![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা পরস্পর আঁকি
তারকাঁটায়
কিংবা গীটারে
মর্মাহত প্রতিবেশির গান
থেমে থেমে গায়
স্প্যানিশ গীটার
দুরে কোথাও কোন সে দেশ
পোকামাকড়ের হবে কী ঠাঁই ?
জীবিত ও মৃতের মাঝে টুকরো মার্কেস
ঘনঘোর ফুরসত তাই
একমাত্র মৃতরাই
অটোগ্রাফ নিতে আড্ডা থামাই [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/nomrota/nomrota-1511849590-0ad5465_xlarge.jpg
২| ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
নম্রতা বলেছেন: না এটা আমার লেখা কবিতা, কোন অনুবাদ নয়। ধন্যবাদ কবিতাটি পড়াট জন্য। ভাল থাকুন। কবিতায় থাকুন।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
অন্তরন্তর বলেছেন: অদ্ভুদ সুন্দর। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। আপনি এখন বেশ অনিয়মিত ব্লগে। অনেক শুভেচ্ছা রইল।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২২
নম্রতা বলেছেন: এইতো আবার এলাম। ধন্যবাদ !
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অনেক ভালো লাগা।
১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
নম্রতা বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একেকটা শব্দের এক একটি করে ছবি, কি দারুণ দেখায় শব্দ গুলো। তাদের বুঝতে পারি, জনতে পারি।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
নম্রতা বলেছেন: ধন্যবাদ জানাই।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১
কায়েস মাহমুদ! বলেছেন: ভেবেছিলাম লোরকার কোন কবিতা। কবিতাটা ভালো লাগলো।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
কায়েস মাহমুদ! বলেছেন: এই সমাজ ভাঙ্গতেই হবে
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৩:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে এত বছর পর অনলাইনে দেখে খুব আনন্দিত হলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:০৬
নম্রতা বলেছেন: আমি থাকিতো , লিখিও , তবে পাবলিশ করা হয় না অনেককিছুই। আপনি কি ফেসবুকে আছেন ?
৯| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন? ২০১৭ সালের পর কোনো নতুন পোস্ট নেই!!
এখন আপনাকে ব্লগে দেখা যাচ্ছে।
নতুন পোস্ট দিন।
শুভকামনা রইল।
১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
নম্রতা বলেছেন: কেমন আছেন ? অনেকদিন কিছু পোস্ট করা হয়নি। লিখবো কিছু।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২১
শায়মা বলেছেন: নম্রতামনি কেমন আছো???
তোমার খবর কি???
কতদিন পর সামুতে এলে। কারো উত্তরও তো দাও না......
১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৫
নম্রতা বলেছেন: বান্ধবী , কেমন আছো ? তুমি কেমন আছো ? মিস করি তোমাদের। ফেসবুকে আছোতো তুমি ? আমিতো নম্রতা নামেই আছি। এড করে নিও।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩১
মলাসইলমুইনা বলেছেন: আপনার এই কবিতাটা কি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কোনো কবিতার অনুবাদ (অটোগ্রাফ নাম ?) খুব ভালো লাগলো | কবিতাটা অনুবাদ হলে, ইংরেজি কোনো অনুবাদের লিংক থাকলে দেবেন প্লিজ |আপনার মায়াপুরানের "মায়া" কবিতাটা খুবই ভালো লেগেছে | আপনার ব্লগে বেশি না আসলে খুব বেশি রাগ করবেন না প্লীজ | খুব বেশি কবিতা আমি বুঝতে পারি সেই দাবি করা আমার জন্য মহা অন্যায় | আর আপনার কবিতায় যাদের মন্তব্য ও ভালো লাগা দেখলাম এদের বেশির ভাগিই ব্লগের বিদ্বগ্ধ কবি | ভয় লাগছে আমার মন্তব্য না কোনো চূড়ান্ত কবিতা মূর্খের মতো হয়ে যায় | ভালো থাকবেন |