নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
গত ১৬ই জানুয়ারী সাবমেরিন ক্যাবল সিস্টেমে (4th Laser Diode failure on Mumbai 1st repeater (F-114R)) বিপর্যয়ের কারনে সম্প্রতি দেশ জুড়ে ইন্টারনেট যোগাযোগ সেবায় বেশ বিঘ্ন ঘটছে। ফলে যে সকল সাইটের সার্ভার দেশের বাইরে বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে অবস্থিত সেই সাইটগুলোতে প্রবেশে ব্যবহারকারীদের কিছুটা অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। তাই এই সময়টাতে আমাদের সাইটে কোন সমস্যা না থাকা স্বত্তেও ব্লগে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীদের বেশ কিছুটা বাড়তি সময় ব্যয় হচ্ছে/ হতে পারে।
BSCCL এর তথ্য অনুযায়ী, পুনরায় স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে একটি বিশেষ মেরামতকারী জাহাজকে ২৬শে জানুয়ারী ঘটনাস্থলে পাঠানো হবে যা কাজ শুরু করবে ৩১ জানুয়ারী থেকে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারীর ১০ তারিখের মধ্যে মেরামতের সম্পূর্ন কাজটি তারা সম্পন্ন করতে পারবে।
সকলের সহযোগিতা কামনা করছি।
বিনীত
সামহোয়্যারইন ব্লগ টিম
২| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
আবু শাকিল বলেছেন: গত দুই দিন পর, এইখানে একটা মন্তব্য করলাম।
নেট স্লো ! বিরক্তি আসে!
৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
ফা হিম বলেছেন: এর অন্যতম ভুক্তভুগী মনে হয় আমি। আর কত ক্যাবল দিয়ে নেট টানা? তারবিহীন ব্যবস্থা কি করা যায় না?
৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি তো এ বিষয়টি নিয়ে একটি পোষ্টই দিতে চেয়েছিলাম কিন্তু তা না করে মডুকে মেইল করি। যাক একটি তথ্য তো পাওয়া গেল। ১০ ফেব্রুয়ারী তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বিদায় নেক।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২
সুমন কর বলেছেন: হুম !
তবে এখন ঠিক আছে।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
নিমচাঁদ বলেছেন: এখন তো আমি নিজে অপরাধবোধে ভুগছি ।
নেট লাইন স্লো দেখে ব্রডব্যান্ড প্রভাইডার কে প্যারা দিয়েছিলাম , যাক দু কাপ চা খিলিয়ে পাপমোচন করতে হবে
৭| ২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১
সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ্ আরো কমপক্ষে ২০ দিন!!!
৮| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১২
এসিড ভাই ইমন বলেছেন: onek prb hoitasa, tao bapar na
৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: সমস্যা দ্রুত সমাধান হোক , বিষয় টি জানানোর জন্য ব্লগ টিম কে ধন্যবাদ ।।
১০| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭
আরজু পনি বলেছেন:
প্রথম পাতাতো উপরের অংশ একেবারে ফকফকা দেখাচ্ছে...ভাগ্যিস নোটিশ দিলেন...
অনেক ধন্যবাদ ।।
১১| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২
শেষ অধ্যায় বলেছেন: আমি তো নরমাল ব্রাউজার দিয়ে ঢুকতেই পারছিনা । টর ব্রাউজার ব্যবহার করছি।
১২| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২
তামিম89 বলেছেন: ১০ ফেব্রুয়ারী ঠিক হবে?? মাথা নষ্ট ম্যান!
১৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: জেনে রাখলাম। ধন্যবাদ সামু ব্লগ টিম।
১৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
কাবিল বলেছেন: সারাদিন পর এই মাত্র ব্লগ লগইন করতে পারলাম ।
দ্রুত সমাধান চাই।
১৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
এমএম মিন্টু বলেছেন: অনেক কষ্ট হচ্ছে । তবে কি আরো ২০ দিন এই কষ্ট উপভোগ করতে হবে ।
ঐ ক্যাবেলের লোকদেের পাইলে কেও জানাইয়েন ওগো মাথার চুল নাইরা করে দিমু ওগো লেইগা আমাগো এত কষ্ট উপভোগ করতে হচ্ছে ।
ধন্যবাদ ব্লগ টিমকে এই সংবাদটি দেওয়ার জন্যা ।
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫০
কাহাফ বলেছেন: সমস্যা জানিয়ে বাধিত করলেন!
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা!!
১৭| ২২ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪
আদম_ বলেছেন: ব্লকেড ইজ এভরিহোয়ার।
১৮| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কয়েকদিন তো ঢুকতেই পারি নি...
১৯| ২২ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩১
নিস্পাপ একজন বলেছেন: ভয় পেয়েছিলাম, সামু কি বন্ধ হয়ে গেল ?
২০| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৩
বাড্ডা ঢাকা বলেছেন: হুম আরো কয়েকদিন
২১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯
পুলক ঢালী বলেছেন: আমি ভেবেছিলাম সামুকে ব্যান্ড করা হয়েছে মনের দুঃখের কথাও বলার জায়গা পাচ্ছলামনা । যাক আসল ব্যপার জানা গেল । সেই পুরাতন কথা Late is better than never .
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮
হামিদ আহসান বলেছেন: আমি তো তিন চার দিন পর আজ ঢুকতে পারলাম। ধন্যবাদ নোটিশ দেওয়ার জন্য
২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯
সানড্যান্স বলেছেন: আজাইরা অজুহাত, আর কোন সাইটে ঢুকতে তো সমস্যা হয় না!
২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭
জুলিফকার আলী বলেছেন: বিষয়টি জানান দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
২৫| ২৭ শে জুন, ২০১৫ ভোর ৪:২২
নতুন ভোর বলেছেন: বেশি ভুমিকা না করে আমি সংক্ষেপে বলে দিতে চাই কিভাবে তা পারবেন।
১। এখানে ক্লিক করুন, সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন
২। তারপর email inbox এ গিয়ে লিংক আ ক্লিক করে ভ্যালিড করুন
৩। এখন start surfing প্রতিদিন ১০ টি এড ও ১০ টি ভেলিডেশন আড দেখুন
। এড ভ্যালিড পেতে একেকটা ক্লিক এ যে ২ টি ছবি একই রকম দেখতে তার মধ্যেে যেটি বড় সেটিতে ক্লিক করবেন তারপর ড্যাসবোর্ড এ যান ও ০.০১, ০.০২ value এর এডগুলো দেখুন।
দিনে ৩ বার এড দেয় এখানে, সকাল, দুপুর ১২ টার পর, বিকাল ৫ টার পর।
যদি বাংলা না দেখতে পান তবে এখানে চিত্র এর লেখা দেখুন
মনে রাখবেন --------------------্---------
১। এই সাইট এ রেফারাল ছাড়া রেজিস্টার করা যায়না, হয় আমার, না হয় কারো রেফারাল এ আপ্নাকে যেতে হবে। যেহেতু আমি এাটা জানালাম তাই এই লিংকে আসুন CLICK HERE - এটা আমার রেফারাল লিংক
২। এখানে রেফারাল এর ১০০% ক্লিক বোনাস তাই আপনি প্রতিদিন নিজের
০.০১ ০.০২ মিলে ১০ টি এড দেখে ০.১০ পাবেন । আর ১ টি রেফারাল থাকলে আপনার আয় দিগুন। যদি ১০ টি রেফারাল বানাতে পারেন তবে দিনে ১ ডলার। এবং ১০০ রেফারাল থাকলে দিনে ১০ ডলার, মাসে ৩০০ ডলার।
*** টাকা আনার উপায়--- paypal and payza ।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
শাহ আজিজ বলেছেন: আমারও অনেক ভাবনার মধ্যে এটিও ছিল । যাহোক বেশ কষ্ঠ গেছে দুদিন । ধন্যবাদ নোটিশের জন্য।।