদের কাছে আমি সঙ্গীতশিল্পী হিসেবেই পরিচিত, লেখক হিসেবে নয়। আর লেখালেখির জগতে আমি একেবারেই নতুন ও আনকোরা। আমার লেখা পড়ে পরিচিতজনেরা আমাকে নিয়ে কাটাছেড়া করবে, সে সুযোগ আমি তাদের দিতে চাই না। আর, এজন্য আমার এই ছদ্মনাম সংক্রান্ত ছেলেমানুষী। আশা করছি, আপনারা আমার এই সামান্য ছেলেমানুষীটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ
বাঁশুরিয়া.....ও বাঁশুরিয়া
বাঁজাও এ কোন সুর?
হাওয়ায় হাওয়ায় সে সুর ভেসে
ভেসে যায় এ কোন্ দুর।।
সেই সুরের এ মন মোহন্
লাগে কি সুমধুর!
সে সুর বলে কত কথা
কোন এক গাঁয়ের বধুর।।
কথা ও সুর : ছন্দ
উৎসর্গ: সিলেট বেতারের তালিকাভুক্ত বংশীবাদক শ্রদ্ধেয় বারি ভাই কে।
সম্মানে: বাংলাদেশের সকল বংশীবাদকবৃন্দ যাদের মন সেই বাঁশির মতন মায়াময়।
©somewhere in net ltd.