নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন টাইগাররা!! সাবাস!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫







অভিনন্দন!!! টাইগার্স!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্থানের বিরুদ্ধে দাপুটে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যাইন ব্লগের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা ও শুভকামনা।



ম্যাচ শুরুর আগে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি নিজেদেরকে ‘ফেভারিট’ বলে দাবি করেছিলেন। কিন্তু খেলার মাঠে দলীয় নৈপুন্যে এগিয়ে থেকে বাংলাদেশ দেখিয়ে দিল কারা সত্যিকারের ফেভারিট। বৃথা হয়ে গেল আফগানদের সকল হুমকি ধামকি। বাংলাদেশের পক্ষে সেরা নৈপূন্য দেখান সাকিব এবং মুশফিক জুটি। ৫১ বলে ৬৩ রান করেন সাকিব একই সাথে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের পৌঁছানোর কৃতিত্ব দেখান তিনি। ৫৬ বলে ৭১ রানের একটি ঝড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন মুশফিক।



আশা করি সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়যাত্রা অব্যাহত থাকবে।

মন্তব্য ৪৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্বকাপে আফগানিস্থানের বিরুদ্ধে স্মরণীয় জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক শুভেচ্ছা।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: বিশ্বকাপের প্রথম খেলায় , প্রথম জয়ের জন্য সোনার ছেলেদের শুভেচ্ছা !!!!

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

শয়ন কুমার বলেছেন: যার স্কীলেই ঘাটতি, দক্ষতা- সক্ষমতার দিক থেকেও ঘাটতি, সেই টেষ্টি মেজাজের বল নষ্টকারী ওপেনার বিজয়রে দল থেকে বাদ দেওয়া হোক । প্রত্যেকটা দিন সে প্রথম দশ অভার নষ্ট করবেই। আবার মারতে গেলেও দক্ষতা আর সক্ষমতার ঘাটতির কারনে আউট হয়ে যায়। ওরে দলে রেখে মমিনূলরে লোয়ার অর্ডারে পাঠিয়ে, মমিনূল আর নাসির দুজনেরই ক্যারিয়ার ধ্বংস করা হচ্ছে ।
ভাইয়ারা দেখেন তো ব্যাটিং অর্ডার অনুযায়ী এই একাদশটি ক্যমুন হয়ঃ
১) তামিম
২) সৌম
৩)মমিনূল
৪) মাহমুদুল্লাহ
৫) সাকিব
৬) মুসফিক
৭) নাসির
৮) সাব্বির
৯) মাসরাফি
১০) তাসকিন
১১) রুবেল হ্যাপী:P:P

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই জয়ের ধারা অব্যহত থাকুক ফাইনাল পর্যন্ত.. বরং তারপরও :)

বিজয়ের আনন্দে ভেসে যাক রাজণৈতিক অস্থিরতা, সংকট...

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

সেলিম আনোয়ার বলেছেন: আমি বলবো শুভ সূচনা । তবে এতটা উচ্ছ্বসিত হওয়ার কোন কারণ খুজে পাইনা । এই জয় বড় বড় জয়ের প্রেরণা হিসেবে কাজ করুক এই কামনা থাকলো ।বাংলাদেশ টিমের ভাল ফলাফল প্রত্যাশা করছি টুর্ণামেন্টে ।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন টাইগারদের :)

জয়ের ধারা অব্যাহত থাকুক এ শুভকামনা রইলো।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

পরিবেশ বন্ধু বলেছেন: অভিনন্দন বাংলাদেশ টাইগারদের

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন টাইগারদের।
জয় ছিনিয়ে আনুক প্রতিটি ম্যাচে।
শুভ কামনা রইল।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন ! অভিনন্দন ! অভিনন্দন !
বাংলাদেশ টীম ।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: অভিনন্দন বাংলাদেশ দলকে।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০০

শাহরীয়ার সুজন বলেছেন: চাপাবাজ আফগানদের মুখে ঝামা ঘষে দেয়া গেছে,এতে আমি ভীষণ খুশি। অভদ্রগুলা বলে তারাই নাকি ফেভারিট!

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২০

ডিজ৪০৩ বলেছেন: একেই বলে বীরের জাতি ।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

আরমান ৭৬ বলেছেন: অভিনন্দন টাইগারদের

জয়ের ধারা অব্যাহত থাকুক এ শুভকামনা রইলো।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০

নবাব চৌধুরী বলেছেন: আমি স্বপ্ন দেখি এই দলটা নিয়ে,স্বপ্ন দেখাটা আমার দাবী,কী নেই আমাদের দলে।ক্রিকেট আমাদের অহংকার,ক্রিকেট আমাদের স্বপ্ন দেখার যায়গা।ভালো থাকুক প্রতিটা বাঙ্গালীর স্বপ্ন।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪১

আবু শাকিল বলেছেন: শুভ সূচনা হল ।

এগিয়ে যাবে বাংলাদেশ ।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

শেখ মফিজ বলেছেন: প্রথম ১৫ ওভারে আশার চেয়ে হতাশাই বেশি ছিলো ।
তবুও শুভ সূচনা হল ।
শুভেচ্চা সবার জন্য ।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

প্রেতরাজ বলেছেন: ইনশাল্লাহ জয় দিয়ে শুরু হয়েছে তো জয় দিয়েই শেষ হবে।এগিয়ে যাও বাংলাদেশ আমরা ষোল কোটি বাঙালী আছি তোমাদের পাশে।
লাভ ইউ

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: অভিনন্দন টাইগার্স। শুভ সূচনা হয়েছে কিন্তু আত্মতৃপ্তিতে ভোগার কোন উপলক্ষ্য এখনো সৃষ্টি হয় নাই। নিশ্চয়ই সেটাও করে দেখাবে টাইগার্সরা। এটাই প্রত্যাশা। নিরন্তর শুভ কামনা রইলো আমাদের খেলোয়াড়দের জন্য।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১২

ব্লগার মাসুদ বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক শুভেচ্ছা।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৩

মামুন ইসলাম বলেছেন: টাইগারদের অভিনন্দন

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা :)

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: অভিনন্দন বাংলার দামাল ছেলেদের (কেউ কেউ আবার ছেলে বাবাও B-) :D :-B )। আর ৯ম ভাল লাগা পোস্টে।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৪

ইছামতির তী্রে বলেছেন: অভিনন্দন টাইগার্স। তবে মুমিনুলকে অপব্যবহার করা; ২০-২৫ রান কম হওয়া এবং অলআউট হয়ে যাওয়া আমার ভাল লাগেনি।

আশা করি পরের ম্যাচে এসব বিবেচনায় থাকবে।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

আরজু পনি বলেছেন:
বাংলাদেশ দলের জন্যে শুভকামনা রইল ।
আশা করি সামনের সময়গুলোতে তারা আরো ভালো খেলবে।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

এস.কে নূরমোহাম্মদ বলেছেন: আশা করি সামনের ম্যাচগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়যাত্রা অব্যাহত থাকবে। B-)

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

বিদগ্ধ বলেছেন: আমাদের টাইগাররা ভালোমতো ক্ষেপলে এসব বিজয় অনায়াসে আসে। কিন্তু ওয়ার্মআপ ম্যাচগুলোতে বাংলাদেশের অবস্থা চিন্তা করলে এই ম্যাচটি চ্যালেন্জিংই ছিল। ২৬৭ রানও আহামরি স্কোর ছিল না। তবু বোলিং-ফিল্ডিং ভালো হওয়াতে বিজয় আমরা পেয়েছি। পরবর্তি ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স দেবার জন্য এবিজয় খুবই দরকার ছিল। অতএব এবিজয় আমাদের জন্য অনেক মূল্যবান।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

নিস্পাপ একজন বলেছেন: অস্ট্রেলিয়া'র সাথেও আমরা এমন জয় দেখতে চাই।

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অভিনন্দন টাইগারদের

জয়ের ধারা অব্যাহত থাকুক

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

মাটি আমার মা বলেছেন: অভিনন্দন টাইগার্স

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: সাবাস বাংলাদেশ

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

অহন_৮০ বলেছেন: হুম.... আগামী ম্যাচের জন্য ওয়েট করছি....

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

সুমাইয়া আলো বলেছেন: অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। সাথে সামু পরিবারের সব্বাই কে।

৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬

Nadim820 বলেছেন: পরের ম্যাচ গুলোতে যাতে এইরম অভিনন্দন জানান যায় এই দোয়াই করি :-P:-P:-P

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

রুপম হাছান বলেছেন: বিজয় হয়তো পেয়েছি বৈকি তবে আমি খেলার শুরুতে তেমন আত্মবিশ্বাসী ছিলাম না যে, আফগানিস্তান এর বিপক্ষে ভালো কিছু করবে বাংলাদেশ। !

বাংলাদেশে দলের মেধা এবং বিশেষ করে শাকিব এবং মুশফিক এর ভালো একটি পার্টনারশীফ এবং কিছুটা দলের অধিনায়ক মুরতোজা’র হাত ধরেই হয়তো স্বপ্নটি বাংলাদেশের পক্ষেই আসতে বাধ্য হলো।

বিকজ, বলতেই হবে বাংলাদেশের দামাল ছেলেরা হচ্ছে বীরের সন্তান। ওরা পারবে না তো কে পারবে। আগামী ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে, বীরের সন্তানদের নিকট এই কামনা করি।

গো এহেড বাংলাদেশ টিম। গর্জে উঠো বাংলাদেশ টিম। ধন্যবাদ।

৩৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা/ভালোবাসা আর শুভকামনা জানিয়ে যাই !

৩৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

টুম্পা মনি বলেছেন: বাংলাদেশ রকস

৩৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭

বিজন রয় বলেছেন: একটি জয়ের জন্য কত অপেক্ষা! একটি জয়ে কি সুখ।

অভিনন্দন।

তবে হারলেও পাশে থাকবো। অনেকের মতো মন খারাপ করে দুরে ঠেলে দিব না।

এগিয়ে যাও ব্রেভ টাইগারস।

৩৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

সোমহেপি বলেছেন: হ অভিনন্দন জানাতেই হয়।

নাইলে খারাপ দ্যাখায়।

৩৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//বিদগ্ধ বলেছেন: আমাদের টাইগাররা ভালোমতো ক্ষেপলে এসব বিজয় অনায়াসে আসে। কিন্তু ওয়ার্মআপ ম্যাচগুলোতে বাংলাদেশের অবস্থা চিন্তা করলে এই ম্যাচটি চ্যালেন্জিংই ছিল।//

৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

বাড্ডা ঢাকা বলেছেন: অভিনন্দন টাইগারদের ও শুভ কামনা তাদের জন্য ।

৪১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৯

আমি বাংলাদেশের বলেছেন: Click This Link
ভাল.

৪২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: প্রথম জয়ে আত্মতৃপ্তির ঢেকুর তোলার সময় হয় নি।। হবে যদি কোয়ার্টারে যেতে পারি।। তবু জয় মানেই খুশি এটা মেনেই শুভেচ্ছা রইলো টাইগারদের প্রতি।। পুরোদেশ তাকিয়ে আছে তোমাদের প্রতি।।

৪৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

মুদ্‌দাকির বলেছেন:

অভিনন্দন টাইগারস !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৪৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১

সরদার হারুন বলেছেন: আমাদের ছেলেরা তাদের মেধা যেন কাজে লাগাতে পারে সেই প্রার্থনা করি আল্লার কাছে।

৪৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

কথার পাগল বলেছেন: হ, একদিক দিয়া সবাই খেলা নিয়ে ব্যস্ত থাকো, আর আরেকদিক দিয়ে দেশের পিছনে বাশ দিচ্ছে রেন্ডিয়া। এটাই তো তোমাদের দেশপ্রেম নাকি

৪৬| ২৭ শে জুন, ২০১৫ ভোর ৪:২১

নতুন ভোর বলেছেন: বেশি ভুমিকা না করে আমি সংক্ষেপে বলে দিতে চাই কিভাবে তা পারবেন।
১। এখানে ক্লিক করুন, সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন

২। তারপর email inbox এ গিয়ে লিংক আ ক্লিক করে ভ্যালিড করুন

৩। এখন start surfing প্রতিদিন ১০ টি এড ও ১০ টি ভেলিডেশন আড দেখুন
। এড ভ্যালিড পেতে একেকটা ক্লিক এ যে ২ টি ছবি একই রকম দেখতে তার মধ্যেে যেটি বড় সেটিতে ক্লিক করবেন তারপর ড্যাসবোর্ড এ যান ও ০.০১, ০.০২ value এর এডগুলো দেখুন।

দিনে ৩ বার এড দেয় এখানে, সকাল, দুপুর ১২ টার পর, বিকাল ৫ টার পর।

যদি বাংলা না দেখতে পান তবে এখানে চিত্র এর লেখা দেখুন

মনে রাখবেন --------------------্---------
১। এই সাইট এ রেফারাল ছাড়া রেজিস্টার করা যায়না, হয় আমার, না হয় কারো রেফারাল এ আপ্নাকে যেতে হবে। যেহেতু আমি এাটা জানালাম তাই এই লিংকে আসুন CLICK HERE - এটা আমার রেফারাল লিংক

২। এখানে রেফারাল এর ১০০% ক্লিক বোনাস তাই আপনি প্রতিদিন নিজের
০.০১ ০.০২ মিলে ১০ টি এড দেখে ০.১০ পাবেন । আর ১ টি রেফারাল থাকলে আপনার আয় দিগুন। যদি ১০ টি রেফারাল বানাতে পারেন তবে দিনে ১ ডলার। এবং ১০০ রেফারাল থাকলে দিনে ১০ ডলার, মাসে ৩০০ ডলার।

*** টাকা আনার উপায়--- paypal and payza ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.