নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
মহান ২১ শে ফেব্রুয়ারি , আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সামাজিক মাধ্যম ব্যবহার করে ইন্টারনেটে ভাষা বৈচিত্র উদযাপনকে ব্যাপকভাবে সম্প্রসারনের লক্ষ্যে একটি প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।
ভাষা নিয়ে কাজ করে এমন কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এই উদ্যোগের সাথে অনলাইনে বাংলা ভাষা চর্চার সবচেয়ে বড় মাধ্যম হিসেবে সামহোয়্যারইন ব্লগ একাত্মতা প্রকাশ করেছে।
আপনারা নিশ্চয় জানেন বিশ্বের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য ও তার প্রসার, বিশেষ করে আদিবাসী, সংখ্যালঘু, ঐতিহ্য, এবং বিপন্ন ভাষা রক্ষায় ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষনা দিয়েছে। আর তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে, সামাজিক মাধ্যমে প্রচারণার এই উদ্যোগে অংশ নিতে আপনাকে আমন্ত্রণ! মাতৃভাষায় টুইট করবার মাধ্যমে ২১শে ফেব্রুয়ারির প্রচারণায় আপনিও যুক্ত হোন!
বাংলাদেশে সামাজিক মাধ্যম হিসেবে ফেইসবুক তুমুল জনপ্রিয় এবং আনন্দের বিষয় হলো, অনেকেই এখন বাংলাতেই লিখতে ভালবাসেন। সামাজিক যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানে ফেইসবুকের পাশাপাশি টুইটারও আজ বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী। তবে বাংলা ভাষায় টুইটারের ব্যবহার প্রযুক্তিগতভাবে সরাসরি এখনও হয়ে ওঠেনি। মাতৃভাষা বাংলাকে ব্লগ, ফেইসবুক সহ বিশ্বজুড়ে পরিচিত, প্রসারিত ও বহুল চর্চার লক্ষ্যে আসুন মায়ের ভাষাতেই সামাজিক যোগাযোগকে প্রধান করে তুলি। পাশাপাশি পৃথিবীর সকল মায়ের ভাষার বিলুপ্তিরোধে একাত্নতা প্রকাশ করি।
এই কাজটি করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরন করতে হবেঃ
প্রথম ধাপ – আপনার মাতৃভাষায় টুইট করুন
দিনব্যাপী, আপনার মাতৃভাষা ব্যবহার করে টুইট করুন। সবাইকে “কেন ইন্টারনেটে আপনার মাতৃভাষা ব্যবহার করা গুরুত্বপূর্ণ” তা জানান অথবা আপনার ভাষায় শুভেচ্ছা অথবা আপনার প্রিয় শব্দ / বাক্যাংশ টুইট করুন। এছাড়াও আপনি অন্যান্য আদিবাসী ও সংখ্যালঘু ভাষা সম্প্রদায়ের ভাষাভাষীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন টুইট অনুবাদ করতে পারেন।
দ্বিতীয় ধাপঃ হ্যাশট্যাগ যোগ করুন
• হ্যাশট্যাগ #MotherLanguage বা #মাতৃভাষা যোগ করুন
• ভাষার হ্যাশট্যাগ যোগ করুন (i.e.#Bengali, #Chakma, #Shantali)
তৃতীয় ধাপঃ কথোপকথনে যোগ দিনঃ
• #MotherLanguage হ্যাশট্যাগ ব্যবহার করে অন্যদের খুঁজুন এবং তাদের টুইটসমূহ পুনঃটুইট করুন
• আপনার মাতৃভাষায় টুইট প্রেরণকারীদের অনুসরণ করুন। আপনার ভাষার জন্য ব্যবহৃত হ্যাশট্যাগ অনুসন্ধান করুন।
• ভাষা বৈচিত্র্য উদযাপনরত অন্যান্যদের সাথে সংযোগ স্থাপন করুন
এছাড়াও আপনাদের সুবিধার জন্য আমরা ব্লগপাতায় একটি ব্যানার সংযুক্ত করেছি, যেখানে ক্লিক করে আপনি সরাসরি অংশগ্রহন করতে পারেন।
আয়োজনকারী প্রতিষ্ঠানঃ
RisingVoices,
livingtongues, Indigenous Tweet, endangered languages
পৃথিবীর সকল মাতৃভাষার জয় হোক।
ধন্যবাদ।
বিনীত
সামহোয়্যার ইন ব্লগ টিম।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এইমাত্র করে আসলাম!
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
বিদগ্ধ বলেছেন: চমৎকর উদ্যোগ!
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৪
বাড্ডা ঢাকা বলেছেন: দারুন উদ্যেগ
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১
আরমান ৭৬ বলেছেন: ভালো উদ্যেগ, জয় বাংলা
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৭
ফয়সাল খালাসী বলেছেন: মাতৃভাষায় টুইট করবার মাধ্যমে ২১শে ফেব্রুয়ারির প্রচারণায় যুক্ত হলাম।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
মাহাবুব১৯৭৪ বলেছেন: ধন্যবাদ।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
মাহাবুব১৯৭৪ বলেছেন: ধন্যবাদ।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: বাংলার জয় হোক।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬
মামুন ইসলাম বলেছেন: এখন অ্যাকাউন্ট খোলা হয় নাই দেখি সকালে নাষ্টা শেষ কইরা কিছু দিমুনি ।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১১
কালের সময় বলেছেন: আরে মিয়া বাংলা ভাষা আমার মায়ের ভাষা । জীবন দিমু কিন্তু ভাষা ছাড়মু না কইয়া দিলাম ।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩
প্রামানিক বলেছেন: এই মাত্র করে আসলাম
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২
আবু শাকিল বলেছেন: ভাল উদ্যেগ ।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
প্রেতরাজ বলেছেন: অসাধারণ এক উদ্যোগ।
স্বাগত জানাই এই উদ্যোগী বাংলা ভাষা প্রেমীদের।
সাথে আছি।
এবং পুনরায় ধন্যবাদ সামহোয়ারইনব্লগ কে এই মহতী উদ্যোগ গ্রহন করার জন্য।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০
মঙ্গলগ্রহের মুক্তিযোদ্ধা বলেছেন: ভালো উদ্যোগ
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০
নুর ইসলাম রফিক বলেছেন: ইমেজ লিংকটা কাজ করছেনা।
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৭
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ভালো উদ্যোগ। ধন্যবাদ। তবে ইমেজ লিংকটা কাজ করছে না।...
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১
ষ্টুয়ার্ট সিকান্দার বলেছেন: পোষ্ট টুইটারে শেয়ার দিয়েছি, উপরে যাদের টুইট লিংক পেলাম, রিটুইট করেছি। এবং নিজেও টুইট করেছি।
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২
সুমাইয়া আলো বলেছেন: দারুণ তো
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
নীলপরি বলেছেন: দারুন খবর । আমি আজই চেস্টা করব ।
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৪
সুমন কর বলেছেন: প্রিয়তে রেখে দিলাম, সময় করে অাসবো।
২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩০
জাফরুল মবীন বলেছেন: অভিনন্দনযোগ্য উদ্যোগ।
পোস্টটি পড়ে সকালেই এ শুভকাজটি করেছি।
ধন্যবাদ।
২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ ।করেছি ।
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: চেষ্টা চালাচ্ছি।
২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২০
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমিও এই মাত্র টুইট করে এলাম।
২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
ইখতামিন বলেছেন:
সুন্দর উদ্যোগ
২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫০
আরজু পনি বলেছেন:
পোস্টের ইমেজ লিঙ্কটা কাজ করছে না ...
তবে নির্বাচিত পাতার প্রথম পাতার ৮টি পোস্ট পরেই ইমেজ লিঙ্ক যেটা দেয়া আছে ওটা কাজ করছে।
২১ তারিখের প্রথম প্রহরেই করেছিলাম ...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথিবীর সকল মায়ের ভাষাকে সালাম জানাই । #MotherLanguage #বাংলা
২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল প্রচরণা।
৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১২
কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ উদ্যোগ ।
৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮
mdabul4579 বলেছেন: ভাল হইছ।
৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫৫
রবিন আহম্মেদ রাজ বলেছেন: ভাল উদ্যোগ
৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৯
গোল্ডেন গ্লাইডার বলেছেন: টুইটারে রেজি করা লাগবে শিজ্ঞির
++++ ++++++্
৩৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ উদ্যোগ
৩৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৬
টুম্পা মনি বলেছেন: অসাধারণ উদ্যোগ
৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫
ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো উদ্যোগ !
৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭
জুন বলেছেন: মাতৃভাষা ব্যবহার করে টুইট করুন
৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭
সোজা কথা বলেছেন: সুন্দর উদ্যোগ। শুভ কামনা রইলো।
৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৭
আতাউররহমান১২০০৭ বলেছেন: সুন্দর উদ্যোগ । আমার ব্লগ বাড়িতে আমন্ত্রণ।
http://www.somewhereinblog.net/blog/ataurrahman12007/30017664
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২
আরজু পনি বলেছেন:
দারুণ !