নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ সবাই এক একটা নৌকা !

মানুষ সবাই এক একটা নৌকা ! _নৈশতরী

নৈশতরী

মানুষ সবাই এক একটা নৌকা !

নৈশতরী › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু এবং আমি এক ঘাঁটে বসে থাকি

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

মৃত্যু আমাকে অনেক ডেকেছে

দূর থেকে দাঁড়িয়ে আজও ডাকছে- ‘আই বন্ধু আই’!

আমি পাপের ভাগাড়ে পড়ে থাকা পলিথিনের মতো

জংলি মাছিদের মতো, ফ্যালফ্যাল করে হাসছি!

আমি হাসিওলা।

হররোজ পৃথিবীর বাতাস গিলে গিলে বেঁচে থাকি

কত প্রচেষ্টা বেঁচে থাকার।

কখনো বর্ণচোরা সময়ের মতো, কালো কালো রাত,

ঝলমলে প্রভাত, পাশ কেটে হেটে হেটে চলে যায়।

ঘাড় ঘুরাই তাকিয়ে দেখি-

মানুষ’ই ছিঁড়ে খাচ্ছে মানুষের কাঁচা কাঁচা মাংস!!

আমার আবার হাঁসি পাই

হা হা হা আমি হাসছি রে, আমি আসছি রে

দিনে দুপুরে সব ছেড়ে ছুঁড়ে আমি আসছি।



দিনপঞ্জিকা এলোমেলো

যত্নহীন কালবেলা, তাবৎ দুঃখের আড়ত!

এখন মরে যাবার ভয় নেই বুকে, বেঁচে থাকার ভয়ে

প্রতিমুহূর্তে ধড়কে উঠি

গলার কাছে এসে মৃত্যু বসে আছে, হা করলেই চলে যাবে,

অথচ যাচ্ছে না!

অনেক কাল থেকে থেকে আমাকেও চিনে গেছে! আমিও...।

এখন আদিমকাল থেকে মারতে থাকা মৃত্যুকে

বন্ধু বন্ধু মনে লাগে।



তুমি বন্ধু যখন ইচ্ছে আমাকে নিয়ে যেও

আমি সব গুটলি বেঁধে সাথে রেখেছি, তুমি চাইলেই চলে যাবো।

তবে যে শিশু জন্মেছে একটা কালচিটে শরীরে

হে জন্মদাতা অধীশ্বর তুমি একটু দেখে রেখো তাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.