নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের জন্য সুখবর

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬

প্রিয় ব্লগার,

শুভেচ্ছা নিন। অত্যন্ত আনন্দের এবং সম্ভাবনাময় একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাঁধভাঙ্গার আওয়াজ, সামহ্যোয়ার ইন...ব্লগ প্রথম থেকেই সকল মানুষের মুক্ত মত প্রকাশের জায়গাটি তৈরির বিষয়ে যেমন সচেষ্ট থেকেছে তেমনি ব্লগারদের জন্য নতুন নতুন সম্ভাবনা ও সুযোগ তৈরির বিষয়েও মনোযোগী থেকেছে। এরই ফলাফল হিসেবে আমরা নাগরিক সাংবাদিকতা, পাবলিক পরিমন্ডলে জনমানুষের সক্রিয় অংশগ্রহণ, জনমত তৈরিতে নেতৃত্ব প্রদান, শিল্প-সাহিত্য, মানব কল্যাণে যূথবদ্ধতা, ইত্যাদি সবখানে ব্লগারদের যোগ্য এবং সক্রিয় উপস্থিতি গর্বের সাথে লক্ষ করি। বিশেষ বিশেষ টপিকে তথ্য সম্মৃদ্ধ ও মান-সম্মত লেখালেখির জায়গাটিতেও ব্লগাররা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন বেশ কয়েক বছর ধরেই।



চলছে পবিত্র মাস রমজান। এ মাস প্রতিটি রোজাদারের জন্য বিশেষ ফজিলতের মাস। খাওয়া-দাওয়া, কেনাকাটা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই সংযমের শিক্ষা দেয় রমজান। কিন্তু সংযমের এ মাসেই বোধহয় আমরা হয়ে উঠি সবচেয়ে বেশি অসংযমী; কখনো ইচ্ছাকৃত, কখনো বা অনিচ্ছাকৃতভাবে। রমজান মাসের সংযম, শুদ্ধতা, পরিচ্ছন্নতা ও সহমর্মিতায় আমরা সবাই যেন নিবিষ্ট থাকি সে বিষয়টি মাথায় রেখেই ইউনিলিভারের প্রস্তাবে দশ দিনের জন্য একটি জনসচেতনতা মূলক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন সামহ্যোয়ারইন…ব্লগে চলছে। সংশ্লিষ্ট বিষয়ে ব্লগারদের মান সম্পন্ন পনেরটি পোষ্ট বাছাইয়ের কাজও চলছে। আমরা ব্লগারদের কাছে ব্লগে “রমজান, সংযম, সহমর্মিতা” বিষয়ক ভালো লেখা আহবান করছি। এক্ষেত্রে সামহ্যোয়ারইন…ব্লগে পূর্বে প্রকাশিত লেখাও গ্রহণযোগ্য হবে। ব্লগাররা চাইলে তাদের পোষ্টের লিংক [email protected] এই ঠিকানায় পাঠাতে পারেন। সামহ্যোয়ারইন…এর উদ্যোগে প্রতিটি বাছাইকৃত লেখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী দিতে ইউনিলিভার নিশ্চিত করেছে।



আপনারা জেনে খুশি হবেন যে, ইতিমধ্যে সামহ্যোয়ার ইন...ব্লগ, দেশের ঐতিহ্যবাহী এবং প্রভাবশালী দৈনিক পত্রিকা, “ইত্তেফাকের” সাথে মিডিয়া পার্টনারশিপে যুক্ত হয়েছে। যার ফলে ব্লগারদের লেখা জাতীয় দৈনিকে প্রকাশিত হবার সুযোগ এবং আরো বৃহত্তর পাঠক গোষ্ঠীর কাছে পৌছে যাবার সুযোগ পেয়েছে।



প্রচলিত জাতীয় ও আর্ন্তজাতিক দিবস, উৎসব, সাম্প্রতিক ঘটনা ইত্যাদি বিষয়গুলোকে লক্ষ করে প্রতিমাসে সর্বোচ্চ চারটি করে ব্লগপোষ্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হওয়ার সুযোগ আমরা তৈরি করেছি। এই লেখাগুলি হতে হবে বিষয়ভিত্তিক, মানসম্পন্ন, এবং সর্বোচ্চ পাঁচশত শব্দের মধ্যে। প্রতিটি প্রকাশিত লেখার জন্যে ব্লগাররা দৈনিক ইত্তেফাকের কাছ থেকে সরাসরি একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী পাবেন সে বিষয়টিও আমরা নিশ্চিত করেছি। এজন্য খেয়াল রাখতে হবে যে, লেখাগুলো কেবলমাত্র সামহ্যোয়ারইন…ব্লগেই প্রকাশিত হয়েছে এবং অন্য কোথাও প্রকাশিত হয়নি। ব্লগের ও ব্লগার পরিচয়ের যে গুরুত্ব ও সম্মান সেটিকে সর্বদা প্রতিষ্ঠিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হল এই উদ্যোগ। আসছে ঈদ উল ফিতর সর্ম্পকে সৃষ্টিশীল মৌলিক লেখা লিখুন এবং ব্লগে প্রকাশ করুন। পাশাপাশি পাঠিয়ে দিন [email protected] এ।



শুভ ব্লগিং।

মন্তব্য ১২৭ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (১২৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

চটপট ক বলেছেন: ভালো উদ্যোগ

২| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮

দুঃখী__ বন্ধু বলেছেন: খুব ভাল উদ্যোগ !! অনেক ভাল লাগলো !!

৩| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৬

শান্তির দেবদূত বলেছেন: অনেক ভালো উদ্যোগ , বাঁধভাঙ্গার আওয়াজ, সামহ্যোয়ার ইন ব্লগের জন্য অনেক শুভকামনা রইল।

৪| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৬

আরজু পনি বলেছেন:

খুবই ভালো উদ্যোগ।

ব্লগে রমজান সম্পর্কিত লেখা কমই চোখে পড়ছে।
এই পোস্টটা ব্লগারদের রমজান ও সংযম নিয়ে লিখতে অনুপ্রেরণা যোগাবে।

রমজানের শুভেচ্ছা রইল।

৫| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫১

কেএসরথি বলেছেন: +++

শুধু রমজান নয়, সারা বছরই এমন উদ্যোগ নেয়া হলে, ব্লগারেরা আরো বেশি উদ্বুদ্ধ হবে।

৬| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেশ ভাল আয়োজন।

এগিয়ে যাক সামু।

কিন্তু পবিত্র রমজানে বড় দু:খ পেয়েছি সামুর কাছ থেকে.....

পবিত্র রমজানে সামু কি রোজাদারদের সম্মানার্থে সেহরী-ইফতারের সময়সূচী সামুতে যুক্ত করবে? - তে কোন সাড়া না পেয়ে!!!!!!!!!!!!!!

তারপরও রমজান নিয়ে বিশেষ আয়োজনের জন্য মোবারকবাদ।

৭| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৪

মামুন রশিদ বলেছেন: চমৎকার উদ্যোগে ধন্যবাদ । আশাকরি সামহোয়্যারইন কর্তৃপক্ষের বিভিন্ন ধারাবাহিক উদ্যোগে ব্লগাররা উপকৃত হবেন ।

৮| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৮

৭১৫০ বলেছেন: হুম-সম্মানী একটা ব্যপার।
আমার কাছে কিন্তু পেপারের চেয়ে ব্লগ কেই বড় মিডিয়া মনে হয়।
যাই হোক বিতর্কে না যেয়ে এই উদ্যেগকে ধন্যবাদ জানাই।

৯| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০১

ঢাকাবাসী বলেছেন: সম্মানী কথাটি ইম্পর্ট্যান্ট। হিলারী ক্লিনটন একখান পৌনে এক ঘন্টার লেকচার দিয়ে নেন ৪-৫ লাখ ডলার! উদ্যোগ স্বাগতম।

১০| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০২

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: Click This Link

১১| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৩

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: রমজানঃ আত্ম শুদ্ধি, অর্থনৈতিক সংযম এবং সম্পদ বন্টনের নৈতিক দীক্ষ

Click This Link

১২| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:০৮

হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: আস্বস্ত হলাম। খুব ভালো লাগল ।।।।।।

১৩| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৬

জাফরুল মবীন বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ।সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

১৪| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৫

গ. ম. ছাকলাইন বলেছেন: ভাই অমানবিক গাজা হত্যাকান্ড নিয়ে এরকম কিছু একটা করা যায়না।

Click This Link

১৫| ২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমতকার উদ্যোগ।

১৬| ২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০২

শাহ আজিজ বলেছেন: একটি ভালো উদ্যোগ । তবে ব্লগের ফরম্যাট পরিবর্তন করে বিষয়বস্তু আরও সহজলভ্য করতে হবে । ঢালাও পেজ নয়, বিষয়ের উপর আলাদা বাটন থাকবে যা চেপে আমি পছন্দসই বিষয়ে যাব এবং খুজে নেব কোনটা আগে পড়বো ।

১৭| ২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর উদ্যোগ !! এই উছিলায় ব্লগে নতুন সুখ পাঠ্য অনেক লেখা আসবে। আমিও সাহস কইরা আমার পুরান একটা লিংক মেইল করছি , যাউক গা দেহি কি অয় ।

১৮| ২০ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

সুমন কর বলেছেন: চমৎকার উদ্যোগ। সামুর সব ব্লগারের জন্য খুবই আশার বাণী।

১৯| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:০৩

লেখোয়াড় বলেছেন:
সুখবর?!

২০| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:১০

তোমোদাচি বলেছেন: চমৎকার উদ্যোগ; ধন্যবাদ সামু!

২১| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৪

মুহামমদ মিনহাজ বলেছেন: অবশ্যই ভাল উদ্যোগ ;) ;)

২২| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৬

হলুদ ফুল বলেছেন: পাশে আছি ;)

২৩| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:২১

হলুদ ফুল বলেছেন: কিভাবে লিখা পোষ্ট করব [email protected] তে তা যদি একটু বলতেন । ঠিক বুঝে উঠতে পারছি না ।

২৪| ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪১

জসীম অসীম বলেছেন: কালোত্তীর্ণ উদাহরণ

২৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:০২

সকাল রয় বলেছেন:

লেখাগুলি হতে হবে বিষয়ভিত্তিক, মানসম্পন্ন, এবং সর্বোচ্চ পাঁচশত শব্দের মধ্যে।

> কি ধরণের বিষয়ভিত্তিক?
> লেখার মানদন্ডটা কে নির্ধারণ করবে? ইত্তেফাকের সম্পাদক নাকি সামুর মডারেটর?

সৃষ্টিশীল মৌলিক লেখার মাঝে কি গল্প কবিতা অর্ন্তভূক্ত?

জানালে বড় কৃতার্থ হবো।

২৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৩

হাসান মাহবুব বলেছেন: অবশেষে ব্লগিং করিয়া টাকা আয়ের স্বপ্ন আংশিক হলেও সত্য হতে যচ্ছে! :#)

২৭| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৬

নাজমুল হাসান রুবেল বলেছেন: খুব ভাল একটা উদ্যোগ, ধন্যবাদ উদ্যোক্তাদের

২৮| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৯

নিশিথের নিশাকর বলেছেন: শুনে ভালো লাগলো

২৯| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই খুশির একটি খবর। নিঃসন্দেহে ব্লগারদের দায়িত্বশীলতা এবং সৃজনশীলতা বৃদ্ধিতে এই ভূমিকাটি কাজে লাগবে।

৩০| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৭

হলুদ ফুল বলেছেন: hi, i have written a nice wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net//blog/himaloyhitler/29966866/invite , please visit the link and rate it if you like. :-)

৩১| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৬

হামিদ আহসান বলেছেন: শুভকামনা

শুভ ব্লগিং...............

৩২| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৬

বেকার সব ০০৭ বলেছেন: খুব ভাল একটা উদ্যোগ! ধন্যবাদ সামু, ইউনিলিভার এবং দৈনিক ইত্তেফাককে

৩৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৯

কষ্টবিলাসী বলেছেন: What will the atheists do?

৩৪| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:০৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
শুভকামনা রইল।

৩৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:২৬

জুবায়ের আহমেদ বলেছেন: Ami blog a notun. Apni ki amake help korben?

৩৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:২২

ওমর এন সোহান বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ। ধন্যবাদ, সামহোয়্যার ইন...ব্লগ কর্তৃপক্ষকে। :)

৩৭| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ব্লগারদের জন্য এটি কেবল খুশির সংবাদই নয়, সম্মান আর যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রেও সামু একটি মাইল ফলক হয়ে থাকবে।

৩৮| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৪

রাবেয়া রব্বানি বলেছেন: প্রবন্ধের বাইরে লেখা কি গ্রহণযোগ্য নয়?

আমি গল্পের কথা বলছিলাম। আর লেখাটা সামুতে পোষ্ট না করে সরাসরি মেইল এড এ পাঠানো যায় না কি?

তবে এটা সত্যিকার অর্থে একটা সুসংবাদ।

৩৯| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৫

স্বপ্নছোঁয়া বলেছেন: চমৎকার উদ্যেগ!
ব্লগারদের জন্য একটি সুসংবাদ ও বটে যা ব্লগারদের আরও বেশি উৎসাহ যোগাবে।

৪০| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৬

মোঃ সাবিকুল ইসলাম (হৃদয়) বলেছেন: অবশ্যই ভালো উদ্দ্যেগ । স্বাগতম জানাই সামুকে

৪১| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর উদ্যেগ

৪২| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৮

ইখতামিন বলেছেন:
অত্যন্ত মহৎ ও প্রশংসনীয় একটা উদ্যোগ, যা ব্লগারদের উৎসাহ দেবে

কা_ভা ও জুলিয়ান সিদ্দিকী'র মন্তব্যে একমত

৪৩| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪

টুম্পা মনি বলেছেন: খুব চমৎকার উদ্যোগ মডু।

৪৪| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ।

রমজান নিয়ে আপনার আহবানে আজ একটা পোস্ট দিলাম। লিংকঃ ‘পঞ্চ ইন্দ্রিয়’র সংযমে ‘ষড়রিপু’র দমন – মাহে রমজানের শিক্ষা এবং বাস্তবতা

৪৫| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাল লাগলো........... :)

৪৬| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:২২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সামুতে ব্লগিং করে ট্যাকা ইনকাম করার জন্য যে পূর্বে কত আবেদনযুক্ত পোষ্ট দেখেছি :)

যাক সেই স্বপ্নগুলো কিছুটা হলেও সত্যি হচ্ছে !

এই উদ্যেগের জন্য শুভকামনা রইল।

৪৭| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭

এসএমফারুক৮৮ বলেছেন: ভালো উদ্যোগ ।

৪৮| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫১

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগারদের উৎসাহের জন্য চমৎকার একটা উদ্যোগ হয়ে থাকবে নিঃসন্দেহে।

শুভ কামনা রইল।

৪৯| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগারদের উৎসাহের জন্য চমৎকার একটা উদ্যোগ হয়ে থাকবে নিঃসন্দেহে।

শুভ কামনা রইল।

৫০| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার উদ্যোগে ,।সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

৫১| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৯

আহমেদ জী এস বলেছেন:




নোটিশবোর্ডের নজরকাড়া নোটিসটির উদ্দেশ্য ও উদ্যোগ সবাইকে নাড়া দিয়ে যাক । সামু হয়ে উঠুক আর ও সুন্দর , আর ও ঋদ্ধ .........

৫২| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২

কোবিদ বলেছেন:
চমৎকার ও প্রসংশনীয় উদ্যোগ।
এই উদ্যোগের ধারবাহিকতা বজায় থাকুক
বছর জুড়ে সেই প্রত্যাশায়।

৫৩| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫২

বংশী নদীর পাড়ে বলেছেন: সুন্দর উদ্যোগ একান্ত ভাবেই প্রশংসার দাবিদার।

৫৪| ২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

জনাব মাহাবুব বলেছেন: রশংসনীয় উদ্যোগ।

মেধাবী ও মানসম্পন্ন লেখকরা অনেক উপকৃত হবেন। :D :D :D

সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

৫৫| ২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: শাহ আজিজ ভাই এর সাথে একমত কারন তিনি বলেছেন: একটি ভালো উদ্যোগ । তবে ব্লগের ফরম্যাট পরিবর্তন করে বিষয়বস্তু আরও সহজলভ্য করতে হবে । ঢালাও পেজ নয়, বিষয়ের উপর আলাদা বাটন থাকবে যা চেপে আমি পছন্দসই বিষয়ে যাব এবং খুজে নেব কোনটা আগে পড়বো ।

৫৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫১

এনামুল রেজা বলেছেন: শুভ উদ্যোগ...

৫৭| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৮

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: চমত্‍কার উদ্যোগ!

৫৮| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:০১

ডট কম ০০৯ বলেছেন: শুনিয়া বেশ ভাল লাগিতেছে।

সামু দীর্ঘজীবি হোক।

৫৯| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর উদ্যুগ , আগাম ঈদ শুভেচ্ছা ।

৬০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল উদ্ধগ ।শুভ ব্লগিং ।

৬১| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১১

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল উদ্ধগ ।শুভ ব্লগিং ।

৬২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:০১

কয়েস সামী বলেছেন: নিঃসন্দেহে ভাল একটা উদ্যোগ।অাশা করবো ভবিষ্যতে এতে আরো অনেক পালক যুক্ত হবে। এ বিষয়ে একটা পরামর্শ দিতে চাই। বিভিন্ন পত্রিকার সাহিত্য পাতার সাথে যোগাযোগ করে ব্লগারদের লেখা শিরোনামে কোন জায়গা আদায় করে নেয়া যায় কি না দেখতে হবে। আমি মনে করি কবিতা ও গল্পের জন্য কিছু প্রিন্ট মিডিয়াতে কিছু জায়গা করে নিতে পাারলে ব্লগাররা আরো উৎসাহিত হবেন। কেননা এই সামুতে হাসান মাহবুব, সোনাবীজের মতো অনেক অনেক সাহিত্যিক রয়েছেন যারা বাংলা সাহিত্যকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখে। এইসব ব্লগারদের সাথে সাধারন পাঠকদের পরিচয় করিয়ে দেয়াটাও কিন্তু সামুর মহান দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ জানাপু কে, আবারো।

৬৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

মহ্যোয়ার ইন...ব্লগ এবং ব্লগারদের জন্য বড় একটি প্রাপ্তি।

৬৪| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১:৪০

তার ছিড়া আমি বলেছেন: সামহ্যোয়ারইন…এর উদ্যোগে প্রতিটি বাছাইকৃত লেখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী দিতে ইউনিলিভার নিশ্চিত করেছে।

আল্লাহ আমাকে মাফ করো। কোথায় যে পালায়, পথ পাচ্ছিনে..........

৬৫| ২২ শে জুলাই, ২০১৪ রাত ২:৪৩

আজব গোয়েন্দা বলেছেন: বিষয়টি ভালভাবে আমার বোধগম্য হয়নি! কি নিয়ে হতে হবে লেখাটা?? কেউ প্লিজ বলবেন??

৬৬| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: অনেক ভাল উদ্দোগ জানা আপু।

৬৭| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অত্যন্ত ভালো ও উদ্দীপনামূলক উদ্যোগ। আন্তরিকভাবে সাফল্য কামনা করছি।

ধন্যবাদ।

৬৮| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫০

জিহাদ ৭০০৭ বলেছেন: আমি এরকম একটা পরিবর্তনের কথা ভাবতাম। তাই নিজের একটা প্রস্তাবনা তেরি করে একটা লেখা লিখতে চেয়েছিলাম। আজ দেখি তার আর প্রয়োজন নেই। ধন্যবাদ, সামু, ধন্যবাদ মডারেটন।

৬৯| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চমৎকার উদ্যোগ ! ঈদের গিফট গিফট মনে হচ্ছে!

৭০| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১১

আমি তুমি আমরা বলেছেন: অনেক ভালো উদ্যোগ

৭১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৪

একজন ঘূণপোকা বলেছেন: অনেক ভালো উদ্যোগ। কিন্তু ব্যাপারটা যাতে নিরপেক্ষ হয় :)

৭২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৭

আহমেদ_শাহীন বলেছেন: যদি সামু ব্লগের পাশাপাশি ফেসবুকে স্টেটাস হিসাবে প্রকাশিত হয় ? তবে কি তা ধরা হবে ?

৭৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ ! সুসংবাদ । সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ

৭৪| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:২৭

অর্বাচীন পথিক বলেছেন: অনেক ভালো উদ্যোগ । আশা করছি লেখা পাঠাতে পারবো।

৭৫| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ১:২৮

আসোয়াদ লোদি বলেছেন: দীর্ঘদিন পর শুনতে পাচ্ছি বাঁধ ভাঙ্গার আওয়াজ । সামুর আরও সাফল্য কামনা করছি । এই সাফল্য সামু কতৃপক্ষ ও ব্লগার বন্ধুদের নিষ্ঠা ও শ্রমের । সবার প্রতি শুভকামনা রইল ।

৭৬| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১৮

পাখির বাপ বলেছেন: ভালো উদ্যেগ। শুভ-কামনা রইলো :) :)

৭৭| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫০

সুফিয়া বলেছেন: অনেক ভাল একটা উদ্যোগ। আমরা উপকৃত হবো।

সামুকে ধন্যবাদ।

৭৮| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৭

মরণের আগে বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: অনেক ভালো উদ্যোগ। কিন্তু ব্যাপারটা যাতে নিরপেক্ষ হয়

৭৯| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪১

আনোয়ার কামাল বলেছেন: অনেক ভালো একটি উদ্যোগ। সাধুবাদ জানাই টিমকে।

৮০| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৫

মুহাম্মাদ আসাদুল্লাহ্ বলেছেন: ইত্তেফাকে কোন সাব ইডিটরের সাথে কথা হয়েছে জানিনা। তাদের কথা কাজে ব্যাপক গড়মিল আছে। আমার কয়েকজন এক সাব ইডিটরের আন্ডারে কাজ করেছি দীর্ঘদিন। আমি সেই ২০১০ থেকে দুহাতে লিখেছি। কথা ছিল সম্মানী দেওয়া হবে। একই সাথে অন্য পত্রিকা গুলোতেও লিখতাম। অন্য পত্রিকা থেকে প্রতি লেখার জন্য যে পরিমাণ সম্মানী পেয়েছি সে হিসেবে ইত্তেফাকের কাছে আমার প্রাপ্তি পঞ্চাশ হাজার টাকারও বেশি।
কিন্তু সেই 'সম্মানিত' সাব ইডিটর আমার সহ আরও ৫/৭ জন কন্ট্রিবুটরের টাকা মেরে দিয়ে দেশান্তরী হয়েছেন। দীর্ঘদিন লাজ সরমের মাথা খেয়ে তার কাছে প্রাপ্তিটা চেয়েছি। আজ না কাল, কাল না অন্যদিন বলে আজ তিনি পাগার পার।
সুতরাং যার সাথেই আপনারা কথা বলুন, পাকা কথা বলে নিয়েন।

৮১| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

উড়োজাহাজ বলেছেন: আমার মত মুখচোরা ও অলসদের জন্য মেইল করার বিকল্প একটা ব্যবস্থা করতে পারেন। লেখা নির্বাচিত হলে সরাসরি কাগজে ছাপিয়ে দেবেন। সম্মানী দিলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবেন। আর অন্য ব্লগে লেখা হলে গৃহিত না হোক, কিন্তু অন্য কাগজে ছাপানোর ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল করতে পারেন।

৮২| ২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হু এ কথাটা আমিও বলতে ছেয়েছিলাম- মুহাম্মাদ আসাদুল্লাহ্ ! তাদের কথা এবং কাজে গড়মিল আছে! আমিও তো সেই দলের একজন, মানে আপনার মত কন্ট্রিবিউটর, সম্মানী হিসেবে যার পাওনা আছে এই ইত্তেফাকের কাছে বেশ কিছু টাকা!

৮৩| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩

অর্কমানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাধারন ব্লাগারদের জন্য এমন একটি ব্যবস্থা করার জন্য । আশা করি এই অসাধারন প্রচেষ্টাকে যেন আমরা কাজে লাগাতে পারি এবং সামহোয়্যার ইন.........ব্লাগার হিসাবে অন্য পত্রিকার প্রকাশিত কলামের গর্ভীত কলামিষ্ট হিসাবে সামহোয়্যার কে প্রথমে দেখতে চাই আশা করি সামহোয়্যার ব্লাগারা কাজটা সঠিক ভাবে করে সবার উদ্ধে নিজেদের কে প্রতিষ্ঠিত করিতে পারে এই কামনা করি সামহোয়্যার সকল ব্লাগাকে ধন্যবাদ ।.................................................

৮৪| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৫

লাকি৭০০৭ বলেছেন: সবার জন্য সুখবর !!!!!!!!!!!!!!

৮৫| ২৩ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৯

মিনুল বলেছেন: প্রশংসনীয় উদ্দ্যোগ।

৮৬| ২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

হারানো ওয়াছিম বলেছেন: বস, আমার একাউন্ট টা ১ বছরের উপর ব্লোক করা আছে। একটু ওপেন করে কি দেওয়া যায় না। কিছুই তো লিখতে পারি না। খালি পড়তে পারি। আর ভাল লাগে না।

৮৭| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৮

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: ভালো উদ্যোগ। কিন্তু আপনাদের একটি কথা সরাসরি বলতে চাই।

আপনারা দুর্নীতি বিরোধী পোস্ট প্রোমট করেন না। প্রতিষ্ঠান নিয়ে লেখা লিখি কে এনকারেজ করেন না। দুর্নীতি বিরোধী এবং পলিসি বেইজড স্ট্যাডি প্রমোট না করলে সামুর সত্যিকারের ব্লগ উঠা হবে না। বরং সামাজিক সাইট হয়ে থাকবে সামু, যেখানে মানুষ তাঁর বিনোদন, ভ্রমন, কবিতা, জোক ইত্যাদি ভালো লাগা বিষয়ক পোস্ট করবে আর আপনার সেগুলোই শুধু প্রমোট করবেন।


আপনারা দিনকে দিন ভীতু হয়ে যাচ্ছেন, অথচ এর উল্টো পথে হাঁটা দরকার।

৮৮| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৫

শিস্‌তালি বলেছেন: চরম :)

৮৯| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৩:৫৪

মোঃমোজাম হক বলেছেন: ইত্তেফাকের পাঠক আগের মতো আর নেই।অন্যকোন পত্রিকার সঙ্গে চুক্তি করলে ভাল হতো ।

শুভ কামনা থাকলো

৯০| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১১

আনিসুর রহমান এরশাদ বলেছেন: খুবই ভালো উদ্যোগ।
Click This Link

৯১| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ ।+

৯২| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪০

সাকি বিল্লাহ্ বলেছেন: অনেক অনুপ্রেরণা পেলাম । ধন্যবাদ সামু কর্তৃকক্ষকে ।

৯৩| ২৫ শে জুলাই, ২০১৪ সকাল ৮:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ব্লগারদের লেখায় প্রেরণা যোগাবে এই পোস্ট...
নোটিশ বোর্ডের সেরা বিজ্ঞপ্তি :)

সামহোয়ারইন ব্লগ কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন.... :)

৯৪| ২৫ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৭

প্রািন্ত বলেছেন: সামহোয়ারইন ব্লগ কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন। ব্লগারদের লেখায় প্রেরণা যোগাবে এই পোস্টটি।

৯৫| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৩

শাহ ইমতিয়াজ বলেছেন: সামহোয়ারইন ব্লগ কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন

৯৬| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই ভাল একটি উদ্যোগ। এই শুভ উদ্যোগকে স্বাগত জানাই অন্তরের জমিয়ে রাখা ভালবাসা দিয়ে---- সামুকে কেন যে এত ভালবাসি জানি না -- এ যেন নাড়ির টান -- তাই ভুলতে পারি না সামুকে -- কাজের ফাঁকে -- কোন একটু অবসরে ঠিকই ঢুকে পরি সামুর জগতে ----
সামু'র বেঁচে থাক --- ব্লগারগণ লিখুক মন ঝরানো কথা দিয়ে ---
শুভকামনা রইল সামুর জন্য --- শুভকামনা রইল সকল ব্লগারদের জন্য
ঈদ মোবারক ------

৯৭| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫৪

অণুজীব বলেছেন: khub valo uddog

৯৮| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৫

আবু শাকিল বলেছেন: আমি ভাল লিখতে পারি না। প্রকাশ হলে পড়ব।

৯৯| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৮

রাগিব নিযাম বলেছেন: এই অধম গল্প ছাড়া আর কিছুই লিখতে পারে না।

১০০| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৪

লোহিত বামন বলেছেন: আমার ঈদের জামা কেনা নিয়া আর টেনশন থাকলো না :P

১০১| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৪

ফা হিম বলেছেন: ভালো খবর।

১০২| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩০

শোভন শামস বলেছেন: ভালো উদ্যোগ

অনেক শুভকামনা রইল।

১০৩| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২১

আব্দল্লাহ আল মুন্নাফ বলেছেন: মডারেটরদের ধন্যবাদ

১০৪| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর উদ্যোগ!
সাফল্য কামনা করছি।

ওখানে কি কবিদের পদচারণা রাখার সুযোগ আছে?

১০৫| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৯

সাইফুল শাকিল বলেছেন: প্রথমেই কতৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে প্রথম পাতায় এক্সেস দেওয়ার জন্য । এখন থেকে লেখার চেষ্টা করবো ।

১০৬| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫০

হোসাইন সাখাওয়াত বলেছেন: বাঁধ ভাঙ্গার আওয়াজ। সাধুবাদ জানাই তোমার এ উদ্যোগকে।

১০৭| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:২০

মোমের মানুষ-২ বলেছেন: খুব ভাল একটি উদ্যেগ........।
ব্লগ লিখলে যে টাকা পাওয়া যায় এত দিনে বুঝলাম

১০৮| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৮

শামীম 776 বলেছেন: ভালো একটা সংবাদ দিলেন।

১০৯| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:০৮

মুকতোআকাশ বলেছেন: ধন্যবাদ, ।রমজান বিষয়ে নি:শ্চয় গ্যান বাড়বে আমাদের।

১১০| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ১:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল উদ্দোগ। স্বাগত জানাই।

১১১| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪৯

শিপন মোল্লা বলেছেন: ভালো উদ্যোগ

১১২| ২৭ শে জুলাই, ২০১৪ ভোর ৪:১৫

ময়নামতি বলেছেন: ভা্ল উদ্যোগ।

১১৩| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪

ম েনা েন শ দাস বলেছেন: ভালো উদ্যোগ । নিশ্চয়ই পাঠাবো । ধন্যবাদ।[email protected]">[email protected]

১১৪| ২৭ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫৮

মিলটন বলেছেন: অবশ্যই সুখবর বটে

১১৫| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৬

কামাল আহেমদ বলেছেন: ভালো উদ্যোগ

১১৬| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৮

কামাল আহেমদ বলেছেন: ভালো উদ্যোগ

১১৭| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৯

মেককুমিল্লা বলেছেন: দারুন খবর! ব্লগারদের এইটা একটা বড় সুখবর।

১১৮| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:১৬

মামুন ইসলাম বলেছেন: প্রিয় জানা আপু প্রথমে আমার সালাম নিবেন ।
আপনাদের এই প্লটফরমের কয়েকজন লেখক
আমার ব্লগ প্রোফাইল থেকে মোবাইল নম্বর নিয়ে
আমাকে ফোন করে বলেছিলে তারা নতুন হয়ত সব নিয়ম
বুজতে পারে নাই তাই হয়ত তাদেরকে ব্যন করা হয়েছে ।
তাই তারা আমার মাধ্যমে আপনার কাছে ও কৃতপক্ষের
সকলের কাছে ক্ষমা চাইছে একটু তাদের উপরে যদি দয়া করতেন
তাদের নাম ও লিস্কগুল দিয়ে দিলাম ।
১ মাহাভুব আল হাছান ব্লগার
তার এই পোষ্টির জন্য তাকে ব্যন করা হইছে


সামুর কৃতপক্ষ ও ম্যডারসনের দৃষ্টি আকর্ষন করছি
৩১ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩৭ |
শেয়ারঃ
0 0



আমার এক ক্লোজ বন্ধু সে গত এক মাস বা দুই মাস আগে ,,বাংলার সংবাদ,, নামক একটি নিক খুলেছিল সামুর ব্লগ প্লাটফর্মে এবং ঐ নিকটিতে সে দুই তিন টি লেখাউ দিয়েছে কিনতু সময় অভাবে চার পাঁচ দিন ব্লগে সময় দিতে পারে নি হঠাৎ করে কয়েক দিন পরে সে একদিন তার নিকটিতে লগ আউত করলে তাকে বলা হচ্ছে ,,দুংখিত আপনাকে ব্যন করা হইছে ।
সে আগে জানতো না এই প্লাট ফর্মে আমার নিক আছে সে আজকেই জানলো এবং আমাকে এ ঘটনা খুলে বল্ল এবং আমার মাধ্যমে সে
আপনাদের আন্তরীক ভাবে অনুরোদ করেছেন তার নিকটি ছেরে বা ব্যন মুক্ত করার জন্য
মাহাভূব আল হাছানকে উপরের ঐ পোষ্টির জন্য ব্যনকরা হয়েছে ।
তাই সে না বুজে পোষ্ট দিয়েছে বলে ক্ষমা চাইছে ।
আপু পাপ করে যদি কেউ আল্লাহুর কাছে ক্ষমা চায় আল্লহু মাপ করে
দেয় ।
তাহলে আমরা মানুষেরা কেন আপু পারব না ।


২ আমি মিনহাজ এসেশে
৩ বাংলার সংবাদ

একটু দয়া করে আপু যদি তাদের নিক তিনটি ব্যন মুক্ত করে দিতেন
তারা অনেক খুশি হতো এবং আপনার কিছে চির কৃতজ্ঞ থাকত ।
প্লীজ আপু ।

১১৯| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৫

মোঃ সাইদুল ইসলাম বলেছেন: ভাল, অসাধারণ,,,,

১২০| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

তালহা বিডি বলেছেন: ভাল

১২১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

প্রধানীয়া বলেছেন: Ekhon porjnto ki daily ittepak paper e kono lekha press hyce ei blog theke. . .

১২২| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৩১

আমি বাংলাদেশের বলেছেন: Valo vabna holo

১২৩| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৮

উদদিন বলেছেন: সন্মানীত ব্লগ কমিউনিটি
ব্লগ টিম এবং সম্পাদক সাহেব

"বাঁধ ভাঙ্গার আওয়াজ"

আপনাদের সবাই-কে "শুভ-সকাল" , আজের এই সকাল ‘যা আমার জন্ম-ভুমী বাংলাকে , বাংলার মানুষ-কে খুব কাছে থেকে দেখার , জানার এবং তাঁদের ভালোবাসা পাওয়ার জন্য এক সু-বর্ন-সুযোগ নিয়ে আসার একটি সকাল , আজ এমন একটি সকাল আমি পেলাম -যে সকাল আমার লেখার "আগ্রহ "অনুপ্রেরনা ও "বিশ্বাষ কে বেশ শক্তী-শালী করে তুললো , আমার এই "আগ্রহ "অনুপ্রেরনা ও "বিশ্বাষ এর পিছনে এবং সামনে যারা আছেন বা মূল-শক্তী ও বিশ্বাষ" তাঁর "মূল-উৎস" আমার স্ত্রী এবং আঁপনারা ! আমার স্ত্রী এবং আপনাদের "ব্রড-হার্ট"ই পাওনা আজকের আমার এই "শুভ-সকাল"এর "মিষ্টি-ধন্যবাদ" ! বিশেষ ধন্যবাদ সন্মানীত ব্লগ কমিউনিটি ব্লগ টিম এবং সম্পাদক সাহেব "বাঁধ ভাঙ্গার আওয়াজ" , অফুরন্ত ধন্যবাদ সন্মানীত বন্ধু-গন "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এবং আমার সন্মানীত পাঠক ও সহমনা সাথী "বাঁধ ভাঙ্গার আওয়াজ" ! আগেই বলেছি দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের বাইরে আমি , দেশে যে আসি-নাই "তা-নয় , এসেছি এবং আসি -যে সময় নিয়ে তা কেটে-যায় আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে , ঐ সময় টাতে না পড়া হয় বই না পড়া হয় পত্রিকা , তাই বানান ভাষা সব-কিছুতেই আমার নিয়ন্ত্রন-নাই , আরো একটি বড় কথা হলো দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের বাইরে থাকাতে এবং দেশে থাকাবস্থায় ইউরোপামেরিকা সম্পর্কে যা শুনেছি এবং বাস্তবে এই-সব দেশে বসবাস করে , স্থানীয়দের সাথে চলা-ফেরা ও বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে ইউরোপামেরিকা সম্পর্কে যে বাস্তব ও প্রাকটিক্যাল অভিগ্যতা হয়েছে তা থেকে আজ আমার মধ্যে ব্যাক্তি-গত মতবাদ এর শৃষ টি হয়েছে , সুতরাং আমার এই ব্যাক্তি-গত মতবাদ বা বাস্তব ও প্রাকটিক্যাল অভিগ্যতার আলোকে যদি কিছু লেখি এবং আমার সে-সব লেখার কারন যদি আপনাদের কারোর মনে আঘাত দেয়া হয়ে-যায় তার জন্য আমি অগ্রীম-খমা চেয়ে নিচ্ছি , তা"ছাড়া ইউরোপামেরিকা সম্পর্কে শুধু-যে আমার"ই ব্যাক্তি-গত মতবাদ প্রাকটিক্যাল অভিগ্যতা আছে সেটা-ও দাবী করছি-না , আমার মত লাখ-লাখ বাংলা-ভাষী ভাই-বোন শুধু ইউরোপামেরিকা তেই নয় পৃথিবীর আরো সুন্দর-সুন্দর দেশ-গুলোতে বসবাস করছেন এবং তাঁদের ধ্যান-ধারনা ও মতামত আমার ধ্যান-ধারনা ও মতামত থেকে উত্তম হবে বলে-ও বিশ্বাস করি , তাই আমি আপনাদের সবার মতামত-কে"ই "স্বাগতম" জানাই , সাথে এ-ও কথা দিচ্ছি আপনাদের-দ্বারা করা আমার লেখার যে-কোন মন্তব্য আমি সাদরে গ্রহন করবো , এবং সাথে এ-ও কথা দিচ্ছি আপনাদের প্রয়োজনে আমার লেখার ভিতর অথবা বাহিরে যে-কোন তথ্য আপনাদের চাওয়ার অপেখ্যায় নিজেকে প্রস্তুত রাখলাম ঃ - আবার-ও "ধন্যবাদ" সবাইকে , ভালো-থাকুন , সুস্থ-থাকুন এবং যে-খানেই থাকুন অবশ্ব্যই সাবধানে থাকবেন , নিজে ড্রাইভ করে অফিস করলে "ট্রাফিক-সিগন্যাল" অবশ্ব্যই মেনে-চলবেন , -প্লীজ !

১২৪| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৭

উদদিন বলেছেন: সন্মানীত ব্লগ কমিউনিটি
ব্লগ টিম এবং সম্পাদক সাহেব

"বাঁধ ভাঙ্গার আওয়াজ"

আপনাদের সবাই-কে "শুভ-সকাল" , আজের এই সকাল ‘যা আমার জন্ম-ভুমী বাংলাকে , বাংলার মানুষ-কে খুব কাছে থেকে দেখার , জানার এবং তাঁদের ভালোবাসা পাওয়ার জন্য এক সু-বর্ন-সুযোগ নিয়ে আসার একটি সকাল , আজ এমন একটি সকাল আমি পেলাম -যে সকাল আমার লেখার "আগ্রহ "অনুপ্রেরনা ও "বিশ্বাষ কে বেশ শক্তী-শালী করে তুললো , আমার এই "আগ্রহ "অনুপ্রেরনা ও "বিশ্বাষ এর পিছনে এবং সামনে যারা আছেন বা মূল-শক্তী ও বিশ্বাষ" তাঁর "মূল-উৎস" আমার স্ত্রী এবং আঁপনারা ! আমার স্ত্রী এবং আপনাদের "ব্রড-হার্ট"ই পাওনা আজকের আমার এই "শুভ-সকাল"এর "মিষ্টি-ধন্যবাদ" ! বিশেষ ধন্যবাদ সন্মানীত ব্লগ কমিউনিটি ব্লগ টিম এবং সম্পাদক সাহেব "বাঁধ ভাঙ্গার আওয়াজ" , অফুরন্ত ধন্যবাদ সন্মানীত বন্ধু-গন "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এবং আমার সন্মানীত পাঠক ও সহমনা সাথী "বাঁধ ভাঙ্গার আওয়াজ" ! আগেই বলেছি দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের বাইরে আমি , দেশে যে আসি-নাই "তা-নয় , এসেছি এবং আসি -যে সময় নিয়ে তা কেটে-যায় আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে , ঐ সময় টাতে না পড়া হয় বই না পড়া হয় পত্রিকা , তাই বানান ভাষা সব-কিছুতেই আমার নিয়ন্ত্রন-নাই , আরো একটি বড় কথা হলো দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের বাইরে থাকাতে এবং দেশে থাকাবস্থায় ইউরোপামেরিকা সম্পর্কে যা শুনেছি এবং বাস্তবে এই-সব দেশে বসবাস করে , স্থানীয়দের সাথে চলা-ফেরা ও বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে ইউরোপামেরিকা সম্পর্কে যে বাস্তব ও প্রাকটিক্যাল অভিগ্যতা হয়েছে তা থেকে আজ আমার মধ্যে ব্যাক্তি-গত মতবাদ এর শৃষ টি হয়েছে , সুতরাং আমার এই ব্যাক্তি-গত মতবাদ বা বাস্তব ও প্রাকটিক্যাল অভিগ্যতার আলোকে যদি কিছু লেখি এবং আমার সে-সব লেখার কারন যদি আপনাদের কারোর মনে আঘাত দেয়া হয়ে-যায় তার জন্য আমি অগ্রীম-খমা চেয়ে নিচ্ছি , তা"ছাড়া ইউরোপামেরিকা সম্পর্কে শুধু-যে আমার"ই ব্যাক্তি-গত মতবাদ প্রাকটিক্যাল অভিগ্যতা আছে সেটা-ও দাবী করছি-না , আমার মত লাখ-লাখ বাংলা-ভাষী ভাই-বোন শুধু ইউরোপামেরিকা তেই নয় পৃথিবীর আরো সুন্দর-সুন্দর দেশ-গুলোতে বসবাস করছেন এবং তাঁদের ধ্যান-ধারনা ও মতামত আমার ধ্যান-ধারনা ও মতামত থেকে উত্তম হবে বলে-ও বিশ্বাস করি , তাই আমি আপনাদের সবার মতামত-কে"ই "স্বাগতম" জানাই , সাথে এ-ও কথা দিচ্ছি আপনাদের-দ্বারা করা আমার লেখার যে-কোন মন্তব্য আমি সাদরে গ্রহন করবো , এবং সাথে এ-ও কথা দিচ্ছি আপনাদের প্রয়োজনে আমার লেখার ভিতর অথবা বাহিরে যে-কোন তথ্য আপনাদের চাওয়ার অপেখ্যায় নিজেকে প্রস্তুত রাখলাম ঃ - আবার-ও "ধন্যবাদ" সবাইকে , ভালো-থাকুন , সুস্থ-থাকুন এবং যে-খানেই থাকুন অবশ্ব্যই সাবধানে থাকবেন , নিজে ড্রাইভ করে অফিস করলে "ট্রাফিক-সিগন্যাল" অবশ্ব্যই মেনে-চলবেন , -প্লীজ !

১২৫| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২০

উদদিন বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/uddinhappy/08-2014/uddinhappy_20362479453fb0dbd3730d6.25147426_tiny.jpgসন্মানীত ব্লগ কমিউনিটি
ব্লগ টিম এবং সম্পাদক সাহেব

"বাঁধ ভাঙ্গার আওয়াজ"

আপনাদের সবাই-কে "শুভ-সকাল" , আজের এই সকাল ‘যা আমার জন্ম-ভুমী বাংলাকে , "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এর প্রথম পাতায় লেখার যে সুযোগ আমাকে দিয়েছেন তার জন্য আপনাদের সবাই-কে ধন্যবাদ , মানুষ-কে খুব কাছে থেকে দেখার , জানার এবং তাঁদের ভালোবাসা পাওয়ার জন্য এক সু-বর্ন-সুযোগ পাওয়ার জন্য আজ আমি খুব"ই আনন্দিত , এখন থেকে আমি এমন সব দিন-গুলো পাবো যার মাধ্যমে আমার লেখার "আগ্রহ "অনুপ্রেরনা ও "বিশ্বাষ কে বেশ শক্তী-শালী করে তুললো , আমার এই "আগ্রহ "অনুপ্রেরনা ও "বিশ্বাষ এর পিছনে এবং সামনে যারা আছেন বা মূল-শক্তী ও বিশ্বাষ" তাঁর "মূল-উৎস" আমার স্ত্রী এবং আঁপনারা ! আমার স্ত্রী এবং আপনাদের "ব্রড-হার্ট"ই পাওনা আজকের আমার এই "শুভ-সকাল"এর "মিষ্টি-ধন্যবাদ" ! বিশেষ ধন্যবাদ সন্মানীত ব্লগ কমিউনিটি ব্লগ টিম এবং সম্পাদক সাহেব "বাঁধ ভাঙ্গার আওয়াজ" , অফুরন্ত ধন্যবাদ সন্মানীত বন্ধু-গন "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এবং আমার সন্মানীত পাঠক ও সহমনা সাথী "বাঁধ ভাঙ্গার আওয়াজ" ! আগেই বলেছি দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের বাইরে আমি , দেশে যে আসি-নাই "তা-নয় , এসেছি এবং আসি -যে সময় নিয়ে তা কেটে-যায় আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে , ঐ সময় টাতে না পড়া হয় বই না পড়া হয় পত্রিকা , তাই বানান ভাষা সব-কিছুতেই আমার নিয়ন্ত্রন-নাই , আরো একটি বড় কথা হলো দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের বাইরে থাকাতে এবং দেশে থাকাবস্থায় ইউরোপামেরিকা সম্পর্কে যা শুনেছি এবং বাস্তবে এই-সব দেশে বসবাস করে , স্থানীয়দের সাথে চলা-ফেরা ও বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে ইউরোপামেরিকা সম্পর্কে যে বাস্তব ও প্রাকটিক্যাল অভিগ্যতা হয়েছে তা থেকে আজ আমার মধ্যে ব্যাক্তি-গত মতবাদ এর শৃষ টি হয়েছে , সুতরাং আমার এই ব্যাক্তি-গত মতবাদ বা বাস্তব ও প্রাকটিক্যাল অভিগ্যতার আলোকে যদি কিছু লেখি এবং আমার সে-সব লেখার কারন যদি আপনাদের কারোর মনে আঘাত দেয়া হয়ে-যায় তার জন্য আমি অগ্রীম-খমা চেয়ে নিচ্ছি , তা"ছাড়া ইউরোপামেরিকা সম্পর্কে শুধু-যে আমার"ই ব্যাক্তি-গত মতবাদ প্রাকটিক্যাল অভিগ্যতা আছে সেটা-ও দাবী করছি-না , আমার মত লাখ-লাখ বাংলা-ভাষী ভাই-বোন শুধু ইউরোপামেরিকা তেই নয় পৃথিবীর আরো সুন্দর-সুন্দর দেশ-গুলোতে বসবাস করছেন এবং তাঁদের ধ্যান-ধারনা ও মতামত আমার ধ্যান-ধারনা ও মতামত থেকে উত্তম হবে বলে-ও বিশ্বাস করি , তাই আমি আপনাদের সবার মতামত-কে"ই "স্বাগতম" জানাই , সাথে এ-ও কথা দিচ্ছি আপনাদের-দ্বারা করা আমার লেখার যে-কোন মন্তব্য আমি সাদরে গ্রহন করবো , এবং সাথে এ-ও কথা দিচ্ছি আপনাদের প্রয়োজনে আমার লেখার ভিতর অথবা বাহিরে যে-কোন তথ্য আপনাদের চাওয়ার অপেখ্যায় নিজেকে প্রস্তুত রাখলাম ঃ - আবার-ও "ধন্যবাদ" সবাইকে , ভালো-থাকুন , সুস্থ-থাকুন এবং যে-খানেই থাকুন অবশ্ব্যই সাবধানে থাকবেন , নিজে ড্রাইভ করে অফিস করলে "ট্রাফিক-সিগন্যাল" অবশ্ব্যই মেনে-চলবেন , -প্লীজ !

১২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৫

এম ই জাভেদ বলেছেন: বিজ্ঞাপন সন্ধানী লোক ছাড়া আর কেউ কি ইত্তেফাক পত্রিকা পড়ে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.