নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আমি

এল.নোমান

এল.নোমান › বিস্তারিত পোস্টঃ

বাকের ভাই

২০ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৪৩

১৯৯৩ সাল। স্যার হুমায়ুন আহমেদ এর একটি ধারাবাহিক নাটক বিটিভিতে প্রচার হত। "কোথাও কেউ নেই"। এই নাটকে বাকের ভাইকে ফাঁসি দেয়ায় ঢাকা সহ বেশ কয়েক জায়গায় বিক্ষুপ্ত জনগণ এই নাটকের বিরুদ্ধে রাস্তায় মিছিল পর্যন্ত বের করে। এই অসাধারন নাটকটি আমার দেখা ছিল না... কারন সেই সালেই কেবল জন্ম। নাটকের কোন চরিত্রকে ফাঁসি দেয়ায় জনগণ মিছিল বের করে এমন নজির কোন ইতিহাসে আছে কিনা আমার জানা নাই। শুধু এই কারনেই ২ দিন ধরে পুরো নাটকটি You tube এ দেখা... হয়তো এখন ২০১৫, নাটকে ওই আমলের পুরনো সব কিছু, তবুও মনে হচ্ছে বাকের ভাইকে ফাঁসি না দিলেও পারত। এইটা ঠিক হয় নি.........
এই সুবর্না মোস্তফা এর এত সুন্দর অভিনয়। এত দুখী কোন মানুষ হয়? আচ্ছা বাকের ভাই কি পুরো কাল্পনিক? এমন হেল্পফুল এত চমৎকার মানুষ কি জগতে নাই?
https://www.youtube.com/watch?v=-a7j_UigFe8

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: আমরা যারা আশির দশকের প্রথম দিকে জন্মেছি, আমাদের সৌভাগ্য হয়েছিলো নাটকটা টিভিতে দেখার। মিছিলের কথা আমার আজও মনে পড়ে। বাকের ভাই একটা অসাধারণ চরিত্র। আর মুনা চরিত্র ছিলো আমার স্বপ্ন মানবী, আজও তেমন কোন মুনাকেই খুঁজে বেড়াই। হোক না কাল্পনিক তবুও...

লিখার জন্য ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

এল.নোমান বলেছেন: প্রতিটা চরিত্র এত সুন্দর করে সাজানো, এই প্রজন্মের নাটকেও আমি তা দেখি নি। আর মুনা? ঈশ্বরের কাছে আর কিছু চাওয়া থাকবে না যদি এমন কোন মানবীকে খুজে পাই। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.