নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিপুণ আল ইমরান

আমি বাংলাদেশী।

নিপুণ আল ইমরান › বিস্তারিত পোস্টঃ

অফিস Boss-১

৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৩৪


অফিসের একজন Boss. তাকে অবশ্যই মার্জিত, চরিত্রবান, ধৈর্য্যশীল, দূরদৃষ্টিসম্পন্ন, রুচিবান, সৃজনশীল, আধুনিক এবং সর্বোপরী আন্তরিক হতে হবে। অবশ্য অনেক Boss আছেন, খুব আন্তরিক, তবে Sorry to say, তারা Female Colleague দের Specially সুন্দরীদের প্রতি খু-উ-ব আন্তরিক হওয়ার চেষ্টা করেন। Problem সেটা না, Problem টা হল, সুন্দরী মহলের প্রতি আন্তরিকতা দেখানোর প্রচেষ্টায় তারা মরীয়া হয়ে Male Colleague দের প্রতি বিমাতাসুলভ ও অমানবিক আচরণ করে থাকেন।

Higher Level এর একটি NGO এর জনৈক Boss তার জনৈক Female Colleague এর মাতৃত্বকালীন সময়ে খুব ভাল দেখভাল করতেন, খাদ্যাভাসের খবর নিতেন, পুষ্টির অভাবজনিতভ সমস্যা ও করণীয় দিক সম্বন্ধে ধারণা দিতেন। তিনি কেন খান না কিংবা কম খান কেন- তা নিয়ে খুনসুটি করাটা তার অভ্যাসে দাড়িঁয়ে গিয়েছিল। তার যে কোন ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে তিনি সিদ্ধহস্ত। অন্য Colleague রা ভাবত, Staff বান্ধব Boss, No চিন্তা Do ফূর্তি। কেউ কেউ অবশ্য আফসোস করত এই ভেবে যে , এত যত্ন বোধ হয় অতি আপনজন ও করে না, কপাল !! অফিসের Meeting এ ও তিনি বিষয়গুলো নিয়ে তার দুশ্চিন্তার কথা উথ্থাপন করতেন। বাহ্, বেশ্ বেশ! সাধু, সাধু।

ডায়রিয়ায় আক্রান্ত জনৈক Male Colleague হাসপাতালের বিছানায় শায়িত। তার Colleague রা তাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। সঙ্গত কারণে ই তিনি অফিসে যেতে পারছেন না। Higher Level এর NGO এর জনৈক Boss তার অসুস্হতার কথা বিবেচনা না করে ই Meeting এ তার Office এ না আসাটা নিয়ে কটূক্তি করেন এবং এহেন অসুস্হতা কে তিনি কোন পাত্তা ই দেন না। তিনি প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার ও ইঙ্গিত প্রদান করেন। ধিক্ ধিক্!!

ব্যক্তি একজন। চরিত্র দুই। অফিসের Boss রা বুঝি এমন ই হয়!!!! আপনি কি কোন Boss এর অধীনে আছেন?

বিশেষ দ্রষ্টব্যঃ কাঁচা হাতের লেখা। তারপর ও আগামী পর্বে আমন্ত্রণ রইলো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: কাচার হাতের লেখা, না কি, হাতের কাচা লেখ ?



যা-ই হোক লেখা পছন্দ হয়েছে। সমাজের খন্ডিত অংশের বাস্তব চিত্র ফুটে উঠেছে।


অপেক্ষায় পরবর্তী লেখার জন্য।

২| ৩১ শে মে, ২০১৫ দুপুর ২:৪৭

নিপুণ আল ইমরান বলেছেন: ধন্যবাদ হাতের কাঁচা লেখা পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.