![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধানমন্ডি বত্রিশ, স্মৃতির আঙিনায়,
রক্ত ঝরেছে, কান্না লেগেছে, শোকের বৃষ্টি ঝরায়।
সেই রাতে আগুন জ্বলেছিল, আঁধারে ঢাকা ছিল দেশ,
পিশাচেরা নেমে এসেছিল, ধ্বংসের নিল নির্লজ্জ রেশ।
দেয়ালগুলো বোবা হয়েছিল, চিৎকারে কেঁপেছিল ঘর,
বুলেটের তাপে নিভে গিয়েছিল, স্বপ্নের প্রদীপ সব।
মাটির বুকে ছড়িয়ে পড়েছিল, মুক্তির সুরের কান্না,
বিধ্বস্ত আশায় কাঁদছিল দেশ, হারিয়েছিল বীরের মানা।
রাজাকারদের হিংস্র উল্লাসে, আগুন লেগেছিল ঘরে,
স্বাধীনতার প্রাণশিখা, ছাই হয়ে গিয়েছিল পরে।
মুজিবের ছবি রক্তে মাখা, রোদন করেছিল নীরবে,
সেই রাজাকার হায়েনারা, তাণ্ডব করেছিল ভীষণে!
কিন্তু ইতিহাস থামে না কখনো, অন্যায় থাকে না চিরকাল,
প্রভাতের রোদ জাগিয়ে তোলে, মুছে দেয় অন্ধকারের জাল।
ধানমন্ডি আজও শপথ করে, শহীদের রক্ত বৃথা যাবে না,
সত্যের মশাল জ্বলবেই আবার, রাজাকারের তখ্ত টিকবে না!
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২৫ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।