![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঠোপথ সেই কাঁচা রাস্তায়,
শৈশব হাঁটে নরম ঘাসে,
বৃষ্টির জল পায়ে মেখে,
খেলার সাথী ধুলো পাশে।
ধানের গন্ধ, কাদা-মাটি,
চেনা সুরে বাঁশির সাঝ,
গরুর গাড়ির চাকার রেখা,
রোদে পোড়া সোনালী বাঁধ।
কৃষকের গান, জোছনার আলো,
চাঁদের ছোঁয়া শিশির ভোরে,
বটতলার ছায়া গাছে,
ঘুড়ি ওড়ায় শিশুর স্বপনে।
এই পথ বয়ে নিয়ে চলে,
ফিরে আসে স্মৃতির ঘ্রাণ,
কখনো দুঃখ, কখনো সুখ,
মেঠোপথে জীবনের গান।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২৯
নকল কাক বলেছেন: পড়ে
২| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১০
কামালপাশা২য় বলেছেন:
উড়ে যাওয়ার ভান করেন; ব্লগিংও কি ভানের মাঝে পড়ে?