নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজের তৈরি কাক

নকল কাক

নকল কাক

নকল কাক › বিস্তারিত পোস্টঃ

ফিতনা-এ-মওদূদিয়াত_(০)

২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১:০১

প্রথম অধ্যায়: মুকাদ্দামা (ভূমিকা)
(পৃষ্ঠা ৫–১৮)
بسم الله الرحمن الرحيم
নাহমদُهُ ونصلِّي على رسوله الكريم

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দরূরূদ ও সালাম তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর।

আমি এই কিতাবখানা লিখতে মোটেও ইচ্ছুক ছিলাম না। বরং বার বার মনে হয়েছে, এ ধরনের বিতর্কে না জড়ানোই ভালো। কিন্তু গত কয়েক বছর ধরে যে পরিমাণ চিঠি, প্রশ্ন আর ফরিয়াদ আমার কাছে আসছে — বিশেষ করে নওজোয়ান ছেলেরা যারা মওদূদী সাহেবের লেখা আর জামায়াতে ইসলামীর প্রচারণায় বিভ্রান্ত হয়ে পড়েছে — তাতে আর চুপ থাকা সম্ভব হচ্ছে না।

আমি নিজে মওদূদী সাহেবের সঙ্গে কখনো সাক্ষাৎ করিনি, তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত কোনো শত্রুতাও নেই। বরং আমি তাঁর কিদ্ধি অনেক লেখা পড়েছি এবং স্বীকার করি যে তাঁর কলমে জোর আছে, ভাষা আকর্ষণীয়। কিন্তু যখন দেখলাম তাঁর লেখায় আক্বীদার এমন ভয়ানক ভুল ঢুকে গেছে যা সাধারণ মুসলিমের ঈমান পর্যন্ত নষ্ট করে দিতে পারে, তখন আর কলম চুপ রাখা যায় না।

আমি এই কিতাবে কোনো গালি-গালাজ করব না, ব্যক্তিগত আক্রমণ করব না। শুধু তাঁর নিজের লেখা থেকে উদ্ধৃতি দেব আর তার জবাবে কুরআন-হাদীস ও আহলুস সুন্নাহর উলামায়ে কিরামের কথা পেশ করব। পাঠক নিজেই বিচার করবেন কে ঠিক আর কে ভুল।
আমি এই কিতাব লিখছি তিনটি কারণে:

১. সাধারণ মুসলিম, বিশেষ করে ছাত্র-যুবকদের ঈমান বাঁচানোর জন্য।
২. যারা ইতিমধ্যে জামায়াতে ইসলামীতে জড়িয়ে গেছে, তাদেরকে সতর্ক করার জন্য।
৩. আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আক্বীদাকে স্পষ্ট করার জন্য — যেন কেউ বলতে না পারে যে দেওবন্দের বুযুর্গরা চুপ করে আছেন।

আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন এই কিতাব কারো বিরুদ্ধে হিংসা-বিদ্বেষের হাতিয়ার না হয়, বরং শুধু হক প্রকাশের মাধ্যম হয়। আর যদি আমার কোনো ভুল থাকে, আল্লাহ আমাকে মাফ করুন।

এই কিতাবে আমি মোট চৌদ্দটি বড় বড় ভুল নিয়ে আলোচনা করব, যেগুলোর প্রত্যেকটি ঈমানের জন্য বিপদজনক।
লিখেছেন
অধম ভিক্ষুকের মতো দোয়া প্রার্থী
মুহাম্মাদ যাকারিয়া
মদীনা মুনাওয়ারা
১৩৭০ হিজরী (১৯৫০-৫১ খ্রি.)


ফিতনা-এ-মওদূদিয়াত_(০)
ফিতনা-এ-মওদূদিয়াত_(১)
ফিতনা-এ-মওদূদিয়াত_(২)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৩)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৪)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৫)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৬)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৭)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৮)
ফিতনা-এ-মওদূদিয়াত_(শেষ)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৪

নকল কাক বলেছেন:
ফিতনা-এ-মওদূদিয়াত_(০)
ফিতনা-এ-মওদূদিয়াত_(১)
ফিতনা-এ-মওদূদিয়াত_(২)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৩)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৪)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৫)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৬)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৭)
ফিতনা-এ-মওদূদিয়াত_(৮)
ফিতনা-এ-মওদূদিয়াত_(শেষ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.