নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০৭ মে, ২০১৪
‘দ্য বব্স’ জুরি অ্যাওয়ার্ড জয় করলো বাংলাব্রেইল প্রকল্প
ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড দ্য বব্স-এর ‘সেরা উদ্ভাবন’ বিভাগে ‘জুরি’ এবং ‘পিপলস চয়েস’ অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাব্রেইল৷ এই অনলাইন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের কয়েক হাজার অন্ধ শিক্ষার্থীর জন্য ব্রেইল এবং অডিও বুক তৈরি করছেন একদল স্বেচ্ছাসেবী৷
এছাড়া সেরা ব্লগ বিভাগে মিশরের আলোকচিত্রী মুসা’আব এলসামি-র ব্লগ, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজম বিভাগে ভিজ্যুয়েলাইজিং প্যালেস্টাইন, সেরা সৃজনশীল এবং মৌলিক বিভাগে চীনের উইকোম্বো, গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে ভারতের ‘খবর লহরিয়া’ এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বিভাগে ইউক্রেনের ‘ইয়ানুকভিচ লিকস’ জুরি অ্যাওয়ার্ড জয় করেছে৷
বাংলাব্রেইল প্রকল্পের জয় প্রসঙ্গে দ্য বব্স-এর বাংলা ভাষার জুরি শহিদুল আলম বলেন, ‘‘বাংলাদেশের অনেক শিশুর জন্য যেখানে শিক্ষা একটা বিলাসিতা, দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা গ্রহণ সেখানে আরো অনেক দুরূহ৷ বাংলাব্রেইল শুধু দৃষ্টিহীনদের অধিকারের বিষয়ই তুলে ধরে না, ব্লগ এর অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তবভিত্তিক সমাধানেরও চেষ্টা করে৷”
দ্য বব্স জুরি অ্যাওয়ার্ড জয়ের খবরে ‘প্রচণ্ড খুশি’ বাংলা ব্রেইল প্রকল্পের সমন্বয়ক রাগিব হাসান৷ তিনি বলেন, “ডয়চে ভেলের এই পুরস্কার জয় করার পরে বাংলাব্রেইলের কথা আরো অনেকে জানবে, আমরা আরো কর্মী পাবো, এটাই আমাদের আশা। সর্বোপরি এই গুরুত্বপূর্ণ সমস্যাটির প্রতি জনসচেতনতা সৃষ্টিতে এই পুরস্কারটি বিশাল ভূমিকা রাখবে।”
প্রসঙ্গত, দ্য বব্স-এর ১৫ জন বিচারক বার্লিনে ৪ এবং ৫ মে বৈঠকের মাধ্যমে জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের নির্বাচন করেছেন৷ মোট ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে দ্য বব্স-এর জুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়৷ জুরি অ্যাওয়ার্ড বিজয়ীরা আগামী ৩০ জুন থেকে ২ জুলাই অবধি জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নিয়ে পুরস্কার গ্রহণের সুযোগ পাবেন৷
পাশাপাশি অনলাইন ভোটের মাধ্যমে ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে এবং ১৪টি ভাষাভিত্তিক ক্যাটেগরিতে পিপলস চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী নির্বাচন করা হয়৷ গ্লোবাল মিডিয়া ফোরাম বিভাগে এই অ্যাওয়ার্ড জয় করেছে নারী বিষয়ক বাংলা ওয়েবসাইট ‘উইম্যান চ্যাপ্টার’ এবং বাংলা ভাষা বিভাগে বিজ্ঞান বিষয়ক ব্লগ ‘জিরো টু ইনফিনিটি’৷ দ্য বব্স ২০১৪ বিজয়ীদের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.thebobs.com/bengali
যোগাযোগ এবং লিংক
http://www.thebobs.com/bengali
dw.de/press
২| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
বাংলাব্রেইল প্রকল্পের সকলকে জানাই অভিনন্দন!!!!!
রাগিব ভাইর জন্য শুভকামনা।
শেয়ার করার জন্য নোটিশবোর্ডের পিছনের মানুষকে জানাই ধন্যবাদ।
৩| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
অনিক্স বলেছেন: ওয়াও!
৪| ০৮ ই মে, ২০১৪ রাত ১২:৪৩
(একজন নিশাদ) বলেছেন: মহান উদ্যোগ
৫| ০৮ ই মে, ২০১৪ রাত ১:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা সবাইকে
৬| ০৮ ই মে, ২০১৪ ভোর ৬:২০
রেজা সিদ্দিক বলেছেন: এই উদ্যোগের কথা জানতে পারি গত বছর। উদ্যোক্তাদের কেউ কেউ আমাকে দুইটি বই পড়ে ,দিতে বলে। কেবলমাত্র তরুণদের এই অনুরোধ এবং অসাধারণ উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে দুইটি বই পড়ে দেই। তখন অনেকেই এ িবিষয়টি অনেকেই জানতেন না। এই সামু ব্লগে ২৪ অগাস্টে একটা পোস্ট করি তারুণ্যের প্রতি সম্মান জানিয়ে। এর পর আরো অনেকেই এর সাথে যুুক্ত হয়েছেন- বাংলাদেশের গণমাধ্যমের সাথেও একটা সংযোগ হয়েছে। আর আজ পেল ববস জুরি এওয়ার্ড। এই তরুণেদে র প্রতি শ্রদ্ধা। এমন একটা উদ্যোগের সাথে থাকতে পেরে আমিও গর্বিত। Click This Link
এটি আমার অগাস্ট ২০১৩ এর পোস্ট। দেখে নিতে পারেন আগ্রহীরা।
৭| ০৮ ই মে, ২০১৪ সকাল ৮:৪১
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস বলেছেন:
আসলে শহিদুল আলম ঠিকই বলেছন
‘বাংলাদেশের অনেক শিশুর জন্য যেখানে শিক্ষা একটা বিলাসিতা, দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা গ্রহণ সেখানে আরো অনেক দুরূহ৷
আমার বোন একজন মূক ও শ্রবন প্রতিবন্ধী তার বয়স এখন ১০ হলেও এখনো কোন স্কুলে ভর্তি করাতে পারিনি,
একটি প্রতিবন্ধী স্কুল শিক্ষকের সাথে কথা বলে জানতে পারলাম সেই স্কুলে পড়ে বড় লোকের সন্তানেরা,
ভর্তি ফি ৫০০০, মাসিক ফি ১০০০ হাজার, অথচ দেশের অধিকাংশ প্রতিবন্ধী গরিব ঘরের সন্তান,
সরকারের কিছু একটা করা উচিত প্রতিবন্ধীদের জন্য হোক মানসিক কিংবা শারীরিক
৮| ০৮ ই মে, ২০১৪ সকাল ৮:৪৭
মামুন রশিদ বলেছেন: বাংলা ব্রেইল আর রাগিব হাসানকে শুভেচ্ছা ।
৯| ০৮ ই মে, ২০১৪ সকাল ৮:৫১
মোমের মানুষ-২ বলেছেন: দালাল০০৭০০৭ বলেছেন: বাহ ভাল খবর ত।
১০| ০৮ ই মে, ২০১৪ সকাল ৯:১৬
চিরতার রস বলেছেন: দারুণ খবর। বাংলাব্রেইল কে শুভেচ্ছা।
১১| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:০৫
রাগিব বলেছেন: আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাব্রেইল প্রজেক্টে আমাদের সাথে থাকুন। ফেইসবুক গ্রুপে যোগ দিয়ে প্রজেক্টের কাজ একটু করেন, দিনে অল্প কয়েকটা মিনিট মাত্র।
১২| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:০৬
আজীব ০০৭ বলেছেন: রাগিব ভাইর জন্য শুভকামনা।
১৩| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:১০
১৪| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৩
আমি গাঙচিল বলেছেন: বেশ ভালো খবর, বাংলাদেশ তুমি এগিয়ে যাও
১৫| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৯
ইখতামিন বলেছেন: শুনে খুব ভালো লাগলো
১৬| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪২
বোকা মামা বলেছেন: অভিনন্দন...........
১৭| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: বিজয়ীদের অভিনন্দন এবং শুভকামনা ।
১৮| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাংলাব্রেইল প্রজেক্টর জন্য অনেক শুভ কামনা রইল।
১৯| ০৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৩
সোজা কথা বলেছেন: খুবই ভালো লাগলো। সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা ব্রেইল এর সফলতা কামনা করছি।
২০| ০৮ ই মে, ২০১৪ রাত ৯:৫৩
এনামুল রেজা বলেছেন: গ্রেট নিউজ..
২১| ০৯ ই মে, ২০১৪ ভোর ৪:১৪
মুশাসি বলেছেন: অসাধারন উদ্দ্যোগ। এই উদ্দ্যোগকে পুরস্কৃত করে ‘দ্য বব্স’ নিজেই সম্মানিত হলো।
২২| ০৯ ই মে, ২০১৪ সকাল ৯:৩৭
সামুস কিং বলেছেন: শুনে খুব ভালো লাগলো
২৩| ১০ ই মে, ২০১৪ রাত ১:০০
তাওহিদ মিলটন বলেছেন: Click This Link
প্রিয় অ্যাডমিন,
এই লেখাটা আমার। প্রথম আলোর রস+অালো তে ছাপা হয়েছিল! আমি বুঝলাম না, আমার লেখাটা কীভাবে কেউ আমার নাম ছাড়াই ব্লগে দেয়? আমি এই লেখাটি যত দ্রুত সম্ভব সরানো হয়! আর এই বিষয়ে আপনারা যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করুন। অন্যের লেখা নিজের নামে চালানো ভারী অন্যায়।
২৪| ২২ শে মে, ২০১৪ রাত ১২:৫৩
আহসানের ব্লগ বলেছেন: গর্বিত
২৫| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৩১
বালক বন্ধু বলেছেন: খবরটা পড়ে ভাল লাগল।
একটা বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি।
প্রতিবন্ধী ব্যক্তিদের সম্বোধনের ক্ষেত্রে একটু সচেতন হোন। অন্ধ শব্দটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নেতিবাচক শব্দ। এর পরিবর্তনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বলা উচিত। জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সনদ এবং বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ প্রতিবন্ধী ব্যক্তিদের এই ভাবেই সম্বোধন করেছে।
আর শুধু 'প্রতিবন্ধী' শব্দটা ব্যবহার না করে 'প্রতিবন্ধী ব্যক্তি' শব্দদ্বয় ব্যবহার করা উচিত। উপরে উল্লেখিত দুটি আইনেই এই ভাবে সম্বোধন করাকে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে সম্বোধন করা হবে বলে স্বীকার করা হয়েছে। আর দুটি আইন করার সময়ই প্রতিবন্ধী ব্যক্তিরা তার সাথে জড়িত ছিল। তাই এই মত তাদেরও মত।
২৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ২:২০
রুদ্র জাহেদ বলেছেন: একটি অসাধারন কাজ
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২১
দালাল০০৭০০৭ বলেছেন: বাহ ভাল খবর ত।