![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজে জানি না, অন্যরা ভালো বলতে পারবে?
মার্কিন যুক্তরাষ্ট্রের উগ্রবাদী খ্রিস্টান ধর্মযাজক টেরি জোন্স আবারো পবিত্র কোরআনে আগুন দেয়া হবে বলে ঘোষণা করেছেন।
জোন্সের সংগঠন ঘোষণা করেছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসবাদী হামলার এক যুগ পূর্তি উপলক্ষ্যে তারা কোরআন পোড়াবে। ওই সন্ত্রাসী ঘটনায় নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার ধ্বংস হয়ে ২৯৯৮ ব্যক্তি নিহত হয়েছিল এবং তাদের স্মরণে জোন্সের সংগঠন এ দফায় ২৯৯৮টি কোরআন পোড়াবে।
২০১০ সালের ১১ সেপ্টেম্বরও টেরি জোন্স কোরআন পুড়িয়েছিল। বিশ্বে তার তীব্র প্রতিবাদ হয়েছিল।
২০১২ সালের এপ্রিলে ইসলাম বিদ্বেষী জোন্স পবিত্র কোরআনে আগুন দেয়ার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল।
একই বছরের মার্চে ফ্লোরিডায় জোন্সের পরিচালিত গেইনসভিল্লি গির্জায় পবিত্র কোরআনের একটি কপি পোড়ানো হলে আফগানিস্তানসহ মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। সে সময় ওই ঘটনা প্রতিবাদ জানাতে গিয়ে আফগানিস্তান অন্ততঃ ১২ জন শহীদ হয়েছিলেন।
এ ছাড়া, আফগান এক পুলিশের গুলিতে নিহত হয়েছিল২ মার্কিন সেনা ।
ইসলাম অবমাননার দায়ে মিশরের একটি আদালত একই বছরের নভেম্বরে অনুপস্থিতিতে জোন্সের বিচার করে ও প্রাণদণ্ড দেয়। #
©somewhere in net ltd.