নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। সম্প্রতি আমরা ইমেইলের মাধ্যমে বেশ কিছু ব্লগারদের কাছ থেকে প্রায় একই জাতীয় সমস্যার ব্যাপারে জেনেছি। প্রতিটি সমস্যার আলাদা প্রতিউত্তর দেবার পরও যেহেতু প্রতিনিয়ত আমরা প্রায় একই ধরনের ইমেইল পাচ্ছি, তাই সকলের অবগতির জন্য কিছু বিষয় নিয়ে এখানে কথা বলব যা একযোগে সকলের জন্য সুবিধাজনক হবে।
ক) লগ ইন সমস্যাঃ
ব্লগারদের কাছ থেকে বিভিন্ন সময়ে লগ-ইন সমস্যা সংক্রান্ত ইমেইলগুলো পর্যবেক্ষন করে আমরা দেখেছি অনেকেই ইমেইল আইডি আর ব্লগ ইউজার আইডির ব্যাপারটি মিলিয়ে ফেলছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই তারা ব্লগে প্রবেশ করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই সকলের সুবিধার জন্য এখন থেকে ব্লগে ইউজার আইডির পাশাপাশি ইমেইল আইডি দিয়েও লগ ইন করা যাবে এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের ক্ষেত্রেও ইউজার আইডির পাশাপাশি ইমেইল আইডি ব্যবহার করা যাবে।
খ) ইমেইল আইডির পাসওয়ার্ড হারিয়ে গেলে/ ডিএক্টিভেট সংক্রান্ত সমস্যাঃ
আপনার ব্লগটি রেজিস্টেশন করার সময় যে ইমেইলটি ব্যবহৃত হয়েছে, সেই ইমেইল ঠিকানাটি পরিবর্তন করার কোন সুযোগ নেই। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারনে কোন ইমেইল আইডি যদি ডিএক্টিভেট হয়ে যায়, কেবল তখনই তা পরিবর্তন করার জন্য উপযুক্ত তথ্য দিয়ে আমাদের ইমেইল করতে পারেন। সেইক্ষেত্রে একাউন্ট ডিএক্টিভেট সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদেরকে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। প্রমান হিসেবে একাউন্টটি ডিএক্টিভেট হবার পক্ষে কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে পাঠানো কোন নির্দিষ্ট ইমেইল অথবা স্ক্রীনশর্ট একমাত্র বিবেচনায় নেয়া হবে।
গ) ব্লগে রেজিস্টেশন করার সময় যে ইমেইলটি ব্যবহৃত হয়েছে, তার পাসওয়ার্ড যদি হারিয়ে যায়, কোন কারনে যদি প্রবেশ না করা যায়, তাহলে তা পুনুরুদ্ধার করে ব্যবহার উপযোগী করার দায়িত্ব সংশ্লিষ্ট ব্লগারকেই নিতে হবে, এই ক্ষেত্রে আমাদের কিছু করনীয় নেই।
ঘ) ব্রাউজারের ক্যাশিং পরিষ্কার/ পেইজটি রিফ্রেস না করার কারনে যারা “সার্ভার মেইনটেন্যান্স এর জন্য অল্প সময় সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।” এই ম্যাসেজটি দেখতে পাচ্ছেন, তারা দয়া করে নিজ নিজ ব্রাউজারের সেটিংস থেকে অথবা ctrl + F5 প্রেস করে ক্যাশ পরিষ্কার করে নিন। লগ ইন সংক্রান্ত যাবতীয় সমস্যা আমরা ইতিমধ্যেই সমাধান করেছি।
ঘ) ব্লগ সম্পর্কিত কোন প্রশ্ন বা সমস্যার ব্যাপারে জানতে এবং জানাতে আমাদের সরাসরি ইমেইল করুন [email protected] এ, ব্লগে নয়। ব্লগারদের সাথে সরাসরি যোগাযোগ এবং সমস্যার দ্রুত সমাধানে এই প্রক্রিয়াটি আমাদের জন্য সহায়ক ভুমিকা পালন করে। আর মেইল পাঠানোর সময় আপনার ইউজার আইডি অথবা ইমেইল অ্যাড্রেস ( যা দিয়ে ব্লগে রেজিট্রেশন করেছেন) অথবা ইউআরএল অনুগ্রহ করে সংযুক্ত করে দিন।
বিনীত,
সামহোয়্যার ইন ব্লগ টিম।
২| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: পোষ্টটি তো স্টিকি ছিল। উঠিয়ে নিলেন ক্যান? নতুন কোন জাম্যালা ???
৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম হওয়ার জন্য ধন্যবাদ দিয়ে মন্তব্য করেছি আর কিছু সময় পরে স্টিকি না দেখে মন্তব্য করিছি আর এখন করছি কিছু সসম্যা জানিয়ে:-
১. প্রায় ২ থেকে তিন বার চেষ্টা করে লগইন করতে পেরেছি।
২. পোষ্টে এক জায়গায় বলা আছে ইউজার রা ইচ্ছে করলেই ই-মেইল এ্যাড্রেস পরিবর্তন করতে পারবে না, আমার কাছে মনে হয় এ সুযোগটা থাক প্রয়োজন।
সামু সাথে আছি সবসময়। শুভ কামনা সামহোয়্যার ইন ব্লগ
৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ সামহোয়্যারইন টিম ।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: গুরুত্ব পূর্ণ বিজ্ঞপ্তি , সামুকে ধন্যবাদ ।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯
মাতাল প্রেমী বলেছেন: ধন্যবাদ সামু টিম কে ।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩২
স্বপ্নছোঁয়া বলেছেন: ধন্যবাদ । লগ ইন সমস্যা মাঝে মাঝে অসহনীয় লেগেছে।শুনে ভাল লাগছে এই ঝামেলাতে আর পড়তে হচ্ছেনা।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ সামু ।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ ..................
১১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
পোষ্টের খ সমস্যাটি আমার ছিলো। আমি মেইল করে সে সমস্যা পেয়েছি খুবই দ্রুত সময়ের মধ্যে।
ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ টিমকে।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
সুমন কর বলেছেন: ধন্যবাদ সামহোয়্যারইন টিমকে।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১
ইমরান আশফাক বলেছেন: সার্ভার মেইনটেন্যান্স এর জন্য অল্প সময় সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।
এই মেসেজটি আমি প্রায়ই দেখতে পাই।
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:০১
ব্লগার মাসুদ বলেছেন: আমি কেন আমার লেখা প্রথম পৃষ্টায় দেখতে পারছি না
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫৪
বিডি আইডল বলেছেন: আপনাদের ক্যাশের সমস্যাটা অতীব প্রকট...এটা ডায়নামিক কোন সাইটেই এইরকম থাকে না...এইটা সলভ করলে অনেক সমস্যা এমনিতেও চলে যাবে
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩
এবং অভ্র বলেছেন:
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২১
এমএম মিন্টু বলেছেন:
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২২
অদৃশ্য বলেছেন:
আমি আমার পিসিতে যে সমস্যা এখনো দেখতে পাচ্ছি তা হলো (ctrl+f5 করবার পরেও) ...
-- অনলাইনে কারা আছেন তা দেখতে পাচ্ছিনা ( হোম পেজে দেখা যায়না... আমার ব্লগেরগুলো দেখা যায় )
-- সাম্প্রতিক মন্তব্যগুলো দেখতে পাচ্ছিনা
-- নতুন ব্লগও দেখতে পাচ্ছিনা
সেই জায়গাগুলোতে “সার্ভার মেইনটেন্যান্স এর জন্য অল্প সময় সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।” এটা দেখতে পারছি। এই সমস্যাটার বেশকিছুদিন থেকেই হচ্ছে।
দয়াকরে জানাবেন কিভাবে এর সমাধান করতে পারি...
শুভকামনা...
১৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২০
ব্লগার মাসুদ বলেছেন: মডারেশন স্ট্যাটাস
আপনি একজন সাধারন ব্লগার
এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।
২০| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
@অদৃশ্য ভাই, আপনি দয়া করে এই সমস্যাটি আমাদের ব্লগ টিমকে [email protected] এ লিখে এখুনি পাঠিয়ে দিন। মেইল পাঠানোর সময় আপনার ইউজার আইডি অথবা ইমেইল অ্যাড্রেস ( যা দিয়ে ব্লগে রেজিট্রেশন করেছেন) অথবা ইউআরএল অনুগ্রহ করে সংযুক্ত করে দিন।
২১| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
জাকির হায়দার বলেছেন: ব্লগার অদৃশ্য ও ইমরান আশফাক, দয়া করে ক্যাশ পরিষ্কার করুন। িঠক হয়ে যাবে
ক্যাশ পরিষ্কার করার জনয CTRL+F5 বাট্ন চাপুন। অথবা এই লিঙ্ক গুলো দেখুন ফায়ারফক্স , ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার
২২| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
সরদার হারুন বলেছেন: পলরাম এবং জানলাম ।
ধন্যবাদ।
২৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১
মূকতাদির সাকিন বলেছেন: ধন্যবাদ।
২৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অজস্র ধন্যবাদ । কাল থেকে লগ ইন নিয়ে প্রচন্ড ঝামেলায় ছিলাম । কোনভাবেই সম্ভব হচ্ছিলনা । আজ একজন প্রিয় ব্লগারের টিপস পেয়ে ক্যাশ পরিষ্কার করলাম....বুকমার্কস থেকে অপ্রয়োজনীয় লিংকগুলো বাদ দিলাম । তারপর পিসি রিস্টার্ট করে আবারো লগইন করতেই বেশ স্মুথলী লগ ইন হলো ।
থ্যাংকস টু অল মডু'স । লাভ ইট ।
২৫| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:১৯
রেজওয়ান হুসাইন বলেছেন: ধন্যবাদ
২৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আমার নিজের ব্লগে ঢুকতে চাইলে বলছে -
সার্ভার মেইনটেন্যান্স এর জন্য অল্প সময় সামহোয়্যার ইন ব্লগ বন্ধ থাকবে।
এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বিনীত,
সামহোয়্যার ইন ব্লগ টিম।
২৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
২৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: ধন্যবাদ সামু ব্লগ টিম।
২৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
রোদেলা বলেছেন: যাক অবশেষে ইমেইল আই ডি টা পেলাম।অনেক ধন্যবাদ।
৩০| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০
মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ
৩১| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৬
মি. ফেসবুকিস্ট বলেছেন: বহু ধরণের সমস্যা ফেস করতেছি।
৩২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪৫
জান্নাত আক্তার বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ টিমকে অসংখ ধন্যবাদ
৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৪৬
ছায়েদ শাহ বলেছেন: সামুর মোবাইল ভার্সনটা নিয়ে দারুন সমস্যায় আছি
৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭
সোজা কথা বলেছেন: খুবই কাজের। কতৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
অরুদ্ধ সকাল বলেছেন:
৩৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫
অগ্নিপাখি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩৭| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫০
টুম্পা মনি বলেছেন: হুম ঘ নং ফর্মুলা ইউজ করে এখন ল্যাপটপ থেকে ব্লগে আসলাম। ধন্যবাদ। কাজের পোষ্ট।
৩৮| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১
সোহেল আহমেদ পরান বলেছেন: আন্তরিক ধন্যবাদ
৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:২৫
মাহবু১৫৪ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪০| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
ডি মুন বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যারইন ব্লগ টিম
৪১| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো থাকুন সকলে
৪২| ২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১
আগুনে পাখি বলেছেন: ভালো লাগলো
৪৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৪
দূর্যোধন বলেছেন: সকল স্টিকি হওয়া পোস্টের জন্য একটি হাইপারলিংকের ব্যবস্থা করা যায় , যেখানে ক্লিক করে ব্লগাররা সকল স্টিকি হওয়া পোস্ট দেখতে পারবে ? সারা বছরের ইস্যু , ব্লগিং ও ব্লগারদের গতিপ্রকৃতি সম্পর্কে বেশ আইডিয়া পাওয়া যেত তাহলে এক ক্লিকেই
৪৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪০
বলেছেন: যাক অবশেষে ইমেইল আই ডি টা পেলাম।অনেক ধন্যবাদ।
৪৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২২
অতঃপর জাহিদ বলেছেন: আমার গতরাতের লেখাটা মুছে দেওয়া হয়েছে, সব লেখাইই মুছে দিলাম নাউ হ্যাপি।
৪৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৭
এস.কে নূরমোহাম্মদ বলেছেন: আমার কোন ঝামেলা হয়না। আশাকরি হবেও না।
৪৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
কলমের কালি শেষ বলেছেন: প্রিয় সামু কতৃপক্ষ, আমি একটা সমস্যা নিয়ে আপনাদেরকে কয়েকবার মেইল করার চেষ্টা করেছিলাম কিন্তু মেইলটা সেন্ড হয়নি । আমার প্রবলেমটা ছিল নটিফিকেশন বক্স সবসময় শূন্য দেখায় । তাই নিজের লেখায় পাওয়া কমেন্টগুলো নিজের একাউন্টে ঢুকে পাওয়া গেলেও অন্যের লেখায় মন্তব্য করার প্রতিউত্তরগুলো পাওয়া যায় না ।প্লিজ সমস্যাটা যদি একটু দেখতেন তাহলে অনেক উপকৃত হতাম ।
ধন্যবাদ ।
৪৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩
মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ধন্যবাদ, আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: ধন্যবাদ