নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের কথা শুনতে হয়! মনই হচ্ছে ঈশ্বর ! !

ভাবতেসি!

পাপী

আমি ভাঙ্গার জন্যই গড়ি, গড়ার জন্য ভাঙ্গি ।। নিয়ম আমার জন্যে না, আমি নিয়মের জন্যও না ।। ---------------------------------- Follow Me- http://facebook.com/saifimam http://twitter.com/saifimam

পাপী › বিস্তারিত পোস্টঃ

লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার)

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৩





প্রাক কথনঃ

বিশ্বজুড়ে লিনাক্স নামের শক্তিশালী এবং বিশ্বস্ত এই অপারেটিং সিস্টেমটিকে যেভাবে সবাই গ্রহণ করে নিয়েছে তা সত্যিই বিস্ময়কর। এখন ইন্টারনেট থেকে শুরু করে বড় বড় কোম্পানীর নেটওয়ার্ক সার্ভার সবই ইউনিক্স ও লিনাক্স সিস্টেমের উপরে এতোটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে উইন্ডোজ ছাড়া পৃথিবী চললেও লিনাক্স কিংবা ইউনিক্স ছাড়া পৃথিবী অচল!



অসম্ভব রিলায়াবিলিটি, স্ট্যাবিলিটি ও শক্তিশালী অপারেটিং সিস্টেম বলতে যা বুঝায় তার সবই আছে লিনাক্সের মাঝে, তাই এর এতো কদর। সবাই যাতে আগ্রহী হয় কিংবা অহেতুক ভয় কাটিয়ে সহজেই যেন চমৎকার এই অপারেটিং সিস্টেমটিকে ব্যবহার করতে পারে তর জন্যই এই লেখা।





লিনাক্সের সংক্ষিপ্ত ইতিহাসঃ

লিনাক্স হচ্ছে সোর্সকোড উন্মুক্ত সম্পূর্ণ ফ্রি একটি অপারেটং সিস্টেম। যারা কম্পিউটার বিজ্ঞানের ছাত্র অথবা পাইরেসিকে নীতিগতভাবে ঘৃণা করেন তারা জানেন যে একটি সোর্সকোড উন্মুক্ত অপারেটিং সিস্টেম কতটা আশীর্বাদ স্বরুপ! সোর্সকোড উন্মুক্ত, ফ্রি…এসব কথা শুনে যদি কেউ ভেবে থাকেন এটি সস্তাদরের সাধারণ অপারেটিং সিস্টেম, তাহলে বলব বোকার স্বর্গে বাস করছেন। সারা বিশ্ব লিনাক্স কে যেভাবে গ্রহণ করছে তা সত্যি চমকপ্রদ! এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এর প্রবল শক্তিমত্তা আর নির্ভরযোগ্যতার কারণে।

লিনাক্স তৈরী করেন লিনাস টোরভাল্ডস ১৯৯১ সালে আই ৩৮৬ প্রসেসর এর জন্য। লিনাক্স কে ইউনিক্স (http://www.unix.org/) এর ক্লোন বলা হলেও বর্তমান লিনাক্সের সাথে এর আকাশ-পাতাল ফারাক। যে ইউনিক্স থেকে লিনাক্সের জন্ম সেই ইউনিক্সের যাত্রা শুরু হয় ১৯৭১ সালে। রিচার্ড স্টলম্যান নামের এক মহামানব ১৯৮৫ সালের দিকে এন্টি কপিরাইট আন্দোলন শুরু করেন তার জিএনইউ এর মাধ্যমে এবং এর ফলেই আজকে ওপেনসোর্স এতো জনপ্রিয় বা লিনাক্সের ফ্রি ডিস্ট্রিবিউশন সম্ভব হচ্ছে।

তো লিনাস টোরভাল্ডস ১৯৯১ সালের সেপ্টেম্বরে লিনাক্সের প্রথম ভার্সন ০.০১ ইন্টারনেটে রিলিজ করেন। উৎসাহীরা ভিড় জমায়, কোডগুলো ডাউনলোড করে, টেস্ট করে পরিবর্ধন করে লিনাস টোরভাল্ডসের কাছে পাঠাতে থাকে। কাজ এগিয়ে চলে, লিনাক্সের ঘাঁটিতে আসতে থাকে হাজার হাজার ফ্যান, লিনাক্স ইউজার। সারা বিশ্বের ছাত্র এবং কম্পিউটার প্রোগ্রামাররা দারুণভাবে গ্রহণ করল লিনাক্স কে। সেই সাথে বের হতে থাকে লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন - রেডহ্যাট, ক্যালডেরা, ডেবিয়ান ইত্যাদি। এর পর পরই ঘটে চমকপ্রদ কিছু ঘটনা। রেডহ্যাট সফটওয়্যারের লিনাক্স ১৯৯৬ সালে সেরা অপারেটিং সিস্টেমের পুরস্কার লাভ করে ইনফোওয়ার্ল্ড ট্রেড ম্যাগাজিনের কাছ থেকে।

সে বছরের এপ্রিলেই রিসার্চাররা লস আলামাস ন্যাশনাল ল্যাবরেটরীতে লিনাক্স ব্যবহার করে ৬৮টি পিসিতে সিঙ্গেল প্যারালাল প্রসেসিং ব্যবহার করে এটমিক শকওয়েভ সিমিউলেট করে। এই নিজেদের তৈরি সুপার কম্পিউটারের দাম হয় কমার্সিয়াল সুপার কম্পিউটারের তুলনায় মাত্র ১০ ভাগের ১ ভাগ। এটি প্রতি সেকেন্ডে ১৯ বিলিয়ন ক্যালকুলেশন পর্যন্ত গতি লাভ করে। তিন মাস পরেও এটিকে কখনো রিবুট করতে হয়নি, যা উইন্ডোজের ক্ষেত্রে ভাবাটা চরম নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই না!!







টাক্স - লিনাক্সের লোগোঃ

লিনাক্স অপারেটিং সিস্টেমের লোগোটি হচ্ছে একটি পেঙ্গুইন যার নাম দেয়া হয়েছে টাক্স। একেঁছিলেন ল্যারি উইং। লিনাক্সের অফিসিয়াল মাসকট হিসেবে এটি পরিচিত। লোগোটা নির্বাচনে আছে এক মজার ইতিহাস । লিনাক্সের জনক লিনাস টোরভাল্ডস অবকাশ যাপনের জন্য southern hemisphere বেড়াতে যায়। তো সেখানে একটা পেঙ্গুইন দেখে আদর করতে গেলেই পেঙ্গুইনটি দেয় কামড় টোরভাল্ডস এর হাতে। সেই স্মৃতির জের ধরেই লোগো হিসেবে পেঙ্গুইনের আবির্ভাব। লিনাক্সের এই লোগো সম্পর্কে এর স্রষ্টা লিনাস টোরভাল্ডস এর বক্তব্য অনেকটা এরকম -“অন্যান্য লোগোগুলো ছিল খুবই বোরিং এবং আমার মনের মতো ছিল না মোটেও। লিনাক্স করপোরেট লোগোর জন্য আমি খুঁজছিলাম এমন কিছু যা হবে মজার এবং লিনাক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। একটা মোটাসোটা পেঙ্গুইন খাওয়াদাওয়া শেষ করে বসে আছে এমন একটা ছবি। অনেকেই আমাকে বলে লিনাক্সের যে আভিজাত্য তার সাথে এটা ঠিক খাপ খায় না। তাদের জন্য বলছি, তারা সম্ভবত চুপচাপ পেঙ্গুইনই দেখেছে, কিন্তু দেখেনি রাগী পেঙ্গুইনের ঘন্টায় ১০০ মাইল বেগে দৌড়ে আসা আক্রমণ। দেখলে তারা এধরণের মন্তব্য করার সাহস পেত না।“



লিনাক্স ব্যবহারের কারণসমূহঃ

সারা বিশ্বে লিনাক্স এখন দারুণভাবে ব্যবহার হচ্ছে। অন্যতম কারণ হচ্ছে এর সিকিউরিটি। লিনাক্স প্রচন্ড রকমের সিকিউরড। ভাইরাস আক্রমণ, হ্যাক হয়ে যাওয়া এ কথাগুলো বোধহয় লিনাক্স ইউজাররা জীবনেও শুনে নি। আরও আছে, দীর্ঘদিনের ব্যবহারের ফলে উইন্ডোজ স্লো হয়ে যায় অথচ এক ইন্সটল দিয়েই আপনি লিনাক্স চালাতে পারবেন বছরের পর বছর। আর তাছাড়াও বাইরের দেশে যেখানে হাজার হাজার টাকা দিয়ে একটি অপারেটিং সিস্টেম কিনতে হয়, তার উপর রয়েছে অন্যান্য এপ্লিকেশন কেনার খরচ, সেখানে লিনাক্সে পুরো অপারেটিং সিস্টেমের সাথে হাজারখানেক এপ্লিকেশন পাবেন ফ্রীতে। এতো খরচের হাত থেকে বাঁচতে লিনাক্স কে তখন আপনার আশীর্বাদই মনে হবে। এছাড়াও হোম ইউজার থেকে শুরু করে নেটওয়ার্ক এনভায়রনমেন্টে লিনাক্স অপরিহার্য। লিনাক্সের কয়েকটি ব্যবহারের ভেতরে রয়েছে -

এপ্লিকেশন সার্ভার, ডেটাবেজ সার্ভার, ওয়ার্কস্টেশন, এক্স টার্মিনাল ক্লায়েন্ট, নেটওয়ার্ক সার্ভার, ইন্টারনেট সার্ভার, ক্লাস্টার কম্পিউটিং, এনবেডেড সিস্টেমস, ইউনিভার্সিটি সিস্টেম, বিভিন্ন কাস্টোমাইজেবল সলিউশন যেমনঃ হোটেল, মেডিক্যাল অফিস, রিজার্ভেসন সিস্টেম, লিগ্যাল অফিস, গর্ভমেন্ট, মিডিয়া টেলিকমিউনিকেশন, আইএসপি, রিসেলার, ফাইন্যান্সিয়াল ট্রেডার ওয়ার্কস্টেশন ইত্যাদি শত শত ক্ষেত্রেই লিনাক্সের প্রয়োগ হচ্ছে সফলতার সাথে।



লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশনঃ

কোরেল লিনাক্স, আর্মড লিনাক্সওয়ার্ক্স, ক্যালডেরা লিনাক্স, ডেবিয়ান, ডিএলএক্স, লিনাক্স ম্যানড্রেক, লিনাক্স পিপিসি ২০০০, লিনাক্সওয়্যার, প্লাগ এন্ড প্লে লিনাক্স, রেডহ্যাট লিনাক্স, স্ল্যাকওয়্যার, টার্বোলিনাক্স, স্টর্ম লিনাক্স, সুসে লিনাক্স, উবুন্টু লিনাক্স, ড্যাম স্মল লিনাক্স ইত্যাদি।

এর মধ্যে থেকে সার্ভার তথা নেটওয়ার্কের জন্য রেডহ্যাট এবং ডেস্কটপ কম্পিউটিং এর জন্য উবুন্টু অসম্ভব জনপ্রিয়। ইতোমধ্যেই অনেক ব্লগার উবুন্টু সম্পর্কে পোস্ট দিয়েছেন, উবুন্টু সম্পর্কে হয়তো অনেক কিছুই জেনে থাকবেন। তাই আর বিস্তারিত লিখলাম না। আর ড্যাম স্মল লিনাক্সের ব্যপারে বলবো, এটা এতোটাই ছোট একটা অপারেটিং সিস্টেম (৫০-৬০ মেগাবাইট) যে আপনি সহজেই পেন ড্রাইভে নিয়ে ঘুরতে পারবেন। যখন অপারেটিং সিস্টেম কোন কারণে নষ্ট থাকবে অথচ আপনার জরুরী কাজ করা দরকার, সেই দরকারী মুহূর্তে আপনি পেনড্রাইভ থেকে লিনাক্সের মাধ্যমে বুট করে সকল কাজই করতে পারবেন।







যেখানে পাবেন লিনাক্সঃ

এইলিঙ্কে (উবুন্টু শিপমেন্ট) ক্লিক করে অর্ডার দিলে কয়েক হপ্তার মধ্যই আপানার বাসায় এসে পৌছে যাবে লিনাক্সের সিডি। এর জন্য কোন টাকা পয়সা দিতে হবে না। এছাড়াও আপনার যদি নেট স্পিড ভাল থাকে তাহলে নেট থেকে আইএসও ইমেজটা ডাউনলোড করে রাইট করে নিলেই হবে।



ইন্সটলেশনঃ

এ ব্যাপারটা নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছা থাকলেও লেখার আকৃতি বড় হয়ে যাওয়ার ভয়ে লিখছি না। তবে নিচে ব্লগার ভাইদের পোস্ট করা কিছু কিছু পোস্ট দিলাম। চিত্র সহ বর্ণনা করা আছে। কম্পিউটিং এর বেসিক ধারণা থাকলেই যে কেউ সহজে ইন্সটল করতে পারবেন লিনাক্স। এখানে উবুন্টুকে ডিফল্ট ধরে কাজ করা হয়েছে -

১. সহজ পার্টিশন

২.সহজ ইন্সটল

৩. লিনাক্সের উপর উইন্ডোজ ইনস্টল করার গ্রাব পুনরুদ্ধার [পোস্ট ইন্সটলেশন হেল্প]

৪. পিপিপিওই (PPPoE) ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু

৫. উবুন্টুতে গ্রামীণফোন ইন্টারনেট সংযোগ (লেটেস্ট উবুন্টু Interpid Ibex এ গ্রামীনফোন, একটেল ও বাংলালিঙ্ক এর নেটওয়ার্ক সেটাপ করা যায় মাত্র কয়েক ক্লিকেই)

৬. উবুন্টুতে ডায়াল-আপ ইন্টার্নেট সংযোগ স্থাপন

৭.উবুন্টুতে বাংলা ভাষা সমর্থন এবং বাংলা কী-বোর্ড সেট-আপ







ব্যবহারঃ

লিনাক্সের চোখ ধাঁধানো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখলে যে কেউ মুগ্ধ হবে। কিছু কিছু জিনিষ আছে যেগুলো লিখে প্রকাশ করা যায় না। নিজের চোখে দেখে বিশ্বাস করতে হয়। লিনাক্সের ডেক্সটপ কেমন তা দেখতে চাইলে নিচের ভিডিওটি দেখতে পারেন (সৌজন্যঃ ব্লগার টেকনো)। আশা করি, এরপর আপনার উইন্ডোজ কে রঙবিহীন একটা খেলনা ছাড়া আর কিছুই মনে হবে না। এটা দেখুন -



http://youtu.be/tRAcskPNof4



এছাড়াও যারা স্ক্রিনশট দেখতে চান নিচের লিঙ্কটা পরখ করে দেখতে পারেন -

এখানে ক্লিক করুন

আপনার লিনাক্স ডেক্সটপটাকে এমন বানাতে চাইলে ব্লগার রোকনের বাংলায় টিউটোরিয়াল পাবেন এখানে -



সহজিয়া উবুন্টু শিক্ষা ১

সহজিয়া উবুন্টু শিক্ষা ২



অনেকেই বলতে পারেন, "অনেকতো বকলেন, এখন বলেন উইন্ডোজে যেসব সফটওয়্যার পেতাম সেগুলো এখন পাবো কই?"

সমাধান এখানে-

ব্লগার টেকনোর পোস্ট - Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ শেষপর্ব

সেই সাথে লিনাক্সের নিজস্ব হাজারখানেক সফটওয়্যার পাবেন ইন্সটলের সাথে (ডিস্ট্রিবিউশন ভেদে ভিন্নতা আসতে পারে)।



শেষের কথাঃ

সারা বিশ্বে লিনাক্সের ব্যবহার দ্রুত বেড়ে চললেও বাংলাদেশে এই গতি খুবই মন্থর। লিনাক্সের শক্তিশালী ক্ষমতার কারণে বাইরে ছাত্র, শিক্ষক, পেশাজীবি সকলেই লিনাক্স কে আপন করে নিচ্ছে। ভবিষ্যতের এই অপারেটিং সিস্টেমটিকে যদি এখনই শিখে নিতে পারেন তাহলে আগামী দিনের জন্য প্রস্তুত থাকবেন। এছাড়াও ক্যারিয়ারের ক্ষেত্রে লিনাক্স শিক্ষাটা আপনার জন্য প্লাস পয়েন্ট হতে পারে।

লিনাক্সের আগমন আমাদেরকে দিয়েছে ডিজিটাল মুক্তি। আমরা এখন কোন গোষ্ঠির (Microsoft) কাছে জিম্মি নই। যে কেউ চাইলে লিনাক্স কে নিজের মতো করে তৈরী করে নিতে পারে। পরিবর্তন, পরিবর্ধনে বাঁধা নেই। তাই লিনাক্স আজ আমাদের সকলের স্বপ্নের অপারেটিং সিস্টেম, যারা চাই প্রযুক্তি ও মেধাকে বিকশিত করতে, চাই সবার সাথে অভিজ্ঞতা বিনিময় করতে।







[সূত্রঃ উইকি, বিভিন্ন ওয়েবসাইট, নিউজপেপার, ম্যাগাজিন, ব্লগ]

মন্তব্য ২৬৩ টি রেটিং +২৪৬/-০

মন্তব্য (২৬৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৭

ভাইরাস! বলেছেন: ভালো পোস্ট

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২১

পাপী বলেছেন: ধন্যবাদ ভাইরাস! লিনাক্সের জয় হোক!!

২| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৯

নিবিড় বলেছেন: পুরাটা পড়লাম,.।সারাদিন ব্লগে উবন্টু চিৎকার শুনতাম..কিন্তু কিছুই বুঝতাম না।এখন জানলাম সারেজমিনে সব কিছু
ধন্যবাদ।
প্রশ্ন :১। ইন্সটাল করতে ভয় লাগছে।উইন্ডোগ এর পাশাপাশি এই অপারেটিং সিসটেম চালু রাখা যাবে?
২।সফট ওয়ারের ব্যাপর টা কি এতই সহজলভ্য?এটাই মূল চিন্তার বিষয়।

পোস্টটি খুবই তথ্যভুল।বর্ষসেরায় মনোনয়ন দিচ্ছি

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৫

পাপী বলেছেন: অবশ্যই আপনি উইন্ডোজের পাশাপাশি লিনাক্স ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে কোন সমস্যা নেই। যখন যেটাতে কমফোর্ট ফিল করেন, তখন সেটা ব্যবহার করতে পারেন। উইন্ডোজের লিনাক্স ভীতি থাকলেও লিনাক্সের উইন্ডোজ ভীতি নেই। আপনি চাইলে ইন্সটল না করেও সরাসরি সিডি থেকেই লিনাক্স চালাতে পারেন। এ ক্ষেত্রে র‌্যাম কিছুটা বেশি লাগবে।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২২

নাফিস ইফতেখার বলেছেন: সেইরকম পোস্ট!!! স্যালুট!!! :)

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩০

পাপী বলেছেন: উরে বাবা, নাফিস ইফতেখার ভুলে চলে আসে নাইতো?? ;)

৪| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৪

ইরতেজা বলেছেন: দারুন

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৬

পাপী বলেছেন: আসলেই দারুন!! মুগ্ধ হবার মতো একটি অপারেটিং সিস্টেম লিনাক্স!!

৫| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৭

নিবিড় বলেছেন: ভিডিওটা দেখলাম।ওসাম!!
সিডি থেকে চালাতে চাই।ল্যাপটপের র‌্যাম ১ গিগ...হবে??

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৯

পাপী বলেছেন: হার্ডি হেরন তেমন একটা রিসোর্স নেয় না। হবে। ইউটিউবে খুঁজলে আরও ভিডিও পাবেন। যেগুলো দেখলে মনে হবে ম্যাট্রিক্স স্টাইলের এনিমেটেড কোন মুভি দেখছেন।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৯

ভাইরাস! বলেছেন: লাইনাক্স ইউজ করতে চাইলেও বার বার উইন্ডোজে ফিরে আসতেই হয় লাইনাক্সে অধিকাংশ প্রফেশনাল সফটওয়্যার না থাকায়

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪২

পাপী বলেছেন: ব্লগার টেকনোর পোস্ট - Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ ১ ২ ৩ শেষপর্বগুলো দেখতে পারেন। এছাড়াও ওয়াইনের একটা সাপোর্টতো আছেই।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩২

রূপক  বলেছেন: দারুন পোষ্ট +

এরকম আরো লিখা চাচ্ছি......................ব্লগে কিছুদিন আগে নাফিসের ইন্টারনেট বিষয়ক ধারাবাহিক গুলো খুব উপভোগ করেছি...................নতুনরাও অনেক কিছু জানতে পেরেছে। আপনার এই উদ্যোগও অনেক ভালো লাগল।

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

পাপী বলেছেন: ধন্যবাদ রূপক! আমি সাধারণ লিনাক্স ব্যবহারকারী হলেও লিনাক্সের অন্ধভক্ত।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪০

টেকনো বলেছেন: করা ,জটিল, একেবারে পাঠাইয়া ফেলছেন।
আমি ভাবছিলাম আপনার আগে আমার লিখা দিমু।
পরীক্ষার কারনে দিতে পারলাম না।
তবুও খুশি।
চালিয়ে যান। আছি সাথে।

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

পাপী বলেছেন: হা হা!! আপনি ওয়াইনটা আগে নামালে এটার সাথে এড করে দিতে পারতাম ;) আপনিও চালান, আরও অনেক কিছু জানতে চাই!!

৯| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪২

ডালটন বলেছেন: প্রথমেই প্রিয়তে। জানার অনেক আগ্রহ ছিল। সেভাবে জানা হয়নি। এবার জানা ও মানা দু'টোই হবে। উবুন্টু ঘরে আছে কিন্তু না জানার কারনে ভয়ে চালাইনি। এবার চালাব।

অনেক ধন্যবাদ। আচ্ছা ওএস কনফিগারেশন মিনিমাম কেমন লাগে?

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০১

পাপী বলেছেন: কমান্ডলাইন বেজড লিনাক্স ব্যবহার করলে পেন্টিয়াম ১ এর ভাঙ্গাচোরা পিসিই যথেষ্ট, সেটা যত আপডেটেড লিনাক্সই হোক না কেন! তবে গ্রাফিক্যাল মুডে (ভিডিওটা দেখতে পারেন, এমনভাবে কাজ করতে চাইলে কিছুতো রিসোর্স লাগবেই) কাজ করতে চাইলে ৫১২ মেগাবাইট র‌্যামে ভালো চলে, ১ গিগা হলেতো সুপার!

১০| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৩

মাহমুদ৬৯ বলেছেন: দারুন পোস্ট। ভালো লাগলো। ট্রাই করে দেখব।++

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৭

পাপী বলেছেন: ট্রাই করুন। ভালো লাগবে। একবার কমান্ডলাইনে কাজ করার মজা পেয়ে গেলে আর ছাড়তে চাইবেন না!!!

১১| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

টুকুনজিল বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম!! অনেক মজার ইতিহাস জানলাম। কালই লিনাক্স ইন্সটল করব। যা আছে কপালে। ভিডিওটা মারাত্মক!!

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৫

পাপী বলেছেন: তাড়াতাড়ি ইন্সটল করেন। আমরা কখনই পিছিয়ে পড়তে চাই না!!!

১২| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫১

শামীম দ্যা রক্ বলেছেন: কিসু বললাম না। তবে!! বিনা পয়সার আলকাতরাও ভালো।

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৮

পাপী বলেছেন: এইটা আলকাতরা নারে ভাই, এটা ভয়াবহ জিনিষ। উইন্ডোজের জন্য ভেন্ডররা সফটওয়ার তৈরি করে বেশি, খালি লাভের আশায়! একারণেই উইন্ডোজ পার পেয়ে গেছে। নাহলে উইন্ডোজ আলকাতরার চেয়েও খারাপ।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫২

শামীম দ্যা রক্ বলেছেন: ভাই লিনাস্কে গেমস কবে খেলতে পারব?

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২০

পাপী বলেছেন: লিনাক্সের জন্য গেমতো রয়েছেই, তাছাড়াও আপনি ওয়াইন দিয়ে (http://www.winehq.org/) উইন্ডোজের অনেক গেমসই খেলতে পারবেন নির্দ্বিধায়!

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১২

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ধন্যবাদ। আনেক কাজের বিষয়। Linux নিয়ে আমার একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা ছিল। যাই হোক আপনি দিয়ে দিয়েছেন। :)

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৮

পাপী বলেছেন:
একজন পোস্ট দিলেই হলো!! লিনাক্সতো আমাদেরই অপারেটিং সিস্টেম, তাই না???

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৩

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: @শামীম আরাফাত (রকি),

Wine দিয়ে কিছু Game খেলা যায়।

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩২

পাপী বলেছেন: আমিও তাই বললাম!

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২০

তাসমান বলেছেন: ভালো পোষ্ট +

০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৮

পাপী বলেছেন: ধন্যবাদ তাসমান।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৩

সত্য বাবা বলেছেন: সেই রকম পোস্ট!! ++++

০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৭

পাপী বলেছেন: ধন্যবাদ!

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১১

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: লেখক বলেছেন:
একজন পোস্ট দিলেই হলো!! লিনাক্সতো আমাদেরই অপারেটিং সিস্টেম, তাই না???


রাগ করলেন নাকি? আমি বলতে চেয়েছিলাম যে কাজের কাজটা আপনিই আগে করলেন। :)

০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২২

পাপী বলেছেন: হা হা!! নারে ভাই,রাগ করবো ক্যান? আমিতো হালকাভাবে বলেছি। এতো সিরিয়াসলি চিন্তা করি নাই।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৩

মইন বলেছেন: সত্যিই চমৎকার পোস্ট।
ভাই, উবুন্টু ইন্সটল করা আছে।
কিন্তু ইন্টারনেট কানেকশন দিবার পারছিনা।
জিপ-এর কানেকশন ব্যবহার করি।
সমাধান দিতে পারবেন?

০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪২

পাপী বলেছেন: জিপ এর কানেকশন ব্যবহার করিনি। তবে আপনি ইন্সটলেশনের ৫ নং ধাপটা ট্রাই করে দেখতে পারেন।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

...অসমাপ্ত বলেছেন: ওরে... দুইহাত ভরে ++++++++++++....

আপচুচ... মাত্র একটাই দেওয়া যায়।

.....হ্যাটস অফ।

০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৩

পাপী বলেছেন: দুই হাত ভরে লিনাক্সের জন্য ভালোবাসা :)

২১| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪২

রাগিব বলেছেন: লিনাক্সের ইতিহাসের উপরে একটা নিবন্ধ লিখেছিলাম (https://netfiles.uiuc.edu/rhasan/linux/ ) বছর ৯ আগে থেকে, এটা ৬টা ভাষায় অনুদিত হয়েছে আর গুগলে সবার উপরে আসে। যাহোক, ওখানে টাক্সের ইতিহাস নিয়ে লিখেছিলাম, কেনো পেঙ্গুইন হলো।

আসল কথা, লিনাস ব্যাটা বেড়াতে গিয়েছিলো। সেখানে কিউট ধরনের পেঙ্গুইন দেখে যেই না আদর করতে গেলো ...

অমনি পেঙ্গুইন ঘ্যাঁচ করে কামড় দিলো ...

তাই লোগো নির্বাচনের সময়ে পেঙ্গুইনকেই বেছে নিয়েছিলো লিনাস।

০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩

পাপী বলেছেন: রাগিব ভাই আপনার লেখাটা আগে পেলে আরও সুন্দর করে লিখতে পারতাম। এ তথ্যটা জানতাম না। সংযোজন করে দিচ্ছি।

০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩

পাপী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ রাগিব ভাই এমন একটা তথ্যপূর্ণ লিঙ্কের জন্য। আপনার লেখাটা পড়েছি। লোগো নির্বাচনের মজার ইতিহাসটা আপনি না বললে অজানাই থেকে যেত হয়তো।

০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬

পাপী বলেছেন: আসলেই সার্চ দিলে সবার উপরে আসে। আমার চোখ ছিল উইকির উপর, তাই খেয়াল করিনি।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৭

লিনাক্স বলেছেন: +++ :)

০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১

পাপী বলেছেন: খাইসে, স্বয়ং লিনাক্স এসে হাজির দেখি :)

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৯

শামীম দ্যা রক্ বলেছেন: আমাদের অপারেটিং সিস্টেম -এ লিনাক্স সম্পর্কে পুরা দলিল ছিল।

০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৭

পাপী বলেছেন: হুমম!

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫২

শামীম দ্যা রক্ বলেছেন: আমাদের cracked games গুলা চলবে? আমার Gforce 8600gt support করবে?

০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪

পাপী বলেছেন: Gforce 8600gt support এর ব্যাপারটা Click This Link এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন। আরও ডিটেইলস ইনফরমেশন পাবেন।

২৫| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫২

শামীম দ্যা রক্ বলেছেন: আমাদের cracked games গুলা চলবে? আমার Gforce 8600gt support করবে?

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩

চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছেন? ভালো পোষ্ট। তথ্যবহুল।
ভালো থাকা হোক। জন্মদিন কেমন কাটলো?

০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০১

পাপী বলেছেন: ভালো আছি। ধন্যবাদ। আর জন্মদিন! কিছুই করা হয়নি, দৌড়ের উপর আছি অনেক...

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২২

েছাটন বলেছেন: সেরকম লেখা হইছে গুরু......

আমি উবুন্টুতে আছি।

লিনাক্সের জয় হোক
মুক্তসোর্সের জয় হোক.....


প্লাসানোর জন্যই লগিন করলাম।

০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪০

পাপী বলেছেন:
লিনাক্সের জয় হোক
মুক্তসোর্সের জয় হোক....
;)

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৮

নুশেরা বলেছেন: ওরে বাবা, দারুণ একটা পোস্ট। আমি এসব নিয়ে পড়াশোনা করিনি, করার দরকারও হয়নি, কম্পুটেকি'র ঘরওয়ালী হয়ে অন্ধের হাতি দেখার মতো টুকটাক জানি :D। কিন্তু নপা'র(নরকের পাপীর) লেখাটা সত্যিই কাজের হয়েছে। জিনো ফিলসফির জয় হোক।

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

পাপী বলেছেন: এহেম! :#> ভাইয়াকে বলতে হবে আপনার ল্যাপটপে লিনাক্স ইন্সটল করে দেবার জন্য। জিনো ফিলসফির জয় হোক!! :D

২৯| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

নিঃসঙ্গ বলেছেন: প্রথমেই প্লাস এর পরে পোষ্ট প্রিয়তে তার পরে ধন্যবাদ এই পোষ্টের জন্য :)

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০১

পাপী বলেছেন: :-B আহা :)

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

নিঃসঙ্গ বলেছেন: একটা কথা বলা হ্য় নাই :| লিনাক্স অপারেটিং সিস্টেম গুলোর স্ক্রিন শট দেখার জন্য একটা সাইট পাইছিলাম কিছু দিন আগে তখন এই পোষ্টা করছিলাম :)


Click This Link

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৮

পাপী বলেছেন: দেখলাম :) প্রিয়তে রেখেছি।

৩১| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৩

আইরিন সুলতানা বলেছেন:
আপনি দেখি অনেক পড়াশুনা করেছেন । বেশ তথ্যবহুল পোস্ট হয়েছে । যারা আগ্রহী তাদেরকে কম-বেশী সাহায্য করবে এই পোস্ট ।

এটার লিংক সংগ্রহে রাখতেই হয় । তাই সরাসরি প্রিয়তে যোগ করা ছাড়া অন্য কোন পথ নেই :)

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৯

পাপী বলেছেন: বাপরে, ধন্যবাদ। ভাবতেসি এইটার সাথে আপনার টেকি কবিতা এড করে দিব। যদি আপনার কাছ থেকে কনফার্মেশন পাই।

৩২| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৬

রাস্তার ছেলে বলেছেন: মারাত্মক লেখা! এবার তো একটা ট্রাই না মারলে মারাত্মক অপরাধ করা হবে! প্রিয়তে নিলাম। পোস্টে দেয়া লিংকগুলোর সবকটা পড়ে মোটামুটি একটা আইডিয়া ডেভেলপ করেই মাঠে নামবো। আসলে উইন্ডোজ ব্যবহার করতে করতে মাথাটা গরম হয়ে গেছে!

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৮

পাপী বলেছেন: আরে ব্রাদার!! :) কি খবর? ট্রাই করুন। ভালো লেগে গেলে আর ছাড়তে চাইবেন না!!

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৩

সাইফুর বলেছেন: প্রিয় পোষ্ট...

০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০

পাপী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!! চোখে চশমা লেগেছে দেখি।

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

অক্ষর বলেছেন: bhai, avro use korbo kivabe?

০৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৩

পাপী বলেছেন: লিনাক্সে অভ্র ব্যবহার করা যায় না। তবে অভ্র কি-বোর্ডের বিকল্প কি-বোর্ড "লিখ" অথবা "প্রভাত" পাবেন যা অভ্রের মতোই কাজ করে।

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫১

ড্রিমক্যাচার বলেছেন: ফিরি ফিরি উইন্ডোজের বাংলাদেশে লিনাকচ ইউজ কেন করুম!

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৭

পাপী বলেছেন: আপ্নে এই কথা কইলে ক্যামনে কি? :(

৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৬

ড্রিমক্যাচার বলেছেন:
আমিতো লিনাকচেই আছি তয় কেউ ফিরি ফিরি উইন্ডোজ ছাইরা লিনাক্স ক্যান ইউজ করুম এই প্রশ্ন কর্লে কি উত্তর দিবেন

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২০

পাপী বলেছেন: লিনাক্সের এতো গুন-গান গাইয়াও বুঝি কাউরে মোটিভেট করতে পারুম না :|| ? "কেন লিনাক্স ব্যবহার করবেন" আর "শেষের কথা" এই দুইটাতে যা লিখা আছে তাই বলমু। ফিরি উইন্ডোজতো আর বেশিদিন ফিরি থাকবো না। শুনতাসি বাংলাদেশেও নাকি মাই ক্রো চপ্ট অফিস খুলতাসে। আর তাছাড়াও বাংলাতেও লিনাক্স আছে, শিশু থেকে শুরু করে রুট লেভেলও আমরা লিনাক্স দিয়া কম্পিউটিং ছড়ায়া দিতে পারি। আরও সহজ করতে পারি। নিজেদের প্রয়োজন মতো মডিফাই করতে পারি। "জানালা" দিয়া মাথা ফাটাইয়া ফালাইলেও এটা সম্ভব না। ব্যক্তি পর্যায়ে ছাড় দিলেও, সরকারী অফিসগুলাতে যদি মাই ক্রো চপ্ট হানা দেয়, তাইলে লিনাক্স ছাড়া অন্ধকার, নাইলে কোটি টাকার মামলা।

৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪১

নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।

ডাওনলোডে দিয়েছি। কালকেই ইনষ্টলে দিমু। :)

০৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৭

পাপী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ নাজিরুল ভাই। লিনাক্সের সাথে থাকুন।

৩৮| ০৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৩

রাশেদ বলেছেন: কাজের পোস্ট।

ধন্যবাদ।

ঈদ মোবারক!

০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩

পাপী বলেছেন: ঈদ মোবারক রাশেদ ভাই।

৩৯| ০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫২

মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক.....!!

০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২১

পাপী বলেছেন: ঈদ মোবারক মেঘাচ্ছন্ন!! ভাল থেকো।

৪০| ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৯

জ্বিনের বাদশা বলেছেন: ঈদ মোবারক ...

ভাই, ইউটিউব ভিডিও কিভাবে দেয় বলতে পারেন?
সামহোয়ারের "নতুন পোস্ট লিখুন" পেইজের টুলবারে ইউটিউব ভিডিওর যে আইকন আছে ওটাতে ক্লিক করলে একটা পেজে যায়, বলে ইউটিউব আইডি ইনসার্ট করতে ... কিন্তু বক্সে আইডি লিখে যতই ইনসার্ট বাটন ক্লিক করি, কিছু হয়না :(

ইউটিউব ঢুকানোর কোডটা জানেন?


০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪২

পাপী বলেছেন: পদ্ধতিটার ব্যাপারে আপনার পোস্টে আমার একটা লিঙ্ক রেফার করেছি। পড়ে দেখতে পারেন।

৪১| ০৯ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫

জ্বিনের বাদশা বলেছেন: ব্রাদার, লিংকটা কাইন্ডলি আরেকবার দেন ... ঐ পোস্ট তো আর না খুলেই মুছে ফেলেছি :(

০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

পাপী বলেছেন:
এই পোষ্টের শেষে ডিটেইলস লেখা আছে। না হলে জানাবেন -

Click This Link

৪২| ০৯ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৮

এক্স ফাইলস্‌ বলেছেন: সরাসরি প্রিয়তে....

০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৪

পাপী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, এক্স ফাইলস ভাই।

৪৩| ০৯ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪

রাতমজুর বলেছেন: নয়া জয়নাইছি আপনেগো দলে :)

০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২০

পাপী বলেছেন:
দলে দলে সবাই যোগ দিতাছে!! জয় লিনাক্সের জয়!!!!! সেদিন দেখার অপেক্ষায় যেদিন জানালা হাতেগোনা দু-তিনজন ব্যবহার করছে!!

৪৪| ১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২

আশাবাদী!! বলেছেন: দারুণ লেখা দিয়েছেন। অনেক দিন ধরে লিখার কথা চিন্তা থাকলেও কখনও এরকম বিস্তারিত ও সাবলিলভাবে লিখতে পারতাম কিনা বলতে পারি না

আপনার লেখাটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের by-nc-sa লাইসেন্সে ছাড়লে বাধিত হবো। Click This Link

এতে লিনাক্সের প্রচারে সুবিধা হবে সবার।

আশা করি বিবেচনা করবেন

আর ঈদের শুভেচ্ছা

৪৫| ১০ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩

আশাবাদী!! বলেছেন: ওহহ আরো একটি অনুরোধ হলো লেখাটি লিনাক্স গ্রুপে দিন :)
http://www.somewhereinblog.net/group/linux

১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৭

পাপী বলেছেন: পোস্ট দিসি। দেইখেন ;)

১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮

পাপী বলেছেন: গ্রুপ এ পোস্ট দেয় ক্যাম্নে? আমি পোস্ট দিলাম, দুইটা পোস্ট হয়ে গ্যাল। এই পোস্টটা কি গ্রুপে লিঙ্ক করা যায়?

৪৬| ১১ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৩

নঈম জামাল বলেছেন: কইচত কি?......
মারি ফালাইচত তো........উইন্ডোস আলাগো...........
..........আমারেও একটু হাতে কলমে শিকাইচ কইলাম.........

১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৬

পাপী বলেছেন: কস কিরে মমিন??? তরে শিকামু নাতো কারে শিকামু? আইচ বাইত। হাতে কল্মে শিকামু!!

৪৭| ১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৩

আশাবাদী!! বলেছেন: গ্রুপে পোস্ট দেয়ার জন্য মূল লেখাটি এডিট করুন
এরপর নিচে দেখুন গ্রুপ পোস্ট সেটিং আছে।

সেখান থেকে কাঙ্খিত গ্রুপ নির্বাচন করে সংরক্ষণ করুন, আপনার নির্বাচিত গ্রুপে লেখা পোস্ট হয়ে যাবে

১১ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪১

পাপী বলেছেন: ধন্যবাদ আশাবাদী ভাই, চমৎকার একটা জিনিষ শেয়ার করার জন্য। ব্যাপারটা আগে ধরতে পারিনি। ঈদের শুভেচ্ছা।

৪৮| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৭

মেঘাচ্ছন্ন বলেছেন: শুভেচ্ছা....বিজয় দিবসের.......।

১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০০

পাপী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন মেঘাচ্ছন্ন!

৪৯| ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩০

কঁাকন বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা

আগামী কোন বিজয় দিবসে বাংলাদেশের মাটিতে স্বাধীনতাবিরোধীদের দেখতে চাই না

১৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯

পাপী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা!!

৫০| ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯

দুর্লভ বলেছেন: আচ্ছা, একটা সমস্যার সমাধান দেয়া যায়? উবুন্টুতে EDGE মডেমের (Model-MBD100Eu) কানেকশন দেয়া যায় কিভাবে? এটা জানার জন্য অবশ্য উবুন্টু ফোরামে অনেক ঢু মেরেছি, (Click This Link) কিন্তু দুঃখের বিষয় এখনো মডেম ডিটেক্ট করাতে পারি নি, আর আপনার পোষ্টে যেসব পদ্ধতির লিঙ্ক ছিল তা আরো অনেকবার এর আগে চেষ্টা করেছি, কিন্তু:S


১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫

পাপী বলেছেন: আমি এজ মডেম ব্যবহার করিনি। লিনাক্সের ফোরামে / এই ব্লগে একটা পোস্ট দিয়ে দেখতে পারেন, এই ব্লগে অনেক লিনাক্স গুরু আছে, কেউ না কেউ তো সাহায্য করবেই। এই ব্যাপারটা নিয়ে এখন কিছু বলতে পারছি না বলে দুঃখিত :( আমি নিজেও শিখছি মাত্র!

৫১| ১৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

আশাবাদী!! বলেছেন: তারা যে আউটপুটগুলো চাচ্ছে তা দিয়েই দেখুন না।

তারা অভিজ্ঞ ব্যক্তি তারা ভালো সমাধান দিতে পারবেন

১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৮

পাপী বলেছেন: হুমম!!

৫২| ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১০

জেমিনি বলেছেন: অনেক ধন্যবাদ। বেশ কিছুদিন আগে আমিও উবন্টু জন্য রেজিস্টেশন করেছি জানি না কবে নাগাত পাব :(

১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫১

পাপী বলেছেন: পেয়ে যাবেন। আমি দু-সপ্তাহের মধ্যে পেয়েছি। এত তাড়াতাড়ি পাব ভাবিনি।

৫৩| ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮

জেমসবন্ড বলেছেন: ভাল লেখা ।

আরএইচসিই সম্পর্কে আপনার কোন ধারণা আছে ?

১৯ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৪

পাপী বলেছেন: নাহ! বিস্তারিত বলবেন কি?

৫৪| ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৪

মুকুল বলেছেন: ফাটাফাটি পোস্ট! লিনাক্স নিয়ে আরো পোস্ট চাই। :)

*****

১৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩০

পাপী বলেছেন: আসবে, আসবে! খুব তাড়াতাড়ি আসবে। কাজের একটু চাপে আছি।

৫৫| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৩

আশাবাদী!! বলেছেন: জেমসবন্ড ভাই আরএইচসিই সম্পর্কে কি জানতে চান??
সামান্য কিছু জানি, কাজে লাগলে বলবোনে

৫৬| ২৭ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬

রেটিং বলেছেন: প্লাসের হাফ সেন্চুরী করলাম আমি। প্রিয়তে রাখলাম। আমার অনেক জিনিষ জানতে হইতে পারে। আপনারে পরে ডিস্টার্ব করুম নে।

২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৩

পাপী বলেছেন: হা হা!! আপনিই তাহলে হাফ সেঞ্চুরিয়ান! পড়ার জন্য ধন্যবাদ!

৫৭| ১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: কতগুলা ধন্যবাদ একসাথে দেই,
১.খুব কাজের একটা পোষ্ট, লিনাক্সের মতই ইউজার ফ্রেন্ডলি
২. তথ্য মুক্তির কথা কয়
৩. সুলিখিত, আমার মত নবিসের জন্য সহজ
৪. আমার উবুন্টুর দশটা সিডি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় তাড়নাটা দিল।
প্রিয়তে তো আগেই গেছে।

১৪ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

পাপী বলেছেন: ধন্যবাদ! ভালো থাকুন! জিনো ফিলোসফির জয়!!

৫৮| ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪

জোহান বলেছেন: ভাইয়া অর্ডার দেওয়া ছারা আর কি পদ্ধতি আছে উবুন্টু পাওয়ার???

২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৩

পাপী বলেছেন: আছে। http://www.ubuntu-bd.org/ এখানে যোগাযোগ করে দেখতে পারেন।

৫৯| ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪১

নিঃসঙ্গ বলেছেন: জোহান ভাই আপনি কোন এলাকায় থাকেন ? দেশে থাকলে আপনার কাছা কাছি অবস্যই কেউ আছে আপনি ওনার থাকে সিডি নিয়ে নিতে পারেন।

৬০| ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৭

নামহীন অনুভূতি বলেছেন: ভাইজান, উইন্ডোজ থেকে পার্টিশন একবার দেখেলি লিনাক্স উড়ে যায়।

২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৬

পাপী বলেছেন: বুঝলাম না!

৬১| ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৯

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: নামহীন অনুভূতিঃ "পার্টিশন দেখেলি" মানে কি? আপনি কি এইটা বলতে চাচ্ছেন- "একবার উইন্ডোজ ইন্সটল করলে পরে আর লিনাক্সে বুট করা যায় না"? এইটা সমস্যা হলে সমাধান আছে।

৬২| ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯

রিজভী বলেছেন: লিনাক্স সম্পর্কে অনেক কিছুই অজানা ছিলো। পোস্টটি পড়ে জানা হলো। প্রিয়তে রাখলাম।

ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৪

পাপী বলেছেন: ধন্যবাদ!

৬৩| ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৯

আহসান হাবিব শিমুল বলেছেন: আপনার লিংক থেকে ৩, ৬ এবং ৮ কাজ করেনা।কি মডেম ইন্সটল করতে হয় এবং
ফন্ট ইন্সটলেশন উপর কোন ভালো লিংক দিতে পারবেন।

২৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৯

পাপী বলেছেন: ভাই রে, যেই ওয়েবের লিঙ্ক দিসিলাম ওরা হয়তো পোস্টগুলা ডিলিট করে দিসে। চিন্তা নাই। আমার কাছে ওই পোস্ট গুলার ওয়ার্ড ফাইল আছে। আপলোড করে লিঙ্কগুলো ঠিক করে দিচ্ছি।

৬৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

হাসান তারেক বলেছেন: ভাই জান ...আগাইয়া যান......

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৩

পাপী বলেছেন: আগাইয়া যাইতেসি। আপ্নেরাও আগাইয়া আসেন!!

৬৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৭

গিফার বলেছেন: লিনাক্স ইউস করবার চাই। :(
কিছু স্ক্রিনশট দেন ভাইডি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৮

পাপী বলেছেন: ভাই মনে হয় পুরা লেখা না পইড়াই কমেন্টাইসেন। লেখায় স্ক্রিনশটের সাথে ভিডিওর লিঙ্কও দেয়া আছে।

৬৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২

গিফার বলেছেন: hu ta thik koisen...:(

০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৫

পাপী বলেছেন: :)

৬৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

সিউল রায়হান বলেছেন: ফেভারিট করলাম.......... দারুন পোস্ট.......

শুধু একটা জিনিস মিসিং.......তা হল, ২০১৩ এর পর যদি আমাদের দেশে কপিরাইট আইন প্রচলিত হয় তাহলে তখন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর খরচ কোন লেভেলে যাবে......

তাইলে বুঝত রিলায়েবল ও ফ্রি একটা ও.এস. এবং ওপেন সোর্স সফটওয়্যার কেন দরকার........

একটা প্রশ্ন: লিনাক্স / ওপেন সোর্স নিয়ে কোথাও যদি লিখি, আপনার এই আর্টিকেলটা ব্যবহার করা যাবে ????

১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৫

পাপী বলেছেন: যাবে। তবে নাম আর লিঙ্ক দিতে হবে।

৬৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০২

হরিসূধন বলেছেন:

সিডি পাইছি। তবে এখনো ইনস্টল করি নাই! তবে মনে হইতেছে ubuntu জুস ব্যাপক
সুস্বাদু হইবে:)

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮

পাপী বলেছেন: হা হা!! উবুন্টু জুসের ফাপরে পড়লে নেশা হইয়া যাইবো কিন্তু। সাবধান!!

৬৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬

অনিশ্চিত বলেছেন: কেউ লিনাক্স অপারেটিং সিস্টেম (উবুন্টু ও কুবুন্টু) ইনস্টল করতে চাইলে আমারে বলতে পারেন। আমি কিছুটা হেল্প করতে পারি।

আপনার পোস্টের জন্য ধন্যবাদ। প্রকাশনার কাজে মাঝে মাঝে বিজয় ব্যবহার করতে হয়। এটা ছাড়া আমি পুরোপুরি কুবুন্টুতে আছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩১

পাপী বলেছেন: ধন্যবাদ অনিশ্চিত ভাই! আপনি লিনাক্স গ্রুপে একটা-দুইটা টিউটোরিয়াল ধর্মী লেখা দিতে পারেন।

৭০| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

মতলববাজ বলেছেন: Bhai,microsoft visual C++ chalano jabe ki ubuntu te. ubuntu'r jonno ki ki c++ compiler ase.

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০২

পাপী বলেছেন: আমিতো প্রোগামার নারে ভাই, আমি জানি না, খুঁজেও দেখিনি কখনো। তবে থাকার সম্ভাবনা বেশি। লিনাক্স কে যেহেতু সবাই নিজের মতো প্রোগ্রাম করে এডিট করতে পারে, সেহেতু থাকার সম্ভাবনা আছে। আপনি একটু নেটে সার্চ দিয়ে দেখতে পারেন।

৭১| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৩

আকাশ_পাগলা বলেছেন: সবি থিক আছে, শুধু এক্তা জিনিস বাদে। তা হল, যত পি সি গেমস দেখি, সব কিছুর উপরে লেখা থাকে ONLY FOR WINDOWS. তাছাড়া, উবুন্টু এর সিডি আমি পেয়েছি। কারো গ্রাফিক্স কার্ড থাকলে ভিস্তা এর সামনে দাঁড়াতে পারে এমন কিছু তৈরি করতে আর বহু বছর লাগবে। তবে যাদের র‌্যাম ১ জিবি আর এ জি পি ৫১২ এর কম তারা উবুন্টু ইউজ করে দেখতে পারেন। আরেকটা ব্যাপার, উবুন্টু উইন্ডোজ এর ভিতরে ব্যবহার করলে ধীর হয়ে যায়।তাই আলাদা ব্যবহার করাই ভাল। কিন্তু তখন আবার হার্ড ডিস্ক এর সব কিছু মুছে ইন্সটল করতে হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৭

পাপী বলেছেন: ONLY FOR WINDOWS - এই কথাটা লেখা থাকলেও লিনাক্সে ওয়াইন নামে একটা সফটওয়্যার আছে যা দিয়ে আপন উইন্ডোজের গেমস চালাতে পারেন। আর স্লো হওয়ার ব্যাপারটা এখন পর্যন্ত আমি প্রমাণ পাইনি, ২ বছর ধরে ব্যাবহার করার পরও।

৭২| ০৯ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৫

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: এইটা পেন ড্রাইভে সেভ করে নিছি্ এখনো পড়ি নাই।

০৯ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৪

পাপী বলেছেন: পইড়া ক্যামন লাগলো জানাইতে ভুইলেন না।

৭৩| ১১ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৯

ফেরদাউস আল আমিন বলেছেন: রেড হ্যট ৭ চেষ্টা করেছি ২০০৩ সালে, উবুন্টু ব্যবহার করছি ২০০৬ থেকে অনবরত পুরো পরিবার। সবচেয়ে বড় সুবিধা, ভাইরাস রোগে আক্রানত হওয়ার সুযোগ উইন্ডোজ এর চেয়ে বহুলাংশে কম।

১২ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৮

পাপী বলেছেন: বাপরে লিনাক্স পরিবার!! পড়ার জন্য ধন্যবাদ!

৭৪| ২১ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: ubuntu-bd.org এর লিংক গুলো কাজ করছে না :((

২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:১৫

পাপী বলেছেন: উবুন্টুর ঐ ওয়েব সাইটটা এখন বন্ধ আছে। লিঙ্ক এর ব্যাকআপ আছে। আলসেমি করে আপলোড করা হচ্ছে না।

৭৫| ২১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১০

আমড়া কাঠের ঢেকি বলেছেন: @ আকাশ-পাগলা: আপনি মনে হয় উবুন্টু চালান-ই নি। চালালে ভিস্তার গ্রফিক্সের সাথে তুলনা করতেন না। উবুন্টু ৮.১০ এর ডেস্কটপে রাইট-ক্লিক করে change desktop background এ যান, এরপর visual effects এ ক্লিক করে extra দিয়ে দিন (গ্রাফিক্স কার্ড থাকতে হবে) । এবার দেখেন ইফেক্টস কাকে বলে!

ভিস্তা একটা ফালতু ও এস, যা মূলত সবকিছু থেকে একটু একটু করে খাবলে নকল করে বানানো হয়েছে। ভিস্তা যে পরিমাণ ওভারহেড খায়, সেটার কথা চিন্তা করলে ভিস্তা একটা জন্জাল ছাড়া কিছুই না।

উবুন্তু স্লো করে দেয় এমন কথা কোনদিন শুনি নি, প্রমাণ তো দূরের কথা।

ম্যাক ওস বাদে সবকিছুই চালিয়েছি আর চালাচ্ছি। কাজেই প্রমাণ ছাড়া কিছু লিখিনি এখানে।

২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩২

পাপী বলেছেন: হুম!

৭৬| ২৪ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৩৯

শিবলী রহমান বলেছেন: পিলাচ

২৪ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১২

পাপী বলেছেন: এতোদিন পরে?ধন্যবাদ!! ;)

৭৭| ২৫ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৫

বৃহস্পতি বলেছেন: ভাই ইন্সটলেশন এর ৫ নম্বর লিঙ্ক কাজ করে না

০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১২:১৩

পাপী বলেছেন: http://www.mediafire.com/?3ujqwxttggt

৭৮| ১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২০

তানভির আহমেদ বলেছেন: আমি একজন উবান্টু ভক্ত। কেউ যদি বলতে পারে উইন্ডোজ এ কোন কিছু হয় কিন্তু লিনুক্সে হয়না তবে আমি তাকে বিনা পয়সাএ ঐটা লিনুক্সএ করে দেখাবো। লিনুক্স এ সব হয়।

১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৬

পাপী বলেছেন: বাপরে অনেক ভালো লাগলো আপনার এই আত্মবিশ্বাসী মন্তব্য পড়ে। জিনো ফিলোসফির জয় হোক!!

৭৯| ১৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৭

কলুর বলদ বলেছেন: ভাল লাগল লেখা পড়ে। আমিও প্রায় ২০ টা সিডি আনিয়েছিলাম উবুন্টুর। বন্ধু বান্ধবদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। লিনাক্স রুলস !

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৬

পাপী বলেছেন: লিনাক্স রুলস!!

৮০| ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৯

মোসতাকিম রাহী বলেছেন: দরকারি পোস্ট, তথ্যবহুল। খুব বেশি কিছু জানা ছিলো না বলে লিনাক্স ইনস্টল করা হয়নি। এবার দেখি ট্রাই করে....

ধন্যবাদ।

১৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৩

পাপী বলেছেন: লিনাক্সের জয় হোক!

৮১| ১৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৭

শিবলী রহমান বলেছেন: Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ
সব কিছু এখানে পাবেন


Click This Link

১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৩

পাপী বলেছেন: ধন্যবাদ!

৮২| ১৪ ই মে, ২০০৯ সকাল ৯:৫৬

কাঙাল বলেছেন: লিনাক্স খুবই মারাত্মক, সাংঘাতিক, খুব সহজ......... কিন্তু আমি নিজেই তা ব্যবহার করি না। লেখাটা অনেকটা এরকম

ভাইরে, সাধারণ ব্যবহারকারীরা লিনাক্স কেমনে ব্যবহার করতে পারে, প্রাতিষ্ঠানিক ব্যবহারকারীরা কেমনে করবে তা একটু জানান।

ঢাকায় একটা লিনাক্স সাপোর্ট সেন্টার আছে?

আমি অফিসে চিঠি টাইপ করমু, হিসাবের কাজ করমু, ডাটা নিয়া করমু, ইন্টারনেট ব্যবহার করমু, গান শুনমু, মুভি দেখমু...... আর প্রিন্ট দিমু, ব্যাস। এই কামগুলা লিনাক্সে ক্যামনে হবে দয়া কইরা তা নিয়া আেরকটা পুস্ট দেন। আপনাকে ধন্যবাদ

১৫ ই মে, ২০০৯ সকাল ১১:৩৪

পাপী বলেছেন: হা হা। আমি নিজে ব্যবহার করি না কে বললো? লিনাক্স ব্যবহার কিভাবে করবেন পোস্টেই তো দেয়া আছে। ইন্সটল থেকে শুরু করে ডেক্সটপ ডিজাইনিং। আগে তো ইন্সটল করেন, তারপর আপনি যেগুলো বলেছেন সেগুলো সাপ্লাই দেয়া যাবে।

৮৩| ১৫ ই মে, ২০০৯ সকাল ১১:৪৫

বিবর্তনবাদী বলেছেন: থ্যাঙ্কু। আমিও ভাবতেছি আর চোরাই মাল ইউজ করব না। ফ্রি থাকতে চুরি কেন;)

১৫ ই মে, ২০০৯ দুপুর ১২:০১

পাপী বলেছেন: চইলা আসেন উবুন্টুতে। জয়!! লিনাক্সের জয় হোক!!!

৮৪| ১৫ ই মে, ২০০৯ সকাল ১১:৫০

ট্রুথ ফাইন্ডার বলেছেন: প্রিয়তে, +

১৫ ই মে, ২০০৯ দুপুর ১২:৪০

পাপী বলেছেন: ধন্যবাদ। উবুন্টু ইন্সটল কইরেন কিন্তুক।

৮৫| ১৭ ই মে, ২০০৯ সকাল ৯:৩২

বিবর্তনবাদী বলেছেন: চইলা আইছিরে ভাই। এখন ঝামেলা হইলে কিন্তু আপনেগো সলভ কর্তে হইব;)

১৭ ই মে, ২০০৯ রাত ৮:৫২

পাপী বলেছেন: ওরে বাবা। দুই হাত ভইরা ধইন্যবাদ!!!!
আগাইয়া যান। আছি লগে।

৮৬| ১৭ ই মে, ২০০৯ রাত ৯:২২

আজুরা রাহমান বলেছেন: ভালো পোস্ট।

১৮ ই মে, ২০০৯ সকাল ১১:১০

পাপী বলেছেন: ধন্যবাদ আজুরা!

৮৭| ২০ শে মে, ২০০৯ সকাল ৭:৫৮

ইসানুর বলেছেন: প্রথমেই প্লাস এর পরে পোষ্ট প্রিয়তে তার পরে ধন্যবাদ এই পোষ্টের জন্য ।

২০ শে মে, ২০০৯ বিকাল ৩:১৬

পাপী বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য!!

৮৮| ২০ শে মে, ২০০৯ বিকাল ৩:০২

রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম। লিনুক্স এর জয় হোক। জন্টি জ্যাকেলোপ ইউজ করছি। তবে অনেক কিছু আছে যা জানিনা এখনও।

২০ শে মে, ২০০৯ বিকাল ৩:৩০

পাপী বলেছেন: লিনাক্সের জয় হোক!!

৮৯| ২১ শে মে, ২০০৯ বিকাল ৪:১১

নাজমুল1 বলেছেন: ড্যাম স্মল লিনাক্সে কিভাবে ডাউনলোড করবো এবং install দিব

২১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

পাপী বলেছেন: ডাউনলোডের লিঙ্ক দেয়া আছে। ইন্সটল করাটা ঝামেলার।ওয়েব সাইটেই দেয়া আছে কিভাব ইন্সটল করবেন। আমি রেকোমেন্ড করবো উবুন্টু লাইভ সিডি ইউজ করে পেনড্রাইভে উবুন্টু লোড করার জন্য।এটা ড্যাম স্মল লিনাক্সের চেয়ে ভালো হবে।

৯০| ০৫ ই জুন, ২০০৯ সকাল ১০:৩৮

সত্যাশ্রয়ী বলেছেন: প্রিয়তে....। আমি ফ্রি সিডি পেয়েছি কিন্তু উইন্ডোজে বসে ইনস্টল দিলে কিছুক্ষন ইনস্টল হওয়ার পর শেষের দিকে এসে এরর মেসেজ দেখিয়ে ইনস্টল বন্ধ হয়ে যাচ্চছ। আবার ইনস্টলেশেন শুরু করলে মেসেজ দিচ্ছে আগে পুরোনটা রিমুভ করতে হবে। রিমুভ করে নতুন ইনস্টল দিলে একই কেস।

১৪ ই জুন, ২০০৯ সকাল ১০:০১

পাপী বলেছেন: আপনার সিডি টাতে এরর আছে কিনা তা চেক করে দেখতে পারেন। এই অপশনটা সিডিটা ঢুকালেই পাবেন। এরর থাকলে আরেকটা সিডির অর্ডার দেন।

৯১| ১৩ ই জুন, ২০০৯ বিকাল ৩:৩৫

ম্যাক্স বলেছেন: বাসার পিসিতে উইন্ডির সাথে উবুন্টু ও সেটআপ দেয়া আছে। কৌতুহলবশত অফিসের পিসিতে উবুন্টু ইন্সটল করেছিলাম। আবার আনইনস্টল ও করে ফেলেছি। কিন্তু বুট হবার সময় উইন্ডোজ এবং উবুন্টু দুটো অপশন ই দেখায়। আমি চাচ্ছি উবুন্টু অপশন টা যাতে না দেখায়। কি করব।

১৪ ই জুন, ২০০৯ সকাল ১০:০৬

পাপী বলেছেন: উইন্ডির সাথে উবুন্টু সেটাপ দিয়েছিলেন মানে? উইবি দিয়ে ইন্সটল করেছিলেন নাকি? যদি তাই হয় তাহলে উইন্ডোজ চালু রেখে সিডি ঢুকান। ইন্সটলারটি রান করান। ফুল ইন্সটল সিলেক্ট করে "হেল্প মি টু বুট ফ্রম সিডি" সিলেক্ট করুন, তারপর আনইন্সটল সিলেক্ট করে দিন।

৯২| ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫২

ম্যাক্স বলেছেন: উবুন্টু ডট কম থেকে ডাউনলোড করে সিডি বার্ণ করে বুট করেছিলাম। ইনস্টল ইন উইনডোজ।

১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৮

পাপী বলেছেন: উপরের প্রসেস ফলো করেন।

৯৩| ১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৮

শওকত বলেছেন: লিনাক্সের জয় হোক!!
প্রথমেই প্লাস এর পরে পোষ্ট প্রিয়তে তার পরে ধন্যবাদ এই পোষ্টের জন্য ।

১২ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২৮

পাপী বলেছেন: লিনাক্সের জয় হোক!!

৯৪| ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১১:২১

ধ্রুব০০৭ বলেছেন: আমার মত নবীনদের জন্য খুব উপকারী পোস্ট।

অসংখ্য ধন্যবাদ।
প্রিয়তে রাখলাম।

++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৫

পাপী বলেছেন: ধন্যবাদ।

৯৫| ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৪৮

নিশ্চুপ নিরবতা বলেছেন: সেরাম............... ++++++

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৭

পাপী বলেছেন: ধইন্যা!

৯৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৪

ইন্জিন বলেছেন:

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

পাপী বলেছেন: কি কইলেন ভাই??

৯৭| ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০০

মুসাফির... বলেছেন: ইহারেই আমি খুঁজিয়া বেড়াই... হয়ত...
দেখে নেব- ইনশা আল্লাহ্
পোষ্টের জন্য ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৩

পাপী বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ!

৯৮| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৮

শত রুপা বলেছেন: সেরাম...............

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩

পাপী বলেছেন: ধইন্যা!!

৯৯| ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৩

দুখী মিয়া বলেছেন: জট্টিল পোস্ট।++++ এবং শোকেসে।

২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৪

পাপী বলেছেন: ধন্যবাদ দুখী মিয়া!

১০০| ২৬ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৮

দন্ডিত বলেছেন: আসুন আম্রা মাইক্রোশিটকে বর্জন করি

২৬ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

পাপী বলেছেন: আমিন!

১০১| ০২ রা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮

নীড় ~ বলেছেন: linux rocks

০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৬

পাপী বলেছেন: ইয়াপ!!

১০২| ০২ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

ত্রিমাত্রিক বলেছেন: উবুন্তুরে ভালা পাই :)

০২ রা জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৫

পাপী বলেছেন: B-)

১০৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৪

আমিনুল ইসলাম বলেছেন: সরাসরি (লাইভ) ইউজ করতে গেলে করতে হলে র্যাম কতো লাগবে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪২

পাপী বলেছেন: 1 GB

১০৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৫

মোঃ শরীফ আল্‌ মামুন বলেছেন: ভাই,
আমার নতুন পিসি। ডুয়াল কোর ২.৬০ জিএইচএস প্রসেসর, ২ জিবি র‌্যাম, ৩২০ জিবি হার্ডডিস্ক। আমি লিনাক্স সম্পর্কে কিছুই জানিনা। আপনার পোস্ট পড়ে লিনাক্স ব্যবহার করতে খুব মন চাচ্ছে। কিন্তু কীভাবে ইউজ করব জানিনা কিছুই।

উইন্ডোজের পাশাপাশি লিনাক্স ইউজ করে টেস্ট করে দেখতে চাই। আমার এম এস ওয়ার্ডে প্রচুর কাজ করে বাইরে দোকানে প্রিন্ট দিতে হয়। এসব কাজ কি লিনাক্সে করা যাবে? আমার কাছে কোন সিডি নাই। আপনাদের অনেকের কাছে দেখলাম একাধিক সিডি আছে। কেউ কি একটা গিফট করবেন আমাকে? আমি ঠিকানা দিচ্ছি:

মো: শরীফ আল- মামুন
১৫৪ জহুরুল হক হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৬৭০৯০২৩১৮

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৩

পাপী বলেছেন: ভাই,আপনি বোধহয় আমার লেখাটা পুরোপুরি পড়েননি, পড়লে দেখতে পেতেন কিভাবে অনলাইনে ফ্রী লিনাক্সের সিডি পাওয়া যায়।
যাই হোক, আপনি এই লিঙ্কে- https://shipit.ubuntu.com/ এ রিকোয়েস্ট করলে আপনার ঠিকানায় উবুন্টুর সিডি পৌছে যাবে এবং এর জন্য কোন টাকা পয়সা দিতে হবে না।

লিনাক্সের ব্যাপারে আরো জানতে চাইলে, এই ব্লগেই উবুন্টু লিখে সার্চ দিন, শ-খানেক পোস্ট পাবেন।

১০৫| ২৭ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৫

সোনারতরী বলেছেন: ধারুন পোস্ট +++++++++++++++++++

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫৫

পাপী বলেছেন: ধন্যবাদ!

১০৬| ৩০ শে এপ্রিল, ২০১০ রাত ২:৪৪

রংধনু বলেছেন: খুব ভাল করেছেন এমন একটা লেখা পোস্ট করে...

৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

পাপী বলেছেন: ধন্যবাদ!

১০৭| ০৪ ঠা মে, ২০১০ রাত ২:২৫

আর.এইচ.সুমন বলেছেন: আমিও এখন লিনাক্স ব্যবহার করি....

০৪ ঠা মে, ২০১০ রাত ৯:০৯

পাপী বলেছেন: লিনাক্সই সেরা। সবসময় সেরাটার সাথেই থাকুন!

১০৮| ১২ ই মে, ২০১০ রাত ৯:৪৮

াহো বলেছেন: ধন্যবাদ

১৪ ই মে, ২০১০ সকাল ১০:০৩

পাপী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

১০৯| ১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

টেকিবাবা বলেছেন: ব্যাপক পোস্ট ভাই। বহুদিন ধরে ইচ্ছা ছিল লিনাক্স ব্যবহার করার। সামুতে উবুন্টুর জয়গান নিয়া পোস্ট প্রায়ই দেখি। তারপর আমি নিজে একটু খুঁজাখুঁজি কইরা দেখলাম মিন্ট নামে আরেকটা লিনাক্স আছে যেইটা পুরাটাই উবুন্টুর কার্বন কপি আর সাথে গানবাজনার জন্য আরও কিছু জিনিস তারা দিয়া দিছে। মিন্টে উবুন্টুর সব সুবিধাই পাওয়া যায়। তাদের নতুন ভার্সনটা বাইর হওনের জন্য অপেক্ষা করছিলাম। আজ তাগো নতুন ভার্সন লিনাক্স মিন্ট ৯ Isadora বাইর হয়েছে। ডাউনলোড দিলাম। দোয়া কইরেন যেন ঝামেলা ছাড়া শান্তিমত ব্যবহার করতে পারি। আর চুরি করা জিনিস ব্যবহার করতে ভাল্লাগেনা।

১৯ শে মে, ২০১০ রাত ১০:১৪

পাপী বলেছেন: লুসিড ইউজ করে দেখতে পারেন। মিন্টও ভালো। আসলে চয়েসের উপর। কোর উবুন্টু ইউজ করতে চাইলে মিন্টে প্রোপার টেস্টটা পাবেন না। দোয়া রইলো :)

১১০| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:১১

নীরব আহমেদ বলেছেন: উবুন্টু ১০.০৪ সিডি ফ্রি পেয়ে ইন্সটল করেছি ।
কিন্তু কিভাবে মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করব বুজতে পারছিনা ।
আমার মোবাইল নকিয়া ৬২৩০i এবং গ্রামীনের সীম ব্যবহার করছি ।

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৪

পাপী বলেছেন: আপনার সমস্যাটা উবুন্টুর অফিসিয়াল বাংলা ফোরামে পোস্ট করার অনুরোধ করছি - http://forum.linux.org.bd/

১১১| ১৮ ই জুন, ২০১০ রাত ৯:১৮

ফাহিম নেওয়াজ বলেছেন: আমি ও উবুন্টু ১০.০৪ ইন্সটল করেছি।কিন্তু আমার কম্পিউটার এর সাউন্ড কার্ড এর ড্রাইভার এবং মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করার মত কোন সফটওয়্যার পাচ্ছি না কোথাও। আমার সাউন্ডকার্ড এর মডেল এক্স এফ আই এক্সট্রিম অডিও এবং মোবাইল(যেটাকে মডেম হিসেবে ব্যবহার করি) নকিয়া ৫৮০০...

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৫

পাপী বলেছেন: আপনার সমস্যাটা উবুন্টুর অফিসিয়াল বাংলা ফোরামে পোস্ট করার অনুরোধ করছি - http://forum.linux.org.bd/

১১২| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:১৩

নিশম বলেছেন: আমি ১০.৪ এর উবুন্টু হাতে পেলাম গত মাসে !!! পেয়ে মারাত্মক আনন্দ লেগেছে !!! আমি ইন্সটল না করে, সিডি ঢকিয়ে ট্রাই করেছি, কিন্তু ব্রডব্যান্ড এর কানেকশন নিতে পারছিনা !!!! আর এলাকার যারা নেটের লাইন দেই, তাদের থেকে বেশী আমি জানি !!! এখন কথা হইলো , উইনডোজের নেট এর পড়পার্টিজে গিএ যেভাবে IP , Preffered mask , Default Gateway , preffered DNS server , Alternate DNS server এই জায়গায় নাম্বার গুলা বসায় দিলেই আমার লাইন এসে পরছে, উবুন্টুতে আমি এই value গুলো বসানোর অপ্সহন ই তো পাচ্ছিনা !!! সাহায্য চাইছি , আশা করি সাহায্য করবেন !!

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:২৩

পাপী বলেছেন: আপনার সমস্যাটা উবুন্টুর অফিসিয়াল বাংলা ফোরামে পোস্ট করার অনুরোধ করছি - http://forum.linux.org.bd/

১১৩| ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১:১৩

রণদীপম বসু বলেছেন: দারুণ পোস্ট !
মাসাধিককাল হলো লিনাক্স মিন্ট ৯ ইসাডোরা ইউজার হয়েছি। এখন আর উইন্ডোজে যাবারই প্রয়োজন পড়ে না। একবার ব্যবহার করলে ওখানেই মজে যেতে হয়।

এখন আমার দুটো বিস্ময়:
১) আগে কেন লিনাক্সে ঢুকলাম না !
২) অন্যরা এখনো উইন্ডোজ ব্যবহার করে কেন !

১৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৭

পাপী বলেছেন: ভালো বলেছেন! :)

১১৪| ২০ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৪৬

মাসুদ চৌধুরী বলেছেন: প্রিয়তে ++

২০ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫৮

পাপী বলেছেন: ধন্যবাদ!!

১১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:০১

র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস!!


Bangladesh travel info for tourists and expats

১১৬| ০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৪৩

একলোটন বলেছেন: বাংলালাইন ওয়াইম্যাক্স নাকি লিনাক্স এ চলে না।আমি কি করবো?

০৬ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৪

পাপী বলেছেন: আপনার সমস্যার কথা এখানে লিখুন-
http://forum.linux.org.bd/
সমাধান পাবেন আশা করি।

১১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৪

ইমনকুষ্টিয়া বলেছেন: বলতে পারেন আমি এক লিনাক্স পাগলা। ২০০৩ সাল থেকে বাবহার করসি। লিনাক্স এর এমন কন দিস্ট্রো নাই যে ইউজ করি নাই। সময়ের অভাবে লেখা হই না। আপনাকে ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫১

পাপী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

১১৮| ২২ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:১৬

চে গুয়েভারা ২ বলেছেন: ভাই উবুন্টুতে ব্রড ব্যন্ড চালাইতে পারি না হেল্পান

২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:০৯

পাপী বলেছেন: http://forum.linux.org.bd/ আপনার কথা এখানে জানান। সমাধান হবে।

১১৯| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৪

রবি১৭৬৫ বলেছেন: অসাধারন

১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৬

পাপী বলেছেন: ধন্যবাদ! :)

১২০| ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩২

নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: ### ভাই উবুন্টু-এর জন্য অর্ডার করব কিন্তু পাসওয়ার্ড নেয় না। কেউ একটা পাসওয়ার্ড দেন :( :( :(
### Windows-এর পাশাপাশি (শেখার জন্য) উবুন্টু ইন্সটল করতে চাই। কি করব ???

সাহায্য চাই!!!

১৪ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৮

পাপী বলেছেন: আপনার সমস্যাটা উবুন্টুর অফিসিয়াল বাংলা ফোরামে পোস্ট করার অনুরোধ করছি - http://forum.linux.org.bd

১২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৪

বেকায়দা লোক বলেছেন: ভাইয়া আপনার লেখার ধরণ অসাধারণ। আপনি বললেন পোস্ট বড় হয়ে গেছে!!! ওদিকে হুট করে পোস্ট শেষ হয়ে গেল বলে আমি আরো আফসোস করছি। অনেক ধন্যবাদ এই পোস্ট এর জন্যে।

০৩ রা মার্চ, ২০১১ রাত ৮:৪০

পাপী বলেছেন: ধন্যবাদ, অনেক ভালো লাগলো কমেন্টটা পড়ে। কষ্ট সার্থক হলো!

১২২| ২২ শে মার্চ, ২০১১ রাত ৮:১৭

গোধূলী রাত বলেছেন: আমার নেট বুকে সিডি ছাড়া কিভাবে উবুন্টু ইন্সটল দিব?

২৩ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৮

পাপী বলেছেন: পেন ড্রাইভে!

১২৩| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৩

জামিল আহমেদ জামি বলেছেন: এখন আর ফ্রী সিডি দেয় না মনে হয়.... কিভাবে পাব এখন?

২৮ শে মে, ২০১২ বিকাল ৩:১৩

পাপী বলেছেন: ডাউনলোড করা ছাড়া উপায় নাই! :(

১২৪| ১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫১

কুল_কুয়াইট বলেছেন: কিভাবে উবু্ন্টু সেট-আপ দিব এক্সপি তে? আমি আমার পিসি'র Last Drive খালি করেছি। Last Drive-এ ১৯ জিবি space আছে। উবুন্টু দিলে কি পিসি'র বাকী drive গুলো'র ডাটা মুছে যাবে? প্লিজ একটু হেল্প করেন।
সামুতে এ বিষয়টা নিয়ে যদি কোনো পোস্ট থাকে তবে তার লিন্ক টা দিলে খুব উপকার হ্য়।
ধন্যবাদ

১২৫| ১০ ই মে, ২০১১ দুপুর ২:১৭

নিশাচর নাইম বলেছেন: অসাধারন লেখা।ভাই আপনার লেখাটা শেয়ার করা যাবে (আপনার নামসহ) ফোরামে বা অন্যান্য ব্লগে?

১২৬| ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৫১

মোহাম্মদ আনোয়ার বলেছেন: সাবধান !!!!!!!!!!!!!!!!! এই পোস্টে ভাইরাস আছে !!!!!!!!!!!!!

১২৭| ২৮ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৫

তানুভাই বলেছেন: অসাধারন পোস্ট । ধন্যবাদ লেখক কে । অনেক দিন বেচে থাকুন ।

১২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:১৬

tshahrear বলেছেন: ভিডিও তো সরায়া ফালাইসে ...........।

১৪ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৪

পাপী বলেছেন: নতুন ভিডিও দিসি। অনেক আগের পোস্ট রে ভাই, পরে আর আপডেট করি নাই।

১২৯| ২৩ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:২৮

মুমিন আহমেদ বলেছেন: আমার মনে হয় লিনাক্স এর সবচেয়ে জটিল জিনিস হল এর Security..সহজে কেউ hack বা এটাক করতে পারবে না..তা ছাড়া এটার মাঝে কি নেই?? আসল কথা কেউ ইউজ না করলে বুঝতে পারবে না..আর সামনে যত দিন আসছে এর ব্যবহার বাড়ছেই বাড়ছে...

১৩০| ০৪ ঠা মার্চ, ২০১২ ভোর ৬:১১

সুদীপ0718 বলেছেন: সিরাম, লিনাক্স শিখতে মুঞ্ছাই।

১৩১| ০৪ ঠা মার্চ, ২০১২ সকাল ১১:৪৯

গাছ বলেছেন: লিনাক্সে অবদান রাখতে হলে কী যোগ্যতা লাগবে?

১৩২| ২০ শে মার্চ, ২০১২ বিকাল ৩:১৯

জীবনকেসি বলেছেন: আগামী কাল থেকে ট্রাই করুম।

১৩৩| ০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১৯

বিশ্বজিৎরায় বলেছেন: আমি লিনাক্স ( Ubuntu 10.04.1 desktop- i386) সেটআপ দিয়ে দেখেছি সত্যি খুবই সুন্দর। আমার এটাতে কাজ করার ইচ্ছা আছে , কিন্তু সমস্যা হল যে আমি bsnl নেট ( ভারতে থাকি) ইউস করি , এটা ZTE wireless এর মোডেম। লিনাক্স এ এর সফটওয়্যার টা চলছে না তাই নেট ইউস করতে পারি না। এখনের doc. টা ডাউনলোড করে পরলাম। কিন্তু আমার ZTE এর সফটওয়্যার টাই ত ইন্সটল হচ্ছে না। কি ভাবে নেট চালু করব, এ ব্যাপারে যদি একটু হেল্প করেন ত ভাল হত।

১৩৪| ০৯ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৫

চলো..... হাসান বলেছেন: অছাম।

১৩৫| ১৯ শে জুন, ২০১২ সকাল ৭:১৯

মোঃ আব্দুল হালিম বলেছেন:
৫১২ রেম, ৮০ হার্ডডিক্স, পেন্টিয়াম ফোর। ২.৬৭ জিএইচ প্রসেসর। চালানো যাব কি লিনাক্স???

১৩৬| ২১ শে জুন, ২০১২ সকাল ৯:৩২

নিহত বলেছেন: মোঃ আব্দুল হালিম বলেছেন:
৫১২ রেম, ৮০ হার্ডডিক্স, পেন্টিয়াম ফোর। ২.৬৭ জিএইচ প্রসেসর। চালানো যাব কি লিনাক্স???

লিনাক্স ৯.০ চালাইতে পারবেন।

১৩৭| ১০ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৫

বুবলা বলেছেন: আমি উবুন্টু 12.04 ব্যবহার করছি বেশ ভাল । দুটো ব্যাপার জানার আছে
১> ফায়ারফক্সের মিনিমাইজ, ক্লোজ ম্যাক্সিমাইজ বটম বাম দিকে থাকে ঐগুলো ডান দিকে কি করে আনব?
নেট সার্ফিং করার সময়ে লেখা ছোট লাগে? বড় করার কি উপায়? আমি ফায়ারফক্সে জুম করে দেখলাম ঠিক মত আসছে না

১৩৮| ০১ লা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০৭

ফাহাদ ফেরদৌস বলেছেন:
উবুন্টু খুবই ভাল। ব্যবহার করে মজা আছে।

কিন্তু engineering software. (autocad and other drawing/design software) খুব সমস্যা হয়। তাই windows 7 ব্যবহার করি।

উবুন্টুতে autocad২০০৭, টিভি কার্ড (গেডমি) কাজ করে না।
কেউ কি সাহায্য করতে পারবেন?

১৩৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

রাহাত খান মাশার বলেছেন: পড়ে ভাল লাগলো কিন্তু লিন্যাক্স ব্যবহার করতে কেন জানি ফুর্তি পাই না !!?

১৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২

কসমিক- ট্রাভেলার বলেছেন:








++++++++++






১৪১| ০৯ ই মে, ২০১৮ দুপুর ১২:১৫

কবির নাঈম দোদুল বলেছেন: কিন্তু, আপনার পোস্টের শিরোনামেই ভুল। কারণ লিনাক্স কোন অপারেটিং সিস্টেম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.