নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নসটাল-জিয়া

ভাল লাগে স্বপ্নের মায়াজাল বুনতে ভাল লাগে ঐ আকাশের তারা গুনতে ভাল লাগে মেঘলা দিনে নিস্পলক.......... বন্ধু......

নসটাল-জিয়া › বিস্তারিত পোস্টঃ

জবর বেপ্যার বাপ, গ্রামীনফোন থ্যাকা গাড়ী দিতে চায়ে এখন ফোনই ব্লক করে দিল

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২২

আমার চাচা সকাল সকাল অফিসে এসেই ২১ লক্ষ টাকা দামের একটা গাড়ি জিতেছেন লটারিতে। উনি ১১ হাজার টাকা বেতনের একটা চাকুরি করেন রাজশাহীর একটি কনস্ট্রাকশন ফার্মে। এক বছর আগে বিয়ে করেছেন। খুব শখ একটি মটরসাইকল কিনবেন, শশুর বাড়ী থেকে প্রস্তাবও পেয়েছিলেন, কিন্তু নেননি। মটরবাইক নিয়ে নিজেকে শশুর পক্ষের কাছে বিক্রি করতে রাজি হননি। নিজেকে কালা রন্জু বলে পরিচয় করিয়ে দিতেই বেশি ভালবাসেন, কেননা শরীরের রংটা পাকা। কাজেই বিয়ের রিকয়ারমেন্ট ছিল ফর্সা বউ। মটরসাইকেল তো উইসলিস্টে ছিল না। যাই হোক, উনিতো স্বপ্নের জাল বুনতে শুরু করে দিয়েছেন, উনি এইবার চাচীকে গাড়ী করে ঘোরাবেন। কিনতু ফলাফল তো মাইনাস !!



পোন দাতা: স্যার আমি গ্যেরামিন পোন হেড অফিস থেকে বলছি।

চাচা: জি বলুন

পোন দাতা: স্যার আপনি এই নম্বারে একটি ২১লক্ষ টাকা দামের গাড়ি জিতেছেন লটারিতে। আপনাকে কনগ্রাচুলেশনস !

চাচা: জি, আপনাকেও ধন্যবাদ।

চাচা: আমাকে এখন কি করতে হবে।

পোন দাতা: আপনাকে ৩৫০ টাকার ফ্লেক্সি লোড পাঠাতে হবে অমুক নম্বরে। তাইলে আমার বস আপনার সাথে কথা বলে কনফার্ম করবেন।

চাচা: ঠিক আছে। আমার রিলেটিভ তো গ্রামীনফোনে কাজ করেন আপনাদের অফিসেই বসেন, বসুন্ধরাতে।তার সাথে একটু পরামর্শ করে নিয়ে আপনাকে জানাচ্ছি।



এর পর থেকে চাচার ফোনে আর কোন ফোন আসেও না যায়ও না। চাচা তো মহা বেকায়দায়। তাইলে কি গেরামিন পোন কোমপানি চাচার ফোনের লাইন কেটে দিয়েছে। চাচা আমাকে অন্য নম্বর থেকে জানালেন তার এহেন দু:খের কথা।

চাচা: গাড়ি চাই না বাপ ফোন সামলা ! বসে অলরেডি লাইন বন্ধ পেয়ে ঝাড়ি দিসে। মামুর বুঠারা তো আমাক বিপদে ফেলে দিলো দেইখছি !



আমি ১২১ তে ফোন করে জানতে চাইলাম, এটা কি সম্ভব এই ধরনের ফ্রড যারা করছে, তারা কি ফোনের লাইন বন্ধ করে দিতে পারে ?



১২১: জি স্যার পারে। পোন কোম্পানির মামুরা জখন বুঝতে পেরেছে এই মাছ ছিপে উঠবে না, তখন সাবসক্রাইবারকে দুইটি কোড ডায়াল করায় নিছে যার মাধ্যমে তার ইনকামিং এবং আউটগোয়িং বন্ধ হোয়ে গেছে।



তাহলে চাচার মুক্তির উপায় ?

১২১: স্যার নিচের কোড দুইটি ডায়াল করুন ঠিক হয়ে যাবে।

#33*0000#

#35*0000#

চাচাকে বল্লাম এই কোড দুইটা ডায়াল করুন। হ্যা হ্যা শালার বেটারা গ্রামীনফোনে আমার পরিচিত লোক আছে শুনেই কি কি যেন ডায়াল করতে বল্ল।



তাই কোড দুইটি জেনে রাখুন যেকোন সময় কাজে লাগতে পারে।



বি: দ্র: চাচার দু:খ হলো এই ঘটনার পর থেকে ফোনদাতার নম্বর বন্ধ, জাতমত গাইল টা দিতে পারলেন না গ্যারামিন পোনের ঐ ব্যাটারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.