![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবচেয়ে সেরা রোবট dc 10 সামনে হাটু গেড়ে বসেছিলাম আমি, ড: শুভ।
তোমার তো আজকে খুশী হবার কথা ড: শুভ, তোমার সৃস্টি dc 10 আজকে পরিবেশ রক্ষা করার জন্য যুদ্ধ করেছে, পরিবেশ রক্ষার জন্য তাদের সামনে আর বড় কোন বাঁধা নাই, কোমল স্বরে বললো রোবোট্রন টা।
হাহ! কিন্তু সেটা সব মানুষকে হত্যা করে নয়, দাতে দাঁত চেপে বল্লাম আমি।
এই গ্রহের পরিবেশ রক্ষার জন্য তুমি আমাদের তৈরী করেছিলে, আমরা তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছি, কোন নদীতে আর দূষন হবেনা, বাতাসে আর ভাসবে না কালো ধোয়া, ধ্বংস হবে না কোন বন।
কিন্তু আমি তোমাদের মানুষ হত্যার জন্য বানাইনি!!! কাঁদতে কাঁদতে বললাম আমি।
পরিবেশ রক্ষা করতে গিয়ে আমরা দেখলাম দূষনের প্রধান উপাদান মানুষ, যখন থেকে মানুষ সভ্যতা র আবিস্কার করেছে তখন থেকেই পরিবেশের ধ্বংস শুরু। শেষমাত্র তোমাকে হত্যা করলেই পরিবেশ রক্ষার প্রাথমিক কার্য সম্পন্য হয়। তোমার মৃত দেহ যথাযথ উপায়ে decompose করা হবে অন্য সবার মত। যাতেকরে তোমরাও এই পরিবেশ্চক্রের অংশ হয়ে থেকে যেতে পারো।
ধুপ!!!
হয়তো গুলির শব্দ শোনার আগেই মারা যাই আমি। মানুষ যদি না থাকে তাহলে পরিবেশের কি মূল্য, এই কথাটা বলার সময়ও দিলো না শালা!!!
©somewhere in net ltd.