নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজের তৈরি কাক

নকল কাক

নকল কাক

নকল কাক › বিস্তারিত পোস্টঃ

প্রেমের পূর্ণতা

১৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

সে এল একদিন, নীরব বাতাসে,
আলতো করে ছুঁয়ে দিল অস্তিত্বের সমস্ত রেখায়।
শুধু ভালোবাসা নয়, সে জাগিয়ে তুলল,
আমার রক্ত, আমার আত্মা, আমার শক্তির শিখায়।

চোখে তার এক ঝলক দৃষ্টি,
এতটাই তীব্র যে, অন্ধকারও হার মানে।
তার উপস্থিতিতে হৃদয় জ্বলে ওঠে,
যেন বজ্রপাত নেমে আসে নির্জীব প্রাণে।

আমার ধমনীতে সঙ্গীত বাজে,
তার প্রতি অনুরাগে শরীর সঞ্জীবিত হয়।
স্নায়ুতে বয়ে চলে এক নতুন প্রাণ,
যেন দেবতা নিজ হাতে শক্তি দিলো আমায়।

তার ছোঁয়ায় মন স্পষ্ট হয়ে ওঠে,
ভাবনার দিগন্ত ছুঁয়ে যায় অজানার দেশে।
আমি নতুন, আমি প্রবল, আমি অজেয়,
প্রেম যদি শক্তি হয়, তবে সে-ই আমার ঈশ।

এই ভালোবাসা শুধু নয় কোমল অনুভূতি,
এ এক বিদ্যুৎ—যা আমার অস্তিত্ব রূপান্তরিত করে।
আমি মানুষ, আমি অগ্নি, আমি বজ্র,
তার ভালোবাসায় আমি অসীমের পথে এগিয়ে চলি।








মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:১৪

দানবিক রাক্ষস বলেছেন: খুব সুন্দর।

২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:২২

নকল কাক বলেছেন: ধন্যবাদ

২| ১৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা

২০ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:২২

নকল কাক বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৮

সোনালি কাবিন বলেছেন: মন্দ নয়।

২০ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৩২

নকল কাক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.