নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
তোমার আমার বিচ্ছেদের দিন
কিছুই বন্ধ থাকেনি,
ব্যাত্যয় ঘটে নাই প্রাত্যাহিক
সূচীতে।
কোনো আড়ম্বর নয়, শব্দদূষণ
নয়, লোক জানাজানি তাও নয়,
অনেক বেশি নৈশব্দের ভিতর
দিয়ে,
শুধু আমরাই জানতাম
এখন থেকে তুমি আমি মিলে আর ‘আমরা’ নই।
আচ্ছা
সেদিন কী রোদ ছিল
ঝলমলে,
নাকি
বৃষ্টি হয়েছিল ঝমঝমিয়ে?
সেটা দিন ছিল
না রাত, দিব্যি ভুলে
গেছি।
তারিখটা
কত ছিল, জোড় না
বিজোড়।
আচ্ছা
সেদিন কী বার ছিলো?
সেদিনও
আমরা হেসেছি, চেয়ারে বসেছি,
খবরের কাগজে চোখ বুলিয়েছি,
প্রতিটি শোকসংবাদে দরদ দেখিয়ে মুখে
বিষাদ মেখেছি…
আসলেই
কী ভুলে গেছি, নাকি
মনে থাকাকে অস্বীকার করছি?
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ তমাল।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসম্ভব সুন্দর!
জীবন কোন ভাবেই থেমে থাকেনা। না বিচ্ছেদে না ব্যবচ্ছেদে! শুধু বিচ্ছেদের বিষাদ নিয়ে এগিয়ে চলা, এই তো।
চমৎকার বিষাদময়তায় ভালো লাগা।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!!
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩৫
অর্ক বলেছেন: কবিতা হিসেবে তেমন কোনও চমক নেই এতে। দুয়েকটা লেখা পড়েছিলাম। আপনার গদ্য বা অন্যান্য লেখার তুলনায় একেবারেই সাধারণ। আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে, আরেকটু রহস্য করে বলতে পারলে ভালো হতো।
আরও লিখুন। শুভেচ্ছা রইলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ অর্ক।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন। সাময়িক বিরতি নিয়ে ফিরলেন তবে!
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৯
কালো যাদুকর বলেছেন: লাস্ট পান্চ লাইনটি চমৎকার হয়েছে। ধন্যবাদ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪২
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ যাদুকর!
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: অনেক অনেক দিন পর আসলেন নন্দিনী তাও বিচ্ছেদকে নিয়ে।যে কোন বিচ্ছেদই বড়ই কষ্টকর ও বেদনাদায়ক তবে এখন তা আমাদের আধুনিক জীবন এবং সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে।
আর ভিন্ন (বিচ্ছেদ) হলেই ছিন্ন হয়ে যায়না বা সম্পর্ক শেষ হয়ে যায়না বরং তখন অতীতের সম্পর্কের ব্যাপারে বেশী বেশী উপলব্ধি হয়। নিজের ভূলগুলি এবং সম্পর্ক রক্ষার জন্য আরো কি করার ছিল - এগুলিই প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় উভয় পক্ষকে (আমার অভিমত)।
বাহিরে হয়ত হাসিমুখে সামাজিকতা রক্ষা করে তবে মানের ভিতরে ঠিকই রক্তক্ষরণ চলতে থাকে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৩
নান্দনিক নন্দিনী বলেছেন: ভালোবাসা নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি...
ধন্যবাদ কামরুজ্জামান।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৪
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: মনে থাকাটাকে অস্বীকার করাই বিচ্ছেদ।
ভাল লিখেছেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ শাহেদ।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১০
মোহামমদ কামরুজজামান বলেছেন: ম্যাডাম,আমার শততম পোষ্টে আপনার আগমন এবং একটা মন্তব্য আশা করতেই পারি।
০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৬
নান্দনিক নন্দিনী বলেছেন:
অনেক প্রশংসা করেছেন দেখলাম...
ধন্যবাদ!
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৩
রানার ব্লগ বলেছেন: মানুষ কিছুই ভোলে না শ্রেফ ভুলে যাওয়ার ভান করে।
হিপক্রেসি আমাদের আত্মায় ঢুকে বসে আছে।
০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৯
নান্দনিক নন্দিনী বলেছেন: আমার তো মনে হয়, মানুষের আত্মা হিপোক্রেসির মধ্যে ঢুকে ঘুমিয়ে গেছে। যাকে বলে একেবারে 'শীতনিদ্রা'।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৭
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বিচ্ছেদ শুধু দুটি মানুষের মন ও জীবনে প্রভাব ফেলে। পৃথিবী আর জীবন চলতে থাকে তার মতো।
মানুষ প্রথমে স্মৃতি মনে রেখে কষ্টে থাকে, এরপর মনে থাকাকে অস্বীকার করে । মনে থাকাকে অস্বীকার করতে করতে এক সময় ভুলে যায়।যদিও সবটা না। অবচেতনে কিছু থেকে যায়। একাকীত্বের সময়ে সেগুলো প্রকট হয়ে ওঠে মানুষের মনে। এর ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই।
সুন্দর কবিতা। ভালো লেগেছে।