![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আকাশ নীলিমা মাখে,
চাঁদের আলো ঝরে ঢাকঢাক করে,
নিশির হাওয়ায় দুলে যায় স্বপন,
ঘুমপরী আসে চুপটি করে।
রূপকথার ডানা মেলে সে উড়ে,
তারার দেশে নরম আলো,
স্বপ্নের রাজ্য খোলে সে চুপে,
ঘুমিয়ে পড়ো, নিদ্রার ভালো।
শিশির কণায় সে গান গায়,
কল্পনার দেশে ছড়ায় আলো,
আকাশ জুড়ে সোনালি পরী,
স্বপ্নের ঘুমে জড়ায় ভালো।
তুমি কি দেখেছো সেই পরীকে?
নাকি সে আসে শুধু রাতে?
চোখ বুঝলেই জাদু ছোঁয়ায়,
ঘুমের রাজ্যে, স্বপ্নের পথে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
নকল কাক বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি কি দেখেছো সেই পরীকে?
নাকি সে আসে শুধু রাতে?
........................................................
পরীরা রাজপুত্র খোঁজে রাতে
আপনি কি সেই পুত্র ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪২
নকল কাক বলেছেন: হে হে
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা