নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

আমরা কী বাচ্চাদের নাম ঠিক করেছিলাম?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৯



অপরিচিত নম্বর থেকে কল। হ্যালো বলতেই অপরপাশ থেকে পরিচিত কন্ঠ(!) কেমন আছো নন্দিনী। আমি নিশ্চিত যে কেমন আছি এটার জানার জন্য নয়, ফোন কলটার উদ্দেশ্য ভিন্ন। আকন্ঠ অনিশ্চয়তা...
বললাম ভালো আছি। তুমি?
ভালো (ছোট্ট করে বললো)।
বললাম, ভয়েজ শুনে মনে হচ্ছে জরুরি কিছু।
বললো, হ্যাঁ আবার না।
বললাম- বলে ফেল, মনের মধ্যে কি ঘুরপাক খাচ্ছে।
বললো, আচ্ছা আমাদের মধ্যে কী প্রেম ছিল?
আমি হতাশ স্বরে জিজ্ঞেস করলাম কী ছিল!
সহজ করে বললো, প্রেম।
আমি বললাম না।
জিজ্ঞেস করলো, তুমি শিওর আমাদের মধ্যে প্রেম ছিল না।
আমি বললাম, আমি নিশ্চিত হয়েই বলছি আমাদের মধ্যে প্রেম ছিল না।
পাল্টা প্রশ্ন, তুমি কী করে শতভাগ নিশ্চিত? আমি বললাম, যদ্দুর মনে পড়ে আমরা কখনো আমাদের বাচ্চাদের নাম ঠিক করিনি। তাই না?
বেচারা বিভ্রান্ত স্বরে বিদায় নিলো।
ফোনটা রেখে ভাবলাম, প্রেম রিভাইজ দেয়ার সুযোগ থাকে না বলে কেউ কেউ কনফিউজড থাকে। বিভ্রান্ত হতে সময় নেয় না।
#

আমার শিক্ষার্থীদের সাথে আমার একধরনের কাউন্সিলিংময় সম্পর্ক আছে। আসলে সবসময় যে আমি সমাধান খুঁজে দিই ব্যাপারটা তেমন নয়। আসলে বেশিরভাগ সময় আমি মনোযোগ দিয়ে আপাত অর্থহীন প্রলাপ শুনি। যা হোক, শোভন নামের এক ছাত্র এসএমএস দিলো 'খুব জরুরি, একটু কী কথা বলা যাবে ম্যাডাম'। প্রতিউত্তর লিখলাম 'যাবে'।
জরুরি বিষয়ের সারমর্ম হলো বছর তিনেক আগে ভেঙে গুড়োগুড়ো হয়ে যাওয়া প্রেমিকা (বিবাহিত) ইদানীং ভাইবার/মেসেঞ্জারে এসে আলগা প্রেম দেখাচ্ছে। যেমন, আমাকে তো ভুলেই গেছ। ভুলেও কি আমার কথা মনে পড়ে না। আসো দেখা করি। তো শোভনের মনের একাংশ দেখা করতে চাইছে, অন্য অংশ চাইছে না। দ্বান্দ্বিক পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারছে না। আমার পরামর্শ প্রয়োজন। আমি পরামর্শ দেয়ার আগে জানতে চাইলাম, আপনি কী চান সেটার উপর পরামর্শ নির্ভর করছে, কারণ পরামর্শ দেয়া সহজ-মেনে চলা কঠিন। শোভন বললো, আমি দেখা করতে চাইছি না ম্যাডাম। ওকে। তাহলে একটা কথা ভালোভাবে মস্তিষ্কে গেথে নেন 'ব্যর্থ প্রেম ডায়াবেটিস এর মতো, কখনো নির্মূল হয় না, নিয়ন্ত্রণে রাখতে হয়'।

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা, আপনার কাছে কোন মেয়ে কি এই একই বিষয়ে সাহায্যের জন্য আসে?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: আসে। সময় নিয়ে তাদের কথাও লিখবো।
ধন্যবাদ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: হুম, সুন্দর পরামর্শ। বাচ্চার নাম এবং ডায়াবেটিসের কথাটা মনে ধরলো!

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!
ধন্যবাদ!!

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১০

নাহল তরকারি বলেছেন: আমি কনফিউজ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: কন টুকু বাদ দিয়ে শুধু 'ফিউজ' হলে কেমন হয়...

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

সোবুজ বলেছেন: প্রেম কি জিনিস এটা বুঝতে হলে আগে প্রেমের সংজ্ঞা নির্ধারন করতে হবে।প্রত্যেক কাছে প্রেমের সংজ্ঞা আলাদা।তাই প্রত্যেকের প্রেমও আলাদা।আমাদের কাছে যদি প্রেমের কোন সার্বজনীন সংজ্ঞা থাকতো তবে আমরা সহজেই বলে দিতে পারতাম কোনটা প্রেম আর কোনটা প্রেম না।
ব্যর্থ প্রমের বিষয়ে যা বললেন সেখানে এতটুকুই বলবো।যেকোন ঘটনা যা আমরা মাঝে মাঝে মনে করি সেই ঘটনা আমাদের স্মৃতিতে উজ্জল হয়ে ধরা পরে।মনে না করলে অবশ্যই ভুলে যাবে।কিন্তু মনে পড়ে যায়।পড়ে ভাল লাগলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩০

অপু তানভীর বলেছেন: শোভনের মত ঘটনা আমার সাথেও হইছে। প্রাক্তন প্রেমিকা স্বামীর সাথে ঝগড়া কিংবা মাইরমুইর খাইলেই আমার কথা মনে পড়তো। আমাকে তখন ফোন দিয়ে আলগা পিরিতি দেখাতো। আমিও তখন তাকে বর্তমান প্রেমিকার সাথে আমার কত মধুর প্রেম চলছে সে সব বর্ণনা করে তাকে শোনাতাম। ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

নান্দনিক নন্দিনী বলেছেন: মানুষ কাটা ঘায়ে লবণের ছিটা দেয়, আপনি তো দেখি মরিচবাটা দিয়েছেন =p~

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৮

মনিরা সুলতানা বলেছেন: শোভন মনে হয় সোলাইমান শুখন এর মটিভেশনাল বক্তব্য শুনে না, পই পই করে লাইক কমেন্ট মনে রাখে না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৬

নান্দনিক নন্দিনী বলেছেন: সোলাইমান শুখন তো একটা আপদামস্তক ভাড়!

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমের সপ্তাহ না পেরোতে না পেরোতেই তো এখন সন্তানদের নাম রাখা হয়ে যায়। নাম না রাখা হলে সেটা সহি প্রেম না মনে হয়। এমনকি বাচ্চাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও এগোয় অনেকে। যদিও অনেক প্রেম টেকে না। এবং শেষ পর্যন্ত বাচ্চাদের জন্মই হয় না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫০

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা, ঠিক বলেছেন।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২০

জ্যাকেল বলেছেন: হা:হা:হা: বাচ্চার নাম ঠিক করে রাখা, এ যেন গাছে কাঠাল গোফে তেল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: আমি বাস্তবে এমন মানুষ দেখেছি, যারা বাচ্চার নাম ঠিক রেখে বছরে -দু'বছরে প্রেমিক/প্রেমিকা বদলায়!

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে সবচেয়ে সুন্দর সময় হলো প্রেমের সময়টা। প্রেমের চেয়ে মধুর আর কিছু নাই। প্রেমে পড়লে একজন মন্দ মানূষও ভালো হয়ে উঠে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ভেবে দেখার মতো বিষয় এখন এটা যে, আমি তাহলে কেন ভালো হচ্ছি না!

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১

ফয়সাল রকি বলেছেন: জীবনটাই একটা ব্যর্থ প্রেম হয়ে যাচ্ছে ম্যাডাম! নিয়ন্ত্রণে রাখতে হবে!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: কি আর করবেন ফয়সাল, হয় মেনে নেন অথবা মানিয়ে নেন।

১১| ০৮ ই মে, ২০২২ রাত ২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যার জীবনটা ব্যর্থ প্রেমে আতন্কিত
তার জন্য কি আধুনিক ট্যাবলেট বা মলম নেই ???

...................................................................................
আধুনিকতার কল্যাণে যেখানে বিয়ে এক বৎসর টিকে থাকেনা
সেখানে প্রেমে পড়েই যারা বাচ্চার নাম ঠিক করে,
এমন ভন্ডামীপনা আর কতো দেখবো ?

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৮

নান্দনিক নন্দিনী বলেছেন: যারা বাচ্চাদের নাম ঠিক করে তারা ভন্ড, আপনার এই ধারণাটা ঠিক না।

১২| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৪২

রানার ব্লগ বলেছেন: বাচ্চাদের নাম ঠিক করার সাথে প্রেমের কি সম্পর্ক !!! ????

প্রেমিকা কে ভালোবেশেই কুল পাই না তারুপর বাচ্চাকাচ্চা ! ওঁরে বাবা !!

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৩

নান্দনিক নন্দিনী বলেছেন: তাহলে কি জাতীয় বাজেটের সাথে প্রেমের সম্পর্ক? প্রেম করবে, বিয়ে করবে অতঃপর বাচ্চাকাচ্চা হবে ; তাই বাচ্চাদের নাম ঠিক করে রাখা আরকি!

আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনার ভালোবাসা কূল-কিনারা খুঁজে পাক।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৮

রানার ব্লগ বলেছেন: আপনি মাঝেমধ্যে কোথায় হারিয়ে যান

প্রেম করলাম বিয়েও করলাম বাচ্চা হলো না তখন নাম রেখে কি হবে? জাতীয় বাজেটের সাথে আংশিক সম্পর্কযুক্ত। যে হারে দাম বাড়ছে গিফট কিনতে গেলে আগে ৫০০ টাকায় পোষাত এখন তা ৫০০০ গিয়ে ঠেকেছে।

আর কুলকিনারা!! ভালোবাসার যদি কিনারাই থাকতো তাহলে লোকে বলতো না প্রেমে হাবুডুবু খাচ্ছি।

কূল নাই গো কিনার নাই কেবলি জল আর জল!!

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

নান্দনিক নন্দিনী বলেছেন: উপহারের মূল্য অর্থের মানদণ্ডে পরিমাপ না করাই ভালো।

আল্লাহ গো... এত প্রেম কেন চারিদিকে!

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪১

রানার ব্লগ বলেছেন: নিম্ন-মধ্যবিত্তদের পকেট হিসেবের খাতায় বন্দি। আমাদের প্রেমিকাও দরকার আবার মাস শেষে সেইভিং ও দরকার।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: হায়রে মধ্যবিত্ত 'প্রেমিক হৃদয়'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.