নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন টাইগাররা!! সাবাস!!

১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬





জিম্বাবুয়কে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় করল বাংলাদেশ। নয় বছর আগেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়টা ছিল দেশের ক্রিকেট ইতিহাসেই প্রথম সিরিজ জয়ের গৌরব। কিন্তু এই প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের গৌরব নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রায় ১০ মাস ধরে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকার পর আমাদের সাফল্য ফিরে এলো রাজকীয় ভাবে। তাই গোটা সিরিজে পুরো বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের উজার করে দিয়েছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় মনের গহীনে যে প্রত্যাশা বাসা বেঁধে​ছিল, সেটাকেই আজকে বাস্তবে রূপ দিয়ে গর্বিত করলেন সারা দেশের ক্রিকেটপ্রেমীদের।



এই টেস্টেই বাংলাদেশের ক্রিকেট প্রথমবারের মত দেখেছে দুই ওপেনারের সেঞ্চুরি, একই সিরিজে একজন খেলোয়াড়ের ২৫০ রান এবং১৮ উইকেট প্রাপ্তি এবং প্রায় সকল খেলোয়াড়দের উজ্জীবিত পারফরম্যান্স। সাকিব, তামীম, মূসফিকের পর নতুন দিনের আলো হিসেবে আমরা পেলাম লিটল মাস্টার- মুমিনুল হককে। সবকিছু মিলিয়ে স্বপ্নের এক টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ। ব্যাটে-বলের ধারাবাহিকতায় সফল এই সিরিজ যেকোনো বিচারেই বাংলাদেশ ক্রিকেটের বড় পাথেয় হিসেবে বিবেচিত হবে।



বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যাইন ব্লগের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সাবাশ, এগিয়ে যাও, সিরিজ ওয়াশ চাই।

২| ১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

রেজা সিদ্দিক বলেছেন: শুভ কামনা। হতাশার বৃত্ত থেকে বের হয়ে আসুক দেশ-

৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

ডি মুন বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে

বিজয়ের ধারা অব্যাহত থাকুক, এটাই কামনা।

:)

৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

লেখোয়াড় বলেছেন:
সাবাস বাঘারা, সাবাস!!

৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সাকিবের ২০ উইকেট খুব আশা করেছিলাম। যদিও তা হল না, তবুও ভাল লাগছে বেশ।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। আশা রাখি তারা তাদের এই ধারাবাহিকতা পরবর্তী ম্যাচগুলোতে বজায় রাখবে।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫০

রিফাত হোসেন বলেছেন: সিরিজ জয় টা প্রত্যাশিত ছিল না তাই ধন্যবাদ জাতীয় দলকে। তবে তুলনায় নীচু সারির দলের সাথে উচ্চ বাচ্চতে লাভ নাই। যদিও ২ বা ১ টা হারতেও পারত।

ভারত পাকিস্তান। অস্ট্রেলিয়ার সাথে বা উপরের সারির সাথে ওয়াশ ছাড়াই সিরিজ জিতলে আরো খুশি হতাম।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৩

একুশে২১ বলেছেন: এই একটা জায়গাতেই জাতি এখনো এক। তাই তা বড় আবেগের জায়গা। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টীম কে।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৩২

কাহাফ বলেছেন:
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট দল কে!!!

১০| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৬

জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন টাইগারদের !:#P

অনেক অনেক শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।

১১| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

অভিনন্দন বাংলাদেশ দলকে।

এগিয়ে যাও দীপ্ত পথে প্রতিষ্ঠিতদের হারানোর জন্য।

১২| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১২

পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল কে

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩০

সাইনাস বলেছেন: বাংলাদেশ টাইগারদের অবশ্যই ধন্যবাদ এবং শুভকামনা। তবে বাঙালি আশাবাদী যে শুধু জিম্বাবুয়ে নয়, আমরা ক্রমাগত হারাতে চাই অন্যান্য অধিক শক্তিশালী ক্রিকেট টিমগুলোকেও এবং গড়তে চাই আরোও রেকর্ড। শুমকামনা :D :D :D

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১২

ইছামতির তী্রে বলেছেন: Congratulations Team Bangladesh for winning the series by 3-0.

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

সরদার হারুন বলেছেন: সাবাস নাংলাদেশ

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

ইমতিয়াজ ১৩ বলেছেন: @ রিফাত হোসেন
এর মন্তব্যের সাথে একমত নই। বাংলাদেশ কিন্তু এতো দিন টেষ্টে জিম্বাবুয়ের নিচেই ছিল। তাই এই সাফল্যকে ছোট করে দেখার কোন কারণ নাই।



অভিনন্দন বাংলাদেশ, শুভকামনা বাংলাদেশ দলের সকল সদস্যের জন্য।


১৭| ১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

রশিদ সভাপতি মুমুরদিয়া বলেছেন: অভিনন্দন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং দলের সাথে জড়িত সকল কলা কৌশলীদের। আশা করি জয়ের এই ধারা বজায় থাকবে ভবিষ্যতেও।

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা টাইগারদের !

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

খাটাস বলেছেন: টেস্ট কমেন্ট

২০| ১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

শ্রাবণ জল বলেছেন: শুভেচ্ছা টাইগারদের :)

২১| ১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

ব্লগ পাঠক বলেছেন: ব্রাভো টাইগার্স

২২| ১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

নেক্সাস বলেছেন: ovinondon cricket team

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

গোলাপ ভাই বলেছেন: অভিনন্দন বাংলাদেশ টিম কে

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাটাই মূল চ্যালেঞ্জ । ওয়ানডে সিরিজ জেতাটা সহজ হবে আশা করি । থিংক ট্যাকরা সুষ্ঠু পরিকল্পনা করে দলটাকে এগুতে সাহায্য করবে আশা করি ।

প্রিয় দলের জন্য অভিনন্দন ও শুভকামনা ।

২৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন!

২৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

আবু শাকিল বলেছেন: সাবাশ বাংলাদেশ।

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

জে.এস. সাব্বির বলেছেন: we want the tour result will be 8-0

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.