নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ সবাই এক একটা নৌকা !

মানুষ সবাই এক একটা নৌকা ! _নৈশতরী

নৈশতরী

মানুষ সবাই এক একটা নৌকা !

নৈশতরী › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি এবং আমি

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

রহস্যের প্রিয় বান্ধবী সন্ধ্যা, ধূসর শাড়ী পড়ে

বাঁশির বেতাল সুর সুরের ধরে, ভারী করছে বাতাসের বাউলা মন!

আমি হাঁটছি! হাঁটছি, হাঁটছি, পথ কথা বলছে!

পথের অসুখে নাকি দুঃখ বেড়েছে রাতের।

রাত এখন মারুতিদের পিছলে শরীরের গন্ধ শুঁকে শুঁকে

মাতাল হয়ে ক্ষেপে আছে।



ছেঁড়া জামা পড়ে পেছন থেকে ডাকছে অতীত,

অতীতের আজ মন ভালো নেই।

সামনে বড় বড় দীঘি ভর্তি ঘোলা জলে তোমার গন্ধ!

জল নাকি রোজ ভোরের দিকে

তোমার ভেজা শরীরের উঁচু নিচু রহস্যগুলো দেখে দেখে

দিওয়ানা হয়ে গেছে।

আমি অতীতকে থামতে বলে, জলের সাথে জুড়ে দিলাম গল্প।

সন্ধ্যা হাত নেড়ে বিদায় নিলো, রাত আমার পাশাপাশি হাঁটছে।



ঠিক আছে জল, বল তুমি কি দেখেছো?

“আমি দেখেছি তোমার প্রিয়তমর খোলা খোলা চুলের বেণী,

মচকে যাওয়া নাকের নলক বালা,

আর শ্বেত বর্ণ কোমরের তলদেশে পশুদের আঁচড় কাটা দাগ”

রাত এবার

ক্ষেপে উঠে মুহূর্তেই কালোতে গুলিয়ে ফেললো সব!

ত্রাসের বুকের উপর পা রেখে বলতে লাগলো-

"আমি তোর প্রিয়তমর হাত ধরে যেতে দেখেছি

বায়ান্ন হাজার যুবকের পাল!

আর একটা নেড়ি-ভাল্লুক অনর্গল চেটেপুটে খাচ্ছে!"



আমি ভয় আর উপহাসের ক্রোধক্ত মুখ দেখে

টের পেলাম এখন রাত্রিকাল।

কোথায় যেন ঝিঁঝিঁপোকারা ডাক দিলো?

মহাকাল তোমার দার খোলো, হা করো বন্ধমুখ

আমি তোমার কোঁটি ছরের পুরানো পেটের মধ্যে

আজ রাতেও একটু লুকাতে চাই।



___নৈশতরী

07-01-13বিকেল

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++

ভালো লাগলো ।

ভালো থাকবেন :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

নৈশতরী বলেছেন:
ধন্যবাদ অপূর্ণ আপনিও ভালো থাকবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.