নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্য ও প্রযুক্তিবিদ, ছোট গল্পকার, গীতিকার এবং ফ্রিল্যান্স সাংবাদিক

বাবুল ডি নকরেক

বাবুল ডি নকরেক › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধু রুবী

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৫

যাদের সময় খুব কম, শুধু ছয় নম্বর টা পড়ুন! কাজের কথাটা ওখানে আছে! বাকী সব আলগা পেছাল

এই পোস্ট সরিয়ে ফেলব আজকের পর কারণ আমি বন্ধুর অনুমতি ছাড়াই এখানে পোস্টাইসি! সুনদরি বন্ধু রুবী কে নয়, আমি ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য দেখাতে চেয়েছি! আমি সেখানে ফিরে ফিরে যাই কারণ ক্যাম্পাস টা এত এত, এত সুন্দর!

এক
অনেক বছর কেটে গেছে! ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে আমি সুবোধ বালকের মত দেশে ফিরে গেছি এদেশে একটা ভাল অফার পায়ে দলে।

দুই
এই মেয়েটির নাম রুবী। সে বলেছিল, "বাব তুমি জীবনের সবচেয়ে বড় ভুল টা করতে যাচ্ছ দেশে ফিরে গিয়ে! সারাজীবন আফসোস করবে!"


তিন
আমি বলেছিলাম, আমি আমার দেশের সব চেয়ে ভাল বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমাদের গরীব কৃষক, শ্রমিক, রিকশাওয়ালাদের টাকায়। তাঁদের ঋণ শোধ করার জন্যই আমাকে দেশে ফিরে যেতে হবে!


চার
আজ ১৪ বছর পর যখন দেখা হল, আমি তাকে চিনতেই পারিনি! চিনব কী করে? তার সমান তো আমার ছেলে-মেয়ে আছে এখন। বয়স বেড়েছে আমাদের কিন্তু পুরোন বন্ধুদের সাথে দেখা হলে লাফাতে ভুলে যাই না আমরা!


পাঁচ
কী আশ্চর্য! রুবীকে ১৪ বছর আগে যেমন দেখেছি, সে তেমনি আছে। বয়স যেন একটুও বাড়েনি! বয়স শুধু আমার একার বেড়েছে! সে আমাকে জিজ্ঞেস করল, "আচ্ছা বাব, সত্যি করে বল তো, তুমি বাংলাদেশে ফিরে গিয়ে ভুল করেছিলে কি না? তোমার আফসোস হয়েছিল কি না কেন দেশে বোকার মত ফিরেছিলাম?"

আমি বললাম, না। আমার কোন আফসোস লাগে নাই!

- কিন্তু তুমি তো ১৪ বছর পিছিয়ে গেছ! এই দেখো, আমি এখন ড রুবী! আমি এখন এসোসিয়েট প্রফেসর! আর তুমি ১৪ বছর পর বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে পিএইচডি করার জন্য ভর্তি হতে দৌড়াদৌড়ি করছ! তুমি এখন আমার ছাত্র হবে, তাই না?"

- আমি বললাম, "না। আমার আফসোস নেই। ১৪ বছরে ৩০০ টির উপরে গান লিখেছি, ৭ টি বই প্রকাশ করেছি, শ' খানেক প্রবন্ধ লিখেছি, ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এর উপর পড়াশুনা করেছি, কম্পিউটার প্রোগ্রামিং শিখেছি, শ' খানেক কম্পিউটার প্রোগ্রামিং এর উপর ভিডিও তৈরী করেছি। বাংলাদেশের রেডিও, টেলিভিশনে আমার লেখা গান বাজে, ৫০ টির বেশি রিং টোন বাজে আমার দেশের বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনে! তোমার এসবের কী আছে পিএইচডি ছাড়া?

আমার লেখা কিছু গান: Please click here to listen some music lyrics by me


সে অসহায়ের মত আমার দিকে তাকিয়ে বলল, "দুই - চার টা প্রবন্ধ!"

আমি বললাম, কেউ পেয়ে খুশি আর কেউ দিয়ে খুশি! আমি পৃথিবীকে কিছু দিয়েছি আর তুমি শুধু দু'হাতে নিয়েছ। তোমার সাথে আমার এই পার্থক্য! তবে এবার আমি তোমার মত নিতেই আমেরিকা ফিরে এসেছি!

তাঁর শারীরিক সৌন্দর্যের কথা বলতেই সে চেরি ফলের মত লাল হয়ে উঠল! আসলে সে দেখতেও অরকমই। মনে হয় দুধে-আলতা!


ছয়
আমি তার কাছে তার ছিপছিপে, সুন্দর, সুশ্রী, আকর্ষণীয়, হাসিখুশি, উচ্ছল, উদ্যাম থাকার গোপন রহস্য জানতে চাইলাম! সে বলল, সে সকাল বিকেল খুব বেশি হাটে, বেশি জল খায়, সবজি খায়, মাংস খুব একটা খায় না। ফলমূল খুব প্রিয়। খাওয়ার সময় অর্ধেক পেট খালি রাখে!


সাত
আহারে! আমার যে গরু আর মুরগি ছাড়া চলেই না। আমার কি হবে





১৪ বছর আগে অধ্যাপক টবি হোপম্যান এর সাথে ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়



১৪ বছর পর ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস


১৪ বছর পর ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অধ্যাপক ড মেরি জো গ্যরডিনা'র সাথে

১৪ পূর্বে ক্লাসমেট আর কলিগদের সাথে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.