![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজে জানি না, অন্যরা ভালো বলতে পারবে?
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯
টাইম পাস বলেছেন: কি কি
২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২
রাজ হাসান বলেছেন: আপাতত নয়টা
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
টাইম পাস বলেছেন: হাহা
৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
মার্ক বিপ্লব(ওমিগা) বলেছেন: আমিতো একটাও পাইলাম না চোঁখে আজ কাল এত কম দেখি কেন ঠিক বুঝতেছিনা:'(
৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
শান্তা273 বলেছেন: ৬ টি
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫২
টাইম পাস বলেছেন: আমার কাছে ও মনে হয়
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
মনুমনু বলেছেন: আমিও ৯ টা পাইসি
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
টাইম পাস বলেছেন: কি কি একটু বললে ভাল হয়
৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
পাগলামৃদুল বলেছেন: ৭ টি
৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
উৎস১৯৮৯ বলেছেন: ছবি
দেওয়ালের রং
সোফার কুশন
ল্যাম্প জালাানোনিভানো
ল্যাম্পের দড়ি
সুইচবোর্ড
মেয়েটার চুলের কোনা
এই কয়টা পাইছি।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২
টাইম পাস বলেছেন: ল্যাম্প জালাানোনিভানো
একইতো মনে হয়
৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
পদ্মার ঢেউ বলেছেন: আমি সাতটা পেয়েছি।
১। দেয়াল
২। লাইট-এর দড়ি উল্টা পাশে
৩। জুতা
৪। চুল
৫। বালিশ
৬। লাইটের সুইচ
৭। দেয়ালের বড় ছবিটা উল্টানো।
৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
উৎস১৯৮৯ বলেছেন: পায়ের জুতা।
১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২
উৎস১৯৮৯ বলেছেন: ছবি
দেওয়ালের রং
সোফার কুশন
ল্যাম্প জালাানোনিভানো
ল্যাম্পের দড়ি
সুইচবোর্ড
মেয়েটার চুলের কোন
পায়ের জুতা।
মোট আটটা পাইলাম।
১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩
মদন বলেছেন: ১. হাতেরউপরের ছবিউল্টো
২. ল্যাম্প জ্বলা/ণিভা
৩. ল্যাম্পের দড়ি দুইপাশে
৪. জুতাপায়ে খালি পায়ে
৫. কুশন সামনে পিছনে
৬. সইচবোর্ড এতটি পয়েন্ট/২টি পয়েন্ট
৭. চুল বড়/ফোট
৮. সোফার সামনের পাটাতন সাদা/নরমাল
৯. পিছনের ওয়াল দুইরকম প্রিন্ট
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
টাইম পাস বলেছেন: আপনাকে বিজয় ঘোষনা করা যায়
১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪
রাজ হাসান বলেছেন:
১৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪
মনুমনু বলেছেন: ১।ব্যাকগ্রাউন্ড নীল শেড।
২।উল্টা সোজা পোট্রেট।
৩।পায়ের জুতা।
৪।কার্পেট একসাইডের মস্ৃন কোণা।
৫।পাওয়ার বোর্ডের ডাবল,সিংগেল পোর্ট।
৬।আলো নিভঅ ও জ্বালানো।
৭।ল্যাম্পের অন সুইচ ডানে, বামে।
৮।সোফার উপর হলুদ খামটি বালিশের সামনে,পিছনে।
৯।সোফার বেইজ সাদা ও ক্রিম।
১০। মেয়েটির চুল খাটো ও লম্বা।
১৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭
মনুমনু বলেছেন: আমি ১০ টা কইছি
১৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৮
নীলতিমি বলেছেন: বিজয়ী আসলে মনুমনু
১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩২
মনুমনু বলেছেন: নীলতিমি বলেছেন: বিজয়ী আসলে মনুমনু
এক কাপ চা খাইয়া লন কড়া চিনি দিয়া।আমার পক্ষ হতে।
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০
সৌরভ গুপ্তা বলেছেন: আমি ১১টা পাইছি?
১। চুল আছে, চুল নাই
২। জুতা নাই জুতা আছে
৩। কুশন পিছনে, কুশন সামনে
৪। বিড়ালের পিছনের পা দুইটা পরেরটায় একটা
৫। সোফাটার সামনের অংশ সাদা পরেরটায় ক্রিম
৬। ল্যাম্পে একটিতে পাইপ অপরটিতে রড
৭। একটিতে আলো জ্বলছে অপরটিতে নিভানো
৮। ল্যাম্পের অন সুইচ ডানে, বামে
৯। দেওয়ালের সুইচ বোর্ড ১ম টিতে দুইটি অপরটিতে একটি
১০। পিছনের ব্যাকগ্রাউন্ড
১১। ১ম টিতে পোট্রেট সোজা অপরটিতে উল্টা
১৮| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১
বিভ্রান্ত মানুষ বলেছেন: 25
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
মাক্স বলেছেন: আপাতত ছয়টা