নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

\'তুমি তো আমার পেটে বাচ্চা দিয়ে চলে গেছিলা\'

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৯



আমার ঈদের ছুটি শুরু হয়েছে মূলত ১৪এপ্রিল থেকে। বন্ধুদেরকে নিজ দায়িত্বে লিখে লিখে পাঠিয়েছি, 'একটু মন দিয়ে ভালোভাবে লেখাপড়া করলে এই আমার মতো ঈদে-গ্রীষ্মে-শীতে পক্ষকাল ছূটি কাটাতে পারতা'। তো ছুটি আর গরমের তাপদাহ মিলিয়ে নাটক দেখা শুরু করলাম। বাংলা নাটক কোনটা দেখবো, কারটা দেখবো ভাবতে ভাবতে যাহের আলভি'র অভিনীত নাটক গুলো দেখা শুরু করলাম। এই পর্যন্ত আমি আলভির ২৬টা নাটক দেখেছি। মোটাদাগে আলভির অভিনয় দক্ষতা ভালো। সাবলীল। হাসিটা সুন্দর। বাংলা নাটকের জগতে লম্বা রেসে থাকবে। আফরান নিশোর পর তাকে আমি ভালো অবস্থানে রাখি।

গতকাল রাতে দেখা নাটকের নাম এক্সপোজড। মূল চরিত্রে জাহের আলভি আর পারসা ইভানা। নাটকের কাহিনিতে খুব বেশি চমক নাই। সেই পুরনো কাসুন্দি প্রেম এবং অবহেলা। কিন্তু ডায়লগগুলোর একটা হলো, তুমি তো আমার পেটে বাচ্চা দিয়ে চলে গেছিলা। (আল্লাহ গো) আমি ভাবতাম প্রেমিক চলে গেলে দু:খ দিয়ে যায়, আজ জানলাম কেউ কেউ পেটে বাচ্চাও দিয়ে যায়!

পারসা ইভানার অভিনয় এতই বাজে যে একটা মর্মস্পর্শী ঘটনাকে সে কুৎসিততম ভাবে অভিনয় করেছে। লাউড ভয়েজ, কাজের বেটি টাইপের এটিটিউড। এত বাজে অভিনেত্রী কিভাবে টেলিভিশন নাটকে রোল পায়! পরিচালক বান্নার কাজ আমার ভালো লাগে, তবে এইটা জঘন্য লেগেছে। আপাতত বিরতি। ২০২৩সালে দাঁড়িয়ে পেটে বাচ্চা দিয়ে যাওয়ার ডায়লগ আমি নিতে পারলাম না। সরি...

একই প্লটে কয়েকবছর আগে একটা নাটক দেখেছিলাম। ইন্তেখাব দিনার এবং নারী অভিনেত্রীর নামটা মনে পড়ছে না। ওরা দুজন মফস্বলে থাকে। পারিবারিক জটিলতা ও সামাজিক ক্ষমতার দ্বন্দ্ব। ইন্তেখাব বিদেশ পাড়ি জমায়। কথা দিয়ে যায় ফিরে আসবে। মেয়েটা প্রেগন্যান্সির কথা ইন্তেখাবকে জানাতে পারে না। সিঙ্গেল মাদার হিসেবে সন্তান জন্ম দেয় এবং সামাজিক কারণে দত্তক দিয়ে দেয়। ১৯বছর গড়িয়ে যায়। দত্তক নেয়া পরিবার বিদেশ সেটেল্ড হবে বলে নারী চরিত্রটি কন্যাকে দেখতে ঢাকা আসে। অবশ্যই পরিচয় গোপন করে দেখা করে। এবং ঘটনা চক্রে ইন্তেখাব দিনারের সাথে দেখা হয়ে যায়। দুজনের মধ্যে কথা হয়। ইন্তেখাব কন্যার কথা জানতে পেরে একটি বারের জন্য দেখা করতে চায়। নারী চরিত্রটি স্পষ্ট ভাবে জানান 'তুমি জানবে এই পৃথিবীতে তোমার সন্তান আছে এবং তাকে তুমি কোনোদিনই দেখতে পাবে না। আমার সাথে করা অন্যায়ের এটাই তোমার উপযুক্ত শাস্তি! আহ্ কি প্লট, কি দারুণ অভিনয়।

বাংলা বর্ণমালা আমরা সবাই জানি, কারণ লেখাপড়ার শুরুই তো হয় বর্ণপরিচয় দিয়ে। তবুও চর্চার অভাবে ব্যঞ্জনবর্ণের শেষঅংশটা অনেকেরই ভুল হয় কিংবা এলোমেলো হয়ে যায়। তো এডিটিং কোর্সের ক্লাসে বলে রাখলাম, সবাই বাংলা বর্ণমালা রিভাইজ দিয়ে নিয়েন। যে কোনো দিন ক্লাসে লিখতে দিবো। একটা সাদা পেইজ এবং পাঁচমিনিট সময়, বর্ণমালা লিখতে হবে। একজন বাদে সবাই ঠিক লিখলো। যে একজন ভুল লিখেছে। বর্ণমালার ১১ টি স্বরবর্ণ ঠিক আছে কিন্তু ৩৯টি ব্যঞ্জনবর্ণের মধ্যে ২৮টা লিখেছে তাও এলোমেলো ভাবে। মেয়েটা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। এত সাধারণ ভুল নামিরার করার কথা না। ক্লাসে বললাম, নামিরা আপনি ক্লাসের পরে আমার সাথে একটু দেখা করবেন তো। নামিরা রুমে আসলো, বসলো, কুশলাদি বিনিময়ের পর বর্ণমালা লেখা পেইজটা তার সামনে দিয়ে জানতে চাইলাম কোনো সমস্যা চলছে। গভীর বিষাদমাখা চোখে আমার দিকে তাকিয়ে বললো, আমি কিছু মনে রাখতে পারছি না ম্যাম। সবকিছু গুলিয়ে ফেলছি। আই নিড ইয়োর হেল্প। আচ্ছা আপনি আসতে পারেন, লেখাপড়াটা একটু মন দিয়ে করেন প্লিজ।

নামিরার প্রেমিকও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নামিরা ভর্তি হওয়ার চতুর্থদিন থেকে এই ছেলে তার অফিসিয়াল বয়ফ্রেন্ড। তাদের ফেসবুকের প্রতিটি ইঞ্চি জুড়ে তাদের প্রেমের প্রকাশ। সেই প্রেম মাত্র ১০মাসে আইসিইউতে! আহা প্রেম, আহারে প্রেম। বাদশা'র নতুন গান সানাক-এ একটা সুন্দর লাইন আছে 'মুঝে নাচনা কা শখ থা, উসে নাচানা আতাথা'।

একদিন নামিরাদের ক্লাসে কোনো একটা প্রসঙ্গে হাসতে হাসতে বললাম, 'যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, মনে রাখবেন ঐটা সস্তা ছিলো...

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০১

শূন্য সারমর্ম বলেছেন:



পোস্ট পড়ে মনে হলো,বাংলা নাটক ভালো পথে হাটছে না।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: সবগুলো না, তবে দুই একটার অবস্থা খুব খারাপ।

২| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:০৪

বিটপি বলেছেন: শেষ ক্লাসে আপনি হাসতে হাসতে যে কথাটি বলেছেন, তা মানতে পারলাম না। প্রেম ভেঙে গেলেই তা সস্তা হয়ে যায়না। শিরি ফরহাদ ও লাইলি মজনুর প্রেম ভেঙে গিয়েই কিংবদন্তী হয়েছে। আমার এক দূর সম্পর্কের চাচা তার কলেজ জীবনের প্রেমের কথা স্মরণ করে এখনও চোখের পানি ফেলে।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ইয়াং জেনারেশন অর্থ-বিত্ত ছাড়া কোনো কিছুকে ঠিক সিরিয়াসলি নিতে শিখছে না। এই এলার্মিং।

ইতিহাসে নাম লেখানো প্রেমগুলো নিয়ে একটা পোস্ট লিখবো। তারপর আপনার মূল্যায়ন শুনবো ইনশা আল্লাহ।

ভালো থাকবেন বিটপি।

৩| ২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৩৫

আমি সাজিদ বলেছেন: পেটে বাচ্চা দিয়ে গেসিলা এইটা খুবই সস্তা ও নোংরা কথাবার্তা৷

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: পারসা ইভানার প্রকাশভঙ্গি দেখলে তো ভাই আপনি রীতিমতো বমি করে দিবেন।

৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: এক্সপোস বিষয়টি এখন ভয়াবহ রূপ ধারণ করছে। এক্সপোস করা যেন এখন একটা ফ্যাশন। এটি ভালো লক্ষণ নয়।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ২:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: একদম ঠিক বলেছেন।

৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৬

ডার্ক ম্যান বলেছেন: যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, মনে রাখবেন ঐটা সস্তা ছিলো...[/sb

এটা এখন প্রেম এবং বিয়ে উভয় ক্ষেত্রেই অনেকাংশে সত্যি।

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১১

নান্দনিক নন্দিনী বলেছেন: দারুণ বলেছেন ডার্ক ম্যান।

৬| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০০

অপু তানভীর বলেছেন: আমাদের বাংলা সিনেমা কখনই যুতসই ছিল না । কিন্তু এক সময়ে নাটক গুলো ছিল চমৎকার । কাহিনী অভিনয় মেকিং সব কিছুতেই এ ওয়ান ক্লাস । তখন খারাপ নাটক খুব কম হত । পরে যখন টিভি চ্যানেল বাড়তে শুরু করলো তখন নাটক দরকার পড়লো বেশি আর নাটক তৈরি হতে শুরু করলো ব্যাপক হারে আর মান কমতে শুরু করলো তার থেকেও বেশি হারে । তারপর যখন ইউটিউবে নাটক প্রকাশ পাওয়া শুরু করলো তখন এসবের মান ভয়াবঃ আকার ধারণ করলো । অভিনয়, কাহিনী মেকিং সব কিছু দিয়ে ।

যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, মনে রাখবেন ঐটা সস্তা ছিলো

নাহ এই বাক্যের সাথে একমত নই ।

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:১৮

নান্দনিক নন্দিনী বলেছেন: হায়রে নাটক!

অপি করিম অভিনীত 'কেইস নম্বর ৩০৪০' টা দেখতে পারেন। ভালো লেগেছে।

আপনার ভেঙে যাওয়া প্রেমগুলোও এক্সপেন্সিভ ছিল- এটা বলবেন তো। সেটা তো আমরা জানিই

৭| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৪৮

নতুন বলেছেন: এখন নাটক হয় অডার দিয়ে।

২/৪ জন অভিনতা, ১টা বাড়ী, বাইরের দুই একটা সুটিং....

যেকোন একটা কাহিনি হলেই হলো।

এটাতে হিসাব থাকে, টিভি স্লোটে ২/৪ লক্ষ কামাই হবে, ১/২ লক্ষের মধ্যে নাটক কম্প্লিট করতে হবে... ৫০ হাজার থেকে ১ লক্ষ লাভ....

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২৪

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্ নতুন ভাই, নাটকের আর্থসামাজিক দুরবস্থার যে চিত্র আপনি বলছেন এটা সর্বাংশে সত্যি।
আমার পছন্দের তালিকায় ইন্তেখাব দিনারে 'শেষ আড্ডা' কিংবা জিতু আহসান অভিনীত 'এক আকাশ মেঘের গল্প' রয়েছে।
তবুও ইয়াং জেনারেশনকে বোঝার জন্য আমি সমসাময়িক নাটকগুলো দেখার চেষ্টা করছি।

ধন্যবাদ।

৮| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাংলা নাটকের যে অবস্থা
আগে একসাথে মিলেমিশে স্বপরিবারে নাটক দেখতাম। হুমায়ূন আহমেদের নাটকের জন্য অপেক্ষা করতাম
আর এখনকার নাটকে মেয়েদের ড্রেস দেখলেই রাগ উঠে যায়

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩১

নান্দনিক নন্দিনী বলেছেন: ফাতেমা আপু, একসময় মানুষ নায়ক-নায়িকাদের পোশাক, চুলের কাট এগুলো ফলো করতো। আর এখন অভিনয় শিল্পীরা দেখেন সাধারণ মানুষের মধ্যে কোন পোশাক জনপ্রিয় হয়েছে সে অনুযায়ী কস্টিউম পরেন। দুঃখজনক যে অভিনয় শিল্পীরা একই পোশাক একাধিক নাটকে রিপিট করতে থাকে।

চারপাশে তাকালেই বোঝা যায়, পশ্চিমা পোশাকে কদর কতটা বেড়েছে।

৯| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক আপু। এমনকি অফিসেও এই পোষাকের বাহার ছড়াচ্ছে । এত দৃষ্টিকটু লাগে বিষয়গুলো

২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৪

নান্দনিক নন্দিনী বলেছেন: আমার কাছে পোশাক যেমনই হোক, পরিচ্ছন্ন হওয়া জরুরি।

১০| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৭

মোস্তফা সোহেল বলেছেন: বাংলা নাটক দেখারই সময় পাই না।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৬

নান্দনিক নন্দিনী বলেছেন: বিনোদন পাবো এই আশায় নাটক দেখতে বসেছিলাম।

১১| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫২

নীল আকাশ বলেছেন: এখন নাটক সিনেমায় মেয়েরা কেউ যোগ্যতা দিয়ে আসে না। কীভাবে আসে সেটা আর বললাম না। এত রুচিহীণ কথা মন্তব্যে লেখাও যায় না। এখনকার প্রেম ভালোবাসা হচ্ছে কচুপাতায় বৃষ্টির ফোঁটার মতো।

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: আরে প্রেম - আর ভালোবাসা...

১২| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: এখনও যে আপনি এরকম নাটক দেখেন সেটা ভেবেই অবাক হচ্ছি।
এইসব নাটক দেখা মানে সময় অপচয় করা এবং মেজাজ খারাপ করা।

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৫

নান্দনিক নন্দিনী বলেছেন: শেষ বারের মতো অবাক হয়ে নিন। কারণ?
ভাবছি এখন থেকে হাম-নাত শোনার প্রাকটিস করবো।

ভালো থাকবেন রাজীব নুর।
সময় অপচয় করা এবং মেজাজ খারাপ করা নাটক থেকে দূরে থাকবেন।

১৩| ২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: যেকোন প্রফেশনে কাজ করতে হলে তার প্রশিক্ষন, লেখা পড়ার প্রয়োজন আছে। এখনকার অভিনেতাদের কোন প্রশিক্ষন বা এই বিষয়ে কোন লেখা পড়া আছে বলে মনে হয় না। বাংলা উচ্চারনই ঠিকমতো করতে পারে না।

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: বুনিয়াদি প্রশিক্ষণ আসলেই ভীষণ জরুরি।
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত, আপনার পর্যবেক্ষণ নির্ভুল।

অনেক অনেক ধন্যবাদ।

১৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১১

মিরোরডডল বলেছেন:




নন্দিনী ইউ নো, আই লাইক ইউর রাইটিং।
একটু অন্যরকম হয় বলে লেখাগুলো পড়তে ভালো লাগে।

কিন্তু আজকের লেখার একটা বিষয়ে একটু আলোকপাত করি।
লাউড ভয়েজ, কাজের বেটি টাইপের এটিটিউড।

কারও এটিটিউড খারাপ হলে কাজের বেটি টাইপ বলা কতটা যুক্তিযুক্ত।
এই কথাটায় কিন্তু বাসাবাড়িতে কাজ করা সকল মেয়েদেরকে ছোট করা হল। সব মেইড কি একই রকম!
এদের মাঝে কি বিনয়ী, ভালো আচার ব্যবহার জানা, ভালো এটিটিউড মেয়েরা নেই!! নিশ্চয়ই আছে।
ওরা আনপ্রিভিলেইজড সমাজের অংশ। প্রপার এডুকেশন পায়নি, গাইডেন্স পায়নি, এটিকেট ম্যানার শিখেনি, তারপরওতো তারা সবাই খারাপ না।

আবার একইভাবে সব সুশীল সমাজের শিক্ষিতরা কি প্রকৃত শিক্ষিত হয়!
নন্দিনী হয়তো দেখেনি কিন্তু আমি এমন মেয়েও দেখেছি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেও খিস্তি ছাড়া কথা বলতে পারে না, বাজে ম্যানার এবং দৃষ্টিভঙ্গি।

কারও খারাপ আচরণ বা এটিটিউড বুঝাতে একটা নির্দিষ্ট শ্রেনির সবাইকে এক ক্যাটাগরিতে ফেলে যে তুলনা করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক না। বাসা বাড়িতে যে মেয়েটা কাজ করে, তার সাথে আমার পার্থক্য সে তার যোগ্যতায় মানুষের বাসায় গৃহপরিচারিকা আর আমি হয়তো আমার যোগ্যতায় ভিন্ন পেশায় ভিন্ন জায়গায়।
By born I'm privileged getting all facilities but she's not. She's unlucky for being a poor.
But we all are in the same track, working women, fighting for survival.

এনিওয়ে, ভিন্ন প্রসঙ্গে অনেক কথা বললাম আপু।
ভালো থেকো।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মিরোরডডল আপু। আপনিও ভালো থাকবেন।

১৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

রানার ব্লগ বলেছেন: সম্পর্ক ভাংলেই উহা সস্তা হয় না। অনেক দামী সম্পর্ক ভেংগে যায়।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: কেন ভেঙে যায়?

১৬| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৩

রানার ব্লগ বলেছেন: এটাই প্রাকৃতিক নিয়ম। যার গড়া আছে তার ভাংগন আছে।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৪২

নান্দনিক নন্দিনী বলেছেন: দুঃখজনক...

১৭| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫১

আহমেদ জী এস বলেছেন: নান্দনিক নন্দিনী,




ব্যতিক্রমী বাক্যের শিরোনামটি দেখে ঢুকতে হলো।
পড়তে গিয়ে মিরোরডডল এর মতো আমারও মনে হয়েছিলো - "কাজের বেটি টাইপের এটিটিউড।" লেখাটি ঠিক হয়নি বিশেষ করে নান্দনিক নন্দিনীর দিক থেকে। এটা নিয়ে মন্তব্য করবো কিনা ভাবতে ভাবতেই নীচের দিকে এসে মিরোরডডল এর মন্তব্যটি চোখে পড়লো। মিরর যা বলেছেন তার সাথে সহমত পোষন করেও মিরোরডডলকে বলতে চাই - সমাজে এমন সব "প্রবচন" (?) বহুল ব্যবহৃত। প্রবচন হ'ল প্রজ্ঞাবান, মননশীল বা সৃজনশীল ব্যক্তির অভিজ্ঞতাপ্রসূত ব্যক্তিগত সৃষ্টি । কিন্তু এই সমাজে এই জাতীয় সৃষ্টিগুলি এসেছে অপ্রজ্ঞাবান, অপরিনামদর্শী সাধারণ মানুষদের কাছ থেকে। যেমন আমরা অনেক সময়ই বলে থাকি - "বস্তির লোকজনের মতো" কিম্বা " রিক্সাওয়ালা স্বভাব" ইত্যাদি। এসব বিবেক-বুদ্ধি সম্পন্ন লোকদের কাছে অগ্রহযোগ্য মনে হলেও সমাজে এসবের ব্যবহার হয়ে আসছেই।
এর পরিবর্তন হলে ভালো হতো কিন্তু কবে সেটা হবে!!!!!!

দেশীয় নাটকের কথা যা বললেন তা অনেকাংশেই সত্য। নায়িকার এমন পরিস্থিতিতে এতোদিনের প্রচলিত ডায়লগটি হতো - " আমি তোমার সন্তানের মা হতে চলেছি..।" যেহেতু এই ডায়লগটি বহুল ব্যবহৃত এবং এমন পরিস্থিতিতে "কমন" তাই পরিচালক বা চিত্রনাট্য লেখক " কমন এই ডায়লগটি ব্যবহার করবো না" এই প্রতিজ্ঞা নিয়ে নিজের সৃজনশীলতা প্রকাশ ও অভিনবত্ব দেখাতে গিয়ে বছরের সেরা এই - '"তুমি তো আমার পেটে বাচ্চা দিয়ে চলে গেছিলা" ডায়লগটির উদ্ভাবন করেছেন। :( :) সাহিত্যে তাকে একটা পুরষ্কার দিতেই হয়। :P

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস

১৮| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৮

কিরকুট বলেছেন: আপনি জীবনে ঠিক কতো গুলা ছ্যাকা খেয়েছেন , হাতের কড় গুনে বলতে পারবেন ? সব সময় ছ্যাকামাইসিন টাইপ লেখা লেখেন ! আপনি মানুষের মধ্যে পজেটিভ কিছু দেখেন না ?

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:২১

নান্দনিক নন্দিনী বলেছেন: সব কিছুরই যাকাত রয়েছে, জ্ঞানের যাকাত হচ্ছে নির্বোধদের সহ্য করা। - হযরত আলী (আ.)

১৯| ০১ লা মে, ২০২৩ রাত ২:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মুঝে নাচনে কা শখ থা, উসে নাচানা আতাথা এটা ভালো বলেছেন।

নামিরার এখন কি অবস্থা? আইসিইউ থেকে কেবিনে বা জেনারেল বেডে আসতে পারছে? B:-)

০১ লা মে, ২০২৩ বিকাল ৪:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: আবহাওয়ার আপডেট ছাড়া অন্যকোন বিষয়ের আপডেট এই সময়ে গুরুত্বপূর্ণ নয়।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.