নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

ঈদ উল ফিতর ২০১৪ এর ব্যানার ডিজাইনে ব্লগার বন্ধুদের অংশগ্রহণের আমন্ত্রণ

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৩

প্রিয় ব্লগার,

মুসলমানদের জন্য সংযম ও সহমর্মিতার মাস পবিত্র রমজান মাস। সারা বিশ্বের মত এদেশেও উপযুক্ত ভাবগাম্ভীর্য ও পবিত্রতার মধ্য দিয়ে সিয়াম সাধনা বলবৎ রয়েছে। পবিত্র রমজান মাসের শিক্ষা সকল ধর্মের মানুষের জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে।



রমজান মাসের অর্ধেকটা পেরিয়ে গেছে ইতিমধ্যেই। বিশ্বের সেরা ক্রীড়া ইভেন্টের উন্মাদনাও স্তিমিত হতে শুরু করেছে । সিয়াম সাধনার পবিত্র মাস শেষ হলেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, ঈদ উল ফিতর। আর এই সর্ববৃহৎ উৎসব, ঈদ উল ফিতরের আকর্ষণীয় ব্যানার তৈরীতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। সামহোয়্যার ইন...ব্লগের জন্য আপনাদের তৈরী বিজয়ী ব্যানারটি ঈদের সময়টাতে এই ব্লগে শোভা পাবে।



আপনার আনন্দময় কল্পনা শক্তিকে উন্মুক্ত করে যে ব্যানারটি তৈরী করবেন তা হতে পারে কম্পিউটার ডিজাইন, ফটোগ্রাফি, হাতে আঁকা ছবি বা অন্য যে কোন কিছু যা সামহোয়্যার ইন...ব্লগ এবং সার্বজনীন ঈদ আনন্দের সাথে সামঞ্জস্যপূর্ণ ।



আপনার ডিজাইন/ব্যানার জমাদানের পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:



- ব্লগাররা শুধুমাত্র ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ডিজাইন তৈরী করবেন এবং আমরা তার উপর অন্যান্য হেডার অংশগুলো যেমন গ্লাস ইফেক্ট, সাদা মেনুবার, লোগো, ভাষা পরিবর্তনের জন্য টপফ্রেম ইত্যাদি বসিয়ে নেবো।

- ব্যানার ইমেজ সার্বজনীন হতে হবে। কোন নির্দিষ্ট দল, জাতীয়তা, ব্লগারের নাম বা কোন ব্যঙ্গাত্মক কার্টুন সমর্থন করা যাবে না।

- ব্যানারের মধ্যে সামহোয়্যার ইন...ব্লগ বা বাঁধ ভাঙার আওয়াজ টেক্সট, ব্র্যান্ডিং এবং লোগো থাকবে না।

- ব্যানারটি হতে হবে প্রস্থ ১০২৪ পিক্সেল এবং উচ্চতা ২১৫ পিক্সেল।

- ব্যানারটিতে নির্দিষ্ট স্থানে অবশ্যই আপনার “ব্লগ নিক” যুক্ত করুন।

- ব্যানার ইমেজ জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি ফর্মেটের হতে পারে।





যেভাবে ব্যানার সাবমিট করবেন:



আপনার তৈরিকৃত ব্যানারে অবশ্যই আপনার ব্লগ নিকটি লিখুন। (ব্লগ নিকটি কিভাবে লিখবেন তা দেখুন উপরের ছবিতে)। আপনার মেইল একাউন্টে যেয়ে ইমেজ আপলোড করুন এবং পাঠিয়ে দিন এই ঠিকানায়: [email protected]

ইমেজ পাঠানোর সাথে সাথে মেইলে আপনার ব্লগের নিক ও লিংক অবশ্যই যুক্ত করবেন।



বিজয়ী ব্যানারটি ব্যবহার করা হবে ব্লগের মূল পাতায় । ব্যানারে ডিজাইনার ব্লগারের নাম উল্লেখ থাকবে ।



আপনাদের অংশগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ ১৪ই জুলাই ২০১৪ থেকে এবং এই ব্যানার গ্রহণ অব্যাহত থাকবে ২০শে জুলাই ২০১৪ দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ।



আমরা জানি ব্লগারদের মধ্যে বেশ প্রতিভাবান শখের বা প্রফেশনাল ডিজাইনার আছেন। ঈদ উল ফিতর ২০১৪এর ব্যানার ডিজাইনে আপনাদের অংশগ্রহণ আনন্দময় হোক।



শুভ ব্লগিং।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।

২| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪

শাহ আজিজ বলেছেন: অবশ্যই পাঠিয়ে দেবো।।

৩| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩

আরজু পনি বলেছেন:

খুবই ভালো উদ্যোগ।

উদ্যোগটির সাফল্য কামনা করি।

শুধু মাত্র বিজয়ীর ব্যানারটি দেখা যাবে বিধায় অন্য অনেকেরই পাঠানো ব্যানার দেখতে মিস করবো মনে হচ্ছে।

৪| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: বিজয়ী ব্যানারসহ সবকটি দিয়ে একটি পোষ্ট হতে পারে।

৫| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমতকার উদ্যোগ।

ইমতিয়াজ ১৩ বলেছেন: বিজয়ী ব্যানারসহ সবকটি দিয়ে একটি পোষ্ট হতে পারে।

৬| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: অবশ্যই সুন্দর ব্যানার তৈরি করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ!

৭| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: অবশ্যই সুন্দর ব্যানার তৈরি করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ!

৮| ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

তার ছিড়া আমি বলেছেন: উদ্ব্যোগটি অত্যান্ত প্রশংসনীয়। ধন্যবাদ।

৯| ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

ওয়েলকামজুয়েল বলেছেন: তো হয়ে যাক একটা ব্যানার যা হবে ঈদ আনন্দের রঙ্গিন প্রতিচ্ছবি

১০| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর উদ্যোগ । ব্লগ কর্তৃপক্ষ আর ব্লগারের সুন্দর অংশগ্রহন । আশাকরি ফুটবল বিশ্বকাপের মতোই দারুণ সাড়া পাওয়া যাবে ।

১১| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

জানা বলেছেন:

৪ নম্বর মন্তব্যে ইমতিয়াজ১৩ এর ভাবনাটি সুন্দর। তাতে যে সবার শ্রম এবং ভালবাসার প্রকাশটি আমাদের সবারই নজরে আনা যাবে।

শুভেচ্ছা সবার জন্যে। সুন্দর সব ব্যানারের জন্যে অপেক্ষা করবো।

১২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:২২

পরিবেশ বন্ধু বলেছেন: চমকপদ বিষয় চেষ্টা করব । সকল বন্ধুদের আগাম ঈদ শুভেচ্ছা ।

১৩| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৪২

ঘূণে পোকা বলেছেন: চেস্টা করব অবশ্যই ভালো একটি ব্যানার উপস্থাপনের জন্য :) :)

১৪| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৮

সাহাদাত উদরাজী বলেছেন: গ্রাফিক্সের কাজ যে কোন শিখলাম না, এখন শুধু আফসোস করি!

১৫| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অসাধারন একটি ব্যানার দেখার প্রত্যাশা রইলো ........

১৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৬

শাহ আলম বাদশাহ বলেছেন: আমি গ্যালারীর দর্শক হিসেবে দেখবো আর হাততালি দেবো কে জেতে

১৭| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:১২

আজব গোয়েন্দা বলেছেন: উদ্দ্যেগ অত্যান্ত ভাল উদ্দ্যেগ

১৮| ১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: চমৎকার উদ্যোগ।

১৯| ১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০১

নিয়েল হিমু বলেছেন: জারা অকর্মার ঢেকি(like me) মানে ব্যনার ট্যানার বানাবে না তাদেরও অংশ নেওয়ার সুযোগ দেয়া হোক যেমন মননয়ন দেয়া কয়েকটাতে ভোট দেয়ার মত গুরুত্বপূর্ণ কাজ :-<

২০| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৩

আবু শাকিল বলেছেন: কাজ শুরু কইরা দিলাম।
"'ব্যানার আন্ডার কন্সট্ট্রাকশন "

২১| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২১

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার উদ্যোগ। শুভ কামনা রইল।

সাথে সাথে রমাজনের বাকি দিনগুলোতে রমজানের শুরুতে মাহে রমজান উপলক্ষে যে ব্যানারটা একদিনের জন্য ব্লগে ছিল সে ব্যানারটা ঈদের আগ পর্যন্ত ব্লগে রাখা যায় কি না একটু ভেবে দেখবেন।

২২| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫২

বাস্তব বাদী বলেছেন: একটা ভাল উদ্যোগ এর সার্বিক সফলতা কামনা করি। ধন্যবাদ সবাইকে

২৩| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৭

আহসানের ব্লগ বলেছেন: দারুন ;)

২৪| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৫

অবাধ্য সৈনিক বলেছেন: আপনার আনন্দময় কল্পনা শক্তিকে উন্মুক্ত করে যে ব্যানারটি তৈরী করবেন তা হতে পারে কম্পিউটার ডিজাইন, ফটোগ্রাফি, হাতে আঁকা ছবি বা অন্য যে কোন কিছু যা সামহোয়্যার ইন...ব্লগ এবং ফুটবল ওয়ার্ল্ড কাপের সাথে সামঞ্জস্যপূর্ণ । :-* #:-S #:-S
উপরের অংশটি এডিট করে দিন....কপি-পেষ্ট মারতে গিয়ে হয়ে গেছে :-B B-)

২৫| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৪

কষ্টবিলাসী বলেছেন: Finally somewherein blog is with something related to Islam! Did I read correctly! Image crisis!

২৬| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৪

ছোটমির্জা বলেছেন: ''
মুসলমানদের জন্য সংযম ও সহমর্মিতার মাস পবিত্র রমজান মাস। সারা বিশ্বের মত এদেশেও উপযুক্ত ভাবগাম্ভীর্য ও পবিত্রতার মধ্য দিয়ে সিয়াম সাধনা বলবৎ রয়েছে। পবিত্র রমজান মাসের শিক্ষা সকল ধর্মের মানুষের জীবনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

রমজান মাসের অর্ধেকটা পেরিয়ে গেছে ইতিমধ্যেই। বিশ্বের সেরা ক্রীড়া ইভেন্টের উন্মাদনাও স্তিমিত হতে শুরু করেছে । সিয়াম সাধনার পবিত্র মাস শেষ হলেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, ঈদ উল ফিতর। আর এই সর্ববৃহৎ উৎসব, ঈদ উল ফিতরের আকর্ষণীয় ব্যানার তৈরীতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। সামহোয়্যার ইন...ব্লগের জন্য আপনাদের তৈরী বিজয়ী ব্যানারটি ঈদের সময়টাতে এই ব্লগে শোভা পাবে।''

:-B :-B :-B :-B :-B :-B :-B

২৭| ১৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৫

ইখতামিন বলেছেন: চেষ্টা করবো.. :)

২৮| ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২৮

টর্চ বলেছেন: চমৎকার উদ্যোগ।উদ্ব্যোগটি অত্যান্ত প্রশংসনীয়। শুভ কামনা রইল।

২৯| ২৬ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

আপেক্ষিক বলেছেন: নির্বাচিত ব্লগ আপডেট হচ্ছে না ক্যান???? :-(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.