![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাঙ্গার জন্যই গড়ি, গড়ার জন্য ভাঙ্গি ।। নিয়ম আমার জন্যে না, আমি নিয়মের জন্যও না ।। ---------------------------------- Follow Me- http://facebook.com/saifimam http://twitter.com/saifimam
আমি এতোদিন ডেক্সটপের জন্য এলাকার ব্রডব্যান্ডের লাইন ইউজ করে আসছি।
এখন ল্যাপটপের জন্য মোবাইলের আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাই।
মোবাইলের ইন্টারনেট কখনো ব্যবহার করার প্রয়োজন হয়নি এতদিন তাই এ ব্যাপারে খোঁজখবর নেই নি এবং জানি কম।
গ্রামীনফোন এর আনলিমিটেড ইন্টারনেট কি আছে? থাকলে লাইন চার্জ কতো? আগে বিজনেস সলিউশন সিম এর সাথে ৮৫০টাকায় ইন্টারনেট পাওয়া যেত, সেই অপশনটাকি এখনো আছে? থাকলে কিভাবে নিবো?
গ্রামীনফোন ছাড়াও অন্য যেকোন অপারেটরের সাজেশন সাদরে আমন্ত্রিত।
আমি কম খরচে (যেহেতু ডেক্সটপের জন্য আলাদা লাইন আছে) আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাই।একটু ইনফরমেশন দিয়ে সাহায্য করলে ভালো হয়। অনেকেইতো মোবাইল ইন্টারনেট দিয়ে ব্লগিং করছেন। ভালো তথ্য একমাত্র ব্লগেই পাওয়া যাবে।
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৭
পাপী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ! এই লিঙ্কটাতে ঢুঁ মারিনি How to activate internet টাইটেল দেখে।
২| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৩
সাইফুর বলেছেন: বিজনেস সলিউশনে বাড়তি কিছু নাই
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৭
পাপী বলেছেন: হুমম!
৩| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৫
সাইফুর বলেছেন: আর বিজনেস সলিউশন মানে ভেজাল
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৭
পাপী বলেছেন: ভেজালে যাবো না।
৪| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: মজামজামজা
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৮
পাপী বলেছেন: মজা পেলেন কোথায়?
৫| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০৮
মুভি পাগল বলেছেন: মোবাইল নেটে শান্তি নাইরে ভাই, খালি টাকাই যাবে
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:১৭
পাপী বলেছেন: কি করবো ভাই, ল্যাপটপের জন্য মোবাইলের নেট ছাড়া গতি নাই
৬| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৭
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: জিপি ছাকড়া গতি নাই। জিপি নেন। আমি ইউজ় করি।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৪
পাপী বলেছেন: জিপিই নিবো ভাবছি।
৭| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৫
সায়েম মুন বলেছেন: আমি জিপির পি৫ (প্রিপেইডে) প্যাকেজ চালু করেছি। ৩ গিগা, ৩০ দিন আর মোট ৮০৫ টাকা কাটে।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৮
পাপী বলেছেন: ৩গিগা দিয়ে ব্লগিং, ফেসবুক, ব্রাউজিং করা যায় ঠিকমতো? আমারতো মনে হয় ৩গিগা আমার ২০দিন এ শেষ হবে। যদিও আমি ডাউনলোড তেমন একটা করি না।
৮| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১২
নয়ন বলেছেন: নাফিস ভাইরে ফলো করেন।
বিজনেস সলিউশান আসলেই ভেজাল। ধরেন আপনি যদি এক মাস ব্যবহারের পরে তারপরের মাসে কোন কারণে ইন্টানেট বন্ধ রাখতে চান। তাহলে কোম্পানীর প্যাড, সিল এ্যাপলিকেশন দুনিয়ার যতো ভক্কর-চক্কর আছে সব করন লাগবো। তারচেয়ে পোস্টপেইড ব্যবহার করেন যখন যা দরকার কাস্টমার কেয়ারে কল দিলেই কাজ শেষ
।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬
পাপী বলেছেন: আপনার কথাটা মনে ধরেছে।
৯| ২২ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪৮
'লেনিন' বলেছেন: হুমম বিজনেস সলিউশনে ভেজাল আছে, তারচেয়ে এক্সপ্লোর ব্যবহার করতে পারেন।
বিজনেস সলিউশনে যদি প্ল্যান পরিবর্তন না করেন তাহলে চালাতে পারবেন, সুবিধা মাসিক কোনো ফি নেই।
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৭
পাপী বলেছেন: হুমম
১০| ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৫
এস আই সাব্বির বলেছেন: আমার সাজেশন হচ্ছেঃ জিপি ব্যবহার না করে একটেল কিংবা বাংলালিংক এর আনলিমিটেড ব্যবহার করুন। আমি একটেল এর আনলিমিটেড কানেকশন ব্যবহার করছি, স্পীড ভালো ই। বাংলালিংক ও ব্যবহার করতে পারেন। বাংলালিংকের ইউজার কম হওয়াতে স্পীড বেশি। একটেল এর মাসিক চার্জ ৭৫০ টাকা আর বাংলালিংকের মাসিক চার্জ ৬৫০ (ভ্যাট ছাড়া)।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:০৪
পাপী বলেছেন: একটেল আনলিমিটেড এর প্যাকেজের নাম কি?বিলিঙ্ক নিতে পারি।কারণ আমি বিলিঙ্ক পোস্টপেইড ইউজার।
১১| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৯
এস আই সাব্বির বলেছেন: একটেল এর টা ও পোষ্ট-পেইড প্যাকেজ, আমার নামটা ঠিক খেয়াল নাই। একটেল এর ওয়েবে গিয়ে দেখতে পারেন, কিংবা কাস্টমার কেয়ারে খোঁজ নিতে পারেন
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৯
পাপী বলেছেন: হুমম
১২| ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৯
আমিনুল ইসলাম বলেছেন: আমার সাজেশন হচ্ছে ইন্টারনেট ছাড়া থাকুন তবু বাংলালিংক নিবেন না। এবার কথা শোনা না শোনা আপনার ব্যাপার।
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৫
পাপী বলেছেন: আচ্ছা!
১৩| ২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৯
তওসিফ খান বলেছেন: আপনি গ্রামীনফোন পোস্টপেইড সিম কিনে নেন xplore এর বর্তমান দাম ৬৫০/- টাকা। একটু খোঁজ নিলে ৬০০ টাকা দিয়া কিনে নিতে পারবেন। ৫০০ টাকার টকটাইম ফ্রী পাবেন প্লাস ১ মাসের আনলিমিটেড ইন্টারনেট। বিল দিতে যাবেন কেন? ১ মাস পর সিমটা জিগাতলার ড্রেনে ফ্যালাইয়া দিয়েন, ট্যানারির গন্ধে সিমটা নাচতে থাকুক আর আপনি ১৫০০/- টাকা বাঁচাইয়া লাফাইতে থাকুন। বিল তো গেছে গাঙ্গে থুড়ি ড্রেনে।
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই বুদ্ধি ভদ্র পুলাগো লাইগা না।
২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৪
পাপী বলেছেন: হে হে হে! অতীব চমৎকার!!
১৪| ২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৪
গডফাদার০২ বলেছেন: বাংলালিন্ক পোষ্ট পেইডে আনলিমিটেড আছে, ৭৫০ টাকা নেয়। বাংলাদেশ এর প্রেক্ষাপটে ভালো স্পিড পাবেন। নিতে পারেন।
একটেল রেকমেন্ড করিনা। ধরা খাইসিলাম ঐটা নিয়া।
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২২
পাপী বলেছেন: ঠিক আছে।
১৫| ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪২
জামাল ঊদ্দিন বলেছেন: বাংলালিঙ্ক , একটেল দুইটা নিলেই ধরা খাইবেন। ফাউল নেট। তার চেয়ে জিপি ই নেন। ডাকাত( ) হলেও অন্যগুলার চেয়ে ভাল।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৩
পাপী বলেছেন: হুমম!
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৫
সাইফ সামির বলেছেন:
নানা মুনির নানা মত! অতএব, আপনি কি ডিসিশন নিলেন?
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৮
পাপী বলেছেন: জিপি!
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৩
মহসিন০৮ বলেছেন: আমি গ্রামীণ বিজনেস সলিউশন দিয়ে আনলিমিটেড ব্যবহার করি। মোটামুটি খারাপ না। বিল টা কমালেই ভাল লাগত।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৫
পাপী বলেছেন: হুম!
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৫০
নাফিস ইফতেখার বলেছেন: গ্রামীণে প্রিপেইড ব্যবহার করে আনলিমিটেড ইন্টারনেটের (P2 প্যাকেজ) সুযোগটা এখন আর নেই। আগে সাবস্ক্রাইব করা গ্রাহকেরা এখনও পারছেন মাসে মাসে ঠিক সময়ে টাকা ভরে....যেমন: আমি......
তবে পোস্টপেইড ব্যবহার করে P2 এখনও চালানো সম্ভব। খরচ পড়বে ৮৫০ টাকা + ভ্যাট = ৯৭৫ টাকা........
বিজনেস সলিউশনের ব্যাপারে জানি না........
আরেকটা অপশন হচ্ছে Internet SIM বা জিপির মোডেম ব্যবহার করা। বিস্তারিত: http://www1.grameenphone.com/index.php?id=469