নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেরাগ আলী

মনকে আমি যত চাইযে বুঝাইতে, মন আমার চায় রংয়ের ঘোড়া দৌড়াইতে। (আমার চেরাগ এ আলো কম তাই আলোর আশায় ব্লগ এ ঘুরি )

টাইম পাস

নিজে জানি না, অন্যরা ভালো বলতে পারবে?

টাইম পাস › বিস্তারিত পোস্টঃ

আমেরিকার পক্ষে ইয়েমেনে বিমান হামলা চালালো সৌদি’

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মার্কিন বাহিনীর পক্ষে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।





মার্কিন দৈনিক দ্য টাইমসের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে- সৌদি জঙ্গিবিমান থেকে ইয়েমেনের অভ্যন্তরে কয়েকদফা বিমান হামলা চালানো হয়। ইয়েমেনে কথিত ড্রোন থেকে যেসব হামলা চালানো হয় তার মধ্যে সৌদি জঙ্গিবিমানের কয়েকদফা হামলা রয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্র থেকে এ খবর দিয়েছে টাইমস।





ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সঙ্গে সৌদি আরবের সীমান্ত রয়েছে এবং ওই এলাকায় মার্কিন বাহিনীকে হামলার বিষয়ে সৌদি সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। মার্কিন বাহিনী দাবি করছে, তারা কথিত আল-কায়েদাবিরোধী লড়াই করছে সেখানে।





গত ৩০ ডিসেম্বর ইয়েমেনে সর্বশেষ ড্রোন হামলা চালায় আমেরিকা। ওই হামলায় ইয়েমেনের আল-বাইদা প্রদেশে তিন ব্যক্তি নিহত হয়।





স্বেচ্ছাসেবী গবেষণা সংস্থা নিউ আমেরিকা ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, বিদায়ী ২০১২ সালে ইয়েমেনে ৫৪ বার মার্কিন ড্রোন হামলা হয়েছে। তবে, এসব কি ড্রোন হামলা ছিল নাকি সৌদি আরবের জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়েছে তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।#







মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: মুনাফিক

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

কালবৈশাখীর ঝড় বলেছেন:
তালেবান- আলকায়দা সব দেশেরই কমন শত্রু।
এরা আমাদের দেশে থাকলেও আমাদের বাহিনী হামলা চালাতো।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: দৃষ্টি আকর্ষণ
লেখক বলেছেন: নবীজীর বেলাদত শরিফ ১২ই রবিউল আওয়াল উদযাপন
ঈদে মিলাদুন্নবি সা যথা যুগ্য মর্যাদায় উদযাপন ও আনন্দ প্রকাশ
ইমানদার মুমিন গনের জন্য অসংখ্য রহমত ও সৃষ্টির সর্বশ্রেষ্ঠ এবাদত ।
তার জুতা মোবারকের ছোঁয়ায় আল্লাহর আরশ মহল্লা সম্মানিত
তিনি যে আমাদের জন্য দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরন হইয়াছেন
তার জন্য আনন্দ ও খুশি প্রকাশ করা সর্ব শ্রেষ্ঠ নেয়ামত । বিখ্যাত
সাহাবা কেরাম গন তাবেয়িন তাবে তাবেয়িন গন এবং অলি আউলিয়া পির মাশায়েখ কামেল আলেম গন দিনটি মর্যাদার সহিত উদযাপন করতেন ।

আমরা রহমত হইতে বঞ্ছিত হইব কেন ?

রিবেশ বন্ধু বলেছেন: ফরজের চাইতেও বেশি বললে ভুল হবেনা

আল্লাহ যার নামের সাথে নাম মিশিয়ে দিয়েছেন এবং যার খাতিরে সৃষ্টি
সমুদয় পয়দা করেছেন , হেদায়েতের ভার দিয়েছেন , শাফায়াতের কাণ্ডারি বানিয়েছেন এবং সদা সর্বদা দরুদ ছালাম ভেজে থাকেন
অসংখ্য ফেরেস্তা গনকে নিয়ে সেই দয়াল নবীজীর প্রতি বেলাদত ও
তাজিম ঈমানের শক্ত আকিদা
ঈদে আজম ঈদে মিলাদুন্নবি সব ঈদের সেরা
তার রহমত আদায় কর পড় দরুদ জানাও ছালাম মদিনা মনোয়ারা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.