নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাঃ মোঃ নোমান ইসলাম (নিরব) \nএমবিবিএস (রংপুর মেডিকেল কলেজ), ডিএমইউ (আল্ট্রাসাউন্ড),বিএমডিসি রেজিষ্ট্রেশন নম্বর :১২৪৩৭৯জেনারেল ফিজিশিয়ান ও ক্লিনিক্যাল সনোলজিস্ট।

Noman Islam Nirob

এক এক সময় মনে হয় বেঁচে থেকে আর লাভ নেই এক এক সময় মনে হয় পৃথিবীটাকে দেখে যাবো শেষ পর্যন্ত এক এক সময় মানুষের ওপর রেগে উঠি অথচ ভালোবাসা তো কারুকে দিতে হবে এক এক সময় ইচ্ছে হয় সব কিছু ভেঙেচুরে লন্ডভন্ড করে ফেলি আবার কোনো কোনো বিরল মুহূর্তে ইচ্ছে হয় কিছু একটা তৈরি করে গেলে মন্দ হয় না।

Noman Islam Nirob › বিস্তারিত পোস্টঃ

যেভাবে তোমাকে পেলাম

২২ শে মার্চ, ২০২০ সকাল ৭:২০






একটা সময় যারা প্রেম করে তাদের কে খুব ঘৃণা করতাম,ভাবতাম প্রেম যারা করে তারা খুব খারাপ, প্রেম তো সব খারাপের মূল, এই ধারণাটা এসেছে আমার এক কাজিন এক মেয়েকে ভালোবাসত তাদের দুজনের ই শাবনুর ও সালমান শাহর মত প্রেম, তবে মেয়েটা আরেকজনকে বিয়ে করেনিয়েছে ছেলেটা এখনো পাগল হয়ে আছে। খারাপ ধারণা আসার সাথে সাথেও একটা ইন্টারেস্ট ছিল, প্রেম এ কি আছে যে একজনের জন্যে আরেকজন পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। মনে মনে এও ভাবতাম যদি প্রেম আসে আমার সব ভালোবাসা সেই একজনের জনেই। আর আমি যদি প্রেম করেই ফেলি ঐ ছেলের মত জীবন যুদ্ধে হেরে যাওয়া পাগল হবোনা,ভালোবাসার পাগল হবো।
আমার আরেক বন্ধু আবার দুই বছরের সিনিয়র সে তাকে বললাম সেবন্ধু হলেও তাকে ভাই বলেই ডাকতাম, ভাই প্রেম কেমনে করে,আমি প্রেম করব।
সে রিপ্লাই দিয়েছিল, প্রেম তুমি করতে পারবানা, কেন?
যারা সবসময় বই নিয়ে থাকে তারা তো প্রেমিকাকে সময় দিতে পারেনা তাই প্রেম হবেনা।
অহ আচ্ছা। আমি নাকি প্রেম করতে পারবোনা, ক্লাসে স্যাররা ইংগিত এ বলত যারা প্রেম করে তারা রেজাল্ট ভালো করেনা, বিশবিদ্যালয় এ চান্স নিতে পারেনা। যেই বড় ভাইরা প্রেম করে তারাও বলে প্রেম করা ভালোনা।
তবে এতটুকু বুঝতে শিখলাম যারা প্রেম এ পড়েনাই তাদের প্রেমের প্রতি খুব টান যারা ছেকা খেয়েছে তারা বাধা দেয়। মাঝখানে একটা বাধন আছে বিনি সুতোর বাধন।


২০১৪ সালের জুন জুলাই আগষ্ট এ মোসলেম স্যারের প্রাইভেট থেকে পরিতোষ স্যারের প্রাইভেট এ যাচ্ছি আমার সাথে ছিল আমার আমার এক বান্ধবি তার রুপক নাম হচ্ছে রাত্রি।
প্রায় এককিলোমিটার এক সাথে হাটলাম হেটে হেটে একসাথে প্রাইভেট যাচ্ছি, মাঝপথে আমার দুই স্টুডেন্ট তৃপ্তি ও সানি আমাকে সালাম দিলো।

পরের দিন তাদের ক্লাস নিতে গেলাম।
তৃপ্তি ও সানি হাসতেছে, আর বলল স্যার দুইজন ই চশমা পড়ে।
কে রে সানি?
সানিঃ ম্যাডাম আর আপনি
তৃপ্তি ঃ হেলেদুলে একসাথে ঘুড়তেছেন



কোথায় রে?
কেন গতকাল বিকাল এ।
তৃপ্তি ও সানি দুজনেই বলে উঠল আপনাদের দুজনকে সেই লাগতেছে। ম্যাডাম এর গালে টোল ও পড়ে স্যার।

তৃপ্তি ও সানি তখন ক্লাস থ্রিতে পড়ে।
তারা আমার ১১ বছরের জুনিয়র। অল্প বয়সেই পেকে গেছে।
টপিক চ্যাঞ্জ করে ক্লাস নিয়ে বাসায় আসলাম।

সেই থেকেই রাত্রিকে সারারাত ভাবলাম, প্রেম ভালোবাসা ভালোনা, ওকে ভাবা যাবেনা, অন্যকছু ভাবি বলে গান প্লে করলাম,,,,

(কোন কাননের ফুলগো তুমি
কোন আকাশের চাঁদ গো তুমি
কোন রাখালের মধুর বাশির ধুম
ওও জালাইওলা আগুন বুকে জালাইলা আগুন
কোন ফাগুনের কোকিল তুমি
কোন নয়নের কাজল তুমি
ভ্রমর হয়ে করযে গুণগুণ,,,,,,,,,,,ঐ
ইছে করে তোমায় ধরে বন্দি করে রাখি
এক্টিবারে হওনা কন্যা আমার খাচার পাখি
জীবন দিলাম যৌবন দিলাম নাইযে কিছু বাকি
দিবানিশি তোমার সপন আমার মনে আকি
যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি একি তোমার প্রেমে হয়ে গেলাম খুন,,,,,,,,,,,,,
বন্ধু আমার সুন্দর মানুষ একটা কথা শুনো
তুমি বিনা আমারতো নাই গতি কোনো,
দশ গ্রামের মানুষ ডাইকা বলতে ইচ্ছে করে
তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে
এত পড়ে আইলা কেন আগে আইলানা
আমার মনের ঠিকানা কি খুইজা পাইলানা
আমি ছিলাম মরূভূমি বৃষ্টি হইয়া আইলা তুমি
ঝড়াবনে আনলা তুমি ফাগুন।।।।।।।।।)


গানট শোনার পরে এত ভালো লাগতেছিল
মনে হচ্ছিল মনের কথা গুলি বলতেছিল,,

রাত্রির টোল পড়া গালের হাসিতে সারা ক্লাস যেন খুশিতে ভড়িয়ে রাখত, সারাদিন ফ্রেন্ডের সাথে আড্ডা দিতেই সময় চলে যেত,,,আমার যে তাকে ভালোলাগা শুরু হতে থাকল বুঝতেই পারিনি।
একটা ছেলে কোন মেয়ের দিকে তাকালেই বুঝতে পারে ছেলেটি হয়ত তাকে পছন্দ করে কিন্তু আমার রাত্রি ফ্রেন্ডের নিয়ে হাসিখুশি থাকার মদ্ধে আমার মাঝে তৈরি হয়া ভালোবাসা বুঝতে পারেনি। আমি ক্লাসে স্যারদের অনেক বিরক্ত করতাম প্রতিটি মেয়ের ই বকা খেয়েছি আমি প্রশ্ন করার সময় তাদের বিরক্ত ফিল করাটা দেখেছি, রাত্রি তখনো বিরক্ত হতনা, সে সাভাবিক ভাবেই নিত। আরো ভালোলাগা বাড়তে থাকল। তাকে সবাই পারি পাগলি বলত আমি মনে মনে ভাবতি ও তো আমার পাগলি।
সামনে বলতে পারিনি, নিজের মাঝে একটা দেওয়াল কাজ করত ও সরকারি স্কুল থেলে পড়ে আসছে অনেক ট্যালেন্ট, সেরা রেজাল্ট এর দিক দিয়ে প্রথম ৫জনের মধে সে থাকবে,,,,,তার আশেপাশের বন্ধুরাও সবাই অনেক মেধাবী ও শহরের, আমার তখন ও গ্রামের ভাব লেগেই আছে, নিজেকে আরেকটু আপডেট করে তাকে ভালোবাসার কথা জানাবো।

২০১৭ সালের জানুয়ারি মাসের ৮ তারিখ দিনের বেলায় তার সাথে রংপুর চিড়িয়াখানায় দেখা হয়।
সেদিন নিজেকে প্রিপার করেছিলাম তাকে জানবো তাই রাতের বেলায় রাত্রির বান্ধবি মায়শাকে ক্নক দেই মেসেঞ্জারে,,,,ভালোমন্দ কিছু বলেই জানতে চাই
রাত্রি কি কারো সাথে রিলেশন করে কিনা? সে ইগনোর করল সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ড হয়েও বলল জানেনা তাই সরাসরি রাত্রিকে মেসেঞ্জারে ক্নক দিয়ে কিছুক্ষন কথা বলে আমার লাইনে চলে আসি
★দোস্ত,তুই কি প্রেম করিস
★কেন?
★তোকে একজন অনেক ভালোবাসে
★কে?
★আগে বল রিলেশন আছে কি?
★আমি সেই ছেলেটা
★অহ আচ্ছা, আমি ত রিলেশন করি
★মজা করলাম দোস্ত তুই কি প্রেম করিস না করিস না এইটা জানার জন্যে মায়শাকে আস্ক করছিলাম সে বলেনাই। সত্যি টা জানতে পারলাম।
আমি ফান করলাম তোর মনের কথা জানার জন্যে।
★তুই কি আমাকে ভালোবাসিস?
★না ফান করলাম
★সত্যি?
★ হুম, সত্যি।

★শোন তোকে আসল কথা বলি আমি প্রেম করিনা
আমি সিংগেল, এগুলো আমার ভালোলাগেনা, কেউ বললে তাকে বলি আমি প্রেম করি।
★সত্যি বলছিস রাত্রি?
★সত্যি দোস্ত
★ থ্যানক ইউ
★কেন?
★তুই যে রিলেশন করিস না এইটা আমি ভাবতাম
তাই আগে যে বলছি ফান করছি অইটা ফান নয়।
বরং ঐটাই চিরসত্য তোকে আমি ভালোবাসি।
তোর মনের সত্য কথা বের করার জন্যে আমি মিথ্যা বলেছি।
★আমি মিথ্যাবাদিকে ঘৃণা করি।
★আই লাভ ইউ
★নিজে যে মিথ্যা বললি, তাই আমিও মিথ্যে বলে সত্যটা খুযে নিয়েছি।
★আজ থেকে ছয় বছর পর তোকে আমি বিয়ে করব। মনে রাখিস
★আম্মুকে বলে দিবো
★তোর আম্মুর নাম্বার দে আমি নিজেই বলি।
★আমি তোমাকে ভালোবাসি
★আমি তোকে ঘৃণা করি।
★তুই কার সাথে প্রেম করবি?
★আমি প্রেম করবোনা, বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানেই বিয়ে করব।
★অকে আমি তোর বাসায় প্রস্তাব দিব, তুই যদি আমাকে ভালোবাসতে না পারিস অন্যকাউকে আর ভালোবাসবিনা,
★আমার বুকের বাম পাজরের হাড়টা তোর কাছে আছে, তোকে আল্লাহ আমার জন্যেই পাঠিয়েছে।
ভালোবাসি রাত্রি তোকে খুব ভালোবাসি।

তারপর থেকে বুঝতে শিখলাম ভালোবাসা কি?
ভালোবাসার কোন ডেফিনেশন হয়না একেকজনের কাছে ভালোবাসা একেক রকম। ভালোবাসা মানে শুধুই ভালোবাসা।

বাবা মা কষ্ট করে সন্তান মানুষ করে সেই সন্তান ভুল করে বাবা মা ও রাগ করে বলে তুই আমার সন্তান না, ত্যাজ্য করে দেয়,,,,,,
যাকে চিনিনা জানিনা একসাথে বসে চোখাচোখি হয়নি টানা কিছুকিছুক্ষণ তারপরেও যে মনে আমি মানে তুমি বন্ধু তুমি মানে আমি, এইটা হচ্ছে ভালোবাসা। আংগুলের ফাকের মাঝে আরেকজনের আংগুল দিয়ে শুন্যস্থান পুরন করার নাম ভালোবাসা,
বাই বলে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাওয়ার নাম ভালোবাসা,
কাউকে সুখে রাখার নাম ভালোবাসা নয় দুক্ষ দিয়ে তার কাছে চোখের জল দিয়ে সরি বলে বুকে জরিয়ে নেওয়ার নাম ভালোবাসা।
ভুল করতে পারবেনা এমন কেয়ার কে ভালোবাসা বলেনা ভুল গুলি ক্ষমা করে দিয়ে তার কষ্টকে ভাগ করে নেওয়াকে ভালোবাসা বলে।


দিনের পর দিন রাত্রির উপর মায়া বাড়তে লাগল
রাত্রির ইগ্নোর ও বাড়তে থাক্লো।
রাত্রি আমার ফোন ধরত না কেটে দিত। আমি সবসময় বিরক্ত করতাম। সবসময় কথা বলতনা, যখন বলত তখন আমাকে বুঝাইত কেন তার সাথে আমার প্রেম পসিবল নয়।
তার যুক্তি ছিল
★আমি সেইম এইজ-------সেইম এইজ ভালোনা কেননা ছেলের বিয়ের বয়স হতে না হতেই মেয়ে বাচ্চার মা হয়ে যায়
★কেননা আমার আগেও আমারি কিছু বন্ধু তাকে প্রপোজ করেছে,,
সে ভাবে একজনের সাথে প্রেম করলে অন্যফ্রেন্ড্ররা তাকে খারাপ ভাব্বে।

আমি তার কথা বুঝতাম তবে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়ে মুখ দিয়ে বলতাম
তবুও তোমাকে চাই।
তোমাকেই ভালোবাসি।

তোমাকে যখন বিয়ে দিবে তখন এ বিয়ে করব
আর তোমাকে যারা ভালোবাসে সবাইকে খুশি করতে পারবানা, যারা সবাইকে খুশি করে থাকতে চায় তারা নিজে সুখি হতে পারেনা।
যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তুমি তাকে কষ্ট দিয়োনা।

দিনের বেলায় ক্লাসে বায়োকেমিস্ট্রির চাপে পড়ালেখার প্রতি বিতৃষ্ণা চলে আসছে, তার ভিতরে জীবনে যাকে সবচেয়ে বেশি চাই,,,সে আমাকে চায়না, ইগনোর করেই যাচ্ছে,,,
তাকে ডিস্ট্রাব করতে করতে যেন রুটিন হয়ে গেছে সে বকুক কথা না বলুল ফোন না ধরুক।।।আমার কল তার কাছে যেতই। ব্লক ও খেয়েছি কয়েকবার,,
ব্লাকলিস্ট এও ছিলাম।।।।।।।।।।
অনলাইনে ক্নক দিলেও ঠিকভাবে কথা বলতনা

আল্লাহর কাছে চোখের জলে বলতাম,,,আমি খুব খারাপ,,,কেন আমি তার মনের মানুষ হতে পারছিনা।
কতরাত কতবার কতফোটা চোখের জল ফেলেছি সংখ্যাটা অজানা, চোখ থেকে গাল বেয়ে বেয়ে বালিশের উপর টুশ টুস করে পড়ত।
অনলাইন এ ঢুক্লেও তাকে অনলাইনে পেতাম একবার ও আমার খোজ নিতনা, সেকেন্ড ট্রাম ও থার্ড ট্রার্ম এ টানা দুইবার তিনটা করে সাপ্লি খেয়ে বসলাম।।।।।।।কেমন যেন এক্সটোভার্ট থেকে ইন্ট্রোভার্ট হয়ে গেলাম।
ভালোবাসার কথা যতবার বলতে গেছি ততবার ই হৃদয়টাকে যেন তার পায়ের কাছে দুমড়েমুচড়ে মরতে দেখেছি,,,,, ১বছর ২মাস ২৫ দিন পর সে আমাকে ভালোবাসার আসসাস দিলো। জীবনে রাতের পরেই ভোর হয় আমার জীবনেও ভোরের সূর্য উদিত হতে যাচ্ছে ভাবলাম,,,
তারপর সে বলল
আমাকে ভালোবাসার চেষ্টা করবে,,,,,,
আর এখন সে আমাকে অনেক ভালোবাসে আমার থেকেও বেশি। আমার এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়েছে, আমাকে সে প্রতিদিন রাতে আই লাভ ইউ বলে ঘুমায়, আমাকে ভালোবাসি না বলতে পারলে সে এখন ঘুমাতে পারিনা,,, আমিও পারিনা।
আমাদের মাঝে যতই খুন্সুটি হোক না কেন,,,চোখেচোখে রেখে কথা বললে কোন দুক্ষ থাকেনা,,,,দুক্ষ গুলি চোখের জলে একে অপরের বুকে চলে যায়,,,আমাদের কান্না মুছার জন্যে অপুর্ব মেহজাবিন এর মত টিস্যু লাগেনা,,,আমার শার্ট ও তার শাড়ির আচলই যথেষ্ট।
এই রাত্রি তুমি হয়ত আমার লিখা পড়তেছ,,,,,
আমার অতীত এর কষ্টের কথা পড়ে তোমার অনমনা চোখে জল আসলেও কেদোনা তোমার কান্না পেলে আমার শার্ট ভিজিয়ে কেদো, তোমার কান্না থামাতে পারবো কিনা জানিনা, তোমার কান্নায় আমিও কেদে দিব।
তোমার সবকিছুই আমি ভালোবাসি,,,,সবাই আমাকে অবহেলা করে,,,,আমি তোমার অবহেলা গুলি শহ্য করতে পারি। আর তাতেও আমি ভালোবাসা খুজে পেতাম।
তুমি মন খারাপ করোনা গো।
যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি ভালোবাসা নিয়ে ত বেচে আছি এখন এখনকার থেকেও অনেক বেশি ভালোবাসা নিয়ে ও তোমাকে আমার জীবনের শেষ সময় পর্যন্ত ভালোবাসা দিয়ে একদিন চলে যাবো।
পরপারে যদি আল্লাহ কাউকে সাথে নিতে বলে,,,,,তোমাকে তখনো চাইবো


স্বপ্ন তুমি সত্যি তুমি
তুমি অামার ভালোবাসা

Noman Islam Nirob

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.