নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার
আজ ১৫ই ডিসেম্বর, সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিন। ২০০৫ সালের এই দিনে বাংলাদেশে সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ার ধারনা নিয়ে যাত্রা শুরু করে কমিউনিটি বাংলা ব্লগ- সামহোয়্যারইন। পাশাপাশি সামহোয়্যারইন ব্লগের মাধ্যমেই অনলাইনে মাতৃভাষা বাংলা লেখা সম্ভব হয়ে উঠে। এই দীর্ঘ সময় জুড়ে একত্র থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
বিগত সময়গুলোতে ব্লগ ব্যবহারের নানাবিধ সমস্যার কথা বিবেচনা করে আজকের এই আনন্দের দিনে আমরা একটি নতুন সুবিধাজনক ও বৈচিত্রপূর্ন ভার্সন উপহার হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছি। ব্যবহারে সুবিধা এবং অভ্যস্ততার জন্য বর্তমানে দুটি ভার্সনই আলাদা ভাবে রাখা হলো। খুব শিগগীরই কেবল মাত্র নতুন ভার্সনটি চালু থাকবে। নতুন ভার্সনটির লিংক হলোঃ
http://beta.somewhereinblog.net
নতুন ভার্সনটি ব্যবহারের ক্ষেত্রে যা যা লক্ষনীয়ঃ
১) পুরানো ভার্সন থেকে নতুন ভার্সনে যেতে হলে, নতুন করে আবার লগ ইন করতে হবে।
২) সামহোয়্যারইন ব্লগের মুল বৈশিষ্ঠ্য/পদ্ধতিকে মাথায় থেকে নতুন আরেকটি সুবিধাজনক পদ্ধতি যুক্ত করা হয়েছে।
৩) অপ্রয়োজনীয় অনেক সুবিধা বন্ধ করে বা ক্ষেত্র বিশেষে নতুন ভাবে সংযোজিত করে পেজ লোডিং দ্রুততর করা হয়েছে।
৪) নেভিগেশনের সুবিধার্থে নতুন একটি হেডার সংযুক্ত করা হয়েছে।
৫) ব্যবহারের সুবিধার্থে নোটিফিকেশনের স্থানটি পরিবর্তন করে হেডারে স্থানান্তরিত করা হয়েছে।
৬) ব্লগের সাথে আরো নিবিড় সম্পর্কের জন্য প্রোফাইল ছবি এখন থেকে ব্লগের হেডিংয়েই দেখতে পাওয়া যাবে।
৭) পোষ্ট পড়ার সুবিধার্থে ক্রমাগত স্ক্রলিং সুবিধাটি সংযুক্ত করা হয়েছে।
৮) নতুন ব্যবহারকারীদের জন্য ব্লগ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আগের চাইতে অনেক সহজ করা হয়েছে।
৯) লগইন এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার পদ্ধতিটি আরো সহজ করা হয়েছে।
১০) পোষ্ট পেইজটি আরো সুবিধাজনক ও নতুন করে ডিজাইন করা হয়েছে। এতে ছবি আপলোডসহ অন্যান্য ব্যবহার অভিজ্ঞতা আরো আনন্দদায়ক হবে।
১১) প্রতিমন্তব্যের ক্ষেত্রেও এখানে 'ক্রমাগত' ধারাটি সংযোজিত হয়েছে।
১২) মন্তব্যে/ প্রতিমন্তব্যে ছবি আপলোড করার নতুন সহজ পদ্ধতি চালু করা হয়েছে।
১৩) নতুন ভার্সনে আপলোডকৃত ছবিগুলো প্রথম পাতায় অপেক্ষাকৃত বড় দেখাবে। পুরনো ভার্সনের তুলনায় ফ্রন্ট পেইজে ছবিগুলো আড়াআড়ি এবং লম্বালম্বি ৩ গুণ বড় দেখাবে।
১৪) পুরোন ভার্সনে পোস্ট পেইজ তিনটি কলামে ছিল। নতুন ভার্সনে তা কমিয়ে দু'টি কলামে করে লেখা/পোস্টগুলো আরও দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হয়েছে।
নতুন ভার্সনে আমরা আমাদের লোগো অনুযায়ী যে ভাবনায় রঙের ব্যবহার করছিঃ
বেগুনীঃ এই রঙটি মানুষ এবং ঐক্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। যেমন ব্লগারের প্রোফাইল, কতজন ব্লগার এবং কতজন অনলাইন আছেন।
সবুজঃ 'অনুসন্ধান', 'আবিষ্কার', 'আগ্রহ' এবং 'উৎসাহ' এর জায়গাটি বোঝাতে সবুজ রঙটি ব্যবহৃত হয়েছে। যেমন: আরও পড়ুন, সকল পোস্ট, আলোচিত ব্লগ, সর্বশেষ মন্তব্য, স্টিকি পোস্ট ইত্যাদি।
কমলাঃ এই রঙটি আমরা 'কৃতিত্ব' ও 'অর্জন' বোঝাতে ব্যবহার করেছি। যেমন: রেজিস্ট্রেশন, লগ ইন, নতুন পোস্ট লিখুন, অনুসরণ করুন, মন্তব্য প্রকাশ করুন অর্থাৎ যা কিছুতে আপনার সক্রিয়তা এবং অংশ গ্রহণ বোঝায়।
উল্লেখ্য, এই নতুন ভার্সনটি ব্যবহারে কোথাও কোন অসুবিধার সম্মুখিন হলে আলোচনার সুবিধার্থে এখানেই মন্তব্যের মাধ্যমে তা জানিয়ে দিন। তাতে সবার অংশ গ্রহণে আলোচনার মাধ্যমে তা সংশোধিত/সমাধান সুবিধাজনক হবে।
অনেক শুভেচ্ছা রইল। শুভ ব্লগিং
বিনীত
সামহোয়্যার ইন ব্লগ টিম।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
মৃদুল শ্রাবন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা সামহ্যোয়ারইন ব্লগ ও ব্লগ টিমকে। নতুন ভাবে পথ চলা আনন্দময় ও উপভোগ্য হয়ে উঠুক।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৪
জোয়ার্দ্দার বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ভাবে
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: নবম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল সামুর সকল ব্লগার এবং এই উদ্যোগের পেছনে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে। নতুন এই ফ্ল্যাট লেআউট ডিজাইনের জন্যে সামুর সকল ডেভলপার এবং ডিজাইনারদের অভিনন্দন জানাচ্ছি। অসম্ভব রকম সুন্দর হয়েছে নতুন এই ডিজাইনটি। এখনো পর্যন্ত পুরোপুরি ঘেঁটে দেখা হয়নি, তারপরেও যতটুকু দেখলাম তাতে ইউজার প্রোফাইল পেইজটি এখনো পুরোনো ডিজাইনেই রয়ে গেছে। রেসপন্সিভ ডিজাইনটা মনে হয় আরো কিছুটা অপটিমাইজ করা দরকার। আশা করছি সামু কর্তৃপক্ষ ব্যাপারগুলো অনুসন্ধান করে দেখবেন।
সামুতে দীর্ঘ ৮+ বছরের অভিজ্ঞতায় ভালোলাগা, অভিমান, ক্ষোভ সবই জড়িয়ে আছে। হাটিহাটি করে সামু অনেকটা পথ পেরিয়ে এসেছে, ব্যাপারটা অনেকটা চোখের সামনে একটা ছোট বাচ্চাকে বড় হতে দেখার মতোই মনে হয় আমার কাছে। সামুর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্তিগত ব্লগ পোস্টের নিচে "আলোচিত ব্লগ" না দেয়ার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০১
মুহামমদল হািবব বলেছেন: ধন্যবাদ।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০৭
প্রবাসী পাঠক বলেছেন: আপত্তিকর মন্তব্য রিপোর্ট করার বাটন দেখতে পাচ্ছি। কিন্তু আপত্তিকর পোস্টের ক্ষেত্রে রিপোর্ট করার বাটন পেলাম না।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাহ্.... বিশাল আনন্দের খবর দিলেন জন্মদিনে! এরই মধ্যে বেশকিছু ফিচার দেখেছি। আগের চেয়ে অনেক সিম্পল এবং দেখতে সুন্দর হয়েছে।
আশা করছি দ্রুতি সবগুলো ফিচার পূর্ণাঙ্গভাবে চালু হয়ে ‘বেটা’ থেকে বেটার ভারশন-এ যাবে
অনেক ধন্যবাদ। শুভ জন্মদিন সামু.....
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১৩
বিডি আইডল বলেছেন: নতুন যেকোন কিছুই একটু বেখাপ্পা লাগে...তবে সেটা ঠিক হয়ে যাবে....ব্লগ লোডিং টাইম অনেক দ্রুত হয়েছে...লেআউট অনেক স্পেশিয়াস মনে হচ্ছে।
ধন্যবাদ আপনাদের।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩২
এমএম মিন্টু বলেছেন: ভালো লাগছে
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০১
দীঘল গঁাােয়র েছেল বলেছেন: নেভিগেশনের সুবিধার্থে নতুন একটি হেডার সংযুক্ত করা হয়েছে। আর এই হেডার স্ক্রীনের প্রায় অর্ধেকটা খেয়ে ফেলেছে। এটা ব্লগের সৌন্দর্য নষ্ট করেছে।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪
মুক্তবন্দী বলেছেন: নতুন দিনের সোনালী সূর্য আলোকিত করুক স্বীয় আলোয়........
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬
অপূর্ণ রায়হান বলেছেন: সামুর নবম জন্মদিনে শুভেচ্ছা রইল
নতুন ভার্সন ভালো লেগেছে। কিছু সমস্যা আছে, হয়তো নতুন ভার্সনটি পুরোপুরি চালু হলে ঠিক হয়ে যাবে অথবা ব্লগাররা ব্যাবহারে অভ্যস্ত হলে ঠিক হয়ে যাবে।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: আমি চাই স্ক্রিন সাইজ আরও চওড়া হোক। টিভি সাইজের স্ক্রীন এখন কারো কম্পিউটারেই দেখা যায়না। বার বার স্ক্রল করা লাগে। নাগরিক ব্লগ আর সচলায়তন ব্যবহার করে সে শান্তি পাওয়া যায়, সামুতে সেরকমটা নেই। আপনাদের দেখাদেখি টুডে ব্লগও একই স্ক্রিন শো করে।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: সামু দশম বছরটি হোক আরো আনন্দময় এবং ব্লগিয় পথ চলা হোক মসৃণ। ফেলে আসার অতিতের আনন্দময় স্বৃতিগুলো আগামীতে হোক আরো অর্থবহ।
নতুন ভার্সনের সুবিধা আমি তেমন ভাবে পাচ্ছি না, কারন
১. অনেক ওভার লেপিং আছে,
২. সকল পোষ্ট, নির্বাচিত পোষ্ট, নেটিশ বোর্ড এবং অনুসারিত ব্লগ এই লেখাগুলোর বুঝা যায় না, সম্ভবত ফন্ট কালার পরিবর্তন করতে হবে।
সামুর নতুন ভার্সন আমাদের জন্য হোক আরো বেশী ব্যবহার উপযোগী এবং এর পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের প্রত্যোককে আনন্তরিক ধন্যবাদ।
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৯
নাঈম বলেছেন: চমৎকার লাগছে সবকিছু.....অভিনন্দন এত সুন্দর একটা ইন্টারফেস উপহার দেয়ার জন্য।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭
ইছামতির তী্রে বলেছেন: সামুর নবম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।
জন্মদিনে নতুন ভার্সন উপহার পেয়ে যারপর নাই ভাল লেগেছে। নতুন ভার্সনটি দেখতে ভালো লাগছে। তবে সম্মানিত ব্লগারগণ উপরে যে সকল সমস্যার কথাগুলো বলেছেন আশা করি তা বিবেচনা করা হবে। সামুর সকল সহব্লগার, সকল ডেভলপার এবং ডিজাইনার এবং এর পেছনে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।
আমার একটা অবজারভেশন হলো, একটি ব্লগের নিচে অন্যসব ব্লগের ধারাবাহিকতা কেন রাখা হলো? আমি 'নোটিশবোর্ড' এর লেখা ব্লগে মন্তব্যে করতে যেয়ে একেবারে নিচে চলে গেছিলাম। লক্ষ্য করলাম, সেগুলো আলাদা লেখা। আমি কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম। যাইহোক, ব্যবহার করতে করতে এর গুণ বা ক্ষেত্রবশেষে এর সমস্যা চোখে পড়বে।
আর হ্যা, ডান পাশের ঐ রিকশাখানা কি আমাদের সবার প্রিয় 'জানা' আপার? হাহাহাহা।
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৯
সুমন জেবা বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা ...
প্রথমে লগইন করতে পারছিলামনা । অবশ্য তা নিজের ভূলের জন্য ..
অভিনন্দন সুন্দর একটা পেইজ উপহার দেয়ার জন্য।
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
আবু শাকিল বলেছেন: সামু আমার মামু!
জম্মদিনের শুভেচ্ছা।
এখনো পিসি তে বসতে পারিনি তাই সামুর নতুন সৌন্দর্য দেখতে দেরি হবে
২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুভ জন্মদিন সামু --------!! শুভকামনা রইল সব সময়ের জন্য
এত ভাল ভাল খবর জেনে ভীষণ ভাল লাগছে
২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫২
জনাব মাহাবুব বলেছেন: স্ক্রীন সাইজটা আরো বড় করলে সুন্দর দেখা যেত।
নতুন ভার্সনটা অনেক আকর্ষনীয় হয়েছে, দেখলে মনে হয় নতুন বউ।
সামুর ৯ম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।
২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪
সুমন কর বলেছেন: শুভ জন্মদিন সামহ্যোয়ারইন ব্লগ।
নতুন ভার্সনে সমস্যা মনে হচ্ছে তাই অাপাতত প্রবেশ করছি না। অপেক্ষা করছি, সম্পূর্ণ ঠিক হোক।
১৫নং মন্তব্যে ইমতিয়াজ ১৩ যা বলেছেন, অামিও সেটা বলতে চেয়েছিলাম।
পেজ কেমন খাঁড়া-খাঁড়া মনে হয় !!
২৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০
স্বপ্নময় বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা রইলো সামুর প্রতি
২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৪
দীপান্বিতা বলেছেন: সামুর জন্মদিনে অনেক শুভেচ্ছা...সামুর কাছে আমি চির কৃতজ্ঞ...নতুন ভার্সনটিও সাদরে গ্রহণ করছি
২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জন্মদিনে শুভেচ্ছা সামুকে।
২৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
টুম্পা মনি বলেছেন: নতুন ভার্সনে ব্লগ ৩জি হয়ে গেছে। খুব জলদি লোড নিচ্ছে। এটা জাস্ট অসাম। সামুর জন্মদিনে এটা সত্যি বড় গিফ্ট।
২৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
আমির হোসেন বলেছেন: নতুন ভার্সনটি এখনও দেখি নাই। দেখি কেমন দেখাচ্ছে।
২৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! আশা করি নতুন ভার্সনে আর আগের ভার্সনের মতো ঝামেলা করবেনা !
নতুন বউয়ের মতোই লাগছে , জন্মদিনের শুভেচ্ছা রইলো !
২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০
চলতি নিয়ম বলেছেন: টেক্সট কালারটা ব্লাক করা যায় কি না? কেমন যেন গ্রে টাইপের। যেমন এই পোস্টের টাইটেল টেক্সট আর বডি টেক্সটের কালার আলাদা লাগছে।
দুই পাশের খালি জায়গাটা মাঝখানে ব্যবহার করা যায় কিনা? তাহলে লে-আউট ব্যালান্সড লাগবে।
৩০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: সামুকে শুভ জন্মদিন ।
৩১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭
আহ্মেদ সামাদ বলেছেন: নতুন ভার্সনে পূরান ব্লগার বন্ধুদের সহ নতুন বন্ধুদের চিত্তাকর্ষি লেখা পাওয়ার আশায় রইলাম । শুভ জন্মদিন সামুকে।
৩২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪
পাজল্ড ডক বলেছেন: সুন্দর হইছে!
৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
দিপ্২৪ বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সামহ্যোয়ারইন ব্লগ ও ব্লগ টিমকে।
আশায় রইলাম সামনের পথগুলো আর নিরাপদ ও আনন্দময় হবে।
৩৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৭
ইখতামিন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো...
সোলাইমানলিপি ফন্ট শো করছে না কেন?
৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০
ইখতামিন বলেছেন: নোটিফিকেশনের লিংকে ক্লিক করলে আমাকে লগ আউট করিয়ে দিচ্ছে?
৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: দুদিন পরে এসে এভাবে সারপ্রাইজড হবো ভাবিনি !! অসাধারণ লাগছে প্রিয় সামু'র নতুন এই সাজটাকে । ব্লগে'র সাথে সম্পৃক্ত সকল দায়িত্বপ্রাপ্ত মানুষগুলোকে ঐকান্তিক ধন্যবাদ ।
নতুন ভার্সনে প্রথম কমেন্টটি এই কাজের পেছনের সকল মানুষগুলোকে উৎসর্গ করলাম ।
৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৫
কালের সময় বলেছেন: সামুর নবম জন্মদিনে শুভেচ্ছা রইল
৩৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১১
পরিবেশ বন্ধু বলেছেন:
সামুর জন্মদিনে শুভেচ্ছা +++++++++++++
৩৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
ইখতামিন বলেছেন:
পর্যবেক্ষণে রাখা পোস্ট পর্যবেক্ষণ থেকে বাতিল করা যাচ্ছে না...
৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬
আরজু পনি বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা রইল
নতুন ভার্সনের জন্যে অভিনন্দন রইল ।।
৪১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪
আরজু পনি বলেছেন:
নতুন ভার্সন ঘুরে এলাম...একটু অস্বস্তি হচ্ছে...আশা করি শিগগীরই অভ্যস্থ হয়ে যাব ।
তবে নতুন ভার্সনে অনলাইনে যারা আছেন তাদের শুধু নাম দেখা যাচ্ছে...আগে চাইলে ছবি অনুসারে দেখা যেত ।
৪২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৬
সাইফুদ্দিন আযাদ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা... সম্পুখপানে এগিয়ে চলুক সামুর পথযাত্রা.....
আবারো 'Full Version' অফশনটা চালু করার জন্য অসংখ্য ধন্যবাদ...
আমি মনে করি এই অফশনটা মোবাইল ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ.. এই অফশন ব্যবহার করে যে কোন নরমাল মোবাইল দিয়ে সহজে পিসি ভার্সন চালু করে ব্লগিং করা যায়।
৪৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০
মনির হোসেন মমি বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা ।
৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬
সোহেল আহমেদ পরান বলেছেন: নবম জন্মদিনে আন্তিরক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আগত দিন ও বছরগুলো আরো সুন্দর, আরো গতিশীল, আরো সৃষ্টিশীল, আরো প্রাণের হোক এ কামনা করছি।
নূতন সজ্জা ভালো লাগছে ।
৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯
মোস্তফা কামাল পলাশ বলেছেন: নতুন আউটলুক ভালো লেগেছে। পূর্বের চেয়ে অনেক পরিষ্কার। তবে আমার একটা পরামর্শ আছে। ব্লগের টাইটেল টা বক্স আকারের দেখালে ভালো হয়। এতে করে দুই ব্লগের পার্থক্য করা সম্ভব। এর ব্লগ পরিসংখ্যান যেখানে দেখাচ্ছে তার কালার আর একটু গাড় করা সম্ভব এতে করে ফুটে উঠবে।
আমি নিচের দুইটা জায়গার কথা বলছি।
টেকনিকাল টিমেক অনেক ধন্যবাদ আমাদের জন্য সুন্দর একটা আউটলুক উপহার দেবার জন্য। তাও আবার ঠিক বিজয় দিবসের ঠিক পূর্বে।
৪৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১
ইয়সিন বলেছেন: (y)
৪৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৬
ব্যর্থ মানব বলেছেন: খুবই ভালো লাগলো। শুভেচ্ছা এবং অভিনন্দন
৪৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪২
পার্থ তালুকদার বলেছেন: সামুর জন্মদিনে অনেক শুভেচ্ছা -----
৪৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৬
সানাউল কবির বলেছেন: প্রিয় নোটিশব্লগ - "পাশাপাশি সামহোয়্যারইন ব্লগের মাধ্যমেই অনলাইনে মাতৃভাষা বাংলা লেখা সম্ভব হয়ে উঠে।" - এর সাথে দ্বিমত পোষন করছি। নতুন সংস্করন তৈরি করার জন্য শুভেচ্ছা। © ৪৩ মুক্তাব্দ।
৫০| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪০
নাইমুল ইসলাম বলেছেন: নতুন ভার্সন টা খুবি দারুন লাগছে! এক কথায় অসাধারণ
কিন্তু আমার একটা খুব গুরুত্বপূর্ণ অনুরোধ আছে সামুর কাছে যে একটা আরো উন্নত মোবাইল ভার্সন উন্মুক্ত করার জন্য যেন মোবাইল থেকেই পোষ্ট লিখতে পারি
বিজয় দিবসের শুবেচ্ছা
৫১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @সানাউল কবিরঃ আপনার মন্তব্যের ব্যাপারে যদি আরো বিস্তারিত কিছু তথ্য দিতেন, তাহলে ব্যাপারটি সম্পর্কে বুঝতে ও জানতে পারতাম।
৫২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫১
পলাশ তালুকদার বলেছেন: শুনে অনেক খুশি হলাম
৫৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
জুন বলেছেন: প্রিয়তে রাখলাম । নয়তো ব্যাবহারের সময় সর্ষেফুল দেখবো
সুন্দর ভার্সন
৫৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৫
চারশবিশ বলেছেন: সামুর নবম জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।
আস্তে আস্তে বোঝা যাবে কি কি সুবিধা, অসুবিধা
৫৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮
মনিরা সুলতানা বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা, নতুন সামু অনেক ভাল লেগেছে
৫৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৫
ডি মুন বলেছেন: অভিনন্দন
৫৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগলো, খুশি হলাম। গত রাতে নুতন ভার্সানে পোষ্ট দিতে গিয়ে কিছুতেই ছবি আপলোড করতে পারলাম না। যাই হোক, অনেক কিছুই হয়ত এখনো ঠিক করা বাকী, তবুও চলুক। শুভেচ্ছা।
৫৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮
তাসজিদ বলেছেন: দেখলাম। ভাল। তবে স্পেস এত বেশি কেন? মানে দুই লাইনের মাঝে এত ফাকা কেন?
৫৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
সাদা মনের মানুষ বলেছেন: বার বার কি বোর্ড সিলেক্ট করাটা জামেলা মনে হচ্ছে, একটা পোষ্ট ওপেন করলে নিচে দিয়ে অন্য আরো পোষ্ট চলে আসে বলে সমস্যা মনে হয়।
৬০| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৯
সাদা মনের মানুষ বলেছেন: তবে ছবিগুলো বড় আসে বলে ভালোই লাগে
৬১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
মৌসুম সিদ্দিকী তন্ময় বলেছেন:
৬২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভার্সনটি ভালোই লাগলো।
কিছু জিনিস আরেকটু পরিবর্তন করলে ভালো লাগতো .....
১) স্টিকী পোষ্টের ঘরের কালার আর একটু কালারফুল করা যেতে পারে।
২) নিজের ব্লগের ক্ষেত্রে কোন পরিবর্তন দেখতে পাচ্ছি না হয়তো সহসা ঠিক হয়ে যাবে। কিছু পোষ্টের টাইটেল ছবি দেখা যাচ্ছে না শুধু ফটো লিঙ্ক দেখা যাচ্ছে এখন।
৩) আলোচিত ব্লগ ও সাম্প্রতিক মন্তব্য ডান পাশের স্ক্রলের বেশি নিচের দিকে চলে গেছে। আরো একটু উপরে উঠিয়ে দিলে ভালো হবে। আর ব্লগারদের পোষ্টের নিচে আলোচিত ব্লগ না দেয়া ভালো হবে।
আপাদত একটুকু চোখে পড়েছে অন্য কিছু চোখে পড়েনি। চাওয়া অতিমাত্রায় হলে আশাকরি প্রিয় নোটিশবোর্ড ক্ষমা দৃষ্টিতে দেখবে
৬৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৮
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন, সামহোয়্যারইন
আশাকরি নতুন ভার্সন ইউজার ফ্রেন্ডলি হবে ।
৬৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১০
অতৃপ্ত কোডার বলেছেন: প্রভাত লে-আউট যোগ করা উচিত।
৬৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্রিয়তে রাখলাম। নতুনটা ব্যবহারে কোন সমস্যা বোধ করলে কাজে লাগবে। নতুন ভার্সনে ব্লগিং আরো সুবিধাজনক হবে বলেই আশা করি। ক্রমাগত উন্নতির এ সামু-প্রচেষ্টা প্রশংসনীয়।
৬৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
৬৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৬
টানিম বলেছেন: নতুন লিখা পোস্ট হচ্ছে না । তিনবার ট্রাই করলাম। প্রিভিউ ও দেখা যায় না । সমাধান ??????
৬৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৮
হামিদ আহসান বলেছেন: আশা করি নতুন ভার্সনে ব্লগিংয়ের অভিজ্ঞতা আরও সুখকর হবে। শুভকামনা রইল ..................
৬৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
জিয়াদুল আমিন চৌধুরী বলেছেন: অনেক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
৭০| ২৭ শে জুন, ২০১৫ ভোর ৪:১৭
নতুন ভোর বলেছেন: বেশি ভুমিকা না করে আমি সংক্ষেপে বলে দিতে চাই কিভাবে তা পারবেন।
১। এখানে ক্লিক করুন, সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন
২। তারপর email inbox এ গিয়ে লিংক আ ক্লিক করে ভ্যালিড করুন
৩। এখন start surfing প্রতিদিন ১০ টি এড ও ১০ টি ভেলিডেশন আড দেখুন
। এড ভ্যালিড পেতে একেকটা ক্লিক এ যে ২ টি ছবি একই রকম দেখতে তার মধ্যেে যেটি বড় সেটিতে ক্লিক করবেন তারপর ড্যাসবোর্ড এ যান ও ০.০১, ০.০২ value এর এডগুলো দেখুন।
দিনে ৩ বার এড দেয় এখানে, সকাল, দুপুর ১২ টার পর, বিকাল ৫ টার পর।
যদি বাংলা না দেখতে পান তবে এখানে চিত্র এর লেখা দেখুন
মনে রাখবেন --------------------্---------
১। এই সাইট এ রেফারাল ছাড়া রেজিস্টার করা যায়না, হয় আমার, না হয় কারো রেফারাল এ আপ্নাকে যেতে হবে। যেহেতু আমি এাটা জানালাম তাই এই লিংকে আসুন CLICK HERE - এটা আমার রেফারাল লিংক
২। এখানে রেফারাল এর ১০০% ক্লিক বোনাস তাই আপনি প্রতিদিন নিজের
০.০১ ০.০২ মিলে ১০ টি এড দেখে ০.১০ পাবেন । আর ১ টি রেফারাল থাকলে আপনার আয় দিগুন। যদি ১০ টি রেফারাল বানাতে পারেন তবে দিনে ১ ডলার। এবং ১০০ রেফারাল থাকলে দিনে ১০ ডলার, মাসে ৩০০ ডলার।
*** টাকা আনার উপায়--- paypal and payza ।
৭১| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: Good
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩
কলমের কালি শেষ বলেছেন: অভিনন্দন এবং কৃতজ্ঞতা ।