নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজের তৈরি কাক

নকল কাক

নকল কাক

নকল কাক › বিস্তারিত পোস্টঃ

আয়না

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪


আয়না, তুমি কি জানো তোমার কাজটা কী?
যতবার দেখি, তুমি শুধু আমাকেই দেখাও,
আমার মুখ, আমার চোখের জল,
আমার হাসি, আমার কান্না, সব কিছু তোমার মাঝে।

তুমি দাঁড়িয়ে থাকো, নিঃশব্দ, নির্বিকার,
আমার সামনে, নিঃসঙ্গ, চুপ করে,
তবুও তুমি প্রতিটি অঙ্গভঙ্গি বুঝে,
তোমার প্রতিবিম্বে, আমি খুঁজে পাই এক আশ্রয়।

তুমি কখনও আমাকে ভালোবাসো না,
তুমি কখনও মিথ্যা বলো না,
তুমি শুধু সত্য বলো,
আর আমার অন্ধকারকে, তোমার আলোতে ঢেকে দাও।

তোমার মাঝে কেউ হারায়, কেউ আবার পায়,
তবে তুমি কখনো মিছে কিছু দেখাও না।
সবটা তুমি জানো, সবটা তুমি জানাতে চাও,
তুমি আমার আত্মার অঙ্গ, এক পৃথিবী হয়ে দাঁড়িয়ে।

তুমি নিঃশব্দ সাক্ষী, জীবনের অস্থিরতার,
আমার সমস্ত রহস্য, তুমি খুলে ফেলো মুহূর্তে।
তবুও তুমি চুপ, তোমার সত্যই অমলিন,
আয়না, তুমি আমার হৃদয়ের এক সঙ্গী।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন কাক

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

নকল কাক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.