নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মোঃ নোমান ইসলাম (নিরব) \nএমবিবিএস (রংপুর মেডিকেল কলেজ), ডিএমইউ (আল্ট্রাসাউন্ড),বিএমডিসি রেজিষ্ট্রেশন নম্বর :১২৪৩৭৯জেনারেল ফিজিশিয়ান ও ক্লিনিক্যাল সনোলজিস্ট।

Noman Islam Nirob

এক এক সময় মনে হয় বেঁচে থেকে আর লাভ নেই এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাবো শেষ পর্যন্ত এক এক সময় মানুষের ওপর রেগে উঠি অথচ ভালোবাসা তো কারুকে দিতে হবে এক এক সময় ইচ্ছে হয় সব কিছু ভেঙেচুরে লন্ডভন্ড করে ফেলি আবার কোনো কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু একটা তৈরি করে গেলে মন্দ হয় না।

Noman Islam Nirob › বিস্তারিত পোস্টঃ

নীলপরী,,,,,,, পর্ব ৬

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৩০


_____________________________
পরেরদিন আমি সকালে সুমন কে কল দিলাম। চল কলেজে যাই।না তোর সাথে কথা নাই। কেন? কি করব?
আজকে কলেজে প্রোগ্রাম আছে কালচারাল ফাংশন। কাপল ডান্স হবে এছাড়াও আজকে সবাইকে বরণ করে নেওয়া হবে এবং ব্যাচের নাম সিলেক্ট ও করা হবে।
কলেজে আসলাম, আসার পর তারেক বিপু অলি সবাই আমাকে বলে উঠল,,চল খেলি। কি খেলা?
আমি কি বাচ্চা আছি যে খেলবো।
খেলার নাম নীলপরী।
তোরা আমাকে খেপাস কেন?
এইটা কি খেলার জিনিস?
না খেলার জিনিস না তবে আজকে খেলা হবে।
কিভাবে?
এইটা হচ্ছে নীলপরী অভিযান।
প্রোগ্রামে ফুল দিয়ে বরণ করার জন্য তোকে সেটেল করে দিয়েছি।

কথামত প্রোগ্রাম শুরু হলে বরণ করা শুরু হল ফুল দিয়ে।
সবাইকে দেওয়া শেষ হল কিন্তু নীলপরী আর এলোনা। বন্ধুরা বলল নীলপরী বলতে কেউ নাই।
কিন্তু আমি মেনে নিতে পারছিনা।
প্রোগ্রামে সবাই মজা করছিল এই আনন্দের মুহুর্ত রাত আটটা পর্যন্ত চলল।বাসায় ফিরে এসে ছাদে গিয়ে বসে তাকিয়ে চাদের দিকে।
মুহুর্তেই নতুন শিহরণ এ শিহরিত হলাম
কে যেন আমার হাত ধরছে। তাকিয়েই দেখি নীলা।
এই নীলা তুমি এমন কেন এতগুলা মেয়ে কলেজে আসতে পারছে তুমি কেন আসলেনা আমাকে কাদাতে তেমার বুঝি ভাল লাগে। তাহলে বল আমি কাদতেছি তারপরেও ওভাবে কাদাইওনা আমাকে।
আমি কারও মুখ দেখতে চাইনা
তুমি ছাড়া। প্লিজ আমাকে একটু বুঝ।
নীলা বলল কি দেখতেছে এঅপলক দৃষ্টিতে?
আমার পৃথিবী?
কই তোমার পৃথিবী, আমাকে দেখাবে তেমার পৃথিবী?
আমার পৃথিবী তেমার চোখের মাঝে।
বিড়বিড় করে কি বলছ বোবা হলে নাকি?
সব কথা মুখে নয় কিছু কথা চোখে চোখেও হয়
তাই........?
হুম
কোন এক মাঝ রাতে। আমার মনে হবে চাঁদের নিজস্ব আলো আছে। তোমার দিকে তাকিয়ে আমি বিজ্ঞান কে ভুলে যাবো। ভুলে যাবো চোখের পলক ফেলতে হয়। ভালোবাসি বলে বুঝি আমার চোখের ভাষার গুরুত্ব কমিয়ে দিতে হবে!
না না না তোমার চোখের ভাষার গুরুত্ব কমিয়ে দিতে হবেনা।
কিন্তু আমি যে বুঝিনা।আমাকে শিখাবে?
হুম।।।।।।

আমি যখন থাকবোনা তখনও কি আমাকে এভাবে ভালবাসবে।
কেন নয়।
সব মানুষই মরে যায় আবার পঁচেও যায়;
তবে কিছু মানুষ বেঁচে থাকে বুকের বাম পাশটায়।
আর ভালোবাসা অমর কোনদিন মরেনা, দুজনের না হোক একজনের হৃদয় এ হলেও বেচে থাকে
নীলপরী
যদি একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো,
আমি তোমারি বুকে রবো
আর কোন খানে যাবো নাকো।
আমাকে যেদিন তুৃৃমি বন্ধু ওগো ভুলে যাবে
অপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে

তুমি শয়নে স্বপনে যেন আমারি নাম ধরে ডাকো

তুমি ছাড়া আমি অক্সিজেন বিহিন লাংস।

কখন যে ছাদেই ঘুমিয়ে পড়েছি নিজেই জানিনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.