নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিজয় র‌্যালীতে অংশ নেবার আহবান

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২









প্রিয় ব্লগার,



অভিনন্দন! আজকের এই বিশেষ মুহূর্তে দেশে এবং বিশ্বজুড়ে বাঙালী এবং বাংলাদেশী সবাইকে অভিনন্দন!।



শুভেচ্ছা নিন আসন্ন বিজয় দিবসের।

প্রতিবারের মতই এবারও মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র্যাতলীর আয়োজন হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।



১৬ ডিসেম্বর ২০১৩ তে বাংলা কমিউনিটি ব্লগিং অষ্টম বছরে পা দিতে যাচ্ছে। কেবল ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মতবিনিময় নয়, ইতিমধ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে জনমত তৈরির একটি বিকল্প গণমাধ্যম হিসেবেও। নানান চড়াই উৎরাই পেরিয়ে বাংলা ব্লগিং বিকশিত করে চলেছে নাগরিক সাংবাদিকতা, মানব কল্যাণে যূথবদ্ধতা, সকল প্রকার অন্যায়ের প্রতিরোধ ক্ষেত্র। এই পথচলায় মানব কল্যাণমূলক কর্মকান্ডে ব্লগারদের অংশগ্রহণ সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং উজ্জ্বল। সাধারণ মানুষের স্বাধীন মত প্রকাশের উর্বর জমিটিও তৈরি করে চলেছেন বাংলা ব্লগোস্ফিয়ারের অগণিত ব্লগাররা।



স্বাধীনতার চেতনায়, জাতীয় দূর্যোগে, জাতীয় স্বার্থে, মানব কল্যাণে, অন্যায়ের প্রতিরোধে প্রতিটি ক্ষেত্রে বিগত বছরগুলোতে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলার ব্লগাররা। তাদেরই অংশগ্রহণে তৈরি হয়েছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্লগার নেটওয়ার্ক। বিপর্যয় আক্রান্ত মানুষদের বাঁচাতে, জাতীয় ইস্যুতে, মানব জীবন রক্ষায় প্রতিটি ক্ষেত্রে ব্লগাররা হয়ে উঠেছেন জনমত তৈরির পথ নির্দশক। সম্প্রতি সাভারের রানা প্লাজা দূর্ঘটনায় ব্লগারদের অক্লান্ত পরিশ্রম এবং অবদান সেটির অন্যতম উৎকৃষ্ট উদাহরণ। অনলাইনে বাংলা কন্টেন্টের প্রধান অংশটুকু তৈরি হয়েছে এঁদের অংশগ্রহণেই। বাংলা সাহিত্যের নানা ক্ষেত্রে যেমন কবিতা, উপন্যাস, প্রবন্ধ, কিংবা বই ছবি বা ভিডিও প্রকাশনাতেও অগ্রসরমাণ রয়েছেন ব্লগাররা। তৈরি করেছেন বিভিন্ন বিষয়ভিত্তিক ব্লগ ও নেটওয়ার্ক, যা ছড়িয়ে গেছে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিশ্বে ছড়িয়ে গেছে বাংলা ব্লগোস্ফিয়ার এবং অংশগ্রহণ বাড়ছে দেশে ও বিদেশের নানান অংশে ছড়িয়ে থাকা বাংলা ব্লগারদের।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিজয়ের চেতনার সাথে বাংলা ব্লগারদের অংশগ্রহণ একেবারে বাংলা ব্লগের জন্মলগ্ন থেকেই নিজস্ব দ্যুতিতে উজ্জ্বল। স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন ব্লগাররা। অন লাইনে অফ লাইনে ক্রমাগতভাবে লড়াই করে গেছেন সকল প্রকার মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে। তৈরি করে চলেছেন মুক্তিযুদ্ধের অনলাইন আর্কাইভ, যুক্ত রয়েছেন নিরলস গবেষণায়। স্বাধীনতার চেতনা বিরোধীদের, যুদ্ধাপরাধীদের দোসরদের তৎপরতার বিপক্ষে অনলাইনে এবং অফলাইনে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই ব্লগাররাই। বিচারের আইনী রূপ রেখা নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণের কাজটিতে নিবেদিত থেকেছেন অনেকে । এই লড়াই কেবল অনলাইনেই সীমাবব্ধ থাকেনি, মানববন্ধন, প্রতিরোধ সমাবেশ, মিছিল প্রভৃতির মাধ্যমে এর পরিসর বিস্তৃত করে চলেছেন বাংলা ব্লগাররা। এরই উৎকৃষ্ট উদাহরণ ৫ই ফেব্রুয়ারির গণজাগরণ এবং আজকের রায়।

মানবাধিকার এবং সুস্থ গণতন্ত্র চর্চা সবকিছু নিয়ে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলা ব্লগোস্ফিয়ার। যা দাবী করে বাংলা ব্লগোস্ফিয়ারের সামগ্রিক যূথবদ্ধতার। ১৬ই ডিসেম্বরের বিজয় চেতনার সাথে মিলেমিশে এই যূথবদ্ধতা হবে আমাদের আরো একটি গৌরবময় অর্জন। আমরা একে সম্মিলিতভাবে উদযাপন করবো বাস্তবে, প্রতি বছরের মত, বিজয় র্যােলীতে, বিজয়ীর বেশে।



এবারের ১৬ই ডিসেম্বর আমাদের জীবনে একই বিশেষ মাত্রা যুক্ত করেছে। এই আনন্দ উদযাপনে ঐক্যবদ্ধভাবে র্যাশলীতে সবাইকে অংশ নেবার আহবান জানাই। র্যা লীটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শহীদ মিনার ঘুরে শেষ হবে ছবির হাটে। এতে অংশ নেবার জন্য প্রত্যেকে নিজের ইচ্ছেমতন বিজয়ের বার্তাবাহী, বর্ণিল কোনো ফেস্টুন, ব্যানার বা প্ল্যাকার্ড বহন করতে পারেন। সাথে নিয়ে আসতে পারেন স্বামী, স্ত্রী, সন্তান, বন্ধু বা আত্মীয় স্বজন যে কাউকে। ক্যামেরা নিয়ে আসতে পারেন সময়টাকে অ্যালবামে বন্দী করার জন্য।



এই যূথবদ্ধতা সুস্থ গণতন্ত্র চর্চার বিষয়টিকে আরো জোরালো করবে। আপনারা আসুন এই বিজয় র্যা লীতে, যুক্ত হন যূথবদ্ধতায়, স্বাধীনতার চেতনাকে ছড়িয়ে দিন সবার মাঝে।



তারিখ: ১৬ই ডিসেম্বর, সোমবার।

সময়: সকাল ৮টা ৩০ মিনিট।

র‌্যালী শুরু হবার স্থান: শাহবাগ জাদুঘরের সামনে থেকে।





নির্বিঘ্ন, নিরাপদ ও মঙ্গলময় হোক আমাদের একসাথে পথচলা।



বিনীত

আমরা ব্লগার







মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: বিজয়ের শুভেচ্ছা সকল বাংলাদেশীকে।
দেশে নেই তাই আনন্দটা সেরকম করে করা হবে না কিন্তু মন পড়ে থাকবে দেশে।

শুভকামনা

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: শুভকামনা রইল, সেই সাথে রইল যোগদানের আকাঙ্ক্ষা।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

সঞ্জয় নিপু বলেছেন: গত বছর আমাদের বিজয় মিছিলে ছিলাম, আশা আছে এই বছর ও থাকবো এবং সকল ব্লগারদেরকে পাশে পাবো । অনেক মজা হয়েছিল ।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬

সাজিদ ঢাকা বলেছেন: আরেকটু সকালে হলে ভাল হত না , , ৮ টা , , কারন ১০ টায় অনেকেই আবার যাবে প্যারেড গ্রাউন্ড , , পৃথিবীর সবচেয়ে বড় পতাকা একসাথে তুলে ধরে বিশ্ব রেকর্ড করতে ।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইনশাল্লাহ প্রতিবারের মত এবারও থাকার চেষ্টা করব।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

ঢাকাবাসী বলেছেন: শুভ কামনা।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
শুভকামনা রইল,

অসমাপ্ত বিচারের অন্তত একটি সমাপ্ত করতে পারায় এবারের বিজয় হবে অনেক গৌরবের।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: ইনশাআল্লাহ আসবো

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

সেমিবস বলেছেন: শুভ কামনা রইল, থাকার চেষ্টা করব।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

মামুনূর রহমান বলেছেন: ঢাকায় থাকলে অবশ্যই যেতাম।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

মামুনূর রহমান বলেছেন: ঢাকায় থাকলে অবশ্যই যেতাম।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

এম মশিউর বলেছেন: যাওয়ার ইচ্ছে রইলো, সেই সাথে বিজয় দিবসের শুভকামনা।

বিজয়ের গর্বে গর্বিত আমরা!!

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: আমরা মুক্ত আমরা স্বাধীন
বিজয়ের আনন্দে নরবারতায়
এস এক হয়ে
পরিবেশ গড়ি এই বাংলায়

শুভঅভিনন্দন বিজয়ের আনন্দে
সব লিখিয়ে বন্ধুদের তরে
আমরা দেখিব নব সূর্যউদয়
কোটি বাঙ্গালীর প্রান সঞ্চারে

আমরা গাইব গান
আমরা রাখিব সম্মান
দেশ মাতার
বিজয়ের শুভক্ষন হোক উৎসবে রঙিন
বিশ্ব দেখুক নব উল্লাস মহাজনতার

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগের পাশাপাশি ফেসবুকেও এই সংক্রান্ত একটি ইভেন্ট খোলা হয়েছে। এখানে ক্লিক করে চাইলে যে কেউ সেই ইভেন্টে যোগ দিতে পারেন।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

ময়না বঙ্গাল বলেছেন: লোভ হিংসা রুখে ফেলি
দেশ সেবা সফল করি।
এই হোক এবারের বিজয় দিবসের থিম স্লোগান। রাজশাহী থেকে সকল ব্লগারদের বিবেকইজম শুভেচ্ছা।

১৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮

সুমন কর বলেছেন: শুভ কামনা রইল।

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

বেলা শেষে বলেছেন: আমি ওখানেইতো আসব আর থাকবো "Inshallah"!!!

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

বোধহীন স্বপ্ন বলেছেন: বিজয় র‌্যালী সফল হোক।

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

মামুন রশিদ বলেছেন: এবারের বিজয় দিবস বিশেষ তাৎপর্য্য পেতে যাচ্ছে । সবাইকে যার যার শহরে বিজয় র‌্যালিতে অংশ নেয়ার অনুরোধ জানাই । স্বাধীনতার চেতনার পাশাপাশি বাংলা ব্লগিংয়ের চেতনাও ছড়িয়ে দেই সব খানে ।

২০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বিজয় র‌্যালী সফল হোক।

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: অফিস থেকে নো গিয়ে সুপ্রিয় ব্লগারদের সঙ্গে যাওয়ার ইচ্ছা যদি ঢাকায় থাকি। সেরকম একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় থাকলাম। ব্লগারদের বিজয় র‌্যালী সফল হোক।

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪০

জনাব মাহাবুব বলেছেন: আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

পাঠক১৯৭১ বলেছেন: সম্ভব হলে, র‌্যালীতে কয়েকজন মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ করুন।

২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

খেয়া ঘাট বলেছেন: দেশে থাকলে অবশ্যই অংশ নিতাম। কিন্তু দূরে হলেও মন থেকে সাথে রইলাম।

২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঢাকার এক অন্য প্রান্ত থেকে স্বাভাবিক নিয়মেই বেড়াতে বের হবো। সঙ্গীসহ। তখন খুঁজবো চেনা-অচেনা ব্লগারদেরকে। ততক্ষণে র‌্যালি থাকলেই হয়... :)

২৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আসার চেষ্টা করবো :)

২৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

ব্লকড বলেছেন: বিজয়ের শুভেচ্ছা নিরন্তর। আসার চেষ্টা করব :)

২৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:
অংশগ্রহণ করার ইচ্ছে রাখি ...

বিজয় র‌্যালী সফল হোক ।

২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
বিজয় র‌্যালীতে অংশগ্রহণ করব আল্লাহ্‌র রহমতে। সবাইকে শুভেচ্ছা।

৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০

তন্ময় ফেরদৌস বলেছেন: ইনশাল্লাহ প্রতিবারের মত এবারও থাকার চেষ্টা করব।

৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

আমি ইহতিব বলেছেন: গতবার টাইমিংটা জানা ছিলনা তাই মিস করেছি। এবার চেষ্টা করবো উপস্থিত থাকার।

৩২| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

ইখতামিন বলেছেন:
বিজয় ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয় র‌্যালী সফল হোক ।
ইনশাল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবো।

৩৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: থাকব, অবশ্যই। :)

৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৭

নিশি মানব বলেছেন: আসবোনা মানে অপশ্যই আসবো।
দরকার হলে সারাটা রাত জেগে খুব ভোরে চলে আসবো।

৩৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৪

নিশি মানব বলেছেন: সাজিদ ঢাকা আপনার ইভেন্টটি কখনো কোথায় হবে। একটু জানাবেন কি?!

৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০১

এস এম কায়েস বলেছেন: ইনশাল্লাহ বিজয় র‌্যালীতে অংশগ্রহণ করার চেষ্টা করবো।

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

আমিনুর রহমান বলেছেন:



বিজয় র‌্যালীতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ্‌।

৩৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই আসুন।


ধন্যবাদ।

৩৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

কোবিদ বলেছেন:

বিজয় ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয় র‌্যালী সফল হোক। শুভ কামনা রইল,

৪০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ইশ... ঢাকায় থাকলে অবশ্যই অবশ্যই যেতাম ।

আপাতত শুভকামনাই রইলো শুধু ।

৪১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

একজন আরমান বলেছেন:
ইনশাল্লাহ গতবারের মত এবারও থাকার চেষ্টা করব।

৪২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

তামিম ইবনে আমান বলেছেন: বিজয় র‍্যালীর পরপরি উপস্থির হবো ইনশাল্লাহ!

৪৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

শাদমান সাকিব বলেছেন: অবশ্যই আসবো :)

৪৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

শাদমান সাকিব বলেছেন: সকাল সাড়ে আটটার পরিবর্তে নয়টায় র‍্যালি শুরু হলে যাদের বাসা একটু দূরে তাদের আসতে সুবিধা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করছি।

৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৫

জেরিফ বলেছেন: ইনশাআল্লাহ আসবো :)

৪৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা
আমিও যোগ দেবো ইনশাল্লাহ

৪৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

পথের পাঁচ . .. বলেছেন: এবার সামুর রেলি তে আসতে পারছি না - প্যারেড গ্রাউন্ড এ যাবো
শুভকামনা রইল সামুর জন্য

৪৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

রোদেলা বলেছেন: আমরা করব জয় একদিন।

৪৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আমার ঢাকার বাইরের ব্লগার, তাই আপনাদের সাথে থাকতে পারবো না, তবু জানবেন আমি সাথে আছি।

৫০| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১

বেকার সব ০০৭ বলেছেন: বিজয় র‌্যালীতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ্‌

৫১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

তাসজিদ বলেছেন: গতবার যেতে পারিনি ।এবার যাব ইনশাআল্লাহ্‌ ।

৫২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

অরন্য জুয়েল বলেছেন: আসতাছি, রেডি থেকো সবাই

৫৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

ওয়াসিম আজাদ বলেছেন: ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিজয় র‌্যালীতে অংশ নেবার আহবান বিজয় দিবস! একটি বিজয় র‌্যালী! অতঃপর আয়োজকদের ধন্যবাদ! রাজপথে আমাদের বিজয় র‌্যালী! ...আর শকুনের দল উপহাস করে বলেঃ "এই দেশে যোদ্ধ হয়নি"। আজ ৫৫হাজার বর্গ মাইল জুড়ে ওদের আস্ফালন দেখে মনে হয়ঃ আজ ওরাই সংখ্যাগরিষ্ঠ। ....স্বাধীনতা!!! কতদূর... আর কতদূর...

৫৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন:

বিজয় দিবস এর গান
***********

বিজয়ের আনন্দে হৃদয়ে বাংলাদেশ
ভোরের সূর্য হয়ে ভাসে
উৎসবে রঙিন মহাজনতা , উদ্ধে নিশান দুলে বাতাসে
কত যে স্বপ্ন বহে কাননে বাংলায়
বিশ্ব বুকে মাথা তুলে দ্বারায়
কোটি মানুষের ভিড়ে স্বাধীনতা আজ প্রাণও উল্লাসে ঐ

লাল সবুজে আঁকা একটি পতাকা
লক্ষ শহীদের রক্তে লেখা
কত না সবুজের নীড়ে ফুল পাখি হয়ে মমতায় মিশে ঐ

স্মৃতির মিনারে আজও জাগ্রত পথিক
শত বুদ্ধিজীবী আর ভাষা সৈনিক
সকল ও নদীর কুলে , অরন্য মাঠে আমার বাংলা হাসে ঐ

কত মহামুনিষি , , বাউল কবি
কত জলসাগর , আর সংস্কৃতি হবি
সুরে সুরে আমার বাংলা জাগে শিল্পির তুলি আর ক্যানভাসে ঐ


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.