নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
আজ রাত ১২টা থেকে সামহোয়্যার ইন ব্লগের সার্ভার আপগ্রেডেশন এর মূল এবং সর্বশেষ কাজটি সম্পন্ন হবে। এর ফলে আজ রাত ১২টা থেকে পরবর্তি সর্বোচ্চ ১০-১২ ঘন্টা আমাদের সার্ভিস বন্ধ থাকবে। উল্লেখ্য এই কাজটি করতে আমাদের গত কয়েকটি সপ্তাহ লেগেছে। এর ফলে বিচ্ছিন্নভাবে কিছু সংখ্যক ব্লগার বাঁধ ভাঙার আওয়াজে লগিন অসুবিধায় পড়েছেন। অনেকেই এই অসুবিধাটি মেইলে আমাদের জানান এবং আমরা তা সমাধান করে প্রতিউত্তরও দিয়েছি। এখনও যাঁরা একই অসুবিধায় রয়েছেন, তাঁদের নিজ নিজ ব্লগের লিঙ্কটিসহ ইমেইলে আমাদের জানাবার অনুরোধ করছি। খুব অল্প সময়েই এর সমাধান করে আমরা প্রতিউত্তর দেবো।
আজ রাত ১২ টা থেকে আগামী ১০-১২ ঘন্টা এই সময়টুকু সামহোয়্যার ইন ব্লগ 'বাঁধ ভাঙ্গার আওয়াজ বন্ধ থাকবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বিশেষভাবে লক্ষনীয়
আমরা গত কয়েক সপ্তাহ ধরে বাংলালায়ন সার্ভিস ব্যবহারকারী অনেক ব্লগারদের কাছ থেকে সামহোয়্যার ইন এ লগিন অসুবিধা নিয়ে মেইল পেয়ে আসছি। এই অসুবিধাটি আমাদের সার্ভার আপগ্রেডেশন বা অন্যান্য কোন কাজের সাথে কোন সম্পর্ক নেই। অসুবিধাটি বাংলালায়ন এর নিজস্ব কোন সমস্যা হয়ে থাকতে পারে। আমরা ইতিমধ্যে বাংলালায়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আশা করি খুব শীগগীরই এর একটি সঠিক কারণ এবং সমাধান তাঁরা আমাদের জানাবেন।
শুভ ব্লগিং,
সামহোয়্যার ইন…ব্লগ টিম।
২| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:০৮
আমি শুধুই পাঠক বলেছেন: সামুর মোবাইল ভার্শন ও কি বন্ধ থাকবে?
৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:০৮
ফাহিম আহমদ বলেছেন: মামা এইডা কিছু হইল
এই দীর্ঘ সময় টা কত টুকু হতে পারে,,,,,,,,?
৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:১৩
হাসান মুহিব বলেছেন: আমি আমার লেখায় ছবি যুক্ত করতে পারছিনা.। অই অপশন টা শো করছে না
৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:১৭
টিভি পাগলা বলেছেন: বন্ধ করবেনই যখন, এখনই করে দেন, রাত ১২টার জন্য অপেক্ষা করে লাভ কি?
যত তাড়াতাড়ি বন্ধ করবেন, ততই লাভ, যাদের পরীক্ষা আছে, তারা পড়ার জন্য একটু বেশি সময় পাবে,
যারা লিমিটেড ১ জিবি প্যাক নিয়ে ইন্টারনেট চালায়, তাদের একটু ডাটা খরচ কম হবে,
যারা বিবাহিত, তারা বউকে একটু বেশি সময় দিবে।
কাম ব্যাক সুন।
অপেক্ষায় রইলাম, খুদাফেজ
৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:১৯
অচিন.... বলেছেন: আইচ্চা
৭| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:২১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: mobile theke bangla likhte parina Keno ?
৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:২১
টিভি পাগলা বলেছেন: ১২ ঘন্টা ব্লগ ব্লক থাকবে, এটা কোন সুখবর নয়।
এই পোস্টে এখন পর্যন্ত কোন দুইজন সুশীল প্লাস দিয়েছে, সেটা ঝাতি ঝানতে চায়।
৯| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:২৮
গারো হিল বলেছেন: ১২ ঘন্টা!!!!!!!!!!!! বলেন কি?????????????
১০| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৩২
জুন বলেছেন: পোষ্ট সোজা প্রিয়তে নিয়ে রাখলাম ।
১১| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৩২
স্বপ্নসমুদ্র বলেছেন: পোস্টে পিলাচ। চমত্কার গুছানো পোস্ট। আরও আরও পোস্টের অপেক্ষায় থাকলাম।
১২| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৩৮
ওপেস্ট বলেছেন:
১৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৩৯
shahinur70 বলেছেন: আপগ্রেডশনের মধ্যে যদি সমস্যা দূর হয় -তাই ভাল। সমস্যামুক্ত সামু দেখতে চাই। ধন্যবাদ।
১৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৪২
ফাহিম আহমদ বলেছেন: জুন বলেছেন: পোষ্ট সোজা প্রিয়তে নিয়ে রাখলাম । জুনাপ্পি হাসালে,,,,,,,,,,,,,,,,,,
১৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৪৮
চারশবিশ বলেছেন: বাহঃ ভাল তো, ভাল না
আমি সেই ১৯৫৩ সালে এই পোষ্টটা দিয়েছিলাম, কোন কাম হয় নাই
১৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫১
আমিনুর রহমান বলেছেন:
ভালোই হইলো আগামী ১০-১২ ঘন্টার জন্য একটু শান্তিতে থাকা যাবে। রাতের ঘুমটাও ভালো হবে।
১৭| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫৪
হাসান মাহবুব বলেছেন: যারা বাংলালায়ন দিয়া ব্লগিং করতাসে তাগো একটা কৈরা আলট্রাসার্ফ ফিরি দেন
১৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: ফাহিম আহমদ বলেছেন: জুন বলেছেন: পোষ্ট সোজা প্রিয়তে নিয়ে রাখলাম ।
১৯| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:৫৮
ঘুমন্ত আমি বলেছেন: দেখি কি আপগ্রেডশন করেন !
২০| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আইচ্ছা!!
২১| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৫
চৌধুরী_সাহেব বলেছেন:
২২| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:২৩
সোহাগ সকাল বলেছেন: মোবাইল থেকে নিজের পোষ্টের কমেন্টের রিপ্লাই দেয়ার অপশনটা এড করলে ভালো হতো।
২৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:২৭
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অচিন.... বলেছেন: আইচ্চা
এখন সময় কাটানোর বিকল্প ব্যবস্থা খুঁজে দেন।
২৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩১
দি সুফি বলেছেন: কি কয় ১২ ঘন্টা বসে কি আপগ্রেড করবেন? সার্ভার হার্ডওয়্যার? নতুন ওএস সহ সবকিছু সেটাপ করতে কোনভাবেই ২ ঘন্টার বেশি লাগার কথা না!
২৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগ যোগপযোগি হবে
তাই ধারনা
শুভকামনা
২৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪২
উড়োজাহাজ বলেছেন: আমি বাংলালায় ব্যবহার করি। কয়েকদিন আগে কিছুতেই সামুতে প্রবেশ করতে পারতাম না। প্রক্সি লাগতো। এখন পারি। আরো কয়েকটা সুবিধা আশা করছি। এর মধ্যে কেউ কমেন্ট করলে অনেক সময় নোটিফিকেশন আসে না। পাল্টা জবাব দিলে কখনই নোটিফেকেশন আসে না। এই বিষয়টি খুবই জরুরী। এই দুটি বিষয়েই আমি পোস্ট দিয়েছিলাম। এইটা এবং এইটা
২৭| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪৪
পুংটা বলেছেন: ২টার পর বন্ধ করো... নইলে কইলাম খেলুম না।
২৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪৮
বাউন্ডুলে আমি বলেছেন: আজকে আর জে রাসেল বলবে ,ভূতের ভয়ে সামু বন্ধ ।
২৯| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪৯
মিত্রাক্ষর বলেছেন: আপগ্রেডেশন সফল হোক
৩০| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫০
আকরাম বলেছেন: নতুন ওএস সহ সবকিছু সেটাপ করতে কোনভাবেই ২ ঘন্টার বেশি লাগার কথা না!
সহমত।
৩১| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৪
ইমাম হাসান রনি বলেছেন: এখন কি করমু :-<
এইটা কিছু হইল
৩২| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৬
সায়েম মুন বলেছেন:
ব্লগিং করতে করতে হাঁফায় গেছি। রিফ্রেসমেন্টের জন্য এই দশ বার ঘন্টা সামুর পর্দায় কয়টা নতুন মুভি দেখান।
৩৩| ০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:০০
আলমাসুম৮৪ বলেছেন: আমি ২১ দিন রাত মোবাইলে লগইন করতে চেস্টা করেছি পারিনি পারে রাগ করে ফেলে রাখি মোবাইল সাভারের ট্রাজেডি জন্যে আবার ট্রাই করি এখন জদিও হয়েছে তারপরেও সামুকে ধন্যবাদ
আলমাসুম৮৪ এ নামটি না বুজে দিয়েছি এখন আর পরিবর্তন করতে পারিনা ৮৪ লিখাটি বাদ দিতে চাই কি করেতে হবে একটু কষ্ট করে জানালে খুশি হব
চাইলে মেইল করতে পারেন
[email protected]
৩৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:০৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: কি কি চেন্জ হলো বা সামনে আরো সময় লাগবে কিনা একটু ইনফর্ম করবেন। ধন্যবাদ।
৩৫| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:১১
আরজু পনি বলেছেন:
দীর্ঘশ্বাস ফেলানোর একটা ইমোও যোগ কইরেন নতুন চেহারায়
সামুরে কতো ভালোবাসলাম তা এখন তার অনুপস্থিতিতে বুঝতে পারতেছি
পোস্ট পর্যবেক্ষণে নিলাম
৩৬| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:২৬
কুল_কুয়াইট বলেছেন: বিকেলের দিকে করা আমার ২ টা পোস্টকে কেন খুঁজে পাচ্ছি না? আমার পোস্ট দু'টোকে কি মুছে দেয়া হইছে? কেন এমনটা করা হলো? নাকি সামুও বাকশাল হয়ে গেছে?
৩৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১২:২৭
আশিকুর রহমান অমিত বলেছেন: বাংলালায়ন কে আমি দুইবার কমপ্লিন জানাইছি, বদলে বলে বাংলা লায়ন এর বলে সামু ব্লগে যাতে এন্টার করতে না পারে সেটার নিষেধ আছে সরকারী, তাই বিটিআরসির আইপি অ্যাড্রেস থেকে ঢুকা যায় না, ম্যাংগোর গুলো থেকে ঢুকা যেতে পারে কদাচিত। সাথে প্রক্সি ইউজ করুন সে কথাও বল !!!!!!!
তবে আমার মনে হয় কিছু কিছু আইপিতে এই সমস্যা দেখা দিছে ওদের
৩৮| ০৭ ই মে, ২০১৩ রাত ১:২১
বিডি আইডল বলেছেন: ব্লগের নামের আগে www লিখলে ব্লগে ঢুকা যাচ্ছে না কেন?
৩৯| ০৭ ই মে, ২০১৩ রাত ১:২৪
প্রিন্স হেক্টর বলেছেন: অনেক সময় লাগলো :-< :-< :-<
সামুকে মিস করছি অনেক
আই হেটু নুটিশ
৪০| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
অবশেষে সামুতে ঢুকলাম!!!
অনেক কষ্টে গেলো কয়েকটা দিন।
আশা করি এমনটা আর হবে না।
৪১| ০৭ ই মে, ২০১৩ রাত ১:৪৪
তেলাপোকা বলেছেন: আমি গত কয়েক মাস ধরে বাংলা লায়ন দিয়ে ব্লগে ঢুকতে পারিনি। আজকে থেকে পারছি। সমস্যা সম্ভবত বাংলা লায়নেই ছিলো।
৪২| ০৭ ই মে, ২০১৩ রাত ২:২৭
ক্লান্ত দুচোখ বলেছেন: ভাই এলা পায়ে পড়ি, এইরাম সু-গোছাল পোষ্ট আর দিয়েন না! :-<
৪৩| ০৭ ই মে, ২০১৩ ভোর ৬:০৩
অন্ধকারের রাজপুত্র বলেছেন: http://media.somewhereinblog.net/images/
এই ফোল্ডারের ইমেজগুলি আর পাওয়া যাচ্ছে না..
এটার ফাইলগুলিকে Click This Link -এ মুভ করে দেওয়া হয়েছে দেখলাম.. কিন্তু http://media.somewhereinblog.net -এই সাবডোমেইনটি বন্ধ হয়ে যাওয়ায় ওই লিংক ইউজ করা পোস্টগুলির ছবি আর দেখা যাচ্ছে না !
সো যদি সাবডোমেইনটা আবার এ্যাকটিভ করে http://media.somewhereinblog.net/images/ কে Click This Link তে রিডাইরেক্টেড করে দিলে খুব ভালো হতো !
অসংখ্য ধন্যবাদ
৪৪| ০৭ ই মে, ২০১৩ ভোর ৬:৪৯
খইকাঁটা বলেছেন: ৫ ও ৬ তারিখের ব্যাপারটা কি সামু আগেই জানতো?
সার্ভার আপগ্রেডেশনটা একেবারে সময় মতো দরকার হয়ে গেল। কপাল আর কি (!)
৪৫| ০৭ ই মে, ২০১৩ সকাল ৭:০১
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আমরা বুঝি সবই,সামু সরকারি আদেশ পালন করছে মাত্র।সবতো আর এখন খোলাখুলি বলা যায় না তাই আপগ্রেডের দোহাই দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা আর কি।
৪৬| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:৪৯
স্বপ্নসমুদ্র বলেছেন: কি আপগ্রেড করছেন?? এখন দেখি মোবাইল থেকে ঢুকা যায় না। m.somewhereinblog.net সাইটে।।
৪৭| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:১৬
মায়াবী ছায়া বলেছেন: মোবাইল ভার্সন কি আর পাব না ???
৪৮| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫
মোঃআতিকুর রহমান বলেছেন: এই ব্লগ কোন সিএমএস ব্যাবহার করা হয়েছে জানতে চাই ।
৪৯| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯
মিজভী বাপ্পা বলেছেন: আর তাইলে ১০মিঃ আছে
৫০| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:০২
মদন বলেছেন: এতো টাইম লাগবো কেন?
এই বাপ্পি, তোর সাবান স্লো নাকি রে????
৫১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৫২| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
রাজ্জাক রাজ বলেছেন: কষ্ট পেলাম।
Typed with Panini Keypad
৫৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
েববী িনয়া ডট কম বলেছেন: আমাদের ব্লগে ঢুকা যাচ্ছে না please একটু দেখন. http://www.babyNEA.com
৫৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
মাহদী হাসান শিহাব বলেছেন: কাজ দ্রুত শেষ করার জন্য অনুরোধ করছি।
লগ ইন করতে বিভিন্ন সময় সমস্যা হয়। এছাড়া অন্য যে ছোট ছোট সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৩ রাত ১০:০৬
লিন্কিন পার্ক বলেছেন:
আমার প্রক্সি দিয়া ঢুকা লাগে ! কি জ্বালার মধ্যে আছি :'(