নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্য ও প্রযুক্তিবিদ, ছোট গল্পকার, গীতিকার এবং ফ্রিল্যান্স সাংবাদিক

বাবুল ডি নকরেক

বাবুল ডি নকরেক › বিস্তারিত পোস্টঃ

আজ শহীদ বুদ্ধিজীবি দিবস

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

আজ শহীদ বুদ্ধিজীবি দিবস। ১৪ ডিসেম্বরের এই দিনে পশ্চিম পাকিস্তানী আর এদেশের রাজাকার মিলে খুন করে এদেশের শ্রেষ্ঠ সন্তানদের। তারা পরাজয় নিশ্চিত জেনে সকল পেশার বুদ্ধিজীবিদের খুঁজে খুঁজে হত্যা করে। তারা এ দেশকে মেধাশূন্য করে দিয়ে যায়। সেই থেকে আমাদের দেশ মেধাশূন্য। সেই মেধাশুণ্যতা আমরা আজও পূরণ করতে পারি নি। আমাদের স্কুল - কলেজ - বিশ্ববিদ্যালয় সব
অর্থ উপার্জনের একেকটা যন্ত্র, দানব তৈরী করে। পরিশীলিত, পরিমার্জিত ও মননশীল মানুষ আর তৈরী করতে পারে না।

ছবি বাহাদুরি: সোহেল তা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


এদেশ ভরে আছে রাজাকার, চাটুকার আর কিছু মেধাহীন মানুষে।

এক শ্রেণির মানুষ ব্যস্ত শুধু টাকা কামানোর ধান্দায়। এরা খাবারে ভেজাল মেশায়, মদ, গাজা, হিরোইন সাপ্লায় দেয় তরুণ প্রজম্মকে
ধবংস করার জন্য।

এক টা বিরাট অংশের অনেকেই ধর্মান্ধ, রাজাকার এবং তাদের ছাওয়াল। এরা ঘুষ খায়, শিশু থেকে বৃদ্ধাদেরও ধর্ষণ করে, ছোট ছোট ছেলেদের বলাৎকার করে।

আরেক দল আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ এর ভেতরে ঢুকে পড়ে। সুই হয়ে ঢুকে, ফাল হয়ে বেরিয়ে যায়। এমপি হয়, মন্ত্রীও হয়।

এ দেশে ডাক্তার পরে হন শিক্ষা মন্ত্রী, আইন পড়ে হয়ে যান আইসিটি মন্ত্রী; আবার ইংরেজি সাহিত্য পড়ে বনে যান স্বাস্থ্য মন্ত্রী।


সকল হতাশার মাঝে এক ঝলক আশা, এত কিছুর পরেও এ দেশে কিছু শিক্ষক, লেখক, রাজনিতিক, পেশাজীবি, বুদ্ধিজীবি মানুষ রয়ে গেছেন। যারা নীরবে, নিভৃতে কাজ করে যান। এদের সংখ্যায় কম। তাই তাঁদের আওয়াজ কম। তবে আমার বিশ্বাস, এঁরাই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলেছেন। বাংলাদেশ এগিয়ে চলবেই। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে নির্ধারিত হয়ে গেছে এদেশ কীভাবে চলবে। এখানে ধর্মান্ধ মামুনুলদের কথায় কিছু যাবে না, কিছু আসবেও না। এদের থামিয়ে দেওয়ার এখনই সময়।


এ দিনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মার চিরশান্তি কামনা করি ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.