নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজের তৈরি কাক

নকল কাক

নকল কাক

নকল কাক › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৩৬

ওরে ডাকহরকরা! দাঁড়া রে একপলক!
কোথা যাস্ এত তড়িৎবেগে, কার ঘরে আনিস্ শোক?
পথের ধূলায় লুটিয়ে পড়ে ব্যথার গোপন পত্রখানি,
কোন সে নিঠুর প্রিয় লুকায়ে রাখিল এ বাণী?

হায় রে চিঠি! কত অভিমান, কত অশ্রুর দাগ,
কেঁপে কেঁপে উঠে হৃদয়, পড়ি যতই এক এক পাতা।
শুকনো কালির আঁচড়ে লেখা বিরহ-বেদনাগান,
আঁধার রাতের বাতাসে বাজে চুপকথার শ্বাস।

ওগো দূরপরবাসী! তুমি কি জানো, আমি আজও বসে আছি?
বিষাদ-ভরা সেই শেষ কথাটি বুকে নিয়ে রয়েছি?
তোমার হাতের ছোঁয়া লেগে চিঠিটা কাঁপছে হায়,
আমার বুকের আকুলতা কি তার কণায় কণায় বাজে না?

ওরে বাতাস! লয়ে যা তবু, দিয়ে যা তার দুয়ারে,
বলো তাহারে—"এই হৃদয় আজও তারই প্রতীক্ষায় পড়ে আছে অন্ধকারে!"
সে যদি পড়ে, সে যদি চেনে, যদি বুঝে মনের ভাষা,
তবে হয়তো ফিরবে সে একদিন, ভাঙবে নীরবতা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: আমার দুঃখ আমি কবিতা লিখতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.