![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যান্ড সংগীত কি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে?? নূতন কোন ব্যান্ডের নাম তো আর শুনি না। ব্লুটুথ ইনফ্রারেডের যুগে, যখন মোবাইলের মেমরি ছিল ১২৮, ২৫৬ এমবি। তখন মোবাইল ভর্তি থাকতো গানে। বন্ধু বান্ধবের প্লেলিস্ট কপি করলেই সেই সেই গান। গান রাখার জায়গা থাকতো না। মেমরি ফুল হলে পুরাতন দুই একটা ডিলিট করে নূতন দুই একটা ভরতাম। আমার প্রথম মোবাইলে ব্লুটুথ ছিল না। ইনফ্রারেড ছিল। অনেকের ইনফ্রারেড ছিল না। আমার বন্ধু এর ছিল। তাই অনেক গান আগে ওর মোবাইলে ব্লুটুথে নিতাম। তারপরে আমার মোবাইলে ইনফ্রারেডে। বিরক্তির এক শেষ। তাতে কি???
এখন মোবাইলে ২৫৫ জিবি মেমরি। একটা গান ও নাই। প্লেলিস্ট ও নাই। ইউটিউব আর স্পটিফাইতে পুরাতন গান গুলা এখনো শুনি। কিন্তু ওইসব প্লেলিস্টে মন ভরে না।
আর ছিল এফ এম, আমার কলেজ ছিল বাসা থেকে অনেক দূরে, বাসে যাবার সময় কানে হেডফোন গুজে এফ এম ছেড়ে দিলেই হতো। মনে হতো কলেজ আর একটু দূর হলে আরো ভাল হতো। কলেজে মোবাইল ছিল নিশিদ্ধ। লুকিয়ে রাখতাম।
কেউ কি এখন এফ এম শুনে?? কেউ কি এখন গান শোনে। বস্তি মার্কা কিছু গান এখন ভাইরাল হয় শীট হেডেড পিপলদের জন্য।
এখন ছেলেমেয়েরা কি ওই শোনে?? নাহলে ভাইরাল হয় কিভাবে। ভাল গান কি এখন আর হয় না। পোলাপাইন কি এখন আর ব্যান্ড বানায় না?? আগে তো আমাদের কলোনীতে বিয়ে তে যে কোন উৎসবে ব্যান্ড ছিল মাস্ট একটা বিষয়। চিটাগাং ব্যান্ডের রাজধানী। কই এখন সব।
হোয়াটেভার, কারো যদি ভালো গানের প্লেলিস্ট থাকে প্লিজ শেয়ার সাম।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২২
নগরবালক বলেছেন: যায় দিন ভালো, আসে দিন খারাপ ভাই, তখন মনে হতো কখন বড় হবো, এখন মনে হয়,,,,,,, আসলে মানুষ কখনোই তার নিজের অবস্থায় সন্তুস্ট না
২| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৮
রাজীব নুর বলেছেন: গান বাজনা এখনও হয়। অবশ্যই হয়।
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১৩
নতুন বলেছেন: এখন মানুষ গানের ক্যাসেট কেনে না। অনলাইনে শোনে।
তাই এখন ব্যান্ডে গান হবেনা। আসবে ডিজে । ইউটিউবে গান আসবে ভিউ পাবার জন্য।
১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:২৩
নগরবালক বলেছেন: শস্তা চটুল গানে আর মেয়ে মানুষের শরীর দেখিয়ে ইউটিউবে যে ভিডিও আসে তাকে আমি আর যাই হোক গান বলবো না। নিম্ন শ্রেনীর নীল ছবি
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৯
নতুন বলেছেন: তা ঠিক। এখন সবই সস্তা ক্লিক বাইট বানায়।
গান বলার মতন কথা বা কাজ খুবই কম হচ্ছে এখন।
ওয়েব সিরিজের নামে সফটপণ` বানাচ্ছে ।
৫| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫০
ক্ষুদ্র খাদেম বলেছেন: আপনার কথা সবটাই অপ্রিয় সত্যি
এই মুহূর্তেও আমি আমার ইউটিউব প্লে লিস্টে গান শুনছি। কোন গানগুলো জানেন?? সেই গানগুলো যেগুলো শুনে বড় হয়েছি। এখন মিডিয়াম পরিবর্তন হতে পারে, আপনি আমি নতুন মিডিয়ামে আমাদের সেই গানগুলো শুনতে পারি, সেই শিল্পীদের প্রণোদনা দিতে পারি। আমি যতদূর জানি, এখন আর সাধারণত আমাদের দেশে সিডি বা হার্ড ফরম্যাটে গানের রিলিজ হয়না, হয় ইউটিউবে, আইটিউনে বা অন্য গানের ওয়েবসাইটে। এগুলোকে পরিবর্তনশীল টেকনোলজি হিসেবে ধরে নিয়ে এগোলে সমস্যার সমাধান হতে পারে বৈকি!!
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২৭
বংগল কক বলেছেন: গুড ওল্ড ডেইজ......... তাই না?