নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজের তৈরি কাক

নকল কাক

নকল কাক

নকল কাক › বিস্তারিত পোস্টঃ

রাজাকারদের হাতে দেশ

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫০


রাজাকারদের হাতে দেশ পড়লে, কী হয় তার পরিণাম,
স্বাধীনতার আলো মুছে, নামে ঘন কালো ঘন ঘাম।
শত্রুর সাথে হাত মিলিয়ে, বিক্রি করে মায়ের মাটি,
স্বপ্নগুলো ভেঙে চুরমার, সোনার দেশে নামে ছাঁটি।

গানের ভাষা হয় নির্বাসিত, ইতিহাসে নামে ধোঁয়া,
বীরের রক্ত বৃথা যায়, মিথ্যের খাঁচায় সত্য বেঁধে রাখা।
আলোচনার নামে ছলচাতুরী, স্বার্থের ছুরি বুকে বসায়,
বীরের ঘরে কান্নার ধ্বনি, লুণ্ঠিত স্বপ্ন, আশা হারায়।

নদীর ধারা শুকিয়ে যায়, শস্যক্ষেত্র হয় রিক্ত,
শিক্ষার আলো নিভে পড়ে, বেড়ে চলে ভয়াবহ দুষ্ট।
প্রভুর দাস হয়ে যারা রাজা, লুটপাটে মত্ত তারা,
প্রাণের দাম তুচ্ছ আজ, ভেসে যায় রক্তধারা।

কিন্তু ইতিহাস কথা বলে, অন্ধকার চিরকাল থাকে না,
বীরের রক্ত, জনতার জাগরণ—ফিরে আনে মুক্তির চাঁদ।
রাজাকারদের শেষ হবে একদিন, ধ্বংস হবে মিথ্যার জাল,
সত্যের শক্তি, স্বাধীন চেতনা, আনবে নতুন স্বাধীনকাল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অন্ধকার চিরকাল থাকে না,
.....................................................
এই বাস্তবতা সবার স্বীকার করা উচিৎ

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৩

নকল কাক বলেছেন: করা উচিৎ

২| ২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.