নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। গত ১৬ নভেম্বর বিকেল চারটার পর সামহোয়্যার ইন ব্লগের সার্ভার সংক্রান্ত কিছু অসংগতির কারণে একটি নির্দিষ্ট সময়ে কিছু সংখ্যক ব্লগার যেমন লগইন করতে পারেননি বা লগিন সংক্রান্ত কিছু জটিলতার সম্মুখীন হয়েছেন। বিষয়টি আমাদের নজরে আসা মাত্রই আমাদের টেকনিক্যাল টিম সমস্যাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে তা সমাধানের লক্ষ্যে কাজ শুরু করে। তাতে কিছু সময় লেগে গেলেও আমরা সমস্যাটির সমাধান নিশ্চিত করি।
একটি সাধারন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঐ নির্দিষ্ট সময়ে যে সকল ব্লগারগন ব্লগে উপস্থিত ছিলেন তাদের সকলের পাসওয়ার্ড পূর্নস্থাপিত করা হয়েছিল এবং আরও কিছু স্বাভাবিক সুবিধা যেমন: পোস্ট ড্রাফট, আনড্রাফট ইত্যাদি সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। উপযুক্ত যাচাই বাছাই করার পর আমরা ব্লগে বিচরণের সকল স্বাভাবিক সুবিধা সমূহ পুনরায় খুলে দিয়ে দিয়েছি।
আমরা কৃতজ্ঞতা জানাই সকল ব্লগারদের প্রতি যারা বিভিন্ন সমস্যা মোকাবেলায় ধৈর্য সহকারে আমাদের পাশে থেকেছেন এবং সবসময়ই থাকেন। মুলত আপনাদের ধৈর্য আর ভালোবাসাই আমাদের কাজ করার প্রধাণ শক্তি। সামগ্রিক এই বিড়ম্বনার জন্য আমরা আবারও আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।
আপনারা নিশ্চয়ই জানেন যে, ফিডব্যাক বা ইমেইলের মাধ্যমে আমরা যখনই আপনাদের কোন সমস্যা ব্যাপারে অবগত হই তখনই তা সমাধানের ব্যাপারে আমরা সম্ভাব্য দ্রুততার সাথেই পদক্ষেপ নিই। এই ব্যাপারে আমরা শতভাগ আন্তরিক মনোভাব ও পেশাদারিত্বের সাথেই কাজ করি এবং তথ্য সুরক্ষা ও নিরাপত্তা জনিত গোপনীয়তার বিষয়টি বজায় রাখার ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। আপনার/আপনাদের দায়িত্বশীল ব্লগিং যাবতীয় মঙ্গলে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। আমাদের সকলের জন্যে সকলের এই সুন্দর চর্চাটি অব্যহত থাকুক।
বিনীত
সামহোয়্যার ইন ব্লগটিম।
২| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোবাইলে ফুল ভার্সন পেয়েই আমি খুশি ।
তড়িৎকর্মা সামু টিমকে অভিনন্দন ।
৩| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: ঢুকতে না পেরেই বুঝতে পেরেছিলাম হয়তো সার্ভার ডেভেলপমেন্টর কাজ করছেন...ধন্যবাদ নোটিফিকেশনের জন্য...
৪| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২২
এমএম মিন্টু বলেছেন:
৫| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭
আরজু পনি বলেছেন:
অন্যদের পোস্টে প্রবেশ করতে পারলেও আমার নিজের ♣সহব্লগারদের যে সব বই পড়লাম♣ পোস্টটিতে প্রবেশ করতে গেলেই
সার্ভার মেইনটেন্যান্স এর জন্য অল্প সময় সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।
এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বিনীত,
সামহোয়্যার ইন ব্লগ টিম।
এই লেখা পাচ্ছি এবং সেই পোস্টটিতে প্রবেশ করতে পারছি না । কিন্তু আমারই অন্য পোস্টে প্রবেশ করতে পারছি...অনুগ্রহপূর্বক একটু বিবেচনা করলে ভালো হতো ।
ধন্যবাদ ।।
৬| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯
আরজু পনি বলেছেন:
পোস্টটির লিঙ্কটি সংযুক্ত করে দিলাম ।
♣সহব্লগারদের যে সব বই পড়লাম♣
৭| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৪
*কুনোব্যাঙ* বলেছেন: বব ডিলনের একটা গান মনে পড়ছে, হাউ ম্যানি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন, বিফোর ইউ কল হিম এ ম্যান! কতগুলো দিন পেরুলে একে স্থায়ী অসুবিধা বলা যায়!
৮| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৮
জাফরুল মবীন বলেছেন: সমস্যাটি সমাধানের জন্য সামু কর্তৃপক্ষ যে অক্লান্ত পরিশ্রম করেছে তার জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
আপনাদের প্রতি শুভকামনা রইলো।
৯| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: বব ডিলনের একটা গান মনে পড়ছে, হাউ ম্যানি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন, বিফোর ইউ কল হিম এ ম্যান! কতগুলো দিন পেরুলে একে স্থায়ী অসুবিধা বলা যায়!
১০| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯
সুমন কর বলেছেন: ব্লগার অারজুপনির পোস্টের লিংক ঠিকই অাছে।
সামুতে লগইন না করে থাকাটা অাসলেই কষ্টকর; অন্তত যারা নিয়মিত।
সমস্যার সমাধান হয়েছে বা করেছেন বলে, সামহোয়্যার ইন ব্লগটিমকে ধন্যবাদ।
১১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৮
জাকির হায়দার বলেছেন: ব্লগার অারজুপনি, দয়া করে ক্যাশ পরিষ্কার করুন। িঠক হয়ে যাবে।
১২| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯
বিডি আইডল বলেছেন: হ্যাক হইছিলো নাকি আবার?
১৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭
মামুন রশিদ বলেছেন: দ্রুত ব্যবস্থা নেয়ায় ধন্যবাদ ।
১৪| ২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
আনিসুর রহমান এরশাদ বলেছেন: নতুন পোস্ট দিতে পারছিনা। পূর্বের লেখাও পড়া যাচ্ছেনা।
১৫| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
ফারহান ফারদিন বলেছেন: লগিন সমস্যা পুরপুরি দূর হয়নি, ফেসবুকে ব্লগার এম ই জাভেদ লগিন করতে পারছেন না বলে হাঁসফাঁস করছেন, ব্লগ কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার পান নি! খুব ই দুঃখ জনক। জানা আপাকে মেইল করলে কি কাজ হবে ? উনার মেইল এড্রেস কি ?
ব্লগারদের সমস্যা তাৎক্ষনিক সমাধানে একজন নিবেদিত প্রান মডুর তীব্র অভাব বোধ হচ্ছে।
১৬| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০
আবু শাকিল বলেছেন: সামু ব্লগ টিমকে ধন্যবাদ
১৭| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি কিছুসমস্যায় পরেছিলাম এবং তাৎখনিক ভাবে তা সমাধঅনও হয়েছে। ধন্যবাদ বিবশেষ ভাবে জানা আপাকে আর সমিগ্রিকভাবে সামু পরিচালনা পর্ষদকে।
১৮| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০৮
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: মাঝে মাঝে লগ ইন করতে প্রবলেম হয় । তখন হুট করে মনে ভয় ঢুকে যায় -এই বুঝি আইডি চোপাট হলো । আমি সবসময় পিসি থেকেই ব্লগে আসি । আমার ক্ষেত্রে অসুবিধাগুলো সাময়িক ছিলনা । তবে কয়েকদিন হলো বেশ স্বাচ্ছন্দে ব্যাবহার করতে পারছি । ব্লগের টেকনিশিয়ানদের অজস্র ধন্যবাদ ।
১৯| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।
২০| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগটিম কে ধন্যবাদ ++++++++++++++
২১| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
মুহিব জিহাদ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগটিম। এর দুঃখ দেখতে দেখতে আমরাও পার্মানেট দুঃখি হয়ে গেছি।সমস্যা নাই এভাবে আরো কিছুদিন চলতে থাকলে আশা করি আমার মত সকলের ই ইহাকে সামুর নিয়ম বলে মেনে নিবে। ।
তবুও ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগটিম।
২২| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনপ্রিয় এবং দায়িত্বশীল ব্লগ হিসেবে সামূ অত্যন্ত জনপ্রিয়,
সামুর কাছ থেকে এমন সমস্যা আশা করিনা। আগামীতে
সামু আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে সেটাই প্রত্যাশা।
২৩| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
আনিসুর রহমান এরশাদ বলেছেন: কয়েকিদন ধরে শুধু লেখা আসছে-
সার্ভার মেইনটেন্যান্স এর জন্য অল্প সময় সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।
এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিনীত,সামহোয়্যার ইন ব্লগ টিম।
দ্রুত ব্যবস্থা নিবেন আশা করি।
২৪| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
বাংলার নেতা বলেছেন: আমি অন্তত ৫-৬ বার লগিন করেছিলাম! শেষমেষ আজ ওকে পেয়ে পুলকিত অনুভব করছি!
২৫| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
জাকির হায়দার বলেছেন: ব্লগার আনিসুর রহমান এরশাদ, দয়া করে ক্যাশ পরিষ্কার করুন। িঠক হয়ে যাবে
ক্যাশ পরিষ্কার করার জনয CTRL+F5 বাট্ন চাপুন। অথবা এই লিঙ্ক গুলো দেখুন ফায়ারফক্স , ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার
২৬| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৮
ঢাকাবাসী বলেছেন: এটাকে অস্হায়ী সমস্যা না বলে দীর্ঘস্হায়ী বলাই ভাল্। আমরা তো ভাবলুম সরকার বন্ধই করে দিল নাকি!
২৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১
বাড্ডা ঢাকা বলেছেন: ব্লগটিম কে ধন্যবাদ ++++++++
২৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪২
মামুন ইসলাম বলেছেন: ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের
অভিন্দন ।
২৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৩
আরজু পনি বলেছেন:
নোটিশ বোর্ড এবং যারা সুপরামর্শ দিয়েছেন তাদের সবাইকে...
অনেক ধন্যবাদ ।।
৩০| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯
দেবাশীষ বসু বলেছেন: আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি এখন মোবাইলে লগ ইন করতে পারছি
৩১| ১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২১
সুশান্ত হাসান বলেছেন: ধন্যবাদ
৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
ইঞ্জি মো:মারুফ হাসান বলেছেন: সবাইকে আন্তরিক শুবেচ্ছা এবং আমন্ত্রন রইল আমাদের ব্লগে http://tunerpage.com/
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
বলেছেন: