নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৯শে ডিসেম্বর ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস উপলক্ষে ব্যানার আহবান।

৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৫


প্রিয় ব্লগার,

আসন্ন মহান বিজয় মাসের শুভেচ্ছা নিন। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলা ব্লগারদের মধ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবারও আমরা বাংলা ব্লগাররা একত্রিত হয়ে গৌরবময় বিজয়ের দিনে একটি শোভাযাত্রা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের শোভাযাত্রায় যে ব্যানারটি ব্যবহৃত হয় তা সবসময় ব্লগাররাই বিপুল উৎসাহে তৈরী করে থাকেন। সেই ধারাটি বজায় রেখে এবারও আমরা ব্লগারদের কাছে থেকে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসের ব্যানারের ডিজাইন আহবান করছি। আপনাদের তৈরী ব্যানারগুলো ১৪, ১৫ এবং ১৯ ছাড়া পুরো মাস জুড়ে একে একে প্রদর্শিত হতে থাকবে।

আসছে ১৯ শে ডিসেম্বর, শুক্রবার ২০১৪ ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস। প্রতিবারের মত এবারও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বাইরেও অবস্থানরত বাংলা ব্লগাররা মাতৃভাষায় দায়িত্বশীল ও উন্মুক্ত মত প্রকাশের প্রত্যয়ে একত্রে দিনটি উদযাপন করবেন। বাংলা ব্লগ পরিমন্ডলে এই বিশেষ দিনটির জন্যেও আকর্ষণীয় ব্যানার তৈরীতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি।

উল্লেখ্য, নির্বাচিত ব্যানারটি ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবসে ঢাকা সহ সারা দেশে এবং দেশের বাইরে একযোগে ব্যবহৃত হবে।

আপনার আনন্দময় ও উন্মুক্ত ভাবনাকে কাজে লাগিয়ে দিন। ব্যানারটি হতে পারে কম্পিউটার ডিজাইন, ফটোগ্রাফি, হাতে আঁকা ছবি বা অন্য যে কোন কিছু যা আনন্দ, মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার সাথে সামঞ্জস্যপূর্ণ।

আপনার ডিজাইন/ব্যানার পাঠাবার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

- ব্লগাররা শুধুমাত্র ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ডিজাইন তৈরী করবেন এবং আমরা তার উপর অন্যান্য হেডার অংশগুলো যেমন গ্লাস ইফেক্ট, সাদা মেনুবার, লোগো, ভাষা পরিবর্তনের জন্য টপফ্রেম ইত্যাদি বসিয়ে নেবো।

- ব্যানার ইমেজ সার্বজনীন হতে হবে। কোন নির্দিষ্ট দল, গোস্ঠি, ব্লগারের নাম বা কোন ব্যঙ্গাত্মক কার্টুন গ্রহণযোগ্য হবে না। ।

- ব্যানারের মধ্যে সামহোয়্যার ইন...ব্লগ বা 'বাঁধ ভাঙার আওয়াজ' বাক্যটি, ব্র্যান্ডিং এবং লোগো থাকবে না।

- ব্যানারটি হতে হবে প্রস্থ ১০২৪ পিক্সেল এবং উচ্চতা ২১৫ পিক্সেল।

- ব্যানারটিতে নির্দিষ্ট স্থানে অবশ্যই আপনার “ব্লগ নিক” যুক্ত করুন।

- ব্যানার ইমেজ জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি ফর্মেটের হতে পারে।


যেভাবে ব্যানার সাবমিট করবেন:

আপনার তৈরি ব্যানারে অবশ্যই আপনার ব্লগ নিকটি লিখুন। আপনার মেইল একাউন্টে গিয়ে ইমেজ আপলোড করুন এবং পাঠিয়ে দিন এই ঠিকানায়:

[email protected]

ইমেজ পাঠানোর সাথে মেইলে আপনার ব্লগের নিক ও লিংক অবশ্যই যুক্ত করবেন।

আপনাদের অংশগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ ৩০শে নভেম্বর ২০১৪ থেকে এবং এই ব্যানার গ্রহণ অব্যাহত থাকবে ৪ঠা ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ।

শুভ ব্লগিং।

সামহোয়্যার ইন ব্লগ টিম।

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ধন্যবাদ।


তবে ব্লগ দিবস সম্পর্কে বিস্তারিত কোন পোষ্ট কি আসবে ?

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৮

বাউল আলমগী সরকার বলেছেন: জ্বি আপনার সাথ এক মত

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

আবু শাকিল বলেছেন: আজকেই ব্যানার তৈরির কামে লাইগা গেলাম। =p~ =p~ =p~



ইমতিয়াজ ভাই বলেছেন -


ব্লগ দিবস সম্পর্কে বিস্তারিত কোন পোষ্ট কি আসবে ??

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

এমএম মিন্টু বলেছেন: ব্লগ দিবস সম্পর্কে পোষ্ট আসবে B-) B-) B-)

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

ইমতিয়াজ ১৩ বলেছেন: হাঠাই দিছি। জীবনে এই প্রথ্থম।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২১

খোকন িময়া বলেছেন: ব্লগ দিবস কী প্রত্যেক বিভাগীয় শহরে পালন করা হবে না কী ঢাকাতে?

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

কাহাফ বলেছেন:

জেলা ভিত্বিকও পালন হবে 'ব্লগ দিবস'.......???

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০

পরিবেশ বন্ধু বলেছেন: ঢাকায় অংশ নিতে পারবে এমন বন্ধুগন ব্যাথিত নিজ নিজ এলাকায় ব্লগ দিবস পালন করা সবার জন্যই ভাল ।
একসাথে সারাদেশে এবং দেশের বাইরের ব্লগ দিবসের আয়োজন আবার সামুতে এবং মিডিয়ায় আপডেট লাইভ দেখানো হবে
সেটাও কর্তৃপক্ষের নিকট আশা করা যায় ।
সবার অংশগ্রগনে এবারের ব্লগ দিবস সফল হোক ।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১

সঞ্জয় নিপু বলেছেন: ১৬ ডিসেম্বর কয়টা বাজে কোথা হইতে র‍্যলি শুরু করা হবে তার আপডেট এখানে দিয়ে দিবেন ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৫

শাফি উদ্দীন বলেছেন: গৌরবের কথা।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Is there any way to record the main event? I won't be able to watch it.

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৮

মামুন রশিদ বলেছেন: টেকি, সেমি-টেকি ব্লগার ভাই বোনেরা ঝাঁপাইয়া পড়ুন ।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: আশা করি সবার কাছে সমাদৃত এবং দৃষ্টিনন্দন একটা ব্যানার পেতে যাচ্ছি ।

ব্লগ ডে নিয়ে বিস্তারিত কোন লেখা আশা করছি শিগগিরই ।

ভালোলাগা ।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৩

নয়ন জামান বলেছেন: সুন্দর একটা ব্যানার হবে আশা করছি।সকল জেলাতেই ব্লগ দিবসটা উৎসাহের সহিত পালিত হোক। মুক্তিচিন্তায় ব্লগ দিবসটি তরুন তরুনীদের আকৃষ্ট করবে।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬

সোজা কথা বলেছেন: ব্লগ দিবসে সুন্দর ও তাৎপর্যমূলক ব্যানার পাব বলে আশা করছি।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬

পরিবেশ বন্ধু বলেছেন:

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ব্যানারে সুন্দর ও তাৎপর্যপূর্ণ একটি শ্লোগান থাকলে ভাল হয় ----

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০১

আরজু পনি বলেছেন:

একটা ব্যানার বানাতে পারলে ভালো হতো ।।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭

পরিবেশ বন্ধু বলেছেন:

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

আগুনে পাখি বলেছেন: খুলনার ব্লগার আছে কেউ ???

থাকলে জানাবেন

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

মামুন ইসলাম বলেছেন: ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস সফল্য হোক সকল ব্লগারদের প্রাণঢালা অভিনন্দন ।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

কালের সময় বলেছেন: ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস সফল্য হোক

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৫০

নাসির ভাই বলেছেন: ব্লগ ডে তে কি কি হবে?

সব কিছু নিয়ে একটা বিস্তারিত পোস্ট চাচ্ছি।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৮

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: বেশি একটা পারিনা,পারলে অবশ্যই একটা ব্যানার তৈরি করে দিতে পারতাম! এই ব্যানার তৈরি করার সিস্টেম টা কারোর জানা থাকলে,সেটা বললে সর্বোচ্চ খুশি হতাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.